নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
বাংলাভাষার গান যে আমার
মনের মাঝে ঘূর্ণ
গানের কথায় চোখে দেখি
অ আ ক খ বর্ণ।
মধুর ভাষা চাইছিল কেউ
করে দিতে চূর্ণ
আশা হলো গুঁড়ে বালি
হয়নি তো তা পূর্ণ।
কেউ পারেনি করে দিতে
ভাষাকে বিবর্ণ।
রক্ত দিয়ে কেনা ভাষা
ফিরে এলো তূর্ণ।
রঙ্গিন হলো শিমুল অসুখ
বাজল রণতূর্য
মায়ের ভাষা সম্মান পেলো
উঠল নতুন সূর্য।
রক্ত দেয়া যায়নি বৃথা
বাঙালিদের গর্জন
বিশ্বে পৌঁছে বাংলা ভাষা
সেইতো সেরা অর্জন।
মিষ্টি সুরে গান গেয়ে যাই
ভাটি জারি সারি
যেমন ইচ্ছে তেমন বলি
ঝরে মিষ্টি বারি।
বাংলা ভাষায় কথা বলে
ধনী গরীব চাষায়
বাংলা ভাষায় বাঁচি আমি
মরি বাংলা ভাষায়।
ভালবাসি মায়ের ভাষা
অন্য ভাষায় আঁড়ি
ভালবাসি নয় ফাল্গুন
একুশ ফেব্রুয়ারি।
(21-02-2015)
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: করে দিলাম অনেক ধন্যবাদ
মাঝে মাঝে এমনই হয় মাথায় আসে না
আবারো ধন্যবাদ
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫২
দিশেহারা রাজপুত্র বলেছেন: রঙ্গিন হলো শিমুল অসুখ
বাজল রণতূর্য
মায়ের ভাষা সম্মান পেলো
উঠল নতুন সূর্য।
সুন্দর কিছু লাইন। ভাল লাগল।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
৩| ২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১২
ময়না বঙ্গাল বলেছেন: পৃথীবীর ইতিহাস আলোচনা করিয়া দেখ
মাতৃভাষার উন্নতি ব্যতীত কোন জাতি
কখনও কি বড় হইতে পারিয়াছে ?
ডক্টর মুহম্মদ শহিদুল্লা
©somewhere in net ltd.
১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫২
ইমতিয়াজ ১৩ বলেছেন: চমৎকার ছড়া ভাষা দিবস নিয়ে
তবে
গানের লিরিক চোখে দেখি
লাইনটি পরিবর্তন করে
গানের কথার চোখে দেখি
করা যায় কি না?
মনে হয়ে লিরিক বলে কথা শব্দটা দিলে হয় কি না