নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

এই হচ্ছে আমাদের সেলিব্রেটিরা...

৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৭

ধুমাইয়া শেয়ার দাও, কুপাইয়া শেয়ার দাও, শেয়ারের বন্যা বহায়ে দাও..কুইক কুইক জলদি জলদি এক্ষনি এক্ষনি হ্যহ হ্যহ
..........কোনটা আবার এইডাই. এই ইসটেটাস
হ সেলিব্রেইটিরা উহু আহা ব্যথা পাইছি, খাইছি বইছি শুইছি ইতা লেখাতেও তোমরা শত শেয়ার দিয়ালাও, লাইকাও কমেন্টাও তখন কষ্ট লাগে না, ক্লান্তি লাগে না.... আর আমরা কিছু লিখলে সেটা কইরা লাও চুরি, নিজের নামে চালায় দাও। কুস্তা কইলে পাগল ডাক, ছলনাময়ি ডাক, ক্যারে আমরার লেখা শেয়ার দিলে কামড়া কুত্তায় পাগলায় নি বেদ্দপের গাট্টি অকল।

এই লেখাটা কাল রাতে পোস্ট করেছিলাম ফেইসবুকে রাগে । কারণ আমার সকল পোস্টই চুরি হয়ে যায় দেদারসে। কিন্তু তখনো জানতাম না একজন ইসলামিক মাইন্ডের আপুর মিথ্যাচারিতা। কে জানি অন্য পোস্টে বলল দিদি এদের লিংক এনে আমাদের পরিচয় করিয়ে দিয়েন আমরা চিনে রাখি। কেনো জানি মনে হলো যেহেতু আমি এই পোস্টটি ফেবুতে পোস্ট করি নাই। দেখা যাক এই লেখা চুরি হইছে কিনা। সার্চ দিতেই দেখি অনেকগুলো পোস্ট সবাই যে যার নামে পোস্ট করেছে। তাদের কথা বাদই দিলাম কিন্তু এই যে উনি নিচে উনার পোস্টের স্ক্রীনশট দিচ্ছি...

রুমাইছা সেলিব্রেটির লিংক- ঘুরে আসতে পারেন। এই মহান ইসলামিক মাইন্ডের মহা ব্যক্তিটির সাথে পরিচিত হয়ে নিজেদের ধন্য করতে পারেন


উনি সেলিব্রেটি কারণ উনার ফলোয়ার ৮২ হাজারের উপরে। উনার সাথে আমার আগে পরিচয় না। কিন্তু লেখা সার্চ দিয়ে হতবাক হলাম। উনার একটা পেইজও আছে। উনি আমার লেখাটাকে এমনভাবে নিজের নামে চালাবেন ভাবতে পারি নি। । অন্যান্যা রা পোস্ট করেছে তবে কারো নাম দেয় নি। তবে আরেকজন সোহেল নামের তিনিও রুমাইছার পোস্ট কপি করে নিজের নামে পোস্ট দিয়েছেন এবঙ তিনি দাঁড়িওয়ালা হুজুর।





এখানে বেশী কষ্টটা আজ লাগছে। যারা ইসলাম প্রচার করতে ফেবুতে নাম লিখিয়েছে। তাদের ভিতরবাড়ি এত নিকৃষ্ট আমি ভেবেই পাচ্ছি না। উনার পোস্টে আমি লিংক দিয়েছিলাম সামুর তিনি সেটা মুছে ফেলেছেন। এমন ঘৃণ্য কাজ ওদের দ্বারা কিভাবে সম্ভব। আশ্চর্য্য হলেও সত্য এরা ইসলামের কীট-বেঈমান-এদের ঈমান বলতে কিছু নেই। দিনেরাতে এরা পরিশ্রম করে যাচ্ছে ইসলামের সেবা করবে বলে অথচ এরা নিজেরাই একেকজনের চরিত্রের ঠিক না। মিথ্যেবাদী এরা ধর্মীয় লেবাশে এরা ইসলামের ক্ষতিই করছে।

এক ফাঁকে কয়দিন আগে এটাও লিখেছিলাম...........

মন কথনিকা-৭৩২
চুরি করে লজ্জ্বা নাই তার-মুখে হাজার চাপাবাজি
তর্কে জিততে সেতো দেখি-রাখতে পারে জীবন বাজি
ধরা পড়ে হয় না রাজি-উলটা বলে কবি পাগল
ভ্যা ভ্যা করা চাপাবাজ তুই - মুখোশ পরা আস্ত ছাগল!

এবার এক চোরের সাথে কথোপকথন.......

আমার ছবিতে যে ক্যাপশন দেই সেটাও নিজের নামে চালিয়ে দেন খুব কষ্ট পাই-এর বিচারও হবে ওপরওয়ালা বিচার করবেন....
hi
-কি বোঝাতেছেন আপনি দিদি...? আমি ঠিক বুঝলাম না..?

উপরের লিংক টাতে প্রবেশ করুন। ছবির যে ক্যাপশন এটা আমার লেখা সেটাতে আমার নাম নেই। একটা ছবি সেটাও আমার তোলা। না বুঝার মত কোন কথা বলিনিতো
লিংক ডিলেট করেছেন হাহাহাহা
তাহলে তো বুঝবেনই না
আচ্ছা যাক। ভাল থাকুন।
নিজের মাথা থেকে কিছু লেখা বের করুন অন্যের লেখা কপি পেস্ট করার কি দরকার।

-একটা কথা না বললেই নয়,কিছু চাওয়া মানুষে থাকতেই পারে,আপনার স্ট্যাটাস টা ভাল লেগেছে তাই কপি করেছি,এজন্য দূঃখিত আমি
আপনি হয়ত জানপন না এরকম কমবেশি সবাই করে তাই বলে আপনি এমন ভাবে বলতে পারেন না,

হুম বললেই এমন সবাই বলে
ভাল তো লাগতেই পারে
তাই বলে অন্যের লেখা আনলে মিনিমাম কালেকটেড লিখলেও হয়
তাতো আপনারা করেন না্
আচ্ছা যাক । আমার কথা আমি বলে দিলাম

-আপনি যেমন দু/চারটা কবিতা লেখেন তেমনি আমার কিছু লেখার অভির্গতা আছে,, আমার পোফাইল দেখেন
যেমন ইচ্ছে চলেন। কিন্তু সব কিছুর হিসেব আপনাকেই দিতে হবে।
-আমি ও কিছু লিখতে জানি

গুড
এইতো চাই
লিখেন প্রতিদিন লিখেন
-তাই বলে আপনি নিজেকে বড় মনে করতে পারেন না

আমি কখন বড় মনে করলাম
শুধু সাবধান করলাম
যাতে আপনি সতর্ক হন এবং নিজে থেকে লেখার চেষ্টা করেন। এবং অন্যের লেখায় নাম দিতে শিখেন
এটা আপনার জন্য অভিজ্ঞতা
এ থেকে কিছু শিখতে পারলেন
ভবিষ্যতে নিজের মন থেকেই লিখবেন আশা করি।
আপনার সাফল্য কামনা করছি
-আমি তো বললাম আপনার লেখাটা ভাল লেগেছে তাই কপি করেছি
আপনি কি বুঝাতেছেন আমাকে..?
কত পাগল দেখলাম, এটা আবার নতুন পাগলের আমদানি হয়ছে...? (চোরদের বলছি কবিতাতো নিচ্ছোই এখন ছবির ক্যাপশনগুলো নিয়ে নিচ্ছো-আল্লাহ বিচার করবেন এসবেরও হিসেব দিতে হবে) এই লেখার স্ক্রীনশট দিয়ে সে আমাকে পাগল কয়.........

-কবিতা তো খালই লেখতে পারেন কিন্তু কথা গুলা সাজিয়ে লেখেন ভাল হবে। *ভালই
রাগলে ঠান্ডা পানি মাথায় নেন না হলে গরম পানি তাহলে রাগ ভঙ্গে যাবে।
--------
অবশেষে তার ওয়ালে দাওয়াত দেয়াতে গেলাম গিয়ে দেখলাম এলাহি কান্ড, সব লেখাই কার না কার লেখা সে সব কপি পেস্ট করে নিজের নামে চালাচ্ছে হাহাহা -আমি মন্তব্য করেছিলাম আরে এ লেখা আপনি লেখেন নাই-এটাও কপি পেস্ট। সে এটা ডিলেট করে দিয়েছে। আরেকটা লেখাতে বললাম
এই লেখাটাও আপনার না হাহাহাহ
-তাহলে নিচ্চয় আপনার....?? হা হা হা
জি না আমার হবে কেনো? সার্চ দিয়ে দেখুন লেখার এক লাইন বুঝতে পারবেন। যখন আইডিতে রিপোর্ট খাবেন তখন বুঝবেন ঠেলা
-মিস ছলনা ময়ি, আমি আর ধরা দিতেছি না,,???
যতই পাগমি দেখান,, ??
==========
এই ছেলে একই পোস্ট অনেকগুলো গ্রুপে দিয়েছে। সেখান থেকে অনেক লাইক কমেন্টে বাহবা পেয়েছে।
হাহাহা হাহা এরা কোনোদিন বদলাবে না। এরাই মানুষ ঠকাবে-যেকোনো ক্ষেত্রে। এদের লজ্জা নাই। যেখানে লজ্জা নামক চিজটা না থাকে সেখানে সে মানুষ বলেই মনে হয় না আমার কাছে।

আবার অনেকে নিজের ভুল বুঝতে পেরে, নিজেরা লেখা শিখে গেছে। আমি এমন অনেকবার অনেককে বলেছিলাম-যাদের লজ্জা লেগেছে আমার কথায় তারা সরি বলে আমার সাথে ফ্রেন্ডশীপ করেছে এবং লিখছেও নিজের থেকে। এটা আমার কাছে অনেক পাওয়া

কৃত্জ্ঞতা স্বীকার করছি আমাদের প্রিয় কবি সোনাবীজ ধূলো বালি ছাই ওরফে খলিল ভাইয়া, রাবেয়া বু, সামুর মানব এবং আমার ফেবুর অনেক ফ্রেন্ডদের। তারা অই পোস্টে কমেন্ট করেছেন। এত নেগেটিভ মন্তব্যের পরও মানুষ লাইক শেয়ার করতেছে। তবে মজার ব্যাপার হলো খলিল ভাইয়ের মন্তব্যের পরও অনেকেই লাইক কমেন্ট করতেছে হাহাহা । কি আর বলার আছে। মানুষের হুশ ফিরবে না কখনো মনে হয়।


মন্তব্য ৫২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৪

নাগরিক কবি বলেছেন: হে হে হে। কালকে একটু আভাস পাইছিলাম। আমি সবাইরে পোক দিয়া আইতাছি খাড়ান ;)

৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: কালতো এই পোস্টের ব্যাপারে জানতামই না আজ সকালে সার্চ দিলে বের হইছে দুইজন ইসলামিক মাইন্ডের লোক
:(

২| ৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪০

নাগরিক কবি বলেছেন:

এই লন একটা। :)

৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহা আল্লাহ আপনার মঙ্গল করুন আমিন

আল্লাহ হেদায়েত দিন ওদের মিথ্যাবাদীদের

৩| ৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪০

বিলিয়ার রহমান বলেছেন: ঐ সকল শত শত স্তা ছেলেবেটি দ্বারা আমি ধর্ষিত, নির্যাতিত!
আমি শ্রান্ত, আমি ক্লান্ত..................................................... :((

৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কেমন লাগে বলেন। খলিল ভাইয়ের এমন দুর্দান্ত কমেন্টের পরও মানুষ লাইক দিচ্ছে। কষ্টে মনটা ভরে যায়। এত মানুষের মাঝে ভাল মানুষ নাই আজব? :((

৪| ৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪১

বিলিয়ার রহমান বলেছেন: উপরের মন্তব্যে স্তা এর পরিবর্তে সস্তা হবে!

৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া বুঝতে পেরেছিলাম
ধন্যবাদ আপনাকে :)

৫| ৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪২

নাগরিক কবি বলেছেন: বিলিয়ার রহমান বলেছেন: ঐ সকল শত শত স্তা ছেলেবেটি দ্বারা আমি ধর্ষিত, নির্যাতিত!
আমি শ্রান্ত, আমি ক্লান্ত..................................................... :((




আপনি মামলা করেন বিলু ভাই ;)

৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই এদের বিরুদ্ধে কি কোন কিছুই করার নেই আমাদের । :(

৬| ৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৬

নাগরিক কবি বলেছেন: ২য় জনের লিংক দেন। তারেও পোক মাইরা আসি ;)

৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সে মনে হয় ডিলেট করে ফেলেছে অথবা আমাকে ব্লক করেছে ।

৭| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০১

মোস্তফা সোহেল বলেছেন: কিছু কমু না। কিছু কইতে আর ভাল লাগেনা। এই তো সপ্তাখানেক আগে আমারই একটি কবিতা পোষ্টের পরের দিন সামুতেই একজন নিজের নামে চালিয়ে দিয়েছে। আমি কমেন্ট করলাম এই কবিতা কোথায় পেলেন। আপু আপনিও সেই কবিতায় কমেন্ট করেছিলেন।
যা হোক গত সোমবার প্রথম আলোর রসালোর একটি লেখা একজন সামুতে নিজের নামে চালিয়ে দিল। আমি কমেন্ট করতেই বেটা চোর আমার কমেন্ট মুছে দিল। এদের লজ্জা বলে কিছু নেই সব বদের দল।

৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: একজন বললে হবে না এদেরকে সবাই মিলে ধরতে হবে। হ্যা সেদিন আমি সার্চ দিয়ে দেখেছিলাম লেখাটি ২০১৫ সালের। আপনার যে তা ভাবিনি

এই শুয়োরদের জন্য লেখাই যাবে না মনে হয় ভাল্লাগ না

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া :)

৮| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৮

জল্লু ঘোড়া বলেছেন: আমি একটা কথা বলি কিছু মনে করবেন না, ফেসবুকে এখন কোনো ভালো মানুষ নাই। কারো ভুল ধরবেন তো পণ্ডিত হয়ে যাবেন, কপি করা পোস্ট ধরিয়ে দেবেন তো আপনি ব্লক্ড হয়ে যাবেন। রাগে দুঃখে ফেসবুক ছেড়ে দিয়েছি। ঐসব নিম্ন মানসিকতার লোকদের সঙ্গে না থাকাই ভালো।

৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই জল্লু ভাই-মনটা খুব খারাপ হয়ে যায় যখন দেখি -ধরা পড়েও এরা উল্টো আমাকে কথা শুনায়
আমাকে পাগল বলে-ফেইক বলে

এই পোস্টটা দিয়েছিলাম শুধু এখানেই
তারপরও এরা চুরি করল

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
ভাল থাকুন ভাইয়া :)

৯| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১০

কানিজ রিনা বলেছেন: আরে এরা জাত বেহায়া বাপ মা থেকে
শিখে এসেছে, পুরুর চুরিত আছেই বড় বড়
লেখকের লেখা বইয়ের লেখা কায়দা করে
নিজের ভাষা মিশিয়ে চালায় যার নাম সাগর
চুরি এমনকি পূরন্তি আমলের কবিতা শোলক
কি সুন্দর নিজের নামে চালিয়ে কবিত্ব জাহেরী
করে। এদের লজ্জা শরমের বালাই নাই।
স্বাধীম ব্লগ প্লাটফর্ম গুল স্বাধীন স্বাধীন চোরের আনাগনা। ধরা পরলে নানান ছলাকলা
দেখিয়ে কিছুদিন চুপ থাকে। আবার নাম
বদলিয়ে চতুর্রতার মুখোশ পড়ে। ধন্যবাদ,

৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: একদিন দেখি হুমায়ূন আহমেদের লেখা নিজের নামে পোস্ট করেছে। কি রকম খাটাস মানুষ ছি ছি। কষ্টে বুকটা ভইরা যায় আপি।
বড় বড় লেখকদের লেখাও চুরি করতে এরা পিছ পা হয় না। আসলেই এরা পারিবারিক শিক্ষা পায়নি মনে হয়। মুখোশ পড়ে ঘুরছে আমাদের চারপাশে :(

১০| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১০

সিনবাদ জাহাজি বলেছেন: আপি সেলিব্রেটি কন ক্যান?
ঐগুলাতো ফেসবুক শালিরবেটি নট সেলিব্রেটি

:)

৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খলিল ভাই বকে এসেছে তারপরও মানুষ এদের লাইক দিয়ে অনুপ্রাণিত করে কেমনডা লাগে কন দেহি

:(

১১| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১২

সাদা মনের মানুষ বলেছেন: এই জন্যই হুজুরদেরকে আমার খুব বেশ বালা লাগে =p~

৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহাহ হাছাই নি । আমি তো এদের সম্মানের চোখে দেখি কিন্তু দিন দিন এরা এমন খাটাস হইতেছে কি আর বলবো কন। সবাই খারাপ না -বেশীর ভাগই ভাল মানুষ

১২| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: দীর্ঘ পোষ্ট। পড়ে আক্কেলগুড়ুম!!

৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: লেখার খাতিরে দীর্ঘ লিখতেই হলো-চোর দের জ্বালায় আর বাঁচি না ভাইয়া

কি করুম কন

ধন্যবাদ পোস্টে আসার জন্য :)

১৩| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার স্ট্যাটাস কেউ শেয়ার করে না, আপনিও না :((

৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: এখন থেকে করবাম নে হাহাহাহাহ.....

স্ব: মোআব্দুলহাক কি জানি লিখেন মনে নাই

:)

১৪| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: স্বত্ব মো.আ.হা :P

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অহহো ভুলে গেছিলাম হাহাহাহা

১৫| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৪

ডঃ এম এ আলী বলেছেন:



ভয় নেই আপুমনি, আপনিতো
জলে স্থলে অন্তরিক্ষে কাব্যের ভুবনে
মেঘ রুদ্দুরে আর ইসলামিক গজলে
কবিতায় সুপার মেগা সেলিব্রেটি :)

বেহুদা চোরদের পিছনে দৌঁড়ায়ে
জী্বনী শক্তি খোয়ানোর দরকার কি!!!
এমনিতেই তো নীজ গুনে আমাদের
কাব্যের ভুবনে মহিয়ান হয়ে আছেন :)

চোরে তারই নেয় যার আছে ভুরি
ভুরি , সাধুর কিই বা যায় তাতে
তিনি তো চোখের পলকে দিতে
পারেন অনায়াসে মহাশুন্য পাড়ি ।

আনতে পারেন ধরে চুনি পান্না
মুক্তা, হিরা জহরত কাড়ি কাড়ি :) )
চোররা তো বেঁচে আছে
আপনারই হাত ধরি !!!!!!

কেন হোন এত নিষ্ঠুর তাদের
উপরে , জানেনইতো বিধাতা
আছেন পাপি তাপি সকলের তরে
তারাও তো বাঁচার অধিকার ধরে !!!

ছেড়ে দিন চোরকে বিধাতার উপরে
দেখবেন কি হালটাই না তাদের ধরে
পাবলিকেও ছাড়বেনা তাদেরে
মার খেয়ে মরবে তারা আখেরে ।।।

যারা করে চুরি তারা আপনাকে
স্মরণ করে সকালে বিকালে
আপনার জন্য মনে মনে
শিন্নি মানে যেন বেজার না
হন তাদের উপরে ।

কবি কাজী ফাতেমা ছবি
দয়ার সাগর ,ইসলামি মরমীদের
সাথে তার কবিতার আসর ।
তাই ভাবনাহীন চিত্তে আপন মনে
লিখে যান ,আমরা দিবা নিশী
করে যাব পাঠ কবিতা সবি ।

আছি যত আপনার হাজার
হাজার ভক্ত প্রতিটি কবিতা
পাঠের শেষে , হৃদয়ের অর্ঘ্য
ডেলে দিব শ্রদ্ধার সাথে ।

অগ্রীম শুভেচ্ছা রইল নতুন
কোন কাব্য সম্ভারের জন্যে ।

ভাল থাকুন এ শুভকামনা রইল ।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার লেখা পড়েই মন ভাল হয়ে গেছে ভাইয়া

কবি কাজী ফাতেমা ছবি
দয়ার সাগর ,ইসলামি মরমীদের
সাথে তার কবিতার আসর ।
তাই ভাবনাহীন চিত্তে আপন মনে
লিখে যান ,আমরা দিবা নিশী
করে যাব পাঠ কবিতা সবি ।


আহা মধু যেনো কথাগুলোতে। যাক আপনাদের প্রেরণায় আমি কখনো লিখতে পিছন হঠব না ইনশাআল্লাহ :)

১৬| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৮

কানিজ ফাতেমা বলেছেন: করুক যত পারে কপি পেষ্ট । এর চেয়ে বেশী এগুনোর ক্ষমতা তো আর তাদের নাই । তাদের অভাগা বলা ছাড়া আর কি বলা যায় ?

নতুন নতুন লেখা আপনার হাতে উঠে আসুক এই কামনা ।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি । বর্তমানে সেই রোমাইছা আপি আমার কাছে ক্ষমা চেয়েছেন এবঙ আমার ফলোয়ার হয়েছেন। ম্যাসেজ দিয়েছেন আমি এখনো শো করি নি।

যাই হোক এই পোস্ট না দিলে হয়তো তিনি ঠিক হতেন না। অন্তত একজনকে তো ঠিক করতে পারলাম । এখন ভাল লাগছে খুব :)

১৭| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৪

অপ্‌সরা বলেছেন: হা হা

এই চোরদেরকে ফাঁসি দিতে হবে!!!!!!!!


:P

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি রোমাইছা আপি ক্ষমা চেয়েছেন।

আর ফাসি দিতে হবে না :)

১৮| ৩০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো বলেছেন আপু। দেখেন চোরেরা এই লেখাটাও চুরি করে কিনা।


আমি এক চোরের কাছে গিয়ে বলেছিলাম,ভাই লেখাটার লেখকের নামটা দিতেন তাতে আপনাকে মানুষ বিশ্বস্ত মনে করতো। পরে আমার সামু পোষ্টের লিঙ্কটা দিয়ে আসি। কিন্তু সে আমার লিঙ্ক কেটে দিয়ে আমাকে ব্লক মারে।
আরকজন তো আমার অকবিতা 'একুশ আমার' তার নামে তো দিছেই আমার দেয়া ছবিটায় তার নাম লাগিয়ে দিছে। তারে ইনবক্স করে ভদ্রভাবে বললাম, সেও আমাকে ব্লক মারলো।

সবচেয়ে বড় কষ্টট সেদিন পেলাম, সেই চোরেরা ব্লক দেয়ার পর যখন তাদের স্ক্রিনশট সহ কিছু গালি মিশিয়ে আমি পোষ্ট করলাম, তখন দেখি অনেক সুশীল আমাকে খারাপ ভবতে শুরু করলো। যে কমেন্ট করতো প্রতি পোষ্টে সেও আর আসেনা। পরে বাধ্য হয়ে পোষ্টটাই ডিলিট করে দিলাম। এখন বলেন আর কি করবো!

দিনদিন শিক্ষার হার বাড়ছে কিন্তু বিবেকবোধ সৌজন্যতা হারিয়ে যাচ্ছে!

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা ভাইয়া সবাই বলে চুরি করতে দেন না । কি হবে আর চুরি করে। কিন্তু যখন আমার লেখা অন্যের নামে দেখি তখন খুব কষ্ট পাই এটা কেউ বুঝে না আশ্চর্য্য

বর্তমানে রোমাইছা আপি ক্ষমা চেয়েছেন

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া :)

১৯| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১০

সুমন কর বলেছেন: আরে, আপনি তো সেলিব্রেটি হয়ে গেলেন.......মিষ্টি খাওয়ান। ;)

এরা মানুষ না, জানোয়ার। বিবেক নেই, শিক্ষা নেই।।।।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রিয় দাদা সেলিব্রেটি হতে চাই না আপনাদের মাঝে এমনভাবেই থাকতে চাই

উনার শিক্ষা হয়েছে। ক্ষমা চেয়েছেন :)

২০| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই জন্যই আমি ফেবুককে তেমন পাত্তা দেই না। ফেবুকের জন্ম লগ্ন থেকে আছি। অনেক ফ্রেন্ডস ও আছে দেশি বিদেশি অনেককে আন ফ্রেন্ড ও করেছি। তবে লিখা লিখি একেবারেই করি না। কিছু লিখলে সামুতেই লিখি। ফেবুকে কি হয় তা খবরও রাখিনা। যা দেখছি ওরা আপনার কেন রবিন্দ্রনাথ, কবি নজরুল, সুকান্ত সবাএক চুরি করে। চুরেরা চুরি করবেই ঠেকানো যাবেন না। এখানে সেলিব্রেটি হওয়া চাই। চুরি করে হউক অার যে করেই হউক। তবে খারাপটা লাগে তখন যখন বুঝাতে যাবেন বুঝতে চায়না!

০২ রা মে, ২০১৭ সকাল ১১:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা এখানেই পোস্ট করেছিলাম
এখান থেকেই নিয়েছে

যাই হোক চোর ঠেকানো যাবে না এটা সত্যি

কত দেখেছি উল্টা নিজেকে চোর বানাতে হয় এদের সাথে কথা বলে

ধন্যবাদ ভাইয়া :)

২১| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৮

শাহরিয়ার কবীর বলেছেন:
কি সৌভাগ্য আপনার ! চোরে আপনার লেখা চুরি করেছে !!! B-) B-) ইশ ! যদি আমার লেখা চুরি করতো .........

০২ রা মে, ২০১৭ দুপুর ১২:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: চুরি করে গিয়ে দেখেন লেখা সার্চ দিয়ে

মেধাহীন মানুষ উৎ পেতে থাকে চুরির জন্য ।

আর চুরি হলে তখন বুঝবেন কত কষ্ট লাগে।

ধন্যবাদ আপনাকে

২২| ০১ লা মে, ২০১৭ সকাল ৯:০৩

মানবী বলেছেন: মহাকান্ড!! নৈতিকতাবোধ জিনিসটা যাদের মাঝে নেই তারা ধর্মের লেবাস গা্যে জড়িয়েও বিপথগামীই থেকে যায়। ফেসবুকে যেহেতু নেই তাই এধরনের অপকর্ম দেখা হয়না তবে ব্লগে দেখি ভিন্নমাত্রায় - নিজেই মাল্টি নিক খুলে সকল চক্ষুলজ্জা বিসর্জন দিয়ে নিজের পোস্টে লাইক দিয়ে যায়, মন্তব্য করে যায়! মজার বিষয় হলো এরা জানেনা এরা ৫/৬/৭ যে কয়টা নিক নিয়েই নিজের পোস্টে লাইক বা মন্তব্য করুক অধিকাংশজনই তা জানে। নিতান্তই ভদ্রতার খাতিরে তেমনভাবে কেউ কিছু বলেনা আবার অনেকে এদের নির্লজ্জ নীতিবর্জিতা আচরণ উপভোগ করে!

লেখা চোরদের ক্ষেত্রেও তেমনটা ঘটছে মনে হয়। এদেরও নির্দিষ্ট তোষামোদকারী আছে যারা এদের নীতিবর্জিত কান্ডেও বাহাবা জানায়।

ভদ্রমহিলা ক্ষমা চেয়েছেন জেনে ভালো লাগলো।
ধন্যবাদ কাজী ফাতেমা ছবি।

০২ রা মে, ২০১৭ দুপুর ১২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি এই ব্যাপারটা আমি খেয়াল করেছি। ব্লগে অনেকের পোস্টেই এমন লাইক । কেমন জানি নির্লজ্জতা ফুটে উঠে কি লাভ তাদের বুঝি না। এতে কি আত্মতৃপ্তি আসে আল্লাহ মালুম।

সেই পোস্টে অনেকের মন্তব্য দেখেও মানুষ সেই পোস্ট লাইক কমেন্ট এবং শেয়ার দেয় আশ্চর্য্য লাগল সেদিন।

হ্যা তিনি ক্ষমা চেয়েছেন আমারও ভাল লেগেছে । তিনি আমার ফলোয়ারও হয়েছেন।

ধন্যবাদ আপি সুন্দর মন্তব্যের জন্য
ভাল থাকুন সবাইকে নিয়ে :)

২৩| ০১ লা মে, ২০১৭ সকাল ১১:৪৮

ধ্রুবক আলো বলেছেন: আসলেই মানুষের হুশ ফিরবে না কখনো।

০২ রা মে, ২০১৭ দুপুর ১২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম হুশ ফিরবে না এদের কখনো

ধন্যবাদ ভাইয়া

২৪| ০১ লা মে, ২০১৭ সকাল ১১:৫২

ধ্রুবক আলো বলেছেন: আস্ত একটা লেখা গর্বের সহিত চালিয়ে দিছে এই মেয়ে! B:-)
মাথা ঘুরাইতেসে

ইসলামিক মাইন্ডের লোকজনের মিথ্যাচারিতা দেখে আমি পুরাই হতভম্ব :-<

এরকম চললে লেখক, কবি সাহিত্যিক সব মারা যাবে আর চোরেরা বেঁচে থাকবে!!

০২ রা মে, ২০১৭ দুপুর ১২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও হতভম্ব হয়েছিলাম সেদিন

একজন দাঁড়িওয়ালা হুজুর তিনিও এ কর্ম করিয়াছেন
শেষে আমাকে হয়তো ব্লক দিয়েছেন হাহাহা
আল্লাহ এদের হেদায়েত দিন আমিন

২৫| ০১ লা মে, ২০১৭ দুপুর ১:৫৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চোরের কর্ম চোরে করেছে চুরি করেছে অপরের লেখায়
তাই বলে হতাশ হওয়া কি লেখকের শোভা পায়?
লেখক লিখিবে মনের খুশিতে বিলাবে সবার তরে
সময় তার কোথা আছে কত দৌড়াবে চোরের ঘরে
লেখা সেতো ছাঁই কত চোর কত চুরি করে মন
সেই সুবাদে কখনো যে চোর সেও হয় আপন।
দু’দিনের দুনিয়াটা, প্রাণটা গেলেই আর নেই
কোথা আছে চোর তেঅথা আছে কেবা কিলাভ এসব দেখলেই।
তাই বলি সবে লিখে যান শুধু নিরিবিলি
চোরের কর্ম করুক চোরে যতপারে করে কিলিবিলি।

০২ রা মে, ২০১৭ দুপুর ১২:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া লিখা ছাড়ব না এদের ভয়ে

সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে :)

২৬| ০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

অতঃপর হৃদয় বলেছেন: চোর চোর চোর চোর চোর চোর :( X(

০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: উনারা ভদ্দর নোক , চোর না :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.