নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

উদাস প্রহর....

৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫১


©কাজী ফাতেমা ছবি

জলের মাঝে পা ডুবিয়ে-অপলকে উদাস আঁখি
এমন কিছু প্রহর আমার-ইচ্ছে কেবল একলা থাকি..
শেষ বিকেলের বুকে বসে-একলা আঁকি জীবন ছবি
সঙ্গী শুধু সে-ই হবে-গোধূলিয়ার রক্তিম রবি।
এমন প্রহর ভাবার প্রহর-মুগ্ধ হওয়ার স্নিগ্ধ প্রহর
স্বস্তির নি:শ্বাস বুকের ভিতর-জলে ঢালি জীবন জহর।
বসে থাকি জলের উপর-সন্ধ্যার আবির গায়ে মেখে
নীড়ের ফেরার তাড়া দিয়ে-দূরের পাখি যাচ্ছে ডেকে।
এমন প্রহর আমার প্রহর-ভাল লাগার ছোট প্রহর
মৃদু হাওয়ায় শান্তির প্রহর-উচ্ছ্বাসের ঢেউ মনের শহর।
ঢেউয়ে ঢেউয়ে ঝিলমিলিয়ে-রোদ্দুর হাসে জলের উপর
বাজে টুংটাং রিনঝিনিয়ে-ঝিলের পাড়ে জলের নুপূর।
কেউ নাই পাশে একলা আমি-জলে ভাসাই স্বপ্ন হাজার
সুখের ভেলায় ভাসলে নামে-শিহরণের ঢেউ মন মাঝার।
-
এমন প্রহর হঠাৎ করে-আসতে যদি ডিঙি বেয়ে
আমায় দেখে তরতরিয়ে-বৈঠা হাতে আসতে ধেয়ে...
দূরের ডিঙি দেখে আমি-তোমার কথা ভাবতাম শুধু
একলা আমি বসে আছি-মনের বাড়ি মরু ধূঁধূঁ ।
এসো তুমি ডিঙি নিয়ে-ভেসে যেতে ইচ্ছে জাগে
অভিমানের প্রহর দেখো-উদাস আছি অনুরাগে।
হাতটি ধরে উঠব নায়ে-ডুবুডুবু ডিঙি নায়ে
বসব দুজন পাশাপাশি-ছোঁয়া লাগিয়ে গা গায়ে

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা এবং ছবি দুটোই চমৎকার। কবিকে অনেক ধন্যবাদ।

৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

২| ৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৪

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর কবিতা । ভাল জায়গায় বসে অাছেন , ডিঙ্গী নৌকা ঐ আসছে ধেয়ে, ভাসবে নিয়ে অকুল সাগরে, যার কুল নাই কিনার নাই
বুঝবেন তখন দিন যায় কেমন করে !!! হা হা হা

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
সুন্দর থাকুন

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৯

পলাশমিঞা বলেছেন: কবিতার বই একখান পাঠিয়ে দেবেন নইলে সবাইকে বলব, আমাদের মহিলা কবি সত্যি বেশি কুঞ্জুস!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আচ্ছা ভাইয়া

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩২

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
খুব ভালো লাগলো ................ :-B
সুন্দর লিখেছেন +++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন সুন্দর থাকুন সাথেই থাকুন

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এখন কেউ ডিঙ্গি নিয়ে আসবেনা। কলের জাহাজের কথা ভাবতে পারেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ...।জি আচ্ছা এটাই ভাবুম নে ঠিকাছে হাহাহাহ

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১২

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দাদা :)

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৭

কামরুন নাহার বীথি বলেছেন:
অসাধারণ কবিতা!! অনেক অনেক শুভেচ্ছা আপু!!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ -শুভেচ্ছা আর ভালবাসা আপি ভাল থাকুন

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১২

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন, ভালো লাগলো,,
ছবি খানা দারুন

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধণ্যবাদ অনেক অনেক ধ্রুবক ভাইয়া ভাল থাকুন

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১১

রাতুল_শাহ বলেছেন: ভাবছি আপনার লেখা কপি পেষ্ট করবো

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: মানুষ ধুমায়ে করে- তোমার তো আরো বেশী অধিকার আছে ইনশাআল্লাহ হাহাহাহহা

থ্যাংকস :)

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৯

এডওয়ার্ড মায়া বলেছেন: দারুন লাইন :)
একলা আমি বসে আছি-মনের বাড়ি মরু ধূঁধূঁ ।
এসো তুমি ডিঙি নিয়ে-ভেসে যেতে ইচ্ছে জাগে
অভিমানের প্রহর দেখো-উদাস আছি অনুরাগে।
হাতটি ধরে উঠব নায়ে-ডুবুডুবু ডিঙি নায়ে
বসব দুজন পাশাপাশি-ছোঁয়া লাগিয়ে গা গায়ে

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: :) থ্যাংকু

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০২

সায়ান তানভি বলেছেন: ছবি আপু আপনার কবিতার একটা মিষ্টি আমেজ আছে, স্নিগ্ধ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩২

অতঃপর হৃদয় বলেছেন: ছবি দেখে ভয় পেয়ে গেছিলাম! পরে কাব্য পড়ে ভয় কাটছে :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর ছবি-ভয় পাওয়া লাগে বুঝি হাহাহাহ ভিতুর ডিম
মেয়ে দেখলে ভয় পায় হাহাহা

ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.