নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
মগ্ন হয়ে দেখছিস্ কিরে
আমায় নাকি অন্য কিছু
তাইতো বলি কেনো-বা তুই
ছাড়ছিস না যে আমার পিছু।
সবুজ বসন সবুজ টুপি
সেজে আছিস হুজুর হয়ে
মিষ্টি হাসি ঠোঁটে নিয়ে
কার মনটাতে আছিস ছুঁয়ে।
হুজুর হুজুর করে সবাই
পেতে চাইছে সবাই তোকে
কার স্বপ্ন যে আঁকছিস বসে
দিচ্ছিস কারে মন্ত্র ফুঁ-কে!
চোখে হেসে ঠোঁটে হেসে
মিষ্টি করে তাকাস যদি
তোর অপেক্ষাতে বসতে রাজি
পথের বাঁকে নিরবধি।
মুগ্ধ চোখে আমায় দেখে
একবার যদি পারিস হাসতে
পাগল হয়ে শূন্যে উড়ে
একাই আমি পারি ভাসতে।
হুজুর সেজে বসে আছিস
হাজার মুরিদ লুটায় পায়ে
আমার জন্য কি আর উঠবি..
ঠেলেঠুলে ভাঙ্গা নায়ে??
দূরে থেকেই একটু হেসে
চোখে চোখে বলিস কথা
দু:খগুলো দূরে গিয়ে
মুছে যাবে মনের ব্যথা!
ও ছেলে তোর যোগ্য নইরে
দূরে থেকেই মুগ্ধ হয়ে
আঁকি ছবি মন ক্যানভাসে
তোর বিরহে দু:খ ছুয়ে।
রোগী হয়ে বিছনায় শুয়ে
ভাবছি শুধু তোকেই আমি
মনের ডাক্তার হয়ে আস্ না
সেড়ে যাবে এ পাগলামী।
আচম্বিতে ঝড়ের বেগে
হলি আমার সর্বনাশী
যা ইচ্ছে তুই ভাবিস ছেলে
তোকেই আমি ভালবাসি!
তোকে দিলাম স্নিগ্ধ প্রভাত
রঙধনু রঙ সাতটি আলো
আমার সুখের প্রহর নিয়ে
থাকিস ছেলে অনেক ভালো।
২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু ভাইয়া
২| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৮
মনস্বিনী বলেছেন: চমৎকার!!!
২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩২
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। ১ম +।
কেমন আছেন?
২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল আছি আলহামদুলিল্লাহ
৪| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো হয়েছে। +
অনেকদিন পর আপনার লেখা পড়লাম। সুমনদার প্রশ্নটা আমারো।
২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল আছি আলহামদুলিল্লাহ । আপনারা কেমন আছেন। কেমন যাচ্ছে দিনকাল
৫| ১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৫
অতঃপর হৃদয় বলেছেন: অনেক সুন্দর।
১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪১
প্রামানিক বলেছেন: তোকে দিলাম স্নিগ্ধ প্রভাত
রঙধনু রঙ সাতটি আলো
আমার সুখের প্রহর নিয়ে
থাকিস চেলে অনেক ভালো।
চমৎকার কবিতা। ধন্যবাদ