নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

সবাই আমরা সবার তরে........

১৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:১২



ভাল লেখা চুপিচুপি
নিরবে যায় চলে
মন্দ লেখায় হুমড়ি খেয়ে
মানুষ কথা বলে।

ভাল লেখায় থাকে বেশি
মন্তব্যের ঘর ফাঁকা
হাবিজাবি লেখায় পড়ে
ভাল লেখা ঢাকা।

মুখটি চিনে মন্তব্যেতে
ভরে কারো লেখা
সে লেখা থেকে তো ভাই
যায় না কিছু শেখা।

গল্প কাব্য ছড়া ছবি
পরিশ্রমের লেখা
সে লেখায় পদচারণা
কারো যায়না দেখা।

মাত্রা নিয়ে ভাবিনা কেউ
কাব্য লিখি হাজার
লক্ষ কবি জন্ম নিয়ে
বসাই কাব্যের বাজার।

আত্মশুদ্ধির কত লেখা
থাকে অবহেলায়
জীবন যৌবন কামের লেখায়
পরিণত মেলায়।

শান্তির পথে ডাকলে লেখায়
এড়িয়ে যায় মানুষ
ইহকালের রঙ তামাশায়
ওড়ায় রঙ্গের ফানুস।

কেউ থাকব না এ ধরাতে
লেখা থেকে যাবে
এমন লিখো যাতে মানুষ
নির্দেশনা পাবে।

রিপুগুলো দমন করি
জ্বালাই আলোর বাতি
মন্দ সকল দূরে ঠেলে
সব ভালই হোক সাথী।

-----------------------------------
২/
কেউ ভেবোনা তোমরা তবে
আমার জন্যই বলছি
আমার জন্যই নিভছি কভু
আমার জন্যই জ্বলছি।

অনেক আছেন নবীন লেখক
ভাল লিখে যাচ্ছেন
প্রেরণাতে তারা কিন্তু
কম মন্তব্যই পাচ্ছেন।

আমরা যদি তাদের লেখা
এড়িয়ে যাই সবাই
কাব্যের খাতায় তারাই তাদের
মেধা করবেন জবাই।

ভুল শুদ্ধ জানি নে আমি
মনের কথা বলি
মন্দ যত পথের পরে
সবি পায়ে দলি।

তুমি আমি সবাই আমরা
সবার লেখা পড়ি
না পড়ে- শুধু লিখেই না
ব্লগের পাতা ভরি।

নিজে লিখে চাইছি শুধু
সবাই লেখা পড়ুক
আমার লেখায় যেনো শত
মন্তব্যের মেঘ ঝরুক।

এমনন করলে হয়না কিছু
ঠকতে হয় যে শেষে
মন খারাপের ঢেউয়ে কিন্ত
নিজেই যাবেন ভেসে।

মন্তব্য ২৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৯

শায়মা বলেছেন: হা হা


শিক্ষামূলক কবিতা আপুনি!


অনেক শিক্ষাও আছে আবার মজাও পেয়েছি!:)

১৮ ই জুন, ২০১৬ রাত ১০:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হা হা আপি মজা পেয়েছেন জেনে আমারও মজা লাগল। ভাল থাকুন আপুনি

২| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩১

ইমরান আল হাদী বলেছেন: সময় উপযোগী লেখা, আপনাকে অভিন্দন।

১৮ ই জুন, ২০১৬ রাত ১০:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

৩| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার পরিসংখ্যান
পোস্ট করেছি: ৪৬৬টি
মন্তব্য করেছি: ৩৩৫৭টি
মন্তব্য পেয়েছি: ৫৮৯০টি
ব্লগ লিখেছি: ৫ বছর ৭ মাস
অনুসরণ করছি: ৮ জন
অনুসরণ করছে: ১৬৭ জন

আপা, মন্তব্য করেছি আর পেয়েছি পরিসংখ্যানটা দেখুন তো আপনার! মন্তব্যের উত্তরই দেননা ঠিকমতো, আর কয়টা মন্তব্য করেন?

১৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন্তব্য দেইনা এটা ভুল ধারণা। যখনই সময় পাই চোখের সামনে যে পোস্টগুলো পড়ার চেষ্টা করি মন্তব্যও করি।আর এখন যথা স্মভব মন্তব্যের উত্তরও দিয়ে ফেলি। বাসায় মোবাইল ইউজ করায় আমার মন্তব্য আদান প্রদানে একটু সমস্যা হয়
তাছাড়া আমার অসুবিধার কথা আপনাকে আগেও বলেছি কিন্তু। এত কিছুর পরও যে আপনাদের সাথে থাকতে পারছি তাতেই আমি খুশি।

৪| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:১১

জুনায়েদ বি রাহমান বলেছেন: খুব সুন্দর বোধের কবিতা।

১৮ ই জুন, ২০১৬ রাত ১০:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাল থাকুন

৫| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:১৬

ডঃ এম এ আলী বলেছেন: কবিতাখানি খুব সুন্দর হয়েছে । কবিতা এখন ছন্দ অপছন্দ , গদ্য পদ্য , মিত্রাক্ষর অমিত্রাক্ষর, সনেট বুলেট, টেষ্ট ম্যাচ টি-২০, বাউন্ডারী ছক্কা , আকাশ পাতাল ভাব, আধ্যাতিক জাগতিক , শিক্ষনীয় অশিক্ষনীয় , মানবতা আনিনি মানবতা নির্বাসনী , কাম চেতনা ভালবাসা প্রেষণা, মন্তব্য অাদান প্রদানে সহৃদয়তা ও কৌশলী শৈলীর অবতারনা , ব্লগারদের পারস্পরিক মিথ ও সহমর্মীতা, ইত্যাদি বহুবিধ বৈশিষ্ট নিয়ে সামুর পাতায় আভির্ভুত । এ গুলি থেকে বিজ্ঞ সামুর ভাই বৃন্দ ঠিকই অনুধাবন করে নিবেন তারা কোন পথে যাবেন । দু:খ করে লাভ নেই ফুলের রাজ রানীরা ফুলেতে সুন্দর অন্যরা অন্যে । লিখে যান অনবরত ,কালের গর্বে হবে যে ঠাই , যেখানেই যাব লিখাগুলো দেখতেই পাব তথায় । শুকরিয়া জানাই বিধাতার তরে আছে যে তা সকলের অন্তরে ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।

১৮ ই জুন, ২০১৬ রাত ১০:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর মন্ত্যেবে সত্যিই আপ্লুত। আপনার কথাই সত্য হোক। ভাল থাকুন সর্বদা

৬| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪৬

কল্লোল পথিক বলেছেন:




সুন্দর কবিতা।
ভালো লেগেছে।

১৮ ই জুন, ২০১৬ রাত ১০:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লেগেছে আমারো ভাল লাগল। অনেক ধন্যবাদ ভাল থাকুন

৭| ১৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০২

র‍্যাশ বলেছেন: কবিতার বিষয় নির্বাচন ভাল ছিল। ছন্দযুক্ত কবিতা অনেক দিন পর পড়লাম।

১৮ ই জুন, ২০১৬ রাত ১০:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। ভাল থাকুন

৮| ১৭ ই জুন, ২০১৬ রাত ১১:৪৪

কালনী নদী বলেছেন: খুব ভালো লিখেছেন শ্রদ্ধেয় বোন আমার, মাননীয় ও সম্মানীত!

অনেক অনেক ভালোলাগা জানবেন আপুনি লেখাতে।।

১৮ ই জুন, ২০১৬ রাত ১০:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ ভাইয়া অনেক ধন্যবাদ ভাল থাকুন সাথেই থাকুন

৯| ১৮ ই জুন, ২০১৬ সকাল ৮:৫৭

সুমন কর বলেছেন: সত্য বলেছেন। ভালো লাগল।
ব্লগে লেখার পাশাপাশি মন্তব্যেও গুরুত্ব দিতে হবে।

+।

১৮ ই জুন, ২০১৬ রাত ১০:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি দাদা লেখার পাশাপাসি মন্তব্যও করতে হব
ধন্যবাদ অনেক অনেক ভাল থাকুন

১০| ১৮ ই জুন, ২০১৬ সকাল ১১:২৬

আমার কোন নাম নাই বলেছেন: বাহ ,আপনি কিন্তু সত্য কথা বলেছেন । আপনার মত আমি ও বিষয়টি অনুধাবন করেছি , ফাতেমা আপু ।
আমি শরতের ছবি নামে আগে লিখতাম । এখন আমার নাম নেই । আপনার লেখা আমি আগে ও পড়েছি ,ভাল লিখেন ।
ভাল থাকবেন -এই আশা করি ।

১৮ ই জুন, ২০১৬ রাত ১০:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ও তাইত আপনার আগের নিকের কি হলো?
আন্তরিক ধন্যবাদ ভাইয়া। ভাল থাকুন সর্বদা

১১| ১৯ শে জুন, ২০১৬ রাত ১:০৭

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ প্রতি উত্তরের জন্য ।
ভাল থাকার শুভকামনা থাকল ।

১৯ শে জুন, ২০১৬ দুপুর ১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১২| ২৬ শে জুন, ২০১৬ রাত ৯:৫১

অতৃপ্তচোখ বলেছেন: অনেক সুন্দর করে বুঝিয়েছেন। ভাল লাগলো কিছু বুঝলাম।
"ভুল শুদ্ধ জানি নে আমি
মনের কথা বলি"
এখানেই থাকলাম, খারাপ হলে নিজের পায়ে মাড়িয়ে যাবেন। স্বার্থক হবে লেখা।

শুভকামনা রইল। ভালো কিছু শিক্ষা নেয়ার আছে আপনার পোষ্ট থেকে। সবার ঘরের খবরই রাখতে হয়।

২৭ শে জুন, ২০১৬ সকাল ১১:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সহমতের জন্য
ভাল থাকুন সাথেই থাকুন

১৩| ৩০ শে জুন, ২০১৬ দুপুর ১২:১৭

মো: অাজগর আলী বলেছেন: ভাই আসলে আপনার এখান থেকে অনেক কিছু শিখলাম
এভাবেই লিখলে হইতোবা অনেক কিছু পাবো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.