নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
মোহে পড়ি বার বার
এক নয় দুই নয় হাজার বার
আশ্চর্য্য হই যেনো আচম্বিতে,
খুবই তাড়াতাড়ি কেটে যায় মোহ
যেন বন্ধ চোখ খুলে দেয়া হঠাৎ...।
স্বপ্নের ঘোর থেকে মুক্তি পাওয়া মন
আলোয় এসে থমকে দাঁড়ায়...
অচেনা সব,
অজানা সব;
একাকী পাতাহীন গাছের নিচে দাঁড়িয়ে
অবশ দেহে কিছুক্ষন
ডালের ফাঁক ফোকর দিয়ে তীর্যক রোদ মুখটা জ্বালিয়ে দেয়।
অথচ বন্ধ চোখে কতই না আহরণ করেছি শান্তি, সুখ, স্বপ্ন
আঁধারের দেশে স্বপ্নীল আলো এসে রাঙ্গিয়ে দিয়েছিল আঙ্গিনা...
জোনাকিরা খেলা করছিল মনের উঠোনে
কুহক এসে হাত ধরেছিল, বলেছিল ফিরে যেওনা,
একদিনের জন্য হলেও আমার হও...।
আহ্ সেকি মোহ! কথার জালে আটকাতে চায়....
ছলে বলে বন্দি করতে চায় মোহের মাঝে।
বন্ধ চোখে থাকা যায় কাহাতক!
চোখ খুললেই কেটে যায় মোহ...
ফিরে আসি কুহকের জাল ছিন্ন করে।
মোহ তো থাকে না বেশিক্ষণ,
কেটে গেলে....
সমাপ্তি ঘটে একটি গল্পের; ডুব দেই হতাশার সাগরে।
আচানক জীবনে ফের ফিরে আসে মোহ..
এবং মোহে পড়তে সময় লাগে না...
মিষ্টি কথার দুষ্টুমিতে ভুলে আবার চোখ বন্ধ করি.....
মানুষ তো! তাই মোহ নিয়ে খেলা করি আনমনে;
যার ভাল থাকার অধিকার নেই বাস্তবে
সে মোহকে কাছে ডাকে...।
যার মন আছে, তাকে মোহে পড়তেই হয়...
বারবার না হলেও একবার...
অত:পর মোহ কেটে যায়/যাবে...
কঠিন বাস্তবের মুখোমুখি হয়ে
অনুশোচনায় ক্লান্ত মন বিষন্নতায় হারিয়ে
জন্ম দিবে একটি জীবন্ত কবিতার।
২| ০৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ইমতি ভাইয়া ভাল থাকুন
৩| ০৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৯
সুলতানা রহমান বলেছেন: খুব সুন্দর! বার বার মানুষ মোহে পড়ে। মোহ কেটে ও যায়।
০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি
ভাল থাকুন
৪| ০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৭
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার....
০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি । সুন্দর থাকুন
৫| ০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতায় মোহগ্রস্ত।
০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অনেক অনেক
৬| ২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৭
ময়না বঙ্গাল বলেছেন: আপনার মননের আরও ম্যাচুরিটি কামনা করছি ।
©somewhere in net ltd.
১| ০৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৩
ইমতিয়াজ ১৩ বলেছেন:
যার মন আছে, তাকে মোহে পড়তেই হয়...
বারবার না হলেও একবার...
অত:পর মোহ কেটে যায়/যাবে...
কঠিন বাস্তবের মুখোমুখি হয়ে
অনুশোচনায় ক্লান্ত মন বিষন্নতায় হারিয়ে
জন্ম দিবে একটি জীবন্ত কবিতার।
একটি নয় জন্ম হোক হাজার হাজার কবিতা