নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

জীবনের প্রতিটি দিনই এক একটা উপন্যাস -৭ (দুপুরের ঝাঁ ঝাঁ অভিমানী রোদ্দুর)

২৩ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৮


দুপুরের ঝাঁ ঝাঁ অভিমানী রোদ্দুর

সেদিন হাসপাতাল থেকে ফিরে রোদ্দুরের মন আরো ভেঙ্গে পড়ে। দুর্বল শরীর নিয়ে বাসায় ফিরে এরুম ওরুম হাঁটাহাঁটি করতে করতে সে বারান্দায় চলে যায়....... গিয়েই রোদ্দুরের বুকটা ধক করে কেঁপে উঠে আশ্চর্য্য বারান্দা ফাঁকা কেনো!! বারান্দা ভর্তি ছিল রঙবেরঙের পাতাবাহার আর রংবাহারী ফুলের সমাহার। এদিক ওদিক তাকিয়ে বারান্দা শূন্য দেখতে পায় রোদ্দুর। দু'চোখ বেয়ে অনবরত অশ্রু গড়াতে থাকে। সে কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে থাকে । তখন হঠাৎ চার তলার নিচে চোখ যায় তার । রোদ্দুর দেখতে পায় তার অতি যত্নের পাতার বাহারের গাছগুলো দুমড়ে মুঁচড়ে ধূলোমাটিতে গড়াগড়ি খাচ্ছে। ভেঙ্গে চুঁড়ে সব রঙিন ফুলের টবগুলো। রোদ্দুর নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে থাকে অনেকক্ষণ। জীবনের এই মুহুর্তে তার মনে হতে থাকলো এর চে কষ্ট আর যন্ত্রণা বুঝি সে জীবনের এই প্রথম পেলো। কান্নার অস্ফুট সুরগুলো মিশে যায় বারান্দার গ্রীলের ফাঁক গলে অই দূর আকাশের নীলে। যারা রোদ্দুরের অনুভূতি অনুভব স্পর্শ করতে পারে না তাদের কাছে কেঁদে বা অশ্রু ঝরিয়ে কিই-বা লাভ। রোদ্দুর বুঝতে পারে তার জীবন পাথর হবে অশ্রু শুকিয়ে আবেগগুলো ধূলোয় মিশে যাবে অথবা বাতাসে মিইয়ে যাবে।

সেদিন রোদ্দুরের দোষ তো একটিই ছিল....... অনিচ্ছাকৃত ডেঙ্গু জ্বর বাঁধিয়ে। আচ্ছা সেদিন তাদের একবারও মনে হয়নি কারো শখের কিছু ভেঙ্গে বা ফেলে দেওয়ার আগে তার অনুমতি প্রয়োজন!!!!!!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৬ দুপুর ১:১১

কল্লোল পথিক বলেছেন:







বাহ!বেশ হয়েছে।

২৫ শে মে, ২০১৬ বিকাল ৩:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অনেক অনেক

২| ২৩ শে মে, ২০১৬ দুপুর ১:৪২

মনিরা সুলতানা বলেছেন: বুক ভেঙে যাওয়া কষ্ট হয় ,রোদ্দুরের কস্ট টের পাচ্ছি ...
আবার কেউ যদি প্রিয় গাছের ফুল বা ডাল ভেঙে নেয় কি যে হাহাকার উঠে হৃদয়ে বোঝানো যায় না :(

২৫ শে মে, ২০১৬ বিকাল ৪:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সেটা যদি আপনজনেরা বুঝতো আহা
তাহলে জীবন অনেক সুন্দর হতো গো আপি

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

৩| ২৩ শে মে, ২০১৬ বিকাল ৪:২১

ডঃ এম এ আলী বলেছেন: অনেক কস্ট পাওয়া গেল পাতা বাহারের টব ও গাছ ভাংগার কথা শুনে । আপাতত: পাতাবাহার গাছের একটা টব পাঠালাম শান্তনা হিসাবে এর মধ্যে একটা রক্ত চোষা ( ভেমপায়ার ) বসায়ে দেয়া হয়ছে কেও পাতা ছিরতে আসলে তার রক্ত খাবে। দীর্ঘ মেয়াদী দাওয়াই হলো টবগুলির কাছে সাইন বোর্ডে লিখে রাখবেন , " গাছের পাতা ছোবেন না , একান্তই যদি ইচ্ছে হয় ক্ষতি করতে তাহলে পাশে থাকা কাক তারুয়া মুর্তীটাকে কয়েক ঘা দিয়ে যাবেন "

খুব ভাল লাগল উপন্যাসের অংশ টুকু ।
ভাল থাকুন শুভ কামনা থাকল ।

৪| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৪:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: গিরগিটি ভয় পাইছি .....

যাক বাবা বাচা গেলো পাহারা দেয়ার প্রাণী পাওয়া গেলো

ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.