নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

নারী তুমি স্নিগ্ধ সুন্দর ভালবাসার স্বর্ণখনি......

০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২১

 বিশ্ব নারী দিবসে শুভেচ্ছা সকল নারী, মা বোন, খালা, আপা চাচীকে
©কাজী ফাতেমা ছবি
নারী তুমি স্নিগ্ধ সুন্দর
ভালবাসার স্বর্ণখনি
নারী তোমায় জিতেছে যে
সে হবে দুনিয়ার ধনী।

নারী তোমার কোমল স্পর্শে
শিশু হাসে খিলখিলিয়ে
নারী তুমি হাসি দিলেই
বাড়ি উঠে ঝিলমিলিয়ে।

নারী তুমি ধৈর্যশীলা
সকল সামলাও একটি হাতে
নারী তুমি ঘরে বাইরে
কাঁধ মিলাও পুরুষের সাথে।

নারী তুমি পলাশ শিমুল
অশোক বনের রক্ত পুষ্প
নারী তুমি কারো জন্য
বেঁচে থাকার নি:শ্বাস বাষ্প।

নারী তোমার মনের মাঝে
দাঁড়িয়ে যে মায়ায় পাহাড়
নারী তুমি প্রেমের মনে
ছড়িয়ে দাও রঙের বাহার।

নারী তুমি স্পর্শ দিলেই
জেগে উঠে পুরুষের মন
ভালবাসার অথৈ ঢেউয়ে
ভেসে করো প্রেম আহরণ।

নারী তুমি ভাইয়ের বোনটি
নারী তুমি মায়ের জাতি
নারী তুমি ফুলের কলি
আঁধার ঘরে আলোর বাতি।

নারী তুমি স্বামীর বধূ
আঁকড়ে ধরা লাজুকলতা
নারী তুমি নরের আধেক
সুখে দু:খে অনেক কথা।

নারী তোমার চরণতলে
সন্তানের যে স্বর্গ রাখা
নারী তোমার ভালবাসা
স্নেহ সুখ আঁচলে ঢাকা।

নারী তুমি কর্মজীবী
ঘরে বাইরে সমান তালে
কর্মের মাঝে থেকেও তোমার
তৃপ্তির হাসি ভেজা গালে।

নারী তুমি মা বোন জায়া
সম্মান নিয়ে বেঁচে থাকো
তোমার মাঝে ভালবাসার
পাতা আছে বন্ধন সাঁকো।

নারী জাতি মায়ের জাতি
স্নিগ্ধ শীতল বটের ছায়া
নারী তোমার আঁচল তলে
আদর স্নেহের অথৈ মায়া।

নারী তোমায় ইসলাম দিলো
বেশী সম্মান সবার থেকে
সে সম্মান ধূলায় মিশিয়ে
ছি নিয়োনা ভালে এঁকে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৩

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: প্রত্যেকটি উপমাই ভালো লাগলো।

০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল

২| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৯

আব্দুল্লাহ তুহিন বলেছেন: অসাধারণ.....
ভালো লাগল।

০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।

৩| ০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৪

সুমন কর বলেছেন: শুরুটা ভালো লেগেছে।
কেমন আছেন?

০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দাদা
ভাল আছি আলহামদুলিল্লাহ্
আপনি কেমন আছেন?

৪| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৮

বিজন রয় বলেছেন: অনেক ভাল লিখেছেন।
++++

১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ । ভালথাকুন সর্বদা

৫| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৮

শাহজালাল হাওলাদার বলেছেন: শালীনতার বেশ সংমিশ্রণ আছে লেখার মাঝে।
ভাল লাগলো লেখা পড়ে।

০৮ ই জুন, ২০১৬ রাত ১১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ

৬| ১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৮

অতঃপর হৃদয় বলেছেন: নারী তুমি স্পর্শ দিলেই
জেগে উঠে পুরুষের মন
ভালবাসার অথৈ ঢেউয়ে
ভেসে করো প্রেম আহরণ।


অনেক সুন্দর আপু।

১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.