নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
লিমেরিক-৯৬ (হাসি খুশিকে কাটুক বছরটি)
কেমন যাবে নতুন বছর কেউ কি বলতে পারো ভাই!
হরতাল দিয়ে শুরু দিনে মনের অবস্থা জানতে চাই?
বছরজুড়ে হবে কি হরতাল-অবরোধ?
রক্তের হুলিখেলায় যে যার নেবে কি শোধ !
সব কিছুর মাঝেও কিন্তু সবার হাসিটা দেখতে চাই।
(০১ জানুয়ারী ২০১৫)
লিমেরিক-৯৭ ( দেয়ালের ওপাশে কি হচ্ছে?)
দেয়ালের ওপাশে কি হচ্ছে কেউ কি তা জানে
কেউ বুঝে হয়তো কেউ বুঝে না জীবনের মানে!
কারো জীবন হয় এলোমেলো
জীবনভর দু:খ পেয়েই গেলো
ভেসে যায় আশা আপনদের দেয়া দু:খ বানে।
(০২ জানুয়ারী ২০১৫)
লিমেরিক-৯৮ ( বছরের শুরুতে মেলা)
এই মেলা সেই মেলা দিয়েই তো বছরটা শুরু
মেলায় মেলায় ভীড় জমায় কত ছেলে আর বুড়ো
পিকনিক-ভ্রমণ চলে এই সিজনে
আনন্দ উল্লাসে সুখ রাত-দিনে
নতুন আলোতে মন থাকে সবার উড়ো উড়ো।
(০৩ জানুয়ারী ২০১৫)
লিমেরিক—৯৯ (রাজনীতির ছোবলে দেশ)
জনজীবনের শান্তি ওরা নিচ্ছে কেড়ে
হিংস্রতার থাবা নিয়ে বারবার আসছে তেড়ে
জ্বালাও পুড়াও এ রাজনীতি
বন্ধ হোক ক্ষমতাপ্রীতি
ক্ষমতালোভী সব ক'টারে দাও না মেরে।
(০৪ জানুয়ারী ২০১৫)
লিমেরিক-১০০ ( নিরাপত্তার ভান)
এমনতরো নিরাপত্তা আর কি কেউ দেখেছো ভাই!
বালি-ইট ভর্তি ট্রাকের এমন নিরাপত্তাই তো চাই!
নিরাপত্তা দিতে আর কি আছে বাতলান
গরম বায় ঠান্ডা করতে আছে জলকামান?
মানুষ দেয় নিরাপত্তা, কি ভরসা আছে ছাই!!
(০৫ জানুয়ারী ২০১৫)
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: ২য় ভাল লাগা
লিমেরিক-৯৬ (হাসি খুশিকে কাটুক বছরটি) লাইনটা কি এমন হবে
নাকি
এমন
লিমেরিক-৯৬ (হাসি খুশিতে কাটুক বছরটি)