নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

সুখ যে মায়ের পায়ের তলে

২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৪

ভোরের আলো স্নিগ্ধ যেমন
শিশু মোদের স্নিগ্ধ তেমন
শিশু ঘরের শোভা বাড়ায়
ঘরের সকল দু:খ তাড়ায়।

খেলার পুতুল শিশু ঘরে
হাসি গানে প্রাণটা ভরে
বললে শিশু একটি কথা
দূর হয়ে যায় সকল ব্যথা।

হাঁটি হাঁটি পা পা করে
হাঁটতে শিখে আঙ্গুল ধরে
বাবা মায়ের আদর পেয়ে
আনন্দে সে যায় গান গেয়ে।

তাকে ঘিরে স্বপ্ন দেখে
মা বাবা যায় স্বপ্ন এঁকে
একদিন শিশু বড় হবে
ভাল মানুষ চিনবে সবে।

বাবার মনে মায়ের মনে
সুখের ছায়া ক্ষণে ক্ষণে
সন্তান সজীব সবুজ পাতা
সুখে হবে কাব্যগাঁথা।

একটি শিশুর শিক্ষার গুরু
বাবা মা থেকেই হয় শুরু
সত্য মিথ্যা আদব কায়দা
শিখালে হবে খুব পায়দা।

মানুষ হবে সমাজ মাঝে
সম্মান পাবে নিজের কাজে
দেশের জন্য দশের জন্য
সেবাই হবে অগ্রগন্য

তবেই মা বাবা হয় ধন্য
সন্তান তাদের হয়নি বন্য
বুড়োকালের মাথার ছাতা
খুলে যাবে সুখের খাতা।

আগাও সন্তান সঠিক পথে
উঠে মায়ের স্নেহের রথে
দোয়ার মালা পড়ো গলে
সুখ যে মায়ের পায়ের তলে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১০

ছাসা ডোনার বলেছেন: খুব ভালো হয়েছে! ধন্যবাদ

০২ রা মে, ২০১৬ সকাল ১১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ

২| ২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

মো: ইমরান আল হাদী বলেছেন: ভাল লাগলো ধন্যবাদ।

০২ রা মে, ২০১৬ সকাল ১১:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন

৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৭

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর

০২ রা মে, ২০১৬ সকাল ১১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

৪| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩০

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর হয়েছে ।

০২ রা মে, ২০১৬ সকাল ১১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.