নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

জীবনের প্রতিটি দিনই এক একটা উপন্যাস -৬ (রোদ্দুরের হারিয়ে যাওয়া মেঘ)

১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:১২



যখন সময় ছিল রোদ্দুরের হাতে তোকে দেয়ার তখন তুই ঘুমের ঘোরে ছিলিস । রোদ্দুর কে চিনতিসই না! তোর পিছন পিছন ছুটে যেত বারবার অদৃশ্যতায়। তুই পিছু ফিরে কভু তাকাতিই না.....শুধু হেঁটে যেতিস অন্য মনের সন্ধানে। ভাবতেই পারিসনি কে কতটুকু ভালবাসায় বিভোর করতে পারে তোকে।

তুই ঠকেছিস তাইনারে! যার কাছে গিয়েছিলিস ছুটে, হোঁছট খেয়ে পড়েছিলিস দুয়ারে তার,,,,,, সে একদিন তোকে দুয়ার হতে না বলা কথায় ফিরিয়ে দিয়েছিল। ভঙ্গুর হৃদয়ে ফিরি এসেছিলিস একা। ঠাঁই মিলেনি তার বুকের মধ্যিখানে!! আহা ভালবাসা বুঝি এমন হয়রে..... তুই যাকে ভালবাসিস সে তোকে বাসেনা ভালো। আর তোকে যে ভালবাসে তুই বাসিসনে তারে ভালো!

কেনো এমন হয় বলতো!! রোদ্দুর তো চেয়েছিল তোর পদতলে একশদুইটি পদ্ম রাখতে। গোলাপী পদ্মের পাঁপড়ি পায়ে দলে তুই হেঁটে গিয়েছিলিস কাঁটায় ঘেরা গোলাপের দুয়ারে। কিরে! অবশেষে মনে কাঁটা বিধল তো! পায়ে বিঁধলে সে কাটা তুলে নেয়া যায় ঔষধে ভাল হয়। মনের কাঁটা তুলবি কি দিয়ে শুনি? শুন, গাধা তোকে অভিশাপ দেইনি তবুও । জানিস কেনো.... কারণ রোদ্দুর তোকে ভালবাসে তাই হাহাহা। আর তুই উল্টো ভুল বুঝছিস রোদ্দুরকে....... বলছিস তোর অভিশাপে আমি জ্বলে পুড়ে মরছি...... ঠিক না ঠিক না।

রোদ্দুর জীবনের আলো হতে পারে অন্ধকার নয়। ভুল বুঝিস নারে পাগল....... যেটুক পাচ্ছিস সেটুক নিয়ে ভাল থাকিস! বুঝছিস। আর রোদ্দুরের কথা মনে হলে দখিনের জানালা খুলে আকাশে দিকে তাকাস ..... কভু ঊষসী বেলায় কভু ভোরে কিংবা দুপুরের মধ্যাকাশে অথবা বিকেলের ছায়াঘেরা গাছের ফাঁকে দেখতে পাবি রোদ্দুর শুধু তোর জন্যই আলো জ্বালিয়ে যাচ্ছে। সে আলোয় তুই নতুন পথের পাবি সন্ধান। এগিয়ে যা গাধা কোথাকার আর পিছু তাকাবার সময় নেই তোর। তুইতো এমনিতেই আলো ছড়াচ্ছিস হাজার আঁধারী পথে। সে পথ ধরেই এগো দেখি........ ভাবিস না মাথার উপর রোদ্দুর ভেসে ভেসে আলো দিবে অভিশাপ নয়। ভাল থাকিস গাধা :D


মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৬ দুপুর ১:২৫

মুসাফির নামা বলেছেন: কথাগুলো ভালই লাগল।

১৭ ই মে, ২০১৬ দুপুর ১২:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ এবার বুঝাতে পেরেছি বোধয় :)

২| ১৪ ই মে, ২০১৬ বিকাল ৪:২৪

প্রামানিক বলেছেন: চমৎকার কথামালা।

১৭ ই মে, ২০১৬ দুপুর ১২:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ

৩| ১৪ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:



সাধারণ, বেশী আবেগ, আমি আকৃস্ট হইনি

১৭ ই মে, ২০১৬ দুপুর ১২:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: গুড,,,,,,, সব কিছুতে আকৃষ্ট হওয়া ভাল লক্ষণ নয়

ভাল থাকুন

৪| ১৪ ই মে, ২০১৬ রাত ৯:০২

ডঃ এম এ আলী বলেছেন: বা: সুন্দর চমৎকারভাবে নীজকে নিয়ে একক সংলাপ, ভালই লাগল কিছু বুঝে কিছু না বুঝে ।
অনেক ধন্যবাদ উপন্যাসের অংশ বিশেষ পরিবেশনার জন্য । অপেক্ষার পালা শেষ অধ্যায় দেখার।
ভাল থাকুন শুভ কামনা থাকল ।

১৭ ই মে, ২০১৬ দুপুর ১২:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম

ধণ্যবাদ অনেক অনেক

৫| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ২:৪১

পথে-ঘাটে বলেছেন: আপনার প্রায় লেখাতেই কিছু একটা না পাওয়ার বেদনা ফুটে উঠেছে। এই বেদনা কি লেখার মধ্যেই সীমাবদ্ধ নাকি বাস্তব জীবনেও আছে, জানার আগ্রহটা থেকেই গেল।

০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: না শুধু লেখাতেই । আল্লাহ রহমতে অনেক ভাল আছি

জাজাকাল্লাহ জানতে চাওয়ার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.