নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
এই ছবিগুলো ক্যানন ডি৬০০ দিয়ে উঠিয়েছি........ সেদিন স্বাধীনতা দিবসে এসেছিলাম আলোকসজ্জ্বা দেখতে.. আমাদের অফিসে । কাছে বাসা হওয়াতে এবার আসতে পেরেছি। আগে অবশ্য বের হয়নি আলোকসজ্জ্বা দেখার জন্য। আলোকসজ্জ্বার অনেক ছবি উঠাইছি কিন্তু নেটে আর দেয়াই হয়নি। ক্যামেরার অনেক ছবিই আজ অবহেলায় পড়ে আছে। সময়ের কারণেই তা বলা যায়..... এই ফুলগুলো আমাদের অফিসেই ফুটে ছিল সেদিন/.......... সেখানে কোন আলো ছিলনা তাই নির্দিষ্ট ফোকাসে ছবি উঠাতে ব্যর্থ হই। শুধু ফ্লাস লাইটের আলোতেই ছবিগুলো এমন হাসি দিয়ে উঠেছিল ফুলের মতই। অবশ্য এই ফুলের নাম আমি জানিনা ...... এর কোন ঘ্রাণ নেই তবে ফুলগুলি চোখের সুন্দর এবং আপনাকে মুগ্ধ করতে বাধ্য। মাটির সাথে বিছানো ফুলের গালিচায় কে না হারাতে চায়......... যেহেতু একই ফুলের অনেকগুলি ছবি সেহেতু নিচে আর বর্ণনা দিতে গেলাম না। মাঝে অন্য কয়েকটি ফুলের মধ্যে শুধু গোলাপকেই চিনি..... তার সাথে আমার চেনাজানা বহুদিনের তাই হয়তো দূর থেকেও তার ঘ্রাণ আমার নাকে লাগে....... তো দেখতে থাকুন ফ্লাস লাইটের আলোতে রঙ বেরঙের ফুলের সমাহার...... ভাল লাগলে লাগতেও পারে.........
১। এই ফুলের নাম জার্বেরা ( কামরুন আপা বলেছেন মন্তব্যে)
২। ডায়ান্থাস ফুল (কামরুন আপার মন্তব্য হতে)
৩। রাতের আঁধারে ডায়ান্থাসগুলো এভাবেই চুপি চুপি হাসতে থাকে যা আমরা দেখি না ।
৪। ক্যামেরার ফ্লাসে ডায়ান্থাসগুলো এভাবেই হাসছিল
৫। ডায়ন্থাস
৬। ডায়ান্থাস
৭। ডায়ান্থাস
৮। ডায়ান্থাস
৯। লাল গোলাপ
১০। বাগান ভর্তি ডায়ান্থাস ফুল.. এদের হাসিটাও চমৎকার
১১। লাল গোলাপ
১২। আবারো ডায়ন্থাস
১৩। জার্বেরা
১৪। জার্বেরা লজ্জায় নুয়ে পড়েছে
১৫। ডায়ান্থাস
১৬।
১৭।
১৮।
১৯।
২০।
২১।
২২।
২৩।
২৪। সবুজের বুকে লুকিয়ে আছে লাল
২৫। গোলাপ
২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
২| ১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
সান্তুইয়া বলেছেন: আপুনি, ছবিগুলোতো দারুন হিট হইছে। ফাসক্লাস, আপনি দেখি ফেইসবুকেও সমান জনপ্রিয়। খুব ভালো লাগলো।
২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ফেইসবুকে দেখেছেন আমাকে ধন্যবাদ
ভাল থাকুন অনেক অনেক
৩| ১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
ইমরাজ কবির মুন বলেছেন:
guccho fuLguLar chobi khubbi sundor hoise.
mugdho hoye dekhLam.
২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপন াকে ভাল থাকুন
৪| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১০
সাহসী সন্তান বলেছেন: ভাল তো অবশ্যই লেগেছে! তবে প্রত্যেকটা ছবির সাথে হালকা একটু ক্যাপশন যোগ করা থাকলে আরো ভাল হতো। আর কিছু না হোক, অন্তত অচেনা ফুলের নাম গুলো তো জানা যেতো? কিছু ফুল সম্ভাবত প্রথম দেখলাম!
তাছাড়া, ছবি ব্লগ তৈরি করার সময় সুন্দর একটা ছবি পোস্টের প্রথমে দিয়ে তারপর হালকা বর্ননা লিখে, ক্রমান্নয়ে ক্যাপশন সহ ছবি যোগ করলে পোস্ট পারফেক্ট হয়। এবং সেটা দেখতেও বেশ ভাল লাগে। অবশ্য এ ব্যাপারে আপনার সিদ্ধান্তই চুড়ান্ত, তারপরেও নিজের মতামতটা পেশ করলাম। মানা বা না মানা সেটা আপনার ব্যাপার!
পোস্টের জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!
অঃ টঃ- আপু, চারপাশে সাদা এবং মাঝখানে গোলাপী বা লাল রংয়ের ফুল গুলোর নাম কি?
২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: কামরুন আপার মতো ফুলগুলো ডায়ান্থাস
আসলে ফুলগুলির নাম জানতাম নাতই ক্যাপশন দেইনি সরি
ধন্যবাদ আপনাকে
জি আমি সব ছবি পোষ্টে বর্ণনা লিখি। মাঝে মাঝে বাদ যায় যেগুলো ক্যাপশন দেয়ার মত মাথায় কিছু আসে না
৫| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১০
কামরুন নাহার বীথি বলেছেন: আপু, প্রথম ফুলটা জার্বেরা, গোলাপ ছাড়া আর সবগুলোই ডায়ান্থাস!!!!
আমার বাগানের জার্বেরা ফুলের শুভেচ্ছা রইল!!!
২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু ক্যাপশন ঠিক করে নিলাম আন্তরিক ধন্যবাদ আপনাকে
৬| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৭
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ,
হাসি দিয়ে ওঠা ছবিগুলো আসলেই সুন্দর হয়েছে ।
১, ৯, ১১, ২৪ আর ২৫ নম্বরের ছবি তো দারুন ফটোগ্রাফিক হয়েছে ।
২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন সাথেই থাকুন
৭| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৩
কলাবাগান১ বলেছেন: UV লাইট দিয়ে ফুল কে আলোকিত করে ছবি তুলতে পারেন....... দারুন ছবি উঠবে
ডান পাশের ছবিটা UV লাইট ইউজ করে তোলা
আমরা UV লাইট দ্বারা আলোকিত ফুলের পিগমেন্ট দেখতে পাই না কিন্তু মৌমাছি দেখতে পারে বিশেষ করে যেখানে মধু থাকে। ফুল এই পিগমেন্ট বানায় যাতে মৌমাছি ফুলের কাছে আসে মধু খেতে আর পরাগায়নে সাহায্য করতে
২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ট্রাই করব পরের বার । ধন্যবাদ আপনাকে সুন্দর টিপসটি দেয়ার জন্য
৮| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫২
সুমন কর বলেছেন: চমৎকার !!
২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দাদা
৯| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৮
ফেরদৌসা রুহী বলেছেন: বাহ সুন্দর সব ছবি
২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি। ভাল থাকুন
১০| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪০
ডঃ এম এ আলী বলেছেন: ফুলের ছবিগুলি খুবই সুন্দর হয়েছে । ভাল লাগল ধন্যবাদ ।
২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন
১১| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২২
মানবী বলেছেন: ১,২ ৯, ১১, ১৩, ২৪, ২৫ ছাড়া আর সব ফুলের নাম 'স্মাইলিং উইলিয়াম' :-)
পোস্টের জন্য ধন্যাবদ কাজী ফাতেমা।
২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ডায়ান্থাস না স্মাইলিং উইলিয়াম বুঝতেছি না
ধন্যবাদ অনেক অনেক
১২| ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৬
মোস্তফা সোহেল বলেছেন: অনেক সুন্দর
২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ
১৩| ২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৪
শামছুল ইসলাম বলেছেন: ফুল দেখলে মনটা ভাল হয়ে যায়।
আপনার তোলা ছবিগুলো খুব সুন্দর !!!!
ভাল থাকুন। সবসময়।
২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ঠিক বলেছেন ভাইয়া ভাল থাকুন সুন্দর থাকুন
১৪| ২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৩
মনিরা সুলতানা বলেছেন: সুন্দর অনেক আপু
২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপু ভাল থাকুন সাথেই থাকুন
১৫| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৫
প্রামানিক বলেছেন: সুন্দর
২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু
১৬| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫০
রাবার বলেছেন: সুন্দর ফুল সুন্দর ছবি
২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
১৭| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০০
আলভী রহমান শোভন বলেছেন: খুব সুন্দর ছবি ব্লগ। ভালো লাগলো। একটা ব্যাপার, জারবারা হবে বোধ হয়।
২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ও তাই.... কামরুন আপুর মন্তব্য থেকে নিয়েছি তো আচ্ছা ঠিক করে নিব ধন্যবাদ আপনাকে
১৮| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:৩৮
মানবী বলেছেন: "লেখক বলেছেন: ডায়ান্থাস না স্মাইলিং উইলিয়াম বুঝতেছি না"
- সুইট উইলিয়াম লিখতে স্মাইলিং উইলিয়াম লিখেছি দেখে স্মাইল করছি :-)
ডায়ান্থাস না সুইট উইলিয়াম বলবেন তা নির্ভর করছে গোলপকে ইংলিশে আপনি রোজাসিয়ে বলেন না রোজ বলেন তার উপর।
রোজাসিয়ে ফ্যামিলির ফুল হলো রোজ(গোলাপ), তেমনি ডায়ান্থাস ফ্যামিলির ফুল হলো সুইট উইলিয়াম।
ভালো থাকুন কাজী ফাতেমা।
২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ মানবী
ভাল থাকুন
১৯| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৫
কালনী নদী বলেছেন: অসাধারণ বৈচিত্রপূর্ন ছবিগুলা প্রিয়তে তুলে রাখার মতন! আপনার ক্যামেরার হাতের প্রসংশা করতেই হয়!
শুভেচ্ছা রইল ভাই।
২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
নাইস।