নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

নতুন দিনের নতুন আলো, থাকুক দেশের সবাই ভালো...

১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩০

১/
নতুন আলোর নতুন দিন
মনে বাজুক সুখের বীণ।

২/
নতুন দিনের স্বপ্ন চোখে
ভরে থাকুক অথৈ সুখে।

৩/
নতুন করে জীবন সাজাই
নতুন দিনের বাজনা বাজাই।

৪/
ভোরের আলোয় নতুন দিবস
মন যেনো আর রয়না বিবশ।

৫/
জরাজীর্ণ চৈত্রের বুকে
শুয়ে থাকুক অথৈ সুখে।

৬/
নতুন দিনের আলো হাসে
বাংলাদেশ আনন্দে ভাসে।

৭/
নতুন দিনে শপথ করি
সন্ত্রাসমুক্ত দেশটি গড়ি।

৮/
হাতে হাত মিলিয়ে ভাই
দেশে ঐক্য গড়তে চাই।

৯/
ঐক্যের লাইনে চলো দাঁড়াই
বিপদ আপদে হাত বাড়াই।

১০/
অঙ্গীকার হোক ঘরে ঘরে
লাঠি উঠুক খুনীর তরে।

১১/
খুনী ধর্ষক টিজিংকারী
চলে যাক এ বাংলা ছাড়ি।

১২/
সন্ত্রাসীর হাত চলো দেই গুঁড়িয়ে
দেশ থেকে যাক সব সন্ত্রাস ফুরিয়ে।

১৩/
নতুন দিনে আওয়াজ উঠাই
ন্যায়ের আজি নিদ্রা টুটাই।

১৪/
ঘুষ দূর্নীতি যাক ধুয়ে যাক
দেশ আমার নতুন মাত্রা পাক।

১৫/
ধূলো বালি মলিন জরা
নতুন হাওয়ায় উড়ুক ত্বরা।

১৬/
নতুন হাওয়ায় দেশ হোক শুচি
ভাল থাকুক ধনী গরীব
কামার কুমার কুলি মুচি।

১৭/
পুরাতন সব দু:খের স্মৃতি
নতুন দিনে ঘটুক ইতি।

১৮/
নতুন করে জীবন দেখে
চোখেতে যাও স্বপ্ন এঁকে।

১৯/
বাংলামাসের তারিখগুলি
আমরা যেনো না যাই ভুলি।

২০/
গ্রীষ্ম বর্ষা শরত হেমন্ত
রঙিন হয়ে আসে বসন্ত
শীতের দিনের হিমেল স্পর্শে
আরামে ভরে মন হর্ষে।

২১/
ছয়টি ঋতু বারোটি মাস
বাংলাদেশে হোক সুখের চাষ।

২২/
শুভেচ্ছা রইলো সবার তরে
সুখের বসত হোক ঘরে ঘরে।

২৩/
শালীনতার ভিতর থেকে
শুদ্ধতার যাই ছবি এঁকে
মাত্রার মাঝে খুশি কুঁড়াই
অল্পতেই না হয় মন জুড়াই।

২৪/
যতই খাই না ক্যান ইলিশ পান্তা
সুখ না থাকলে সব লাগে নুন্তা।

২৫/
রোদের তাপে হিংসা জ্বলে যাক
শান্তি নিয়ে তুই আয়-না বৈশাখ।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৪

আশরাফুল ইসলাম মাসুম বলেছেন: চমৎকার! ধন্যবাদ!
Click This Link

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ

২| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৬

বর্ণতরী বলেছেন: ভালো লেগেছে,,,,

৩| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৮

বিজন রয় বলেছেন: দারুন সব কথা মালা।

শুভেচ্ছা।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৬

কথাকথিকেথিকথন বলেছেন: শিক্ষনীয় স্লোগান । ভাল লেগেছে ছন্দের খেলা ।

৫| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৬

ডঃ এম এ আলী বলেছেন: এ জন্যেই বলি ছন্দের কবি । যে ছন্দ ছড়ালো পাঠক হৃদয়ে সে ছন্দ বুকে নিয়ে পাঠক রচিবে কোন দেবতার স্তুতি গান ।
খুবই চমৎকার ছন্দ সমাহার । অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা থাকল ।

৬| ১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ। নববর্ষের শুভেচ্ছা

৭| ১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাল থাকুন

৮| ১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অনেক অনেক। নববর্ষের শুভেচ্ছা

৯| ১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়। ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.