নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
রক্ষা করো মাবুদ আল্লাহ্
তোমার সকল গজব হতে
পাপী আমরা পাপ করে যাই
উঠে বসি পাপের রথে।
শাস্তি কতই দিচ্ছ মোদের
বুঝি নাতো তবু কিছু
চক্ষু থাকতে অন্ধ হয়ে
ছুটছি তবু পাপের পিছু।
স্বার্থের পিছে ঘুরছে মানুষ
খুন খারাবি যাচ্ছে বেড়ে
ক্রোধান্বিত মানুষগুলো
ছুরি হাতে যাচ্ছে তেড়ে।
রক্ত দিয়ে হোলি খেলে
বুক ফুলিয়ে সামনে দাঁড়ায়
নিজের করে পেতে সকল
কলিজা ছিঁড়তে হাত বাড়ায়!!
শহর নগর পাপের আখড়া
ফ্লাটে ফ্লাটে নকল মানুষ
জামাই বউটি সেজে সেজে
উড়ায় রঙ্গে পাপের ফানুস।
রাস্তাঘাটে বগলদাবায়
প্রেমিক জুটি নির্দ্বিধাতে
লজ্জাশরম ভুলে নামছে
চুমু খেতে ঠিক বিদা'তে।
কামনার-ই স্বাদ মিটাতে
লিভ টুগেদার বাড়ছে ধীরে
এমনি করে পুরুষ নারী
হারাচ্ছে হায়!পাপের ভীড়ে।
অন্যায় দেখে চুপটি করে
সমাজ আমার থাকে বসে
স্বাধীন ঘরের ছেলে মেয়ে
পাপের ধরা যাচ্ছে চষে।
পাপের বোঝা গেলো বেড়ে
শাস্তি দিচ্ছ বজ্রপাতে
কত মানুষ মরল পুড়ে
অগ্নিবোমের ডাঁট আঘাতে।
ভয় লাগেগো প্রভু আমার
বিজলী চমকায় আকাশ ফেটে!!
ইয়া আল্লাহ্ রক্ষা করো
পাপ পথে দাও কুলুপ এঁটে।
নাও গো প্রভু তুমি মোদের
হেদায়েতের পথের পরে
মোচন করো সকল গুনাহ্
জমা যতো মনের ঘরে।
তুমি রহিম তুমি রহমান
ধ্বংসকারী তুমি প্রভু
তোমার দরবারে হাত তুল
প্রার্থনায় হই রত তবু।
জানি তুমি খুব ক্ষমাশীল
ক্ষমা করবে মনের গুনাহ্
বারেবারে দোষ করেও তাই
তোমার তরেই চাইছি পানাহ্।
১৭ ই মে, ২০১৬ দুপুর ১২:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন পাশেই থাকুন
২| ১৩ ই মে, ২০১৬ বিকাল ৪:২৬
মুসাফির নামা বলেছেন: অসাধারণ।+++++
১৭ ই মে, ২০১৬ দুপুর ১২:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মুসাফির ভাইয়া
৩| ১৩ ই মে, ২০১৬ রাত ৮:২৫
সুমন কর বলেছেন: সত্য বলেছেন।
১৭ ই মে, ২০১৬ দুপুর ১২:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা ভাল থাকুন
৪| ১৪ ই মে, ২০১৬ সকাল ১১:৪২
খায়রুল আহসান বলেছেন: প্রার্থনার কবিতা, ভালো লেগেছে। + +
তবে কয়েকটা টাইপো রয়েছে, সম্পাদনা করে নেবেনঃ
হুলি খেলে<হোলি খেলে, আঁকড়া<আখড়া, স্বাধ মিটাতে<স্বাদ মিটাতে, মোছন করো<মোচন করো, ধ্বংশ<ধ্বংস, ইত্যাদি।
১৭ ই মে, ২০১৬ দুপুর ১২:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া
ঠিক করে নিয়েছি
©somewhere in net ltd.
১| ১৩ ই মে, ২০১৬ বিকাল ৩:১৮
ডঃ এম এ আলী বলেছেন: জানি তুমি খুব ক্ষমাশীল
ক্ষমা করবে মনের গুনাহ্
বারেবারে দোষ করেও তাই
তোমার তরেই চাইছি পানাহ্
খুব সুন্দর হয়েছে
ক্ষমা চাওয়া হয়েছে
সকাতরে সকলের তরে
করলে ক্ষমা সকলে
যাব যে উতরে ।