| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
পুকুর ডোবা শুকিয়ে কাঠ
পানি নেই পানি নেই কোথাও
ধূলোওড়া পথে পথে
বৃষ্টি নেই বৃষ্টি নেই উধাও।
পাখি কাঁদে পানির তৃষ্ণায়
হাহাকারে ছেয়ে মাটি
কোথায় তুমি বৃষ্টি রাণী
পানি দাওনা ভরে বাটি।
ঘামে ভিজে সারা দেহ
রোদের তাপে পুড়ে মরি
জ্বালাধরা এমন ক্ষণে
বৃষ্টি তোমায় মনে স্মরি।
ঝরঝরিয়ে যাওনা ঝরে
শীতল করে দাওনা ধরা
নিভিয়ে দাও রোদ্দুর আলো
মুছে দিয়ে তীব্র খরা।
বৃষ্টি তুমি মেঘের দেশে
আছ বুঝি চুপটি করে
মেঘ গলিয়ে ঝপাস করে
আচম্বিতে যাওনা ঝরে।
অপেক্ষাতে কাটেনা ক্ষণ
কাটব সাঁতার বৃষ্টির জলে
চাইছি আমি চাইছে সবাই
বৃষ্টি নামুক দলে দলে।
শুকনো মাটি ভিজবে আবার
তাথৈ তাথৈ বৃষ্টি ঝরবে
নুপূর পায়ে নাচবে বৃষ্টি
মনের উঠোন জলে ভরবে।
রোদ্দুর মরুক বৃষ্টির চাপে
প্রাণ ফিরে পাক গাছের পাতা
ধূলোবালি শুয়ে থাকুক
কবি খুলুক কাব্যের খাতা।
০২ রা মে, ২০১৬ সকাল ১১:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন আপি
২|
২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫২
বুরহানউদ্দীন শামস বলেছেন: সুন্দর।
০২ রা মে, ২০১৬ সকাল ১১:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন
৩|
২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৯
মনিরা সুলতানা বলেছেন: ভালো লাগলো ![]()
০২ রা মে, ২০১৬ সকাল ১১:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি ভাল থাকুন ![]()
৪|
২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০১
বিজন রয় বলেছেন: বাস্তবে আসলেই বৃষ্টি দরকার।
ঝরঝরে কবিতা।
+++
০২ রা মে, ২০১৬ সকাল ১১:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অবশেষে কাল বৃষ্টি আসল ধন্যবাদ দাদা
৫|
২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
সুমন কর বলেছেন: বৃষ্টি চাই....বৃষ্টি চাই......
ছড়ায় +।
০২ রা মে, ২০১৬ সকাল ১১:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অবশেষে আসছে কাল রাতে
ধন্যবাদ
৬|
২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪০
মো: ইমরান আল হাদী বলেছেন: বৃষ্টি না আসার একটি ভাল দিক পেলাম, বৃষ্টিকে আহবান করে এ রকম অনেক সুন্দর কবিতা সৃষ্টি
হয়েছে।বৃষ্টি নামুক কবিতায়।
০২ রা মে, ২০১৬ সকাল ১১:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন
৭|
২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৪
শামছুল ইসলাম বলেছেন: ভাল লেগেছে।
ভাল থাকুন। সবসময়।
০২ রা মে, ২০১৬ সকাল ১১:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অনেক অনেক
ভাল থাকুন
৮|
২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আল্লাহ মেঘ দে পানি দে
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে,
আসমান হইল টুটা টুটা জমিন হইল ফাটা
মেঘ রাজা ঘুমাইয়া রইছে মেঘ দিব তোর কেডা
আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে ![]()
+++
০২ রা মে, ২০১৬ সকাল ১১:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: মনে করে দিলেন পুরনো গান
ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
৯|
২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৫
কালনী নদী বলেছেন: শুকনো মাটি ভিজবে আবার
তাথৈ তাথৈ বৃষ্টি ঝরবে
নুপূর পায়ে নাচবে বৃষ্টি
মনের উঠোন জলে ভরবে। আগমনের প্রশান্তির বাণী! অসাধারণ ++++
০২ রা মে, ২০১৬ সকাল ১১:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন
১০|
২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৯
ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ সুন্দর কবিতা
রোদ্দুর মরুক বৃষ্টির চাপে
প্রাণ ফিরে পাক গাছের পাতা
ধূলোবালি শুয়ে থাকুক
কবি খুলুক কাব্যের খাতা।
কবি কন্ঠের কথাটাই বলা।
০২ রা মে, ২০১৬ সকাল ১১:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়
ভাল থাকুন সুন্দর থাকুন
১১|
২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৬
তাহ্ফীর সাকিন বলেছেন: এবার রোদ্দুর সত্যিই মরুক..
তাপমাত্রা যে ৩৭ ডিগ্রী সেলসিয়াস ![]()
০২ রা মে, ২০১৬ সকাল ১১:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহর রহমতে কাল বৃষ্টি হলো
ধন্যবাদ
১২|
২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৫
কল্লোল পথিক বলেছেন: আসলেই বৃষ্টির দরকার।
০২ রা মে, ২০১৬ সকাল ১১:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম ধন্যবা অনেক অনে ক
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৩
ফারিহা নোভা বলেছেন: চমৎকার