নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

হারালে স্মৃতির অন্তরালে.......

১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০০

স্মৃতিগুলো হয়ে গেলো
হঠাৎ করে এলোমেলো
ভোঁতা মনের অলিগলি
মলিন হলো পড়ে ধুলি।

স্মৃতি সকল বেড়াই হাতড়ে
কূল পাচ্ছিনা ডুবে সাঁতরে
স্মৃতির আঁধার মনিকোঠায়
রক্ত পড়ছে ফোঁটায় ফোঁটায়।

যারা ছিলো কাছের মানুষ
উড়াই নিয়ে ভুলের ফানুস
নাম উঠেছে ভুলের খাতায়
ভুলের স্মৃতি পাতায় পাতায়।

দু'চোখ আমার বন্ধ করে
স্মৃতিগুলো আনার তরে
স্মৃতি ফিরুক সে চেষ্টাতে
মরছি হায়! অথৈ তেষ্টাতে!

ঘুরে ফিরে যাচ্ছি আগে
মনে করতে কষ্ট লাগে
সকল বুঝি অতীত হলো
কি যে করি তুমিই বলো!!

কতো কথার লেনাদেনা
তবু কেনো হয়নি চেনা!
মনের কোথায় ছিলে তুমি!
উধাও কেনো তুলে ঊর্মি??

কাব্য হয়ে ঝরছ মনে
স্মৃতির সুরের আলোড়নে
কে তুমি?হঠাৎ হারালে
খুঁজি স্মৃতির অন্তরালে।

কূল কিনারা পেলাম না যে
ব্যথা বুকের ভাঁজে ভাঁজে
বলে দিয়ো তুমিই তবে
দেখা হলো মোদের কবে?

ভাবতে ভাবতে পড়লে শুয়ে
স্মৃতির পাতায় পড়ো নুয়ে
দেখা দিয়ো স্বপ্ন হয়ে
আলো জ্বেলো মনালয়ে।

আসুক ফিরে ভোঁতা স্মৃতি
স্বপ্নের তখন হবে ইতি
মনের সাথে মনের প্রীতি
সুখ হও বা হও দু:খগীতি।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৮

ফারিহা নোভা বলেছেন: কাব্য হয়ে ঝরছ মনে
স্মৃতির সুরের আলোড়নে
কে তুমি?হঠাৎ হারালে
খুঁজি স্মৃতির অন্তরালে।
অনেক অনেক বেশিই সুন্দর । ভাল লাগা রইল।

২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপি । ভাল থাকুন সর্বদা

২| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৫

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর ছন্দময়। ভালো লেগেছে।

২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন

৩| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৯

ডঃ এম এ আলী বলেছেন: কি দারুন কথা
ভাবতে ভাবতে পড়লে শুয়ে
স্মৃতির পাতায় পড়ো নুয়ে
দেখা দিয়ো স্বপ্ন হয়ে
আলো জ্বেলো মনালয়ে।
------ এরকম কথা শুনতে কার না ভাল লাগে । অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ।

২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.