নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
শুনে যাচ্ছি নিত্য নিত্য
প্রপোজ দিবস হাজার দিবস
শুনলে আমার জ্বলে পিত্ত
অস্থির চঞ্চল মন যে বিবশ।
অশুদ্ধতার সকল দিবস
পালন করতে সদা উন্মুখ
পাপের পথেই খুঁজে তারা
জীবন পথের রঙধনু সুখ!!
উঠতি তরুণ রক্তের গরম
যেমন খুশি অশ্লীল পথে
যাচ্ছে তাদের ইচ্ছেমতো
উঠে বসে পাপের রথে।
চুমু দিবস গোলাপ দিবস
আমারো একটা চাই দিবস
সেই দিবসের নাম দিতে চাই
ধরো মারো ধোলাই দিবস।
চুমাচুমির দৃশ্য দেখলে
ধরো তারে দাওরে ধুলাই
দু'কান ধরে মোছড় দিয়ে
বাপের নামটি তার দেও ভুলায়।
সকল দিবস ধুলায় মিশবে
মাইরের উপর নাইরে ঔষধ
অবশেষে যদি তাদের
ফিরে আসে শুদ্ধতা বোধ।
মনের মাঝে মরণ চিন্তা
ফিরে আসুক সকল ভুলে
শালীনতার মাঝে থেকে
উচ্ছ্বাস কুঁড়াও প্রাণটি খুলে।
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: কিন্তু কেউ পড়ে না...। আন্তরিক ধন্যবাদ মন্তব্যের জন্য
২| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৬
শামছুল ইসলাম বলেছেন: চমৎকার ছড়া।
//মনের মাঝে মরণ চিন্তা
ফিরে আসুক সকল ভুলে
শালীনতার মাঝে থেকে
উচ্ছ্বাস কুঁড়াও প্রাণটি খুলে।//
ভাল থাকুন। সবসময়।
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনিও ভাল থাকুন স্বপরিবারে
৩| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৭
নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: ভাল লিখেছেন । ভালো লেগেছে।
১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাল থাকুন
©somewhere in net ltd.
১| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১০
মামুন তালুকদার বলেছেন: ১০০ % ভাল কবিতা,,,বাস্তবিক কবিতা,,,