নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

আমি তোমার রূপা..........

২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৮

তুমি হলে হিমু আমার
আমি তোমার রূপা
হাতটি ধরে হাঁটলে দু'জন
জীবন হবে তোফা।

হিমু পাগল শুনো একটু
দিবে হলুদ শাড়ি??
হলুদ সাজে সেজে ইচ্ছে
অজানায় দেই পাড়ি।

ইচ্ছে হলেই পাবে না যে
খুঁজে আমায় কভু
রূপাবীনে হবে দেখো
আঁধার হিমুর বিঁভু!!

তীব্র রোদে পুড়ব আমি
হবে যখন দুপুর
খালি পায়ে বালুচরে
হাঁটব পায়ে নুপূর।

হিমু যেমন দু:খ দিয়ে
সদা ভাল থাকে
তেমনি করে রূপা নীলে
হারাবে কোন্ ফাঁকে।

পায়ে কষ্ট বুকে কষ্ট
রোদে পুড়ে আগুন
রূপা মরলে হিমুর বুঝি
জীবন হবে ফাগুন।

হিমু তুমি হও না আমার
পেঁজাতুলো নীল মেঘ
রোদ্দুর হয়ে আমি তোমার
মনে ছড়াই আবেগ।

ভালবাসার প্রহরগুলো
হয়ে যাক মেঘ রোদ্দুর
হলুদবেশে সেজে দু'জন
হাঁটব দূর বহুদূর।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫১

আমিনুল সজীব বলেছেন: +++

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধনবাদ ভাইয়া আপনাকে

২| ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৭

প্রামানিক বলেছেন: হিমু তুমি হও না আমার
পেঁজাতুলো নীল মেঘ
রোদ্দুর হয়ে আমি তোমার
মনে ছড়াই আবেগ।


ছন্দ খুব ভাল হয়েছে, তবে উপরের ছন্দটি একটি ধক্কা খাচ্ছে।

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা আমার কাছেও এখানে ধাক্কা লেগেছে। ঠিক করতে হবে আবার
ধন্যবাদ আপনাকে

৩| ২০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

নুর ইসলাম রফিক বলেছেন: না না আমি হিমু হতে চাইনা হিমুরা বাউন্ডেলে।
আমি মায়ের লক্ষি ছেলে।

অনেক ভাল লাগলো আপনার কথামালা ছন্দ।

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহা তাই বুঝি তাহলে তাই থাকেন
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য

৪| ২০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

উলে উলে বাবুতারে বলেছেন: অবশেষে বেরিয়ে এলো শফিক রেহমানের থলের বেড়াল। সজীব ওয়াজেদ জয় সম্পর্কে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সংরক্ষিত তথ্য পেতে ঘুষ লেনদেনের ঘটনায় দণ্ডিতদের সঙ্গে একাধিক বৈঠকের কথা স্বীকার করেছেন শফিক রেহমান।

রিমান্ড চলাকালীন সময়ে অফিসারদের খাওয়ানোর জন্য পাতিল থেকে দুটো সিদ্ধ ডিম উঠানো হলে তা দেখে কোনো কারণে একটু ভড়কে যান শফিক রেহমান। তারপরই তিনি তোতলানো শুরু করেন। ডিম দুটো একটি প্লেটে করে রিমান্ড চেম্বারের টেবিলের সামনে আনা হলেই কাপুনি শুরু হয় তার। একপর্যায়ে তিনি হরহর করে সব গোপন তথ্য বলে দিতে শুরু করেন।



এরপর আলামত সংগ্রহের জন্য শফিক রেহমানকে সাথে নিয়ে গোয়েন্দা পুলিশ তার বাড়িতে তল্লাশি চালালে তার বিছানার তোশকের নিচ থেকে ৮পিস যৌন উদ্দীপক ভায়াগ্রা, ভারতীয় 'উস্তাদ কনডম' ও কিছু চটি ম্যাগাজিন সহ প্রায় সতেরো লোকাল পর্নোগ্রাফির সিডি জব্দ করা হয়।

এদিকে শফিক রেহমানকে নিয়ে গোটা অনলাইন জুড়ে চলছে তীব্র নিন্দা ও সমালোচনা। এমনই একজন বিক্ষুদ্ধ ব্যক্তি, ফেসবুকের জনপ্রিয় মুখ খস্তগীর প্রথম আলু সাংবাদিককে জানিয়েছেন, "লাল গোলাপ দিয়ে টাক ঢাকার চেষ্টা করতে গিয়ে এমন কাবজাবে পড়তে হবে, শফিক এটা জিন্দেগিতেও ভাবেনি। কিন্তু আল্লাহর কি কুদরত। এই শেষ বয়সে এসে ঠিকই পক্ষী মারা খেলেন শফিক রেহমান।"

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই কমেন্ট এখানে কেনো?

৫| ২০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

রুদ্র ফড়িং বলেছেন: নীল শাড়ি কিনে দিতে পারুম না। টিউশনির বেতন পাইনি

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: এইডা হইল কিছু ...। যাহ আমি রূপাও হইতাম না

ধন্যবাদ অনেক অনেক

৬| ২০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

ক্লান্ত রিয়াদ বলেছেন: হিমু যেমন দু:খ দিয়ে
সদা ভাল থাকে
তেমনি করে রূপা নীলে
হারাবে কোন্ ফাঁকে।
[
ভাল লিখেছেন, হিমুর রুপা হয়ে বেচে থাকুন !

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

৭| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০১

বিজন রয় বলেছেন: সুন্দর।
+++

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা

৮| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৮

মো: ইমরান আল হাদী বলেছেন: ভাল হয়েছে।

৯| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৯

মো: ইমরান আল হাদী বলেছেন: ভাল হয়েছে।

১০| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৮

বেদের ছেলে মফিজ মিয়া বলেছেন: গরমে খাসিতে পরিণত হলো রাজারবাগের তিন কুকুর !
প্রচন্ড গরমে এবার খাসিতে পরিণত হলো একই পরিবারের তিনটি কুকুর। রাজধানীর রাজারবাগে মির্জা আব্বাসের বাড়ির সামনে এই বিস্ময়কর ঘটনাটি ঘটেছে। উৎসুক জনতার ভীড় সামল‍াতে খাসি তিনটিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।



জানা যায়, দীর্ঘদিন যাবৎ কুকুর তিনটি ওই এলাকায়ই বসবাস করছিলো। এরমধ্যে ছিলো একজন ছিলো মহিলা কুকুর। আর দুজন ছিলো তার দুই সন্তান, পুরুষ কুকুর। প্রতিদিনকার মত আজ সকালেও তার‍া রোদ পোহাতে এলাকার একটি কনফেকশনারী দোকানের সামনে গিয়ে বসে। বিশ্রাম নিতে নিতে একসময় তারা ঘুমিয়ে যায়। ঘুমের মধ্যেই তাদের দেহের আবরণ বদলাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই বদলে যায় পুরো দৃশ্য। রোদের উত্তাপে খাসিতে পরিণত হয় কুকুর তিনটি !


খাসির হবার পর পুলিশের হেফাজতে তিন কুকুর


এসময় ভয় পেয়ে আশেপাশের লোকজন চিৎকার চেচামেচি শুরু করলে খাসি তিনটির ঘুম ভেঙ্গে যায়। এবং একে অপরকে অবাক হয়ে দেখতে থাকে।

শেষখবর পাওয়া পর্যন্ত বিবিসি, সিএনএন ও রয়টার্স থেকে তিনজন সাংবাদিকসহ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ইতিমধ্যেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন খাসি তিনটিকে নেড়েচেড়ে দেখার জন্য। - প্রথম আলু

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কি হল আপনাদের স্প্যামিং করেন কেনো এখানে :(

১১| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৪

শামছুল ইসলাম বলেছেন: সুন্দর ছড়া।

ভাল থাকুন। সবসময়।

১২| ২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৯

ডঃ এম এ আলী বলেছেন: কবিকে ধন্যবাদ তবে
খুবই সুন্দর কবিতিটি
গেলনা বলে সেকথা
হলোনা বহুদুর হাটা
দুজনে মুখো মুখি
গভির দুখে দুখী
আধারে গেছে ঢাকি
জীবনের সব ছবি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.