নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

জীবনে নেমে আসবেই মহাপ্রলয়...

২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪০

এভাবেই যেতে যেতে একদা পথ যাবে ফুরিয়ে
তুমি আমি সবে যাবো কোনো একসময় বুড়িয়ে
নীড়ে ফিরতে ফিরতে ক্লান্ত বেলা শেষের খেলায়
ফিরে যেতে ইচ্ছে মনে সেবেলায় এসে অবেলায়।
যে পথে হেঁটেছ তুমি পা মাড়িয়ে গিয়েছো যে পথে
ফিরতে হবে তোমায় সেপথেই উঠে উল্টো রথে
হাঁটা চলা থামবে না সব কিছু নিয়ম মাফিক
ছুটবে শুধু তুমিই ফুঁ দিলে সময়ের ট্রাফিক।

যা করেছিলে কামাই রঙিন দুনিয়ার মাঝার
বসিয়েছিলে আনন্দে সত্য কি-বা মিথ্যার বাজার
দুনিয়ার বাহাদুরি অহমিকা মিশবে ধূলায়
ঠিকানা হবে জান্নাত নয় ঠাঁই জ্বলন্ত চুলায়

ঐ বুঝি নেমে আসলো জীবন ঝড় মহাপ্রলয়
অন্তে শোবে মাটিতেই, মাটিতে হবে শেষ আলয়।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০০

নুর ইসলাম রফিক বলেছেন: অনেক অনেক ভাললাগা রেখে গেলাম----

০২ রা মে, ২০১৬ সকাল ১১:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাল থাকুন

২| ২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার লিখেছেন।

০২ রা মে, ২০১৬ সকাল ১১:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

৩| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩২

সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।

ঠাঁই জ্বলন্ত চুলায়ঘ < চুলাঘর হবে।

০২ রা মে, ২০১৬ সকাল ১১:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঠিক করেছি ধন্যবাদ দাদা
ভাল থাকুন

৪| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১৫

ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর লিখেছেন । দোয়া করেন ছবির মিছিলে যেন না যেতে হয় । ভাল থাকুন এ কামনা থাকল ।

০২ রা মে, ২০১৬ সকাল ১১:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম
ধন্যবাদ ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.