নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» গ্রামের মাটি- পাতা-লতার ছবি.........

১২ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৭

এই ছবিগুলো ক্যানন ডি৬০০ দিয়ে তোলা। নাই কাম তো খই ভাজ এর মতই আজকের ছবিগুলো। ক্যামেরা হাতে থাকলে যা হয় সেই আর কি। ........ কাল ফেবুতে একটা পোস্ট দেখলাম যাতে প্রশ্ন করা হয়েছে যে ডিএসএলআর কি? উত্তর-ডিএসএলআর হলো তুমি গোবরের ছবিও যদি তুলো মনে হবে চকলেট কেক হাহাহাহাহ এই ছবিগুলোও তেমন মনে হচ্ছে। পাতালতা হাবিজাবি........ সবজি । মূলত গ্রামে গেলে এসব কিছুই ভাল লাগে মায়া লাগে। যন্ত্রশহরে থাকিতো তাই গ্রামের জন্য মায়াটা বেশী লাগে। ছবিগুলো আমাদের হবিগঞ্জ চুনারুঘাটা পীরেরগাও (মিয়াবাড়ি)র মাটি থেকে তোলা হয়েছে। কারো একটুকুও ভাল লাগলে আমার পরিশ্রম আর মায়া লাগানো প্রকৃতি স্বার্থক।

১। এগুলো অনেকেই চিনতে পারবেন হয়তো....... তুত গাছের পাতা যে গাছের পাতা গুটিপোকা খায় এবং যে পোকা দ্বারা রেশমি সূতা তৈরী করা হয়।...... এই ফলগুলো পাকলে আমরা লবণ দিয়ে খাই । টক মিঠে ফল খেতে সুস্বাধূুই লাগে আমার কাছে। বহুবছর খাওয়া হয়না।


২। ভাইট গাছের আফোটা ফুল তার ফুলের পাপড়িতে ছোট ছোট রঙিন বিটল পোকা। খুব সুন্দর পোকাগুলি।


৩। বিছা জাম বলি আমাদের গ্রামের ভাষায়


৪। গোলাপী রঙ্গন। বছরজুড়েই ফুলগুলো ফুটে বাড়ি সৌন্দর্য বর্ধিত করে। । গাছগুলো আমার হাতের লাগানো বিশ থেকে পচিশ বছর হয়ে গেলো। আব্বা মায়া করে গাছটিকে ছেটে দেয় না।


৫। ক্যামিকেল মুক্ত টমেটো । দেখতে অপরূপ খেতেও স্বাধ আহা


৬। এই ফুলের মধু আমরা খেতাম ছোট বেলা। এটা অবশ্য ঔষধী গাছও বলা চলে। ফুটপ্যাচড়া হলে গ্রামে এর পাতা ছেঁচে লেপ্টে দেয়া হয় আক্রান্ত স্থানে।


৭। আযনার মাঝে প্রকৃতি.......... কোন এক অপূর্ব বিকেল বেলা


৮। বেগুন ফুল বেগুনি smile


৯। কচুরী পানা । ......ভেসে চলাই যার জীবন


১০। শিয়ালমূখী


১১। ভাইটফুলের মাঝে বিটল


১২। দেখলেই কাঁচা খেতেই ইচ্ছে করে টাটকা সব্জিগুলো ।


১৩। কাচা টমেটো


১৪। শ্যাওলায় ভাসমান পাতার নৌকা


১৫। সীমের মাচায় সীম..........


১৬। কচুরী পাতা আর পাতার নৌকা এক অপরূপ সখ্যতা গড়ে উঠেছে।


১৭। কচি পাতায় জেগে উঠেছে আমের কুঁড়ি


১৮। রংগিন পাতা......... ঝরে যাওয়া পাতার কালারগুলো এত সুন্দর ছবি না তুলে পারি নাই ।


কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ । সময় স্বল্পতার জন্য বিবরণ কম করেই দিলাম আজ।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৬ বিকাল ৫:২৯

ডঃ এম এ আলী বলেছেন: চমৎকার সব ফুল ফল লতা পাতার সমাহার । খুব ভাল লেগেছে ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।

১৩ ই জুন, ২০১৬ সকাল ১১:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া । আপনার জন্যও শুভকামনা অনেক অনেক ভাল থাকুন

২| ১২ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৭

কালনী নদী বলেছেন: ছবিতে আপনার হাত অসাধারণ, প্রত্যেকটা ছবিই সংগ্রহে নেওয়ার মতন!!!

অসংখ্য ধন্যবাদ সাধক ভাই।

১৩ ই জুন, ২০১৬ সকাল ১১:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ নদী ভাইয়া ভাল থাকুন সুন্দর থাকুন সর্বদা
এবং সাথেই থাকুন

৩| ১২ ই জুন, ২০১৬ রাত ১১:৪৮

খায়রুল আহসান বলেছেন: ডিএসএলআর হলো তুমি গোবরের ছবিও যদি তুলো মনে হবে চকলেট কেক - :) :)
খুব সুন্দর ছবি ব্লগ হয়েছে। ৫ নম্বর ছবির ক্যামিকেল মুক্ত টমেটো টা দেখেই কাঁচা খেয়ে ফেলতে ইচ্ছে করছে।
৭ নম্বর ছবি- আযনার মাঝে প্রকৃতি.......... কোন এক অপূর্ব বিকেল বেলা - অসাধারণ হয়েছে।
৯ এবং ১৬ নম্বর ছবিতে কচুরীপানার সাথে একটা বক, মাছরাঙা কিংবা ডাহুকের ছবি তুলতে পারলে আরও ভালো হতো।
১৪ নম্বর ছবিতে শ্যাওলায় ভাসমান পাতার নৌকার ছবিটা খুব সুন্দর হয়েছে। ছোটবেলার কথা মনে করিয়ে দিলো।
পোস্টের শিরোনামটা এই সুন্দর লতা-পাতা-গুল্ম-ফলকে যেন হাবিজাবি বলে অমর্যাদা করছে। এটা সম্পাদনা করা যায় কিনা তা ভেবে দেখতে পারেন।

১৪ ই জুন, ২০১৬ সকাল ১১:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া । শিরোনাম পাল্টে দিছি
ছবি দেখে আপনার সুন্দর বিশ্লেষন খুব ভাল লাগল
ভাল থাকুন ভাইয়া সবার সাথে

৪| ১৩ ই জুন, ২০১৬ রাত ১২:১৪

কথাকথিকেথিকথন বলেছেন: ছবিগুলো বেশ মনোমুগ্ধকর । না চাইতেও খুব আকর্ষণ করে ।

১৪ ই জুন, ২০১৬ সকাল ১১:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কথা
ভাল থাকুন সর্বদা

৫| ১৩ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫৮

শোভন ব্লগ বলেছেন: অনেক ভালো লাগলো ছবি গুলো :)

১৪ ই জুন, ২০১৬ সকাল ১১:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট

৬| ১৪ ই জুন, ২০১৬ সকাল ১১:৪১

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ,




ঝকঝকে সুন্দর । ৬ নং ছবির ঐ গাছগুলো এখনও দেখা যায় ? নষ্টালজিক ।
আর ১৪ নং ছবি শৈল্পিক ।

১৪ ই জুন, ২০১৬ দুপুর ১২:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি দেখা যায় । গ্রামের বিছরা ( উচু ক্ষেত) এখনো হয় ভাইয়া..... গ্রামে গেলেই মধু খাওয়া চেস্টা করি

আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

৭| ১৪ ই জুন, ২০১৬ সকাল ১১:৪৭

খায়রুল আহসান বলেছেন: শিরোনামটা যখন সম্পাদনা করলেনই, তখন "ছB" টাকেও 'ছবি' করে দিলে মনে হয় ভালো হতো।

১৪ ই জুন, ২০১৬ দুপুর ১২:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অকে ভাইয়া আদেশ শিরোধার্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.