নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» বৈশাখের দুই ছড়া.......

১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৯

১।
কে কে যাবে বৈশাখী মেলায়
++++++++++++++++++
জমবে মেলা পথে পথে
সাজবে রঙ্গিন সাজে
মনের মাঝে তাকদুম তাকদুম
বৈশাখী সুর বাজে।

লাল সাদা শাড়িতে সাজব
পহেলা বৈশাখে
লাল সাদা ফুল মালা খোঁপায়
নথ ঝুলাবো নাকে।

হেলে দুলে গানের মাঝে
হারাবো এ বেলায়
নাগরদোলায় চড়ব আমি
বৈশাখী বটমেলায়।

পাতার বাঁশি হাতে নিয়ে
সুর ছন্দে বাজাবো
হরেক রকম আনন্দে মন
আঙ্গিনা সাজাবো।

ফুলের মুকুট মাথায় নিবো
ঠোঁটে লালের ছোঁয়া
মণ্ডা মিঠাই সন্দেশ মিষ্টি
কিনব মুড়ির মোয়া।

বৈশাখী মেলায় কে যাবে
তোমরা এবার বলো?
দলে দলে বন্ধু সবাই
প্রাণের মেলায় চলো।

২।
তোমরা পান্তা খাও আমি খাব না
=================
তোমরা যাও বৈশাখি মেলায়
আমি যাব না
ভীড়ের মাঝে ঠেলাঠেলি
আমি পারব না।

হেঁটে হেঁটে ক্লান্ত হতে
পারব না এ বেলায়
সেল্ফি তুলে পোস্ট করো
গিয়ে প্রাণের মেলায়।

আমি থাকব ঘরের কোণে
তোমরা তখন কইরে
শোভাযাত্রায় গিয়ে তোমরা
করবে যে হই চইরে।

আনন্দটা থাকে যেনো
পরিসীমার মাঝে
অতিরিক্ত মজায় মেতে
মরো নাকো লাজে।

ইলিশ তোমায় খেতে হবে
এমন কথা নয় গো
কুসংস্কারে মেতে থাকলে
জীবনে যে ভয় গো।

পান্তা তুমি রাখতে পারো
রোজ রোজ প্রভাতে
১ তারিখ খেতে হবে ক্যান
বৈশাখি সভাতে!!!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৬

সুমন কর বলেছেন: আমি মেলায় যাবো না ..... ;)

২| ১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ছেলেরা তো অনেক মজা করতে পারে
যাবেন না কেনো দাদা

সুন্দর কাটুক সময়

৩| ১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমিও যামু না। :(


ছড়া ভালো লেগেছে। বিশেষত প্রথমটা। +

৪| ২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৪

ময়না বঙ্গাল বলেছেন: আপনার ছড়ামির সাবলীলতা ভালো লাগলো । স্মার্টনেসটা লক্ষণীয় । আপনার উপর আল্লার শান্তি বর্ষিত হোক আরও ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.