নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

ব্যস্ত সময় হাতটি ধরে...

০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:১৪


ব্যস্ত আমি ব্যস্ত তুমি
ব্যস্ত থাকা সারাবেলায়
ঘড়িটা রেফারী হয়ে
বাঁশি ফুঁকে শেষের খেলায়।

ভোরের বাঁশি বাজল যখন
বেঘোর ঘুমে থাকি আমি
ঘুমের চোখে ঢুলতে ঢুলতে
ব্যস্ততায় হই অগ্রগামী।

এলার্ম যখন বাজে তখন
মেজাজটা হয় বড্ড তিতা
ঘুমের সাথে হলোনা তাই
পাতা আমার পরম মিতা।

তড়িঘড়ি খাওয়া দাওয়া
বেলা গেলো পোশাক পড়তে
ইস্ত্রি দেয়া হলো কি-না
ভাবতে সময় লাগল ঝরতে।

স্কুলের বাচ্চা খেয়ে যাবে
চিন্তা যখন মাথায় আসে
স্তব্ধ হয়ে বসতে গেলেই
সময় মাতে সর্বনাশে।

দিনের শুরু দৌঁড়ের উপর
নেয়ে ঘেমে নাস্তানাবুদ
একটু সময় দাও বাড়িয়ে
দোয়া আমার শুনো মাবুদ!

অফিস পাড়ায় এসে দৌঁড়াই
ফাইল হাতে হেথায় সেথায়
রাত্রির আঁধার নেমে আসলেই
মরি আমি পায়ের ব্যথায়।

পায়ের ব্যথা ভুলতে বসি
সংসার নামক জেলে বসে
রান্নাবান্না বাচ্চার দেখভাল
চিন্তায় গেলো অংক কষে।

ঘুম পাড়িয়ে দাওরে বাচ্চার
আমার ঘুমের খবর কি আছে
ক্লান্ত দেহে শুলে বিছনায়
ঘুমের আরাম মনটা যাচে!

চক্ষু দুইটা লাগলে পরেই
ভোরের পাখি আমায় ডাকে
রাজ্যের তন্দ্রা চোখে নিয়ে
উঠে বসি ঘুমের ফাঁকে।

এমন করেই যাচ্ছে জীবন
শুনো তোমরা ভুল বুঝোনা
সকল মেনে খুঁজলে ভাল
রাগলে তবে আর খুঁজোনা।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:২৩

মোস্তফা সোহেল বলেছেন: অন্তমিল গুলো খুব ভাল হয়েছে। আর ছবিটা লেখার প্রথমে দিলে ভাল হত

০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৫:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ । জি এডিট করে দিয়ে দিয়েছি। ভাল থাকুন

২| ০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:৪০

উল্টা দূরবীন বলেছেন: ছন্দময়। ভালো লেগেছে।

০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৫:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৩| ০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:৪৭

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: ব্যস্ততম জীবন সুখী জীবন।
ভাল লেখছেন
ভাল লাগা রেখে গেলাম।

০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৫:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন

৪| ০৩ রা মে, ২০১৬ বিকাল ৪:৫৮

ডঃ এম এ আলী বলেছেন: একেই কি বলে ব্যস্ততা সাত সকালেই কবিতা, ভালরে ভাল কবি থাক নিয়ে ব্যস্ততা আর শুভ সকালে আমরা পাই মধুর কবিতা ।
ভাল লাগল সুন্দর কবিতাখানি পাঠে । শত ব্যস্ততার মাঝেও ভাল থাকুন এ কামনা রইল ।

০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৫:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনিও ভাল থাকুন
পাশেই থাকুন

৫| ০৩ রা মে, ২০১৬ বিকাল ৫:০৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: সুন্দর লেখেনি।

০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৫:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

৬| ০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

সুমন কর বলেছেন: পায়ের ব্যথা ভুলতে বসি
সংসার নামক জেলে বসে < ভাইয়াকে কিন্তু বলে দেবো !!!

ভালো হয়েছে।

০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৫:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ডর দেখান ক্যারে ই ই ই ই

ধন্যবাদ দাদা ভাল থাকুন

৭| ০৬ ই মে, ২০১৬ রাত ১০:৫৮

রাঙা মীয়া বলেছেন: প্রথম ভাললাগা রেখে গেলাম। কবিতা সুন্দর হয়েছে :-B

০৮ ই মে, ২০১৬ দুপুর ২:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ মীয়া ভাই। আপনার পোস্ট তো পাচ্ছি না । সুন্দর সুন্দর পোষ্ট দিবেন আর আমরা উপভোগ করবো ইনশাআল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.