নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

নারীরা ঠাঁয় দাঁড়িয়ে শ্রেষ্ঠত্বে স্বমহিমায় উজ্জ্বল নক্ষত্র হয়ে……

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫১

অথচ সেদিনও চুপ করেছিল নারী, বুঝেই চুপ ছিল
চাপিয়ে দেয়া অন্যায় বার বার মাথা পেতে নিয়েছিল

শান্তির জন্য, সমাজ সংসারের কথা ভেবে নারীরা চুপই থাকে।

যুগে যুগে নারীরা এভাবেই নিগৃহীত হয়ে আসছে,
নারীরা মমতাময়ী, ধৈর্য্যশীলা,

অন্যের জন্য সুখ বিসর্জন দেয়ার ক্ষমতা রাখে।

পরিবারের কর্তা সর্বেসর্বা, কর্তৃত্বে বাধা হয় না কখনো নারী
নিজের অধিকার আদায়ে নারীকে কখনো রণাঙ্গিনী হতে দেখিনি,
প্রতিবাদী হতে পারে না আত্মজদের অসীম মমতার খাতিরে।

নারী হচ্ছে গ্রীষ্মের ঝাঁ ঝাঁ রোদ দুপুরের হঠাৎ ঝাটকা হাওয়া অথবা
তীর্যক রোদবেলা একটি ছায়াময়ী বটবৃক্ষ।

নারী হলো বর্ষার ঝুম বৃষ্টিতে মাথায় এক টুকরো ছাতা বা
বৃষ্টির পর এক চিলতে হাস্যেজ্জ্বল রোদেলা দুপুর।

নারী হচ্ছে শরত সকালের শিউলী ফোটা ভোর… কিংবা
সবুজ ঘাসের উপর অবেলায় ঝরে পড়া এলোমেলো শিউলি পথ।

নারীরা হলো হেমন্তের ভোরের ঘাসের ডগায় থরে থরে সাজানো মুক্তোর মালা,
অথবা হেমন্তের দিগন্তজোড়া সোনালী ফসলের ক্ষেত
ধানের পাতায় আলিঙ্গনে মত্ত ফোঁটা ফোঁটা শিশির।

নারী কখনো শীতের কুয়াশাঘেরা সকাল,
বা তরতাজা সবুজ সবজির মাঠ
কখনো নারীরা তীব্র শীতের এক চিলতে আগুন।

বসন্তের কুহুকুহু কোকিলের সুরেলা ধ্বনি
শিমুল, পলাশ, সারি সারি অশোক বৃক্ষ শোভায় শোভিত নারী।

এ সব কিছুই ক্ষণস্থায়ী, সবই ঝরে যায়,
ক্ষয়ে যায়, উড়ে যায়, ধূলোয় মিলিয়ে যায়,
মাটিতে মিশে যায়, বাতাসে মিইয়ে যায়,
তবুও নারীরা শক্ত দাঁড়িয়ে ঠাঁয়
তার শ্রেষ্ঠত্বে স্বমহিমায় উজ্জ্বল হয়ে।

ভেঙ্গে গেলেও মচকাবার নয় নারী
নারী তার মমতা আর ভালবাসার ধৈর্য্য দিয়ে

সব অভিশাপ নিজের মাথায় তুলে
উঁচু শিরে দাঁড়িয়ে যেন আকাশ ছুঁয়ে থাকে।
পুরুষরা বুঝলে বুঝুক, শুনলে শুনুক
ডাকলে ডাকুক, জানলে জানুক, না জানলে নাই

এ তো পুরুষের ব্যর্থতা নারীকে না বুঝার জন্য।
(৩ নভেম্বর ২০১৪)

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: 'নারী'

আমি জানি না এ কোন আবেগের নাম।
ভালোবাসার কোন রূপ।

শুধু একটু ছোঁয়া
যার স্পর্শে মনের মাঝে অবচেতন ভাবেই প্রেম জেগে ওঠে।

কবিতায় ভালো লাগা জানবেন।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৯

মনিরা সুলতানা বলেছেন: এ তো পুরুষের ব্যর্থতা নারী কে না বোঝার জন্য
লেখা খুব ভাল লেগেছে।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৯

শায়মা বলেছেন: খুব ভালো লাগা!

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: ৩য় ভাল লাগা আপনার সুন্দর কবিতায়।

৫| ২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৮

ময়না বঙ্গাল বলেছেন: বাজুক প্রেমের মায়ামন্ত্রে
পুলকিত প্রাণের
চির সুন্দরে
অভিবন্দনা

৬| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহারে আগের পোস্টগুলি পড়তে ভালই লাগে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.