নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
ছবিগুলো ক্যানন ডি৬০০ দিয়ে তোলা। সবগুলোই আমাদের গ্রামের বাড়ি থেকে তুলেছি। শহরে তো ফটো তোলার কোন থিমই নাই ....... না আছে প্রকৃতি, না আছে সবুজ, রুক্ষতা আর ইট পাথর, বড় অট্টালিকা আর পাথর মানুষ ছাড়া কি আর আছে এখানে। এখানে আকাশ দেখা যায় না। উপরে তাকালে শুধু বৈদ্যুতিক তার আর উচু উঁচু প্রাসাদের জন্য আকাশ দেখি না । এ বড় আক্ষেপ আমার। শরত কখন যায় হেমন কখন আসে টেরই পাইনা। শরতের আকাশ দেখিনা কত বছর হলো অথবা দূর্বাঘাসে দেখিনা হেমন্তের শিশিরবিন্দু।
বছরে একবার যাই গ্রামের বাড়ি। তাও শীত সিজনে সে সময় প্রকৃতি থাকে খুবই রুক্ষ। ছবি উঠালেও সে ছবিতে প্রাণ থাকে না। বিবর্ণ আকাশ তবু ভাল খুব ভাল লাগে । গাছের ছায়া, পুকুর, তালগাছ, খেঁজুরগাছ .... যেখানে বসি গিয়ে সেখানেই শান্তিতে পরাণ জুড়িয়ে যায়। আল্লাহর অশেষ রহমত আল্লাহ তাআলা আমাকে সুন্দর দেখার জন্য দুটো চোখ দিয়েছেন।
যদিও ছবিগুলো বনে জঙ্গলের আনাচে কানাছে অবহেলায় পড়ে থাকা ফুল আর প্রকৃতি তাও ভাল লাগে ক্লিকাইতে (কিন্তু এখনো ক্যামেরাবাজিতে আমি ফেল, কিছুই শিখতে পারলাম না sad ) সেগুলোই ক্যামেরাবন্দি করেছি।
১। এই ফুলগুলো হলো বিলম্বি গাছের। অনেকেই বিলম্ব ফলটা দেখেছেন আমার ধারণা । গাছের কাণ্ড ফুঁড়ে উঠে ফুল এবং তার থেকেই ঝুলে থাকে হাজার হাজার বিলম্বি...... উহ্ কি যে সুন্দর লাগে যখন সবুজ ফলগুলি গাছকে মায়ায় বুকে জড়িয়ে ঝুলে থাকে। এই ফলের স্বাধ কিন্তু কামরাঙার মতই। বেশীর ভাগ মানুষ এ দিয়ে টকের তরকারী রান্না করেন।
২। আমি এভাবেই ফুরিয়ে যাই....... শুকিয়ে যাই..... মরে যাই... মিশে যাই মাটিতে- আমি মরে যাব কিন্তু ভাল লাগছে খুব, কেউ একজন আমার তছবির খিছেছেন...... আমি অমর হয়ে থাকব নেট জগতে big_smile ---- গোলাপী জবা।
(আমাদের জীবনটাই তো এমন..... ফুটে থাকি একটা সংসারে কত প্রয়োজন মিটিয়ে বেলাশেষে ঝরে যাই অবহেলায়)
৩।
বহু ভয়ংকর তবে আমি সুন্দর
আমার রং নিয়ে রাঙাও হৃদয় বন্দর
দেখো চোখ বুলিয়ে দেখো না আমায়
রেঙেছি আমি কালো হলুদ জামায়।
(আল্লাহ তাআলার সৃষ্টির প্রতিটি জিনিসই সুন্দর। কি সুন্দর রং এসব পোকা মাকড়ের গায়ে) শোকরিয়া আল্লাহ তাআলার দরবারে।
৪।
যদি চাও দিতে আমায় কিছু
দিয়ো রক্ত জবা কানের দুল
ফুলের গয়নাতেই সাজব আমি
আনতে তুমি করোনাক ভুল।
রক্ত জবা ফুল , ঘ্রাণ নেই তবে ..... টুকটুকে লাল পরীর মতো গাছের কানে রক্তিম দুল হয়ে দুলতে থাকলে তার সাথে এ মনও দোলে উঠে।
৫। তুমি বন্ধু পাথর মানুষ
নিম করলা উচ্ছে তিতে
ফুলের মতই মিষ্টি হয়ে
হতে পারো আমার মিতে।
(করলা ফুল । আমি নিশ্চিত না কিন্তু)
৬।
এত সুন্দর ফুল নাম দিছে মানুষ শিয়ালমুখী
হলুদ সাদায় ফুটে সুন্দর বিলিয়ে সে থাকে দু:খী
(হইল কিছু........ হলুদ আর সাদা দুই রংয়ের শিয়ালমুখী দেখতে পাওয়া যায়)
৭। করলা ফুল
৮। শিয়ালমুখী
৯। বিলম্বী ফুল
১০। শিয়ালমুখী
১১। রক্ত জমা .... গাছের কানে ঝুলে থাকে সে
১২। মরিচ ফুল মরিচ ফুল ...... রূপা দিয়া হাত কেনো বান্ধাইলি......
১৩। আমি ওয়েস্টইণ্ডিজ........ স্বগর্ভে বুক উঁচু করে এভাবেই দাঁড়িয়ে থাকি......
বিট্রিশগো মাথা তুলে খারা হইতে দেই নাই হাহাহা.......... দাদারাও দু:খ পাইছে বহুত sad আহারে big_smile
১৪। ফরমালিনবিহীন পেঁপে........ ফল
১৫। মাথা তুলে দাঁড়িয়ে আছে রক্ত জবার কলি
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য
২| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩১
ইমরাজ কবির মুন বলেছেন:
baah khubi sundor chobi tuLsen. vaLLagLo.
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু ইউ কবির ভাই
৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার হয়েছে।
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন
৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৩
রাজসোহান বলেছেন: বাহ, করলা ফুল দেখতে কতো সুন্দর, আর খাইতে ইয়াক
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: করলা রান্না করলে কিন্তু তিতা লাগে না ।কড়া আগুনে ঢাকনা ছাড়া ভাজতে হয়
দারুন মজা কিন্তু
ধন্যবাদ আপনাকে
৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৮
আলীমূল রাজী বলেছেন: ভালো লাগল।
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: েআন্তরিক ধন্যবাদ ভাল থাকুন
৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৬
সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: আপনি তো খুব ভাল ছবি তোলেন ।
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: না জেনে শুনে তুলি ... কখনো সুন্দর হয়ে যায়
মূল্যায়নের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন
৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩২
তাহসিন মামা বলেছেন: শহরে তো ফটো তোলার কোন থিমই নাই ....... না আছে প্রকৃতি, না আছে সবুজ, রুক্ষতা আর ইট পাথর, বড় অট্টালিকা আর পাথর মানুষ ছাড়া কি আর আছে এখানে। আপনার এই কথাগুলোর সাথে এক মত হতে পারলাম না।
কালার টিউন একটু বেশি মনে হয়েছে, তবে ভালো লেগেছে। বর্ণনা ভালো হয়েছে।
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম হতে পারে..... ঘর থেকে বের হতে পারি না তো বেশী তাই মনে হয়।
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫২
কালনী নদী বলেছেন: বৃষ্টির দিন মনটা রুমান্টিক করে দিলেন!
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা...। তাও রোমান্টিক করতে পারলাম ভাল লাগছে শুনে
অনেক ধন্যবাদ আপনাকে
৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৫
আব্দুল্লাহ তুহিন বলেছেন: চমৎকার ছবি তুলেন আপনি।
ভাল্লাগছে খুব...
আর ছবির Caption গুলোও ছিল, দারুন!! (++)
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া আপনাকে
ভাল থাকুন
১০| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
প্রনীত দেব বলেছেন: অতি সাধারণ জিনিষকে অসাধারণ তৈরী করেছেন এলেম আছে আপনার
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: স্বীকৃতির জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে
ভাল থাকুন সুন্দর থাকুন
১১| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
সুমন কর বলেছেন: ক্যাপশন, লেখা আর ছবি -- সব মিলিয়ে অসাধারণ।
৫ম +।
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ দাদা ভাল থাকুন সাথেই থাকুন
১২| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
প্রনীত দেব বলেছেন: হাবিজাবি ফটর অপেখসাতে রইলাম
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ হাবিজাবি ফটোস অনেক আছে কিন্তু সময়ের অভাবে গুছানো হচ্ছেনা
ধন্যবাদ আপনাকে
১৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০১
নেক্সাস বলেছেন: এডিটিং করেছেন কি কিছুটা। এডিটিং কারণে মনে হচ্ছে ন্যাচারল ইমেজ টা নেই। তবে আপনার ফোকাস যেহেতু ফুল , পাতা নয় সেক্ষেত্রে ঠিক আছে।
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি হালকা এডিটিং করেছি ...
ধন্যবাদ আপনাকে
১৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৭
মোঃ শিলন রেজা বলেছেন: শুনেছিলাম সবুজ দেখলে মন টা শিতল হয়, আজ তার প্রমাণ পেলাম, অথবা হতে পারে আপনার নিখুত হাতের ক্যাপচারে মুগ্ধ। অনেক ধন্যবাদ।
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে । সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম
ভাল থাকুন সর্বদা
১৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর ছবিগুলো মন কাড়া। ভাল লাগার শতভাগ।
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া আপনাকে
১৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪০
বিজন রয় বলেছেন: সুন্দর আর চমতকার।
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
১৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার সব ছবি। +++
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে
১৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৭
খেয়ালি দুপুর বলেছেন: চমৎকার লেগেছে ছবিগুলো। বিশেষ করে শিয়ালমুখী আর বিলম্বী ফুলের।
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ .... আগামীতে আরো ছবি দেখার আমন্ত্রণ জানাই
ভাল থাকুন সর্বদা
১৯| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১১
রাফছান বলেছেন: ভাই আমি কি আপনার মত ছবি তুলতে পারব?????????????
১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: পারবেন ইনশাআল্লাহ
এ তেমন কিছুই না
ধন্যবাদ
২০| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৪
আলভী রহমান শোভন বলেছেন: এক কথায় অসাধারণ। খুব ভালো লাগলো।
১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আলভী ভাইয়া ভাল থাকুন
২১| ২১ শে জুন, ২০১৬ সকাল ৯:০৮
হৃৎ কোমল বলেছেন: ওহ, মাই গুডনেস
২১ শে জুন, ২০১৬ সকাল ৯:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: কেনো ? কি হলো আবার । সুন্দর লাগে নাই
২২| ১১ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৪৭
হৃৎ কোমল বলেছেন: পুরাই ওয়াও!
১১ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১০
মামুন টুম্পা বলেছেন: অনেক সুন্দর লাগছে।