নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

নামাজের সময় হলে নামাজ পড়তে হবে.....

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩১

উচ্ছ্বাস মুহুর্ত সুখ সময়-- নামাজের সময় হলে নামাজ পড়তে হবে

ব্যস্ততা প্রহর হাজার কাজ মাথায়--নামাজের সময় হলে নামাজ পড়তে হবে

অলস সময়---নামাজের সময় হলে নামাজ পড়তে হবে

আরামে বিছানায় শুয়ে উঠতে ইচ্ছে হচ্ছেনা ---- নামাজের সময় হলে নামাজ পড়তে হবে

ঘরকন্না ঘরগৃহস্থালির কাজে সময় নেই, তা হবে না--- নামাজের সময় হলে নামাজ পড়তে হবে

শীতে পানি ঠাণ্ডা ওজু করতে ভয়,, তা চলবে না, পানি গরম বসাতে হবে ---- নামাজের সময় হলে নামাজ পড়তে হবে

মাথা ব্যথা শুয়ে থাকতে ইচ্ছে, নামাজের সময় চলে যায় যাক, তা হবে না--- নামাজের সময় হলে নামাজ পড়তে হবে

পরে পড়ব, শরীর নাপাক, অজুহাত চলবে না--- নামাজের সময় হলে নামাজ পড়তে হবে

কিছুদিনের মধ্যেই নামাজ ধরব, বললে চলবে না, কাযা হয়ে নামাজের বোঝা ঘাড়ে জমা হচ্ছে-- নামাজের সময় হলে নামাজ পড়তে হবে

অসুস্থ-দাঁড়াতে ননা পারলে বসে বসে নামাজের সময় হলে নামাজ পড়তে হবে

বসতে অপারগ-শুয়ে শুয়ে ইশারায় নামাজের সময় হলে নামাজ পড়তে হবে

যতক্ষণ হুশ জ্ঞান ভিতরে থাকে - --নামাজের সময় হলে নামাজ পড়তে হবে

নামাজ পড়তেই হবে পড়তেই হবে পড়তেই হবে।

কোনো মাফ নাই, একবার চিন্তা মনে এনে দেখো তোমরা কি নিয়ে যাবে সাথে??? কি জবাব দিবে?? কেউ যাবে, কোনো রঙ্গ তামাশা কাজে লাগবে না, নামাজ ছাড়া।

পাপের পাল্লা ভারি, নেকির পাল্লা ওজনহীন। তখন কি জবাব দিবে,???

একমাত্র নামাজ তোমার সঙ্গি শেষবিচারে। তুমি ত চিরদিন বেঁচে থাকবে না। সো নামাজ পড়তে হবে, পড়তেই হবে। শুধু পড়লেই হবে না, অন্যকে নামাজের দাওয়াত দিতে হবে। তবেই নামাজের পরিপূর্ণতা আসবে।

যতই আনন্দ ফুর্তি, ব্যস্ততা, দৈহিক পরিশ্রম, সময় না পাওয়ার অজুহাত থাকুক না কেনো নামাজ পড়তেই হবে।

নামাজ পড়ুন, অন্যকেও পড়তে উৎসাহিত করুন। আল্লাহ ভরসা....আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন--আমীন।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৩

ডঃ এম এ আলী বলেছেন: এগুলি দুনিয়ার সবচেয়ে মুল্যবান কথা । আপনার দোয়ার সাথে আমরাও বলি- আমীন । আল্লাহ দোয়া কবুল করুন ।

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন ধন্যবাদ ভাইয়া

২| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৯

তানভীরএফওয়ান বলেছেন: শুধু পড়লেই হবে না, অন্যকে নামাজের দাওয়াত দিতে হবে।

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ঘরেও বাইরেও

৩| ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪০

শামছুল ইসলাম বলেছেন:
//একমাত্র নামাজ তোমার সঙ্গি শেষবিচারে। তুমি ত চিরদিন বেঁচে থাকবে না। সো নামাজ পড়তে হবে, পড়তেই হবে। শুধু পড়লেই হবে না, অন্যকে নামাজের দাওয়াত দিতে হবে। তবেই নামাজের পরিপূর্ণতা আসবে। //
-- দাওয়াত দেওয়ার আগে আমি মনে করি বিবেচনায় আনা দরকার, আমার নিজের পরিবারে নামাজের অবস্থাটা কি?
আমার পরিবারের সদস্যদেরকে কি আমি নামাজে নিয়মিত করতে পেরেছি?
যদি উত্তরটা 'না' হয়, তবে আমার অভিমত, অন্যকে দাওয়াত না দেয়া উত্তম।
আমার অভিজ্ঞতা বলে, এরকম দাওয়াতীকে লোকজন শ্রদ্ধার চোখে দেখে না।

সুতরাং আমার মতবাদ, আগে নিজে কর, পরিবারকে উদ্বুদ্ধ কর, যথেষ্ট জ্ঞান আহরণ কর - তারপর দাওয়াতে কাজে নাম।

ভাল থাকুন। সবসময়।



২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আমার কথা ঠিক । দাওয়াত কিন্তু ঘর থেকেই শুরু হয় । নামাজের দাওয়াত ঘরের মানুষকেই আগে দিতে হৱয়।

আন্তরিক ধন্যবাদ আপনাকে

৪| ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১১

ফয়সাল সোহাগ বলেছেন: ঠিক কথা। খাঁটি কথা।। উত্তম কথা।।।

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ফয়সাল ভাইয়া ভাল থাকুন

৫| ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৬

মোঃ আমানউল্লাহ বলেছেন: জাজাকাল্লাহ....

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন

৬| ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৮

মোঃ আমানউল্লাহ বলেছেন: "নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে" ----[সূরা আন-কাবুত, আয়াত-৪৫]
তাইতো আমাদেরকে ৫ ওয়াক্ত নামায আদায় করতে হবে,এবং আল্লাহ পাকের কাছে দুয়া চাইতে হবে,জেনো মহান আল্লাহতালা আমাদেরকে ভালো এবং হেফাজতে রাখেন...
আমিন

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খায়ের

আন্তরিক ধন্যবাদ আপনাকে

৭| ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০১

আমি ভাল মানুষ বলেছেন: আল্লাহ আপনার ও আমার মংগল করুক। (মোবাইল থেকে)

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে
আল্লাহ আপনারও মঙ্গল করুন আমীন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.