নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

বুনোফুল, ঘাসফুল আর শিয়ালমুখী ফুলের ছবি

২৪ শে মে, ২০১৬ বিকাল ৩:৫৫

পিসির হার্ডডিস্কে জমা হয়ে থাকা ছবি হতে কিছু ছবি। গ্রামের ছবি এমনিতে আমার ভাল লাগে । ছবি তোলার অনেক উপকরণ আছে সেখানে ঋতু ভেদে। বছরে একবার যাই বাড়িতে । যা দেখি সবই সুন্দর লাগে। মায়া লাগে। টিউবওয়েলের একগ্লাস পানি পান করে মনে হয় যেনো অমৃত পান করছি তেমনি প্রাকৃতিক ঝরঝরে স্নিগ্ধ সুন্দর পরিবেশ আমার চোখ মন জুড়িয়ে যায় /থাকে। ছবি না তুলে উপায় নেই। ছবি তোলার উদ্দেশ্যই হলো সুন্দর ধরে রাখা স্মৃতিতে। আজকের ছবিগুলোও তেমনি হাবিজাবি আর শেয়ালমুখী ফুলের ছবি। তেমন কোন সুন্দর বিষয়বস্থু না । ভেজার মাটিতে ঘাসের গালিচা কিংবা বুনোফুল/ঘাসফুল অই এসবই ছবির মাঝে ফুটে থাকবে। একটু কষ্ট করে দেখতে পারেন।
==ক্যানন ডি৬০০==

১। এই ছবিটার স্থান মনে নেই । কোন এক জায়গায় গোধূলী বেলার ছবি.... সন্ধ্যার রক্তিম আভায় কেমন যেনো মন প্রাণ জুড়িয়ে দেয়। তবে বিষন্নতাও ভর করে মনে । মনে হয় বেলা শেষ হলো জীবন থেকে ঝরে যাবে আরেকটি দিন।


২। ঘাসফুল অথবা বুনোফুল......
ছোট ছোট বুনোফুল
বানাতে চাই কানের দুল
হলুদ রঙ বুনোফুলে
দুদ্যোল দুল কানে দোলে।


৩। সাদা শিয়ালমুখী ফুল........ ধবধবে সাদা । দেখলেই একটা পবিত্র অনুভূতি মনে জাগ্রত হয়।


৪। আরেকটু কাছ থেকে । সাদা ফুটা ফুল........


৫। এটা পেয়ারা গাছের কুঁড়ি মনে হয় ।


৬। উপর থেকে শিয়ালমূখী। ফুটে থাকে বনে বাঁদারে ........ তবুও এর সৌন্দর্যের যেনো কমনি নেই


৭। পুরো ক্ষেতজুড়ে সাদা ফুলগুলো ফুটেছিল অবশ্য এগুলো আগাছা হিসাবে কেটে ফেলে দেয়া হবে।


৮। বটবৃক্ষে নি:সংকোচে বেয়ে বেয়ে উপরে উঠে যাচ্ছে ........ পরগাছাটি অথচ তার কোনো ভয় ডর নেই। গাছের পাতাগুলো খুব সুন্দর তবে অনেক শক্ত টানলেও বৃক্ষের দেহ ছাড়তে চায় না আঁকড়ে ধরে থাকে।


৯। আরেকটি শিয়ালমুখী সাদা ফুল


১০। বেগুনি হলুদ বুনোফুল কিংবা ঘাসফুল সবুজের বুকে এভাবেই লেপ্টে থাকে


১১। শিয়ালমুখী


১২। খুব কাছ থেকে


১৩। কিছু আফোটা ফুলও আছে


১৪।


১৫। ভাইট গাছের আফোটা ফুল । ফোটার অপেক্ষায় আছে ওরা


১৬। বেগুনি ঘাসফুল..... এদের উপর খালি পায়ে হাঁটতে মজাই লাগে


১৭। হলুদ বুনোফুল

মন্তব্য ৩৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৬ বিকাল ৪:১৯

নিরব জ্ঞানী বলেছেন: আপনার ছবি তোলার আগ্রহের প্রশংসা করতেই হয়। ৮ নাম্বারটা ++

২৫ শে মে, ২০১৬ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাল থাকুন :)

২| ২৪ শে মে, ২০১৬ বিকাল ৫:২৭

বিজন রয় বলেছেন: দারুন। সুন্দর।

২৫ শে মে, ২০১৬ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ বিজন দা ভাল থাকুন

৩| ২৪ শে মে, ২০১৬ বিকাল ৫:৫৪

ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর হয়েছে ।

বনে অবহেলার আগাছা যতফুল
পেয়েছে সব নামী কবিদের কুল
এখন মানুষ দেখবে হয়ে তা ব্যকুল
আগাছা ফুলগুলি হল মনলোভাফুল ।

ভাল থাকুন এ শুভকামনা থাকল ।

এ সাথে দিলেম হাসিয়া ফুটা
এক জোড়া কচুরীপানা ফুল ।




২৫ শে মে, ২০১৬ দুপুর ২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়াও এটা কচুরীপানা এত্ত সুন্দর । অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর উপহারের জন্য ভাল থাকুন

৪| ২৪ শে মে, ২০১৬ বিকাল ৫:৫৬

মনিরা সুলতানা বলেছেন: দারুন সব ছবি, কি সবুজ মন ভালো হয়ে যায় :)

২৫ শে মে, ২০১৬ দুপুর ২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য স্নিগ্ধ শুভেচ্ছা আপিকে ভাল থাকুন আপি

৫| ২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০১

কাশফুল মন (আহমদ) বলেছেন: ফটোগ্রাফার বলা যায়,,,,

২৫ শে মে, ২০১৬ দুপুর ২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাক

৬| ২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

Bangladeshi Moinul বলেছেন: শিয়ালমুখী ফুলের প্রেমে বোধহয় একটু বেশিই পড়ে গিয়েছিলেন! তবে বট গাছের উপর পরগাছার ছবিটা সত্যিই অসাধারণ হয়েছে। চালিয়ে যান আপনার ফটোগ্রাফি! শুভকামনা।

২৫ শে মে, ২০১৬ দুপুর ২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ আসলেই ...। অনেকগুলো তুলেছি কোনটা যে ভাল হইছে বুঝতেছিলাম না

অনেক ধন্যবাদ ভাল থাকুন

৭| ২৪ শে মে, ২০১৬ রাত ১০:৪৩

উল্টা দূরবীন বলেছেন: ভয়ংকর সুন্দর।

২৫ শে মে, ২০১৬ দুপুর ২:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু থ্যাংকু
ভাল থাকুন হামেশা

৮| ২৪ শে মে, ২০১৬ রাত ১১:১৬

অগ্নি সারথি বলেছেন: ফুল ছবি পাতা আর গাছের ছবি! গ্রাম বাংলা টার্মটার সাথে সেভাবে যায় না। শিরোনামটা অন্য কিছু দিলে ভাল করতেন। তবে ছবিগুলো চমৎকার।

২৫ শে মে, ২০১৬ দুপুর ২:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকে আমার ব্লগে দেখে অনেক ভাল লাগল। আন্তরিক ধন্যবাদ আর শুভেচ্ছা রইল দাদার প্রতি
আর পোষ্টের শিরোনাম পাল্টে দিলাম । ভাল থাকুন হরদম

৯| ২৫ শে মে, ২০১৬ রাত ৩:০০

কবি হাফেজ আহমেদ বলেছেন: অসাধারন সুন্দর।

২৫ শে মে, ২০১৬ দুপুর ২:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

১০| ২৫ শে মে, ২০১৬ সকাল ১১:২৪

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার ছবি ব্লগ।গ্রামেতো এগুলো প্রতিনিয়তই দেখি...

২৫ শে মে, ২০১৬ দুপুর ২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা আগে দেখতাম এখন বছরে একবার গিয়ে দেখি হাহাহ

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

১১| ২৫ শে মে, ২০১৬ দুপুর ২:৩৮

শামছুল ইসলাম বলেছেন: চমৎকার ছবি ব্লগ।

ভাল থাকুন। সবসময়।

২৫ শে মে, ২০১৬ দুপুর ২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনিও ভাল থাকুন
আন্তরিক ধন্যবাদ আর শুভেচ্ছা রইল অনেক অনেক

১২| ২৫ শে মে, ২০১৬ দুপুর ২:৪৮

অদৃশ্য বলেছেন:



চমৎকার সব ছবি...
শুভকামনা...

২৫ শে মে, ২০১৬ দুপুর ২:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অদৃশ্য
ভাল থাকুন সাথেই থাকুন

১৩| ২৫ শে মে, ২০১৬ দুপুর ২:৫৫

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ। আমার কি মনে হয় জানেন, একটা পোস্ট পাঠকপ্রিয়তা পাবার প্রথম শর্ত হল শিরোনাম এবং একই সাথে সুন্দর একটা ছবি। আপনার ছবি তোলার হাত দারুন। প্রয়োজনে শিরোনাম নিয়ে ৫ মিনিট ভাববেন। জ্ঞান দেবার চেষ্টা করিনাই বিন্দুমাত্র। ক্ষমা করবেন আমাকে। অন্যভাবে নিবেন না।
শুভ কামনা রইল আর আপনার ছবি তোলার হাতের আবারো প্রশংসা জানিয়ে গেলাম!

২৫ শে মে, ২০১৬ বিকাল ৩:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা সত্য ... সেটা মাঝে মাঝে উপলব্ধি করি । ধন্যবাদ সাজেশনের জন্য ভবিষ্যতে ইনশাআল্লাহ কাজে লাগবে । মানে ভেবে শুনে শিরোনাম দিতে আপনার কথাই প্রথম মনে পড়বে

অন্যভাবে নেয়ার প্রশ্নই উঠেনা । এমন মন্তব্য কাজের প্রেরণা যোগায় এবং শিখতে সাহায্য করে। তা না হলে শিখবো কোথা থেকে।

শুভকামনা সতত ধন্যবাদ

১৪| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৪:১১

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো খুব সুন্দর

২৫ শে মে, ২০১৬ বিকাল ৪:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন সাথেই থাকুন :)

১৫| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৪:৩২

জেন রসি বলেছেন: বাহ! চমৎকার সব ছবি! :)

২৫ শে মে, ২০১৬ বিকাল ৪:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাল থাকুন :)

১৬| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৫:৪৭

মহামহোপাধ্যায় বলেছেন: সবগুলো ছবিই খুব সুন্দর। ভালো লেগেছে। তবে আট নম্বরটা বেশি পছন্দ হয়েছে :)

ভালো থাকুন। শুভেচ্ছা রইলো :)

৩০ শে মে, ২০১৬ বিকাল ৪:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া তবে আজকের ফটোপোষ্টটা দেখার অনুরোধ করছি ইনশাআল্লাহ ভাল লাগবে
» মোবাইলগ্রাফী.... ৭ (ভেজা দিন, ভেজা পাতা, মনে যেনো শান্তির ছাতা)

১৭| ২৯ শে মে, ২০১৬ রাত ৯:৫৫

নীলপরি বলেছেন: বাহ খুব সুন্দর ।

৩০ শে মে, ২০১৬ বিকাল ৪:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নীল পরি । আশাকরি আজকের পোস্টটা দেখবেন ভাল লাগবে ইনশাআল্লাহ
» মোবাইলগ্রাফী.... ৭ (ভেজা দিন, ভেজা পাতা, মনে যেনো শান্তির ছাতা)

১৮| ৩০ শে মে, ২০১৬ বিকাল ৪:৪৯

শোভন ব্লগ বলেছেন: চমৎকার ছবি

৩০ শে মে, ২০১৬ বিকাল ৪:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন । আশাকরি আজকের পোস্টটা দেখবেন ভাল লাগবে ইনশাআল্লাহ
» মোবাইলগ্রাফী.... ৭ (ভেজা দিন, ভেজা পাতা, মনে যেনো শান্তির ছাতা)

১৯| ৩১ শে মে, ২০১৬ রাত ৮:১৮

দ্বীপের সন্তান বলেছেন: অনেক ভালো লাগলো ছবি গুলো দেখে।মনোমুগ্ধকর জায়গা। অনেক ধন্যবাদ,, অাপনাকে।

০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন সর্বদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.