নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

কি কি করলে ঈদে....

২১ শে জুলাই, ২০১৫ সকাল ১০:১৭

কেমন কাটলো ঈদ তোমাদের
কেমন মজা করলে
কি কি খেলে তোমরা বলো
কেমন উদর ভরলে।

ফিন্নি পায়েস পোলাও কুরমা
মুরগী মাংস খাসি
গরুর মাংস খেয়ে খেয়ে
উদর করলে খুশি!

কোথায় কোথায় ঘুরলে ফিরলে
রেষ্টুরেন্টে পার্কে
ভীড়ের মাঝে কি কেউ হঠাৎ
ভয়ে গেলে ভড়কে!

খোলা আকাশ খোলা ছিলো
বৃষ্টি ভেজা দুপুর
ঈদের খুশি ভেজাভেজি
মনের বাজে নূপুর।

ঘরের মাঝে কারা ছিলে
বৃষ্টিরে ভয় পেয়ে
কারা কারা বৃষ্টি মাথায়
আনন্দের গান গেয়ে।

ডেটিং ফেটিং করছো কারা
ছাতা মাথায় দিয়ে
বউয়ের আঁছলে মুখ গুজে
কারা ছিলে ছুঁয়ে।

কি কি দেখছো টিভি শো-তে
সিনেমা নাটক গান
সবে মিলে স্বজন সাথে
হৃদয়ে ছিলো টান।

মায়ের হাতে পিঠা পায়েস
কারা কারা খেলে
নতুন জামায় ঈদ নামাযে
কারা কারা গেলে।

কে কে বলো পেলে ঈদী
ঈদী দিলে কারা
বেজার মুখে ঈদী দিয়ে
কারা খেলে ধরা।

বৃষ্টি ছিলো বলে তোমরা
মনটি খারাপ করে
ত্যক্ত মনে চুপটি করে
বসেছিলে ঘরে?

যেমন খুশি করলে ঈদে
একে একে বলো
দু:খ যদি কিছু থাকে
পায়ের তলে ধলো।

ঈদের খুশি ঈদের হাসি
পূরণ হোক সব ইচ্ছা
ঈদের পরে জানাই আমি
ঈদ পরের শুভেচ্ছা।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৩৭

এম এ কাশেম বলেছেন: সুন্দর ছড়া,
ঈদ মোবারক।

২১ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ কাশেম ভাই :)

২| ২১ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৯

বাকা পথ বাকা চোখ বলেছেন: সুন্দর খুব সুন্দর

২৩ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.