নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
১।
অনেক দিন পর আবার নিয়ে এলাম মোবাইলে উঠানো ছবি। এবার শুধু ফুলের ছবি। বসন্ত ফুল- শীতের মাস থেকে শুরু করে বসন্ত পর্যন্ত এখানে সেখানে বাগানে অলিগলিতে বাড়িতে টবে ফুলে থাকে হলুদ বাসন্তি গাঁদা। বিভিন্ন জাতের গাঁদা দেখতে পাওয়া যায় । বড় গাঁদাগুলো বেশী সুন্দর লাগে। হাতের মুঠোয় এনে রাখতে ইচ্ছে করে। এখন পর্যন্ত গাছ থেকে ফুল ছিঁড়িনি। মায়া লাগে ছিঁড়তে। আজ আর ফুলের একেকটি ছবির সাথে কথা সেঁটে দিলাম না। শুধু ফুল দেখুন আর চোখ জুড়িয়ে নিন। আশাকরি বসন্ত দিন মনের মাঝে হলুদ প্রজাপতিরা ওড়াউড়ি করবে। গাঁদা ফুলের ছবিগুলো আমাদের কলোনীর বাগান থেকে তোলা। আশাকরি ভাল লাগবে।
এই দেখো না হাতে আমার -ফুলের গুচ্ছ রাখি
ডাকবো নাকো মুখে আমি-ডাকছে তোমায় আঁখি।
তোমার জন্য হলুদ ফুলের -সুভাস নিয়ে আসছি
আসবে তুমি অপেক্ষাতে-সুখের খেয়ায় ভাসছি।
চারিদিকে সবুজ বৃক্ষ-সজীবতায় হারাই
তোমার কাছে যেতে বন্ধু -সামনে দু'পা বাড়াই।
বসন্ত রঙ দুপুর বেলা-আইসো পলাশ বনে
রাঙাবো আজ তোমায় প্রেমে-সুখের অনুক্ষণে।
মুগ্ধ হাসি ঠোঁটে আমার-ঝরছে দেখো এসে
হাসির বন্যায় সুখ সাগরে-যাবে তুমি ভেসে।
শুধু তুমি এই আঁখিতে-আঁখি রেখো স্বস্তির
স্পর্শ পেতে লাগছে বড্ড-আমায় যে আজ অস্থির।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩্।
১৪্।
১৫্।
১৬।
১৭।
১৮।
১৯।
২০।
২১।
২২।
২৩।
২৪।
২৫।
২৬।
২৭।
২৮।
২৯।
৩০।
৩১্।
৩২।
৩৩।
৩৪।
৩৫।
৩৬।
৩৭।
৩৮।
৩৯।
৪০।
৪১।
০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহ আপি .... ওড়ে যেয়োনা আবার
২| ০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৩
শায়মা বলেছেন: ওড়ে তার উত্তরী
ফাগুনের বাতাসে
উড়ে যায় মন আমার
মিঠি মিঠি তরাসে!!!!!!
আমি আর তাহাতে সে
ওড়া- উড়ি বিভাজন
আছে এক ধাঁধা ইহা
করো আপু খন্ডন!!!!!!
০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: বুঝি নাকো ধাঁধা আপি
কি যে কও আবোল তাবোল
পড়ে আমি বনে গেলোম
বোকা মানুষ আবোল।
৩| ০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৮
খোলা মনের কথা বলেছেন: গাধাঁ ফুল খুব পছন্দ করেন মনে হচ্ছে আপু!!!
মোবাইল দিয়ে তোলা হলেও ছবি গুলো প্রানবন্ত ছিল!!!
১৬ নং ফুলটির নাম পারলে আমাকে একটু জানাবেন আপু!!!
০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ফুলের নামটা আপাতত জানি না। গাঁদা ফুল কেনো পৃথিবীল সব ফুলই সুন্দর। এবং পছন্দ করি আর ছবি তুলি
ধন্যবাদ আপনাকে ভাল থাকুন
৪| ০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১১
মোস্তফা সোহেল বলেছেন: সব ছবিই সুন্দর ।
০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন শুভেচ্ছা
৫| ০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
সুমন কর বলেছেন: খুব সুন্দর।
০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা ভাল থাকুন
৬| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪২
বিলিয়ার রহমান বলেছেন: মন থেকে বলছি!দারুন সব ছবি!
প্লাস!
০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
৭| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৫
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর ফুলের ছবি +++++
০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: + জায়গামত ক্লিক হয়নি হাহাহাহ
অনেক ধন্যবাদ ভাইয়া পোস্ট দেখার জন্য
৮| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২০
আমির ইশতিয়াক বলেছেন: অসাধারণ ছবি
০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আমির ভাইয়া ভাল থাকুন
৯| ০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৮
মোঃ গাউছুল আজম বলেছেন: ভালো লাগলো
০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আজম ভাইয়া
ভাল থাকুন শুভেচ্ছা
১০| ০৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এতো ফটোগ্রাফি না, আমার কাছে গাদা ফুলের বাগান মনে হলো। এমন সুন্দর বাগান দেখলে যে কেউ অস্থির থাকবে। নিচের কাব্য কিন্তু খুব সুন্দর দিয়েছেন আপু।
আপনার ফুলের বাগান দেখে আমার মনে হয়েগেল-
এলো বসন্ত আমার গানে
প্রেম আছে প্রেমের পাখি
এলো না তো নীড়ে।
ফাগুন এলো আমার মনে
কোকিল বলে এসো বন্ধু
হয়ে যাই রে ...
১২ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য । অনেক ধন্যবাদ ভাইয়া
১১| ১১ ই মার্চ, ২০১৭ ভোর ৫:৩৬
ডঃ এম এ আলী বলেছেন: সরিষা ফুলের অনেক দাম,
এর বড়া খেতে খুব মঝা ।
১২ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস তাই
থ্যাংকস এ লট
©somewhere in net ltd.
১| ০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৪
শায়মা বলেছেন: বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা
বইলো প্রানে দখিন হাওয়া .......