নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
আজকাল একজন আকাশে
আর একজন ধরিত্রিতে থাকা হয়,
কেউ কারো খবর রাখি না!
দিব্বি চোখের সামনে ঘুরিফিরি
একই ছাদনাতলায় বসবাস
তবুও মতামতে যোজন যোজন দুরত্ব।
কেউ কারো মনের খবর জানি না
কে কাকে কতটা ভালবাসি!
অথবা কতটা ঘৃণা করি সহজেই অনুমেয় নয়
কখনো কি সম্পর্কটা ভালবাসায় পূর্ণ ছিল!
ভাবতে গিয়ে খুঁজে পাই না স্মৃতিচিহ্ন;
যা আছে সবই তিক্ততা, বিস্মৃতি, অবহেলা
অসম্মান, জেলাসিপনা।
মানুষকে ছোট করতে শিখিনি,
কিন্তু কিভাবে ছোট হয়েও বেঁচে থাকা যায় তা শিখেছি!
বুঝেছি মেয়েদের অদম্য ইচ্ছাগুলোকে
পুরুষরা পদতলে পৃষ্ট করতে কতটা যত্নশীল!
অশ্রুগুলোই শুধু হয় সঙ্গী,
তাও হাঁটার নাম করে একা একা হাঁটি
চোখ টিপে টিপে অশ্রুগুলো নিরবে ঝরতে দেই,
এর নামই কি জীবন!!
কেনো যে উত্তমও হতে পারি না,
না পারি হতে অধম।
(22 August 2014 at 22:49)
২৫ শে মার্চ, ২০১৫ সকাল ১১:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ
২| ১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতায় অনুভূতির প্রকাশ যতোটা হয় মনকে ততোটাই আবেগতাড়িত করে। যেমনটি আপনার এই কবিতা।
২৫ শে মার্চ, ২০১৫ সকাল ১১:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৩| ২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৫
ময়না বঙ্গাল বলেছেন: সুপ্তিজড়িত তিমিরজাল
সহে না গো ।
এসো নিরুদ্ধ দ্বারে,
বিমুক্ত করো তারে,
তনুমনপ্রাণ ধনজনমান ।
©somewhere in net ltd.
১| ১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৩১
ইমতিয়াজ ১৩ বলেছেন: বুঝেছি মেয়েদের অদম্য ইচ্ছাগুলোকে
পুরুষরা পদতলে পৃষ্ট করতে কতটা যত্নশীল!
প্রথম ভাল লাগা আপনার পোস্টে