নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» মোবাইলগ্রাফী.... ৪

১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২২

এই ছবিগুলো স্যামসাং এ সেভেনে তোলা... বিভিন্ন সময়ের ছবি। এই টাচিং মোবাইল সব সময় সাথে থাকার দরুনই এই ছবির অত্যাচার আপনাদেরকে সইতে হয়।........ যা ইচ্ছে তাইতে টাচ করে ফেলি.......। ক্যামেরা সাথে না থাকলে কি হবে মোবাইল আছে না...... সুন্দর আর অসুন্দর হোক ছবি উঠায়ে ফেলি..... এ নিয়ে সাথে থাকা মানুষগুলো সাথে ঝগড়া হয়। তারা মুখ বাঁকিয়ে বলে ইশ তার খালি ছবি উঠান লাগে..... একটা পোকা দেখলেই হয়..... পোকা মাকড় কীট পতঙ্গ এসব কিছুই বাদ যায় না।...... বাসায় ফড়িং আসলে সবাই বলে তা-সীন তোর মারে ডাক দে দেখ ফড়িং আইছে ছবি উঠাইত না হাহাহাহ ..... কোন সময় ছবি উঠামু বলে তারা সুন্দর জিনিসগুলো ঘর থেেকে ভাগাইয়া দেয়...... sad আফসোস। সুন্দর বুঝলো না কেউ.... খুঁজলো সুন্দরের মমার্থ..... যাই হোক তো শুরু হয়ে যাক দেখা........... ওয়ান ......... টু........... থ্রি........

১। ইহা একটি মেজেণ্ডা ডালিয়া...... সবুজের বুকে সেঁটে আছে বেচারী .... লজ্জাবতী..... এটা আমার অফিসের ভিতর থেকে তোলা।


২। সবুজের বুকে লাল হওয়ার কথা ছিল....... ভুলে মেজেণ্ডা হই গেছেগা smile


৩। ফুলের মেলা..... বাসন্তি..... লাল....... সবুজ। ইহা বাণিজ্য মেলা থেকে উঠানো। অবশ্য এখানের ছবি ক্যামেরাতেও্ তুলেছিলাম আপনারাও দেখেছেন আগে কিন্তু মোবাইলেরটা কি করুম ...... রেখে দিলাম এখানে


৪। ফুলের মেলায় একদিন


৫। কিনে দে রেশমি চুড়ি নইলে যাবো বাপের বাড়ি....... এখন আর ওদের কিনে দিতে হয় না নিজেরাই ইচ্ছেমতো কিনে নেয়া যায়........ বয়েই গেছে ওদেরকে ফুসলাইতে........ আমার খুব প্রিয় কাঁচের চুড়ি। যেখানেই দেখি একমুঠো দুইমুঠো তিনমুঠো কিনেই ফেলি..... বাসায় থাকলেও কিনি এটা একটা বদভ্যাস ...... তবে ভেঙ্গে চুড়ে যায় পড়ার সময়ই। হাতও যে কেটে রক্ত বের হয় তবুও মেয়েরা চুড়ি খুব ভালবাসে তাইনা?


৬। এখান থেকে অনেক চুড়ি কেনা হয়েছে সেদিন........ এই ছবিগুলো ভ্যালেন্টাইন ডে'র..... টিএসসিতে কিছুক্ষনের জন্য গিয়েছিলাম........ সে এক বিরাট ইতিহাস...... সেদিন চ্যানেল আই এই চুড়ি পড়ার দৃশ্য উঠায়েছিল ক্যামেরায় আহারে টিভিতে দেখাইছে কিনা জানিনা। আবার এখানেই এনটিভি সাক্ষাতকার নিছিল ভালবাসার অর্থ জানতে চাইছিল... হাহাহাহাহা বক্কর চক্কর কিছু কইয়া ওদের হতে বের হয়ে আসি.........


৭। ছোট বোন চুড়ি পড়তেছে......


৮। চুড়ি পড়ানোর দৃশ্য


৯। আহা.......


১০। অবশেষে কিনে নেয়া চুড়িগুলো......


১১। রঙবেরঙের মারবেল......... দেখতে ভারী সুন্দর কিন্তু একেকটা মার্বেলের দাম পচিশ টাকা করে তাই কেনা হয়নি....


১২। কালারগুলো কি সুন্দর । মার্বেলের পসরা সাজিয়ে বসে আছে দোকানী


১৩। সবুজের ফাঁক গলে সূর্যের কিরণ


১৪। সবুজের বুকে চুপি চুপি ফুটে আছে বাসন্তী গাঁদা


১৫। গাঁদা


১৬। মা ঘুমিয়ে আছে নিবিড় পর্যবেক্ষণে তার সন্তান


১৭। মায়ের সাথে বাচ্চারা


১৮। আমড়ার মুকুল...... আমরা এ দিয়ে টকের তরকারী রান্না করি......


১৯। বরই খাচ্ছি এমন সময় চা নিয়ে আসে.......কি আর করার বড়ই অর্ধেক খেয়ে চায়ে চুমুক লাগাই .... চাটা হেব্বি হইছিল


২০। মিটিং এ চায়ের আড্ডা


২১। পাতাবাহারেও ফুল ফুটে

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩১

হাসান রাজু বলেছেন: সুন্দর ছবি । সাবলীল বর্ণনা ।

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ্ আপনাকে ভাল থাকুন

২| ১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

সুমন কর বলেছেন: সুন্দর সব ছবি !

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দাদা :)

৩| ১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

উল্টা দূরবীন বলেছেন: দুর্দান্ত সব ছবি।

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া

৪| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৯

ইমরাজ কবির মুন বলেছেন:
সাজানো কাঁচের চুরি আর মার্বেল এর ছবিগুলা বেশ লাগলো।
গুচ্ছ ফুলের ছবিগুলাও ভাল।
ভালবাসার মানে কি ভক্কর-চক্কর বলসিলেন জানতে ইচ্ছুক!

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে ....

ভক্কর চক্কর বলতে বলেছিলাম ভালবাসা মানে------ এইযে ধরুন আমি আর আমার বোন এখানে এসেছি বেড়াতে এটাও ভালবাসা
মা বাবার সাথে ভালবাসা,,,,,, ফুল পাখি এই চুড়ি পড়ছি এটাও আমার কাছে ভালবাসা ..। আরো কি কি জানি কইছি মনে নাইক্কা

৫| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫০

ইমরাজ কবির মুন বলেছেন:
একটু চেক করেন। ২০ আর ২১ ছবি সম্ভবত আগে পরে হৈসে।

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা তাইতো খেয়াল করিনি। ধন্যবাদ ভাইয়া

৬| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৬

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ,



টাচিং মোবাইল সব সময় সাথে থাকার দরুনই এই ছবির অত্যাচার আপনাদেরকে সইতে হয়। একদম ঠিক বলেছেন । ফুলের ছবি সবাই দেয় । দেখতে দেখতে হাপ ধরে যায় ।
তাই আমিও বলি - তা-সীন তোর মারে ডাক দে দেখ ফড়িং আইছে ছবি উঠাইত না...
এই সব পোকা মাকড় কীট পতঙ্গ এদের ছবি দিন । নতুনত্ব আসবে । এই যেমন কুকুরের ছবি দিয়েছেন , আমড়ার মুকুলের ছবি দিয়েছেন । আমার কিন্তু এদিকেই নজর পড়েছে বেশী এবং ভালোও লেগেছে ।

শুভেচ্ছান্তে ।

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ... তাই হবে...

ভাল থাকুন

৭| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩০

কালনী নদী বলেছেন: আহমেদ জী এসের সঙ্গে একমত!
অসাধারণ ছবি হয়েছে, সংগ্রহে নেবার মতন।
চুরিদাড়ের ছবিগুলা ব্যতিক্রমি সুন্দর্যে ভরপূর।

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম ভবিষ্যতে খেয়াল রাখব
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

৮| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫০

ডঃ এম এ আলী বলেছেন: ছবি গুলি খুবই সুন্দর হয়েছে । মনে হয় স্বর্গোদ্যানেই বসে আছি । বড়ই দেখেতো জিব্হায় জলই এসে গেল । সব জায়গায় বেহেস্তি মেওয়া অর আনারের কথাই শুনি, সেখানে যাওয়ার তৌফিক হলে বড়ই ও কি পাওয়া যাবে। যাহোক অনেক আনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর ছবি উপহার দেয়ার জন্য ।

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ভাল থাকুন :)

৯| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর হৈসে!

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু :)

১০| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৩

বোকামানুষ বলেছেন: ভাল লাগলো :)

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট :)

১১| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৭

মিস্টার হল বলেছেন: সুন্দর।। ☺ আপনি একটা DSLR কিনে নেন ☺ ভালো ফটোগ্রাফার হতে পারবেন ইনশাল্লাহ ☺

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ডিএসএলআর আছে তো ... ক্যানন ডি৬০০ । সব সময় সাথে রাখতে পারিনা।
ধন্যবাদ

১২| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:



সুন্দর।

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন

১৩| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৩

শামছুল ইসলাম বলেছেন: শুধু সুন্দর ছবি তুলেই কারো মনোযোগ আকর্ষণ করা যায় না।
চাই বিষয়ের চমৎকারিত্ব।

আপনার দু'টোই আছে।

প্রিয়তে নিলাম।

ভাল থাকুন। সবসময়্

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে । আপনিও ভাল থাকুন সব সময় স্বপরিবারে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.