নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
কখনো মনে হয় সময় চলে যায় দ্রুত
আবার এমনো সময় আসে কাটতে চায় না
হাঁসফাঁস সময়গুলো বড় কষ্টের।
অলস মস্তিস্ক সব আবেগ ভুলে গিয়ে...
অপেক্ষার প্রহর গুনে...।
কি যেন নেই! কি পাওয়ার কথা ছিল!
উন্মনাবেলায় হতাশায় ছায় চারপাশ;
গহীন হতে সুর তোলে ব্যথা
কনকন রবে মুখরিত গলা অবধি,
গুছিয়ে আনতে পারিনি গুঁড়া থেকে...
সময় ফুরিয়ে গেছে...।
গোছানো হবে না বুঝি আর...
অগুছানো জীবন বড্ড নির্জীব।
ক্রমশঃই দৃষ্টির চৌহদ্দি ছোট হয়ে আসছে,
কিছই হবে না আর আমাকে দিয়ে।
এখন শুধু পথের শেষে পৌঁছার অপেক্ষায়!
(Friday, 16 May 2014 at 22:22)
(পুরান লেখা-
ফেইসবুকে অন দিজ ডে নামে একটা নোটি আছে প্রতিদিন, সেখানে গিয়ে এই লেখাটি কুঁড়িয়ে পাই-সার্চ দিয়ে দেখি এলাহি কান্ড। এত কপি পেস্ট হইছে ওরে বাপসসসসসসসসস । যাই হোক আমার প্রিয় ব্লগেও দিয়ে রাখি দেখি আরো কত লেখক বের হয় এই লেখার হাহাহাহা ) হ্যাপী ব্লগিং।
১৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: িআন্তরিক ধন্যবাদ নয়ন ভাইয়া
ভাল থাকুন
২| ১৬ ই মে, ২০১৭ বিকাল ৩:০৪
ওমেরা বলেছেন: এটাই বাস্তবতা জীবন গুছানো শেষ হবে না আমরা পৌঁছে যাব শেষ সময়ে । ধন্যবাদ আপু ।
১৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই। সে আর গুছানো হবে না ওমেরা
এমন করেই চলে যেতে হবে দুনিয়া ছেড়ে
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
ভাল তাকুন অনেক অনেক
৩| ১৬ ই মে, ২০১৭ বিকাল ৩:১৭
মোস্তফা সোহেল বলেছেন: চোরেদের কথা আর না বলাই ভাল। চোরেরাই এখন সমাজে ভদ্র বেশি।
১৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা সত্য।
অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন অনেক অনেক
৪| ১৬ ই মে, ২০১৭ বিকাল ৪:০৯
কানিজ ফাতেমা বলেছেন: কবিতায় ভাললাগা ।
লেখাচোরেরা হেদায়েত প্রাপ্ত হোক ।
১৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: েএরা হেদায়েত প্রাপ্ত হবে না। আজও দেখলাম অনেকে পোস্ট করেছে হাহাহাহাহা অথচ নিচের কোটনোট কপি করে নাই হাহাহাহ
অনেক ধন্যবাদ আপি
৫| ১৬ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৬
ডঃ এম এ আলী বলেছেন:
গোছানো হবে না বুঝি আর...
অগুছানো জীবন বড্ড নির্জীব
অগুছানো জীবন বড্ড ভাল লাগে
অগোছানো হলে গিন্নী কাছে থেকে
দিনে রাতে চব্বিশ ঘন্টাই
বকা ঝকা দিয়ে মাতিয়ে রাখে ।
পুরান লেখা হলেও সুন্দর হয়েছে
শুভেচ্ছা রইল
১৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহা
আমার জীবন উল্টা তো
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
ভাল থাকুন
আপনার লেখা কবিতা চাই আবারো।
৬| ১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২২
বিলিয়ার রহমান বলেছেন: কবিতা জুড়ে হতাশা!!!!!
কবির হতাশা কেঁটে যাক!
১৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: কাটে নারে ভাই
কাটবেও না। যুগ ধরে চলে আসছে
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া
৭| ১৬ ই মে, ২০১৭ রাত ৮:৩১
ধ্রুবক আলো বলেছেন: গোছানো হবে না বুঝি আর...
অগুছানো জীবন বড্ড নির্জীব
গোছানো হবে নিশ্চিত একদিন, খুব সুন্দর কবিতা +++
১৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম হতে পারে
আবার নাও হতে পারে
জীবন বড় কঠিন
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য
৮| ১৭ ই মে, ২০১৭ সকাল ১১:১১
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
১৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নীলপরিপা
ভাল থাকুন অনেক অনেক
৯| ১৭ ই মে, ২০১৭ দুপুর ১:৪১
জেন রসি বলেছেন: হতাশা এবং হাল ছেড়ে দেওয়ার বোধটা কবিতায় খুব স্পষ্ট।
++
১৭ ই মে, ২০১৭ বিকাল ৩:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সে হাল আর ধরতে পারিনি জিনি ভাইয়া
ধন্যবাদ
১০| ১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২২
শাহরিয়ার কবীর বলেছেন:
কবি না হয়ে বিজ্ঞানী হয়ে যান আর টাইম মেশিন আবিষ্কার করে ফেলনু !! তখন দেখবেন অবধ্য সময় বাধ্য হয়ে গেছে
কবিতা সুন্দর হয়েছে +++
শুভ কামনা।
১৮ ই মে, ২০১৭ দুপুর ১:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম, তাই হতে হবে দেখছি হাহাহা
টাইম মেশিন বানামো কিন্তু প্রথমেই
ধন্যবাদ ভাইয়া
১১| ১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার ছবিটা ও কবিতায় মুগ্ধ হলাম আর পরীর চাকুরী (পর্ব-২) পোষ্ট করেছি যদি পড়েন। দুঃখিত, আমার লেখা প্রথম পাতায় যায়না বলে দাওয়াত দিতে হলো।
১৮ ই মে, ২০১৭ দুপুর ১:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
েআপনার গল্প পড়ে আসছি
সুন্দর হয়েছে
১২| ১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আশা আর নিরাশার মাঝেই যে জীবন চলা। তবে এমনটাতো হবেই বা হতেই পারে! যদি আরো ভালো কিছু ঘটে বা আরো খারাপ কিছু মেনে নিতে হবে সবি যে তাঁরি কৃপায়। সুন্দর কবিতায় জুড়ে ভাল লাগা।
১৮ ই মে, ২০১৭ দুপুর ১:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: েআন্তরিক ধন্যবাদ আপনাকে ভাইয়া
হ্যা এমন হতেই পারে, সবই আল্লাহর কৃপা
ভাল থাকুন সবাইকে নিয়ে
১৩| ১৮ ই মে, ২০১৭ সকাল ৯:১৯
সিনবাদ জাহাজি বলেছেন: লিখায় +++
অনেক সুন্দর হয়েছে
অপেক্ষার প্রহর গুনে...।
কি যেন নেই! কি পাওয়ার কথা ছিল!
সুন্দর প্রকাশ
ভালো থাকুন
১৮ ই মে, ২০১৭ দুপুর ১:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাহাজি ভাইয়া
আন্তরিক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
ভাল থাকুন শুভেচ্ছা সতত
১৪| ২২ শে মে, ২০১৭ রাত ৩:০৪
উম্মে সায়মা বলেছেন: কি যেন নেই! কি পাওয়ার কথা ছিল!
যার সব আছে তারও মনে হয় এমন হাহাকার থেকেই যায়। জীবন কখনোই মনের মত গোছানো হয়না। খুব ভালো লাগল লেখা ছবি আপু।
২২ শে মে, ২০১৭ সকাল ১০:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম আপি এটাই বাস্তব সত্য
গুছাতে গুছাতেই শেষ ডাক এসে যাবে
সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ
ভাল থাকুন অনেক অনেক
১৫| ৩০ শে মে, ২০১৭ রাত ১:৩২
শূন্যনীড় বলেছেন: সুন্দর অনুভূতি, কষ্টের হতাশা বুঝি এমনই!!
+++++++
৩০ শে মে, ২০১৭ দুপুর ১:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই কষ্টের অনুভূতি এমনই হয় । সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ শূন্য
ভাল থাকুন শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০১৭ দুপুর ২:৫৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: নিজের কথাগুলো মন থেকেই বেরিয়েছিল , খুব ভালো হয়েছে।( আমারও তাই মনে হয় )
কবিতায় মুগ্ধতা রইল আপু।
শুভকামনা সবসময়।