নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

রিকশাওয়ালা......

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২২

তোরা তারে তুই বলিস না
ভাড়া নিয়ে কান মলিস না
দল বেঁধে রিকশায় উঠিস না
হই হুল্লোড় মজা লুটিস না।

দেখ্ তোদের বাপের বয়সি
পারতো হতে সুখ আয়েশি
বের হয় যখন ভোর উষসী
এই বয়সে সে সাহসী।

রোদ্দুর বৃষ্টি ঝঞ্জা ঝড়ে
বসে থাকে না সে ঘরে
ভিটে মাটি ভাসল বানে
পেটের দায়ে রিকশা টানে।

বিন্দু বিন্দু ঘামের রোজগার
কেউ কি নেয় বল্ কোনো খোঁজ তার!
বয়সের ভারে নুয়েছে
ক্লান্তি যে তাকে ছুঁয়েছে।

তার চোখেতে তাকিয়ে দেখ্
চোখের কোণেতে অশ্রু লেক্
জীবন চলে শ্রম বিনিময়ে
কষ্ট প্রহর গ্লানিময়ে...

চাকা ঘুরে .. হায়! বঞ্চনা
ভাড়া নিয়ে সয় লাঞ্ছনা
শ্রম বেচে.. হয় দিনাতি-পাত
কেউতো বাড়ায় না বন্ধুর হাত।

তোদের আসবে সময় এমন
লাগবে তোদের বলতো কেমন
ক্লান্ত দেহের পরিশ্রমী
পায়ের নিচে নেইতো জমি...

কি করে পার করবে জীবন
দু চোখে তার ঝরে প্লাবন
অসহায়ত্বের হাত ধরে
সুখের বেলা যে যায় ঝরে...

অলি গলি রাস্তায় রাস্তায়
জীবন কেটে গেলো সস্তায়
রিকশাওয়ালা হলো সে
ব্যস্ত কষ্টের জীবন চাষে।

চলো মিলে ভালবাসি
ওদের মুখে আনি হাসি
একটু ভালবাসা দিয়ে
পাশে তাদের দাঁড়াই গিয়ে।

ভালো ব্যবহারে মন জয়
এতে সম্মানের হয় না ক্ষয়।
নরম সুরে বলে কথা
দূর করি তার মনের ব্যথা।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৮

দিনাজপুরিয়া বলেছেন: চমৎকার লিখেছেন কাজী ফাতেমা আপু

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাল থাকুন

২| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩২

আশরাফুল ইসলাম মাসুম বলেছেন: সুন্দর কবিতা!অনেক দিন পর একটা চমৎকার কবিতা পড়লাম! ধন্যবাদ!কবিতাটি পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা দরকার! :D

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মূল্যায়নের জন্য

৩| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৮

বিজন রয় বলেছেন: সুন্দর।
+++

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ বিজন দা ভাল থাকুন :)

৪| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১২

ইলা বলেছেন: কবিতা তেমন একটা পড়া হয় না। তবে আপনার কবিতা টা না পড়ে পারলাম না। চমৎকার!! কথা গুলো কবিতার ছন্দের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবে যেন তাদের চোখের দিকে তাকিয়ে দেখি এবং সবাই মিলে ভালবাসি।

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপু/... তাই করি আপু কিন্তু রিকশাওয়ালারাও মারাত্মক ঘাড়ত্যাড়া যেগুলো ভাল ব্যবহার করে তাদেরকে অবশ্যই সুদৃষ্টিতেই দেখি

৫| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৯

ফরিদ আহমাদ বলেছেন: প্রিয়তে রাখলাম।

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাল থাকুন

৬| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালা কথা কইছেন, অাফা!

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সাধু ভাল থাকুন

৭| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৬

মো: ইমরান আল হাদী বলেছেন: সুন্দর একটি বিষয় নিয়ে লিখেছেন।

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মূল্যায়নের জন্য ভাল থাকুন

৮| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৯

উল্টা দূরবীন বলেছেন: ভালো হয়েছে।

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন

৯| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৯

শামছুল ইসলাম বলেছেন: সুন্দর !!!!

ভাল থাকুন। সবসময় ।

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনিও ভাল থাকুন স্বপরিবারে
ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.