নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» সমস্যার অন্তর্জালে বন্দি মানুষ....

২৯ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৩৭

কি এক জীবন পেলাম!!
যেখানে মরুভূমির মত ধূঁ ধূঁ প্রান্তরে বালি আর বাতাসের মিলন হয়,
বাতাস বয়ে যায় নিত্য, থেমে গেলেই ভর করে জীবন জুড়ে একাকিত্ব;
কি এমন সংসার পেলাম!
যেখানে সুখ দু:খের ভাগ হয় না, দিনভর সবাই কেমন জানি! কি নিয়ে ব্যস্ত;
সমস্যার অন্তর্জালে বন্দি জীবনে অভ্যস্ত হয়ে পড়েছে ওরা;
উল্লাস নেই, উচ্ছাস নেই, চাহিদা নেই; কখনো হাসি মুখ দেখতে পাই না!
সারাক্ষণ কুটুর কুটুর গল্প শুনতে পাই, গল্প!! সেতো সমস্যা নিয়েই!
আরে ঘরকন্যা বা সংসারপাতির বাইরেও জীবন আছে,
আলোকিত জোছনা আছে,
একটু তাকাও দেখ সবুজ ঘাসে নীল ফড়িং বসে আছে।
আজ না হয় চলো, একসাথে বসে মুভি দেখি সকলে মিলে,
কারণে অকারণে হু হা হা হেসে উঠি আজ মিলিত কণ্ঠস্বরে।
কি এক সময় হাতে পেলাম!
যেখানে নৈ:শব্দের গানের সুরে দীর্ঘশ্বাসেরা উড়ে বেড়ায়,
মানুষের মন এক না, জেনেও ডুব দেই অভিমানে;
অভিমানগুলোও ভাঙ্গানোর কেউ থাকেনা আশে পাশে,
নিজের অভিমান নিজে ভেঙ্গে করি গুঁড়ো;
কি এমন দোষ ছিল আমার!
আজ এই ক্ষণে শুধু অভিমান স্পর্শ করার জন্য একজন সুহৃদ চাই!
কেউ কি আছ? স্পর্শ করে দেখবে আমার অভিমান....
বিনিময়ে আমি তাকে এক সাগর উচ্ছাস দেব,
কি রাজি?

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা।

১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ

২| ২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০০

ময়না বঙ্গাল বলেছেন: *
প্রাণেশ,
তোমার প্রেম অনন্ত
জাগাক হৃদয়ে চির বসন্ত,
আজিকে তোমার প্রাসাদ-অরুন
করুক প্রকাশ নব প্রভাত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.