নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

খণ্ড কাব্য.........(৪)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪১

১।
স্বার্থ নিয়া পাগল আমি পাগল তুমি
সাক্ষী কেবল আল্লাহ আর পূণ্য ভূমি।

২।
পূণ্য খাতা শূণ্য রবে
আমল যদি ঠিক না হবে।

৩।
ভাল কিন্তু মানুষই হয়
যদি মন্দরে করে জয়।

৪।
সত্য হতে মুখ ফেরালে
সত্যিই বুঝি পথ হারালে।


৫।
ধান্ধাবাজিতে লাভ সাময়িক
ভাবতো মন একবার
সঠিক পথে চলে দেখো না
রাস্তাতো নেই ঠকবার।

৬।
ধ্বংস হবে দুনিয়াধারী
মানুষ জন কিছু থাকবে না
স্তব্ধ হবে সকল কলরব
পিছু ফিরে কেউ ডাকবে না।

৭।
সময় থাকতে হওরে হুশিয়ার
ভুলে যাও সব মন্দ
পরকালের কথা ভেবে কর
মন্দের দুয়ার বন্ধ।


৮।
নষ্ট মনের নষ্ট চিন্তা
দুর হয়ে যাক
শুদ্ধতার দুয়ারে এসে
মন শান্তি পাক।

৯।
মানুষ তোমরা কেনো বুঝনা
বিপথে নেয় শয়তান
মোহে ফেলে বিপদে ফেলে
ঈমাণ ভেঙ্গে খান খান।

১০।
ভন্ডামি সব ছেড়ে দিয়ে
মশাল জ্বালাও আলোর
আলোকিত মানুষ হলে
জয় হবে সব ভালোর।

১১।
মুর্খ তো নও তোমরা
ভাল মন্দ কেনো বুঝনা
দুই দিনের দুনিয়ায়
কেনো আলোর পথটা খুঁজো না।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: খন্ড কাব্যে ভালো লাগা।
+++

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫২

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা আপনার খন্ড কবিতায়।



স্বার্থ নিয়া পাগল আমি পাগল তুমি
সাক্ষী কেবল আল্লাহ আর পূণ্য ভূমি।



ভাল লাগা আংশটুকু কপি করলাম।

৩| ২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৫

ময়না বঙ্গাল বলেছেন: হৃদিমন্দিরদ্বারে বাজে সুমঙ্গল শঙ্খ,
শত মঙ্গলশিখা করে ভবন আলো, উঠে নির্মল ফুলগন্ধ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.