নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
মোবাইলগ্রাফীর কিছু ছবি নিয়ে আবার হাজির হলাম.........
১।
নয়নে নয়নে রেখে নয়ন
করে গেলি একি প্রেমের
বয়ন....
দিলি অবেলায় ফুল তুলে
নয়নে সাজায়ে রাখি
চয়ন
অপেক্ষাতে থাকিস বন্ধু
রাখিস সাজিয়ে তোর আমার
অয়ন।
২। নাম না জানা ফুল..... কালারে হই বিমোহিত....... হাত বাড়াই কিন্তু ছুঁই না যদি পড়ে নুয়ে।
৩। লাল রঙ্গনের কলি..... বিকশিত হইবার আশা দাঁড়িয়ে আছে উঁচুশিরে আমার ভালবাসার রঙ্গন
৪। একদল ফুটার আশায় প্রহর গোনে আর কেউ ফুটিয়া সুন্দর বিলাইয়া ঝরিয়া যাইবার আশায়...... হেসে উঠছে ক্ষণে ক্ষণে
৫। সাদার শুভ্রতায় মন তো হারাবেই কারণ সে যে খুব পবিত্র রং
৬। লাল কুঁড়ি ফুটে আছে সবুজের বুকে
৭। জারুল ফুল এই ফুলগুলি আমার খুব পছন্দের । এর কালারগুলো মন কেড়ে নেয়। ..... সেদিন হাঁটতে হাঁটতে এদের দেখা পেয়েছিলাম মাত্র দুটো পাঁপড়ি ছুঁতে পেরেছি
৮। ছোটবেলার খাবার......... কত খেয়েছি কচি খেজুরের বিচিগুলো । কস লাগে তবু যেনো অন্য রকম মজা। ...... কে কে খেয়েছেন? শুনি
৯।
ও উচ্ছ্বল তরুনী
হবে কার ঘরে ঘরনী
হলুদ রঙের পড়ে শাড়ি
যাবে কবে শ্বশুড় বাড়ি।
১০। আমার ভালবাসার জারুল ফুল হাতের মুঠোয়
১১। এগুলো একদম তাজা ফুল কিন্তু......... ফুলের তোড়া হতে উঠানো
১২্। বেগুনি ফুলের বাগান
১৪। ইফতারে পরিবেশন হবে
১৫। মেয়েবেলার ভালবাসা লেপ্টে আছে সেই সবুজ খেজুরে
১৬। কেউ দেখোনা কেউ দেখোনা ভালবাসা বন্দি করুম হাতের মুঠোয় আজ........ (চকলেট)
১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
২| ১৪ ই জুন, ২০১৬ দুপুর ২:৫০
খোলা মনের কথা বলেছেন: অসাধারন ছবি গুলো। ঘুরে আসলাম শৈশবের কিছু সময়। আর হা কাচাঁ খেজুর আমিও খেয়েছি। কষ লাগলেও খারাপ লাগেনা। মিস করি অনেক কিছু তার ভিতর এটাও একটা। ভাল থাকবেন সবসময়
১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: েআসলেই...। শহরে আসছি ১৫ বছর । খুব মিস করি আমার গ্রাম মা সব কিছু
বাড়ি গেলে যেখানে বসি সেখানেই যেনো শান্তি লাগে মায়া লাগে
আল্লাহর রহমত ছড়ানো গ্রামে যেনো।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
৩| ১৪ ই জুন, ২০১৬ দুপুর ২:৫৪
অশ্রুকারিগর বলেছেন: সুন্দর তুলেছেন। আপনার মোবাইলের মডেল কি ? সাথে কি কোন লেন্স লাগান এক্সট্রা ?
১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ। আমার মোবাইল হল স্যামসং এ সেভেন। না ভাইয়া লেন্স লাগাই না কোনো
৪| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৩:০৪
বিজন রয় বলেছেন: কি সুন্দর সৌন্দর্য!!
১৪ নম্বরে সাদা ওগুলো কি?
১৪ ই জুন, ২০১৬ বিকাল ৩:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: মুড়ি.... হাহাহা মুড়িও চিনলেন না দাদা
আপনাকে মুড়ি খেতে দিব না আর হাহাহাহা
থ্যাংকস এ লট
৫| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৩:১০
বিজন রয় বলেছেন: হা হা হা ............
বোকা বনে গেলাম।
অনেক বড় দেখাচ্ছিল তাই ধরতে পারিনি।
ধন্যবাদ।
১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা...... কাছ থেকে তোলা ছবিটি তাই বড় অনেকেই প্রথমে চিনে নাই
আপনার একা দোষ না হাহাহা
ধন্যবাদ দাদা ভাল থাকুন
৬| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৩:১১
সাহসী সন্তান বলেছেন: ফুল তো সুন্দরই, সুতরাং ঐটা নিয়া প্রশংসা করবো না! কারণ যত প্রশংসাই করি না কেন ফুলের প্রকৃত সৌন্দর্য বর্ননা করতে আমি অপারগ। তবে আপনার প্রত্যেকটা ক্যাপশনই অতুলনীয়! সবুজ খেজুরে শুধু মেয়ে বেলা না, ছেলে বেলাও কিন্তু লেপ্টে আছে?
পোস্টে ভাল লাগা! শুভ কামনা রইলো!
১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহ শুধু মুগ্ধতা এত সুন্দর মন্তব্যে । হ্যা কথা সত্য ছেলেবেলাও লেপ্টে আছে .... কি মধুরই না ছিল সে প্রহরগুলো আহা
ধন্যবাদ আবারও ভাল থাকুন সাথেই থাকুন
৭| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৩
আব্দুল্লাহ তুহিন বলেছেন: বাহ, বেশ লাগল!! ছবিগুলো।
আমি খেয়েছি, কাঁচা খেজুর গুলো। এ এক অন্যরকম মজা!!
১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: যারা গ্রামে বড় হয়েছেন তাদের কাছে এসবই চেনা
মধুর সময়গুলো ফিরে আর আসবে না ।
ধন্যবাদ অনেক অনেক কষ্ট করে পোস্ট পড়ার জন্য
৮| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৪
বিদ্রোহী সিপাহী বলেছেন: ছবি যত না সুন্দর তার চেয়ে সুন্দর ছবির হাত (নাকি মন?)
১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: দুটোই সুন্দর .... দেখার মন সুন্দর হতে হবে তারপর হাত তাইনা
আল্লাহর রহমতে সেটা পেয়েছি আমি। আমি সুন্দর দেখি ভয়ংকরেও সুন্দর খুঁজি
ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন অনেক অনেক
৯| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৪:১১
শায়মা বলেছেন: সবচেয়ে সুন্দর হলুদ সূর্য্যকন্যা সূর্য্যমুখি! একদম হাসি খুশি আড় ঝলমলে!
১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ঠিক বলেছেন আপি যেনো সূর্যকণ্যাই সে হেসে কুটি কুটি
ধন্যবাদ অনেক অনেক
১০| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫২
ডঃ এম এ আলী বলেছেন: ২ নং ফুলটা কানুলা গোত্রিও । এটা এ নামেই অনেক জায়গায় পরিচিত । মুরি ফুল টা ভাল হয়েছে । ১৬ নম্বরের নখগুলা দেখতে জানি কেমন কেমন ?
ভাল থাকার শুভ কামনা থাকল ।
১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: নখ কেমেন কেমন আবার কি । মানুষ কি নখ রাখে না শুনি মেয়েরা তো নখ রাখে তবে আমি নখ রাখি না জনাব। সময়ের অভাবে কাটা হয় না হাহাহাাহ
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
১১| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৭
নীল ভোমরা বলেছেন: বাহ্! বেশ বেশ!
১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সাংঘাতিক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন সাথেই থাকুন আশা করছি
১২| ১৪ ই জুন, ২০১৬ রাত ১০:৪৫
কালনী নদী বলেছেন: অনেক আগে মুড়ি দিয়ে ইফতারী করেছিলাম এক আঙ্কেলের বাসায় তার অনুরুধে, সেই আঙ্কেল আজ নেই তার স্মৃতি ঠিকই রয়ে গেছে!
খুব সুন্দর বোন, প্রিয়তে নিলাম।
১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম খুবই দু:খের স্মৃতি। আচ্ছা আপনি কি দেশে থাকেন না
না বিদেশ থাকেন তা তো জানা হলো না ভাইয়া
ধন্যবাদ ভাল থাকুন
১৩| ১৪ ই জুন, ২০১৬ রাত ১১:৪১
খায়রুল আহসান বলেছেন: মুড়িগুলো আমিও প্রথমে চিনতে পারিনি। না বলে দিলে হয়তো পারতামওনা কখনো।
৪,৫ আর ৯ এর ফুলগুলো বেশী ভালো লেগেছে। ১৬ নম্বরে খাবার জিনিসটা বাম হাতে ধরা থাকায় একটু কেমন লাগলো।
১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহা তাই । কাছ থেকে তোলা ছবিটি তাই এমন লাগল । ধন্যবাদ আপনাকে অনেক অনেক
ভাইয়া বাম হাতে রেখে ডান হাতে ছবি তুলছি তাইতো বাম হাতেই রাখতে হয়েছে। হাততো দুটোই সমায় একটা ছাড়াও কি চলে
১৪| ১৫ ই জুন, ২০১৬ ভোর ৬:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কত গুণ ধরো বাপু
মোবাইলে সেকি জাদু;
দেখে চোখ ছানাবড়া
মুখে বোল...সাধু সাধু।
তোমার ঐ ফটোগ্রাফি
আজগুবে শিল্প;
একেকটা ছবি যেনো
একেকটা গল্প।
মুড়ির ছবিটা দেখে
খেনু মহা টাসকি;
প্রথমেতো ডরে মরি
ইফতারে খাস কি?
হলুদ ফুলটি দেখে
হৃদয়ে বাজে রিনরিন,
কবে পাবো তারি দেখা
সুখে ব্যথা চিনচিন।
সাথে ছিলো বোনাস ঐ
তোমার মিঠে কাব্য;
লিখে যাও অবিরাম
ছিনু আছি থাকবো।
১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি অপেক্ষা করতাম হয়তো কোনো একটি এই ভাইয়াটা আমার জন্য একটা ছড়া লিখবে
আশ্চর্য্য সেটা সত্যি হয়ে গেলো । আমি মুগ্ধ খুবই মুগ্ধ ... ধন্যবাদ নয় শুধু ভালবাসা
আর সাথে থাকার আশ্বাসটা মনে থাকবে।
ভাল থাকুন সর্বদা অনেক অনেক শুভকামনা
১৫| ১৫ ই জুন, ২০১৬ সকাল ৮:৪০
সাদা মনের মানুষ বলেছেন: ছবিগুলো কেন এতো ভালোলাগে বুঝি না।
১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার চেয়ে কম সুন্দর হয় কিন্তু ..... তবু ভাল লেগেছে জেনে খুব ভাল লাগল ভাইয়া ভাল থাকুন
১৬| ১৫ ই জুন, ২০১৬ সকাল ৮:৪৪
সাদা মনের মানুষ বলেছেন:
১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: উফ..... সারাদিন রোজা রেখে কই শুকাবো তা না ইফতারে দিলেন একগাদা খাবার ....।
থ্যাংকস এ লট
১৭| ১৫ ই জুন, ২০১৬ দুপুর ১:২০
অংকুর জেসফি বলেছেন: ধন্যবাদ কার প্রাপ্য, আপনার নাকি মুঠোফোন হা হা হা
শুভকামনা থাকল অনেক।
১৫ ই জুন, ২০১৬ দুপুর ১:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: যাকেই দিতে চান দেন.... সে পেলেও আমার হবে আবার আমি পেলেও সে পাবে। কারণ দুজন দুজনে অঙ্গাঙ্গিভাবে জড়িত
আন্তরিক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন সর্বদা
১৮| ১৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৩
কামরুন নাহার বীথি বলেছেন: অসাধারণ, অসাধারণ, অস্বাধারণ!!!!!!
অনেক অনেক শুভেচ্ছা আপু!!!!
১৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা আপি
ভাল থাকুন সাথেই থাকুন আশা করছি
১৯| ০৪ ঠা জুলাই, ২০১৬ বিকাল ৫:২১
মাদিহা মৌ বলেছেন: ইসসসস! ফুল সবসময়ইই সুন্দর! ক্যাপশন ও সুন্দর। দেশি খেজুর আমিও খেয়েছি। তবে সেগুলি কমলা রঙের।
০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আরেকটু পাকলে হলুদ হয়। কচিগুলো খাওয়া যায়
অনেক ধন্যবাদ আপু
©somewhere in net ltd.
১| ১৪ ই জুন, ২০১৬ দুপুর ২:৫০
কল্লোল পথিক বলেছেন:
বাহ!চমৎকার।