নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

সে আমায় নীল দিতে চায়….

১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৭

অসীম নীলে চোখ রাখতে পারি না
ধাঁধানো নীল আমার চোখ জ্বালিয়ে দেয়,
একসময় এক আকাশ নীল ছিল প্রিয়
সেই নীল আজ অনৌদার্য শুধু আমার জন্য।
ঘাটলায় বসে ছিলাম, নীলে হয়ে বিলীন
কার্তিকের চাঁদ আমায় ডাকে;
বলে এই রাত থাক আমার সাথে
তোমাকে উদীয়মান নীলে যাব নিয়ে।
আরক্ত চোখে দেখেছি, থেকেছি মৌন
বিমোহ হই না আর চাঁদের ডাকে।
চাঁদের অনুবেদন উপেক্ষায়,
অবহেলায় থাকে।

দিতে চায় সে এক আকাশ নীল
যেখানে নীলে পূর্ণ সেই কবে থেকেই,
নীলে জীবন আমার ছরকট।
তবুও আমি নেব দুহাত ভরে
নীল দিবে আমায়,
আমার ভালবাসার চাঁদ!
আমি উপেক্ষা করতে পারব না,
কারণ আমি কঠিন নই, নই পাথর।
24 October 2013

অনৌদার্য=সঙ্কীর্ণতা, হীনমন্যতা
আরক্ত=রক্তাভ, রক্তবর্ণ
অনুবেদন=সমবেদনা, সহানুভূতি
ছরকট=ছড়াছড়ি, বিশৃঙ্খলাপূর্ণ।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৩

মো: আশিকুজ্জামান বলেছেন: 'তবুও আমি নেব দুহাত ভরে
নীল দিবে আমায়,
আমার ভালবাসার চাঁদ!'
---------কবিতা ভাললাগল। ভাল থাকবেন।

১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

২| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩২

নুর ইসলাম রফিক বলেছেন: পাঠ করলাম......তবে তৃপ্তিহীন ভাবে

১৪ ই জুন, ২০১৬ সকাল ৮:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: তৃপ্তিহীন কেন? :(

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১৩

রুদ্র জাহেদ বলেছেন: খুব ভালো লাগল কবিতা

১৪ ই জুন, ২০১৬ সকাল ৮:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অযস্র ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.