নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

কোলবালিশ পিঠা....

২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২০

মুরগীর মাংস রান্না করছিলাম। এই গরমে কেউ মাংস খেতে চায় না। তরকারি ফেলে দেয়ার উপক্রম হলে আমি কাজের মেয়েকে বললাম মাংসগুলো উঠিয়ে রাখো পিঠা বানায়ে ফেলি...কি আর করা বানিয়ে ফেললাম কোলবালিশ পিঠা বা আধুনিক পিঠা চিকেন রোল


উপকরণ:-
১। মাংস কুচি, যট্টুক মন লয় তট্টুক
২। পেয়াজ, কাঁচামরিচ, দুই কোয়া রসুন, একটু আদাকুচি
৩। আলু কুচি (যট্টুক মন লয় তট্টুক
৪। আটা (ময়দা ছিল না)
৫। লবণ, তেল সব পরিমাণ মতো

আটা তেল লবণ দিয়ে খামি তৈরী করে রুটি বেলে,,, পোর ঢুকিয়ে একেকটা কোলবালিশ বানাইলাম তারপর ডুবো তেলে ছেড়ে দিলাম বাদামি কালার হলে নামায় রাখলাম। তারপর তাপ্পর শেষ.... তাপ্পর বাচ্চারা খেয়ে ধেয়ে প্লেট খালি...

১। পেয়াজ কুচি লাল করে তাতে আলু কুচি ছেড়ে দেই কিছুক্ষণ পর মাংস কুচি ছেড়ে নেড়ে নেড়ে বাদামী কালার করে তাপ্পর নামিয়ে রাখি


২। এমন কালার হলে নামায় রাখি


৩। তৈরী করা খামি দিয়ে ছোট ছোট রুটি বেলে... তার ভিতর পোর ঢুকিয়ে এভাবেই তেলে ছেড়ে দেই


৪। বাদামী কালার হলে নামিয়ে রাখি


৫। দেখতে কি সুন্দর কালার আহা...


বানানো শেষ এবং খাওয়াও শেষ..... বানায়ে দাওয়াত দিয়েন

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এটা তো অনেকটা রোলের মত!! এই টাইপের অনেক পিঠাই খাইছি। তবে কোনটার নাম কোলবালিশ ছিলো বলে মনে হয় না। B:-)

২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই নামটা আমিই দিছি....। এগুলোকে রোলই বলে মজা করে নামটা রেখেছি :) ধণ্যবাদ

২| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৭

কালনী নদী বলেছেন: হাহাহা মজার নামতো।

০২ রা মে, ২০১৬ সকাল ১১:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: :) ধন্যবাদ;

৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৭

দিনাজপুরিয়া বলেছেন: যাক আম্মুকে এটা বানাতে বলতে হয় :)

০২ রা মে, ২০১৬ সকাল ১১:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম বানিয়ে দাওয়াত দিয়েন

৪| ২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০০

সাথিয়া বলেছেন: হা হা হা নামটা অনেক মজার, খেতেও অনেক মজা হয়েছে আপু তাই না?

০২ রা মে, ২০১৬ সকাল ১১:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই মজা হইছিল

ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.