নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» অন্যায় স্বীকার করতে দোষ কি!!............

২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২০

হারিয়ে ফেলেছ হুশ কি!
অন্যায় করতে করতে?
অন্যায় যদি বুঝতে পারো
ক্ষমা চাইতে দোষ কি!

অন্যায় ছোট হোক বড় হোক
বুক পেতে নিতে নেই
ছোট ছোট অন্যায়, বড়
অন্যায়ের সুযোগ দেই ।

অন্যায়ের স্বপক্ষে তোমরা
দেখিও না যুক্তি
অন্যায়ের বিরুদ্ধে লড়লেই
ন্যায় পাবেরে মুক্তি।

অতি ক্রোধে অসময়ে
করে বসলে অন্যায়
ভাসালে বুঝি তারে হায়
অতি দু:খের বন্যায়।

মাথা ঠান্ডা করে তুমি
ভাবতো আর একবার
অন্যায়টা যে করেছিলে
আছে কিছু শিখবার!

অন্যায় করেছিলে ভেবে
মেনে নাও বুক পেতে
ক্ষমাটা চেয়ে নিতে তবে
পারবে না কেন্ যেতে।

অন্যায় স্বীকার করলে, মনে
আসে যে সুখ ফিরে
চেষ্টা করে দেখো একবার
শান্তি মনের নীড়ে।
(12 November 2014 at 23:11)

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা।



তবে দোষ স্বীকার করে নিতে পারাটা বিরাট মহৎ গুন, যা সকলের নেই।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৯

নিলু বলেছেন: লজ্জা করে যে , ভালো , লিখে যান

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:০৭

নূসরাত তানজীন লুবনা বলেছেন: খুব ভালো লিখেছেন আপু
প্রিয়তে গেল


আল্লাহ আপনাকে সুখী করুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.