নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন

২০ শে মে, ২০১৭ দুপুর ২:০২


১/
লিখে লিখে পোস্ট করে
চাইছো কেবল বলুক লোকে
প্রশংসাতে লাইক কমেন্ট
দিক না সবাই মন্ত্র ফুঁকে!

অন্যের লেখা থাক না পড়ে
নিজে লিখেই হবো কবি
চাতক পাখি পিপাসাতে
আঁকো কেবল দুঃখের ছবি!

অন্যের পোস্টে যাও না কভু
পোস্ট করো ভুঁরি ভুঁরি
তোমরা লেখক তোমরা কবি
তোমাদের ভাই নেইকো জুড়ি!

বুঝলে না হায় বেকুব তোমরা
পেতে কিছু দিতেও যে হয়
ঝরে যাও তাই অবেলাতে
লেখালেখির হয় অবক্ষয়।

বাড়ত মেধা লেখালেখির
পড়তে যদি সবার লেখা
প্রশংসাতে ভেসে ভেসে
টানতে মনে সুখের রেখা।

২/
মন্তব্যতে বলো তোমরা বাহ্ বেশ
প্লাস প্লাস প্লাস যাও লিখে
বলে টলে আশা দিয়ে
যাওনা শেষে প্লাসের দিকে!

না দিলে সে বলো কেনো
কেমনতরো মানুষ তোমরা
ঐ যে দেখো লেখক কবির
মুখ'টা কেমন কষ্টে গুমরা।

অনুপ্রেরণা না পেলে কবি
লিখবে ক্যামনে মান বাড়িয়ে
শব্দে বাক্যে তুফান তুলে
কবির সীমা যাক ছাড়িয়ে।

ভেবো না সে আমার কথা
বলছি নিজের লেখার জন্য
নতুন যারা যাচ্ছে লিখে
তারাই শুধু অগ্রগন্য।

তেলা মাথায় তেল দিয়ে যাও
মানহীন লেখায় মারো প্লাস
আলোকিত ঘরেও যেনো
মারো কথার আজব ফ্লাস!

এসো তবে দেই প্রেরণা
প্লাসে কিংবা মন্তব্যেতে
পৌঁছাই গিয়ে মিলেমিশে
উচ্ছ্বলতার গন্তব্যেতে।

৩/
কত শত ভাল লেখা
নির্বাচকের দৃষ্টি এড়ায়
মন্দের ভাল লেখাগুলো
নির্বাচিত পাতায় বেড়ায়!

বুঝি নাকো ন্যায়ের নীতি
এমন কেনো সকল স্থানে
মুখ'টা চিনে মিছেমিছি
ওষ্ঠ মিলাই খ্যাতির গানে!

প্রশংসার্হ লেখাগুলো
যায় চলে যায় পোস্টের বানে
নির্বাচনে ভোটের অভাব
ভাল'র জা'গা নেই এখানে!

মান সম্মত লেখাগুলো
পাবে কেনো অবহেলা?
ভাল্লাগে না স্বজনপ্রীতি
সকল জায়গায় একই খেলা।

মন্তব্য ৮২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৭ দুপুর ২:৩৫

হাতুড়ে লেখক বলেছেন: মান সম্মত লেখাগুলো
পাবে কেনো অবহেলা?
ভাল্লাগে না স্বজনপ্রীতি
সকল জায়গায় একই খেলা।


এমনটা প্রতিনিয়তই চলছে আপু।


তেলা মাথায় তেল দিয়ে যাও
মানহীন লেখায় মারো প্লাস
আলোকিত ঘরেও যেনো
মারো কথার আজব ফ্লাস!


এটা তো আমাদের নগন্যতার বহিঃপ্রকাশ।

ধন্যবাদ ছবি আপু সুন্দরভাবে আমাদের চোখে আঙ্গুল দেবার জন্য।


++++++++
এটা আবার তেল ভাইবেন নাহ! :P

২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: তেল ভাবব কেনো, আমার পোস্টে মন্তব্যই আমার কাছে অনেক বড়

মানহীন পোস্টে এসেছেন আমি ধন্য। আসলে লেখাটা লিখেছিলাম এজন্য যে, অনেক পোস্ট আসে সামুর পাতায়, একেকজনে দুই তিনটা করে প্রথম পাতায় পোস্ট দেয়। তারা কখনো অন্যদের পোস্টে যায় না, অথচ তারাও মন্তব্য পায়। এই পোস্টকারীদের জন্য অনেক পোস্ট চলে যায় নিচের পাতায়

২| ২০ শে মে, ২০১৭ দুপুর ২:৩৯

হাতুড়ে লেখক বলেছেন: আপু শিরোনাম দিতে পারেন, "তেলবাজি" ;)

২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হা হা হা না থাক শিরোনাম ছাড়াই। থ্যাংকু

৩| ২০ শে মে, ২০১৭ দুপুর ২:৫১

ধ্রুবক আলো বলেছেন: অন্যের পোস্টে যাও না কভু
পোস্ট করো ভুঁরি ভুঁরি
তোমরা লেখক তোমরা কবি
তোমাদের ভাই নেইকো জুড়ি!


দারুন বলেছেন

২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা কিন্তু সইত্য :)

৪| ২০ শে মে, ২০১৭ দুপুর ২:৫২

ধ্রুবক আলো বলেছেন:
মান সম্মত লেখাগুলো
পাবে কেনো অবহেলা?
ভাল্লাগে না স্বজনপ্রীতি
সকল জায়গায় একই খেলা।


সব খানেই একই হাল।

২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা এই খেলা সব জায়গায়

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য

৫| ২০ শে মে, ২০১৭ দুপুর ২:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: তিনটি কাব্যেই সব সত্যি কথাগুলো বলে গেছেন কবি। অনেক অনেক শ্রদ্ধা রইল আপনার এমন বোধ ও এই ছড়া কাব্য গুলোতে।

আমি ছোট মানুষ, বলল সেটা গ্রহণযোগ্যতা হারিয়ে উল্টো গজব হিসেবে আমার দিকেই ধেয়ে আসবে। আপনার কাছে শুনে আনন্দ লাগছে। সবজায়গা একই অবস্থা! নির্বাচক থেকে নির্বাচন পর্যন্ত। আর কিছু লেখক আছে ঘন্টায় পোষ্ট দিচ্ছে, মন্তব্যের পর মন্তব্য করেই যাচ্ছি প্রতিউত্তর পাওয়ার কোন সম্ভাবনা নাই!! বিরক্ত হলেও উৎসাহ দিয়েই যাই, দুটো কথা পড়লে লেখেও আসি মন্তব্যের ঘরে।

আপনার কাব্য প্রিয়তে থাকুক আপু।
শুভকামনা জানবেন সবসময়।

২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কাব্য কইলা নয়ন ভাইয়া, অকাব্য বল হা হা হা


আমিও তেমন মন্তব্য করতে পারি না সময়ের অভাবে। :(

৬| ২০ শে মে, ২০১৭ বিকাল ৩:১৭

জেন রসি বলেছেন: ক্ষোভ থেকে জন্ম নেওয়া বিদ্রোহী কবিতা! :P

লেখালেখিটা আসলে উপভোগের ব্যাপার। চারপাশে অনেক রকম মানুষ থাকবে। অনেক রকম কাজকারবার করবে। বিতর্কও হবে। তবে সবকিছুর পরেও নিজের চর্চাটাকে উপভোগ করে যেতে পারাটাই আসল কাজ।

২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কঝোভ ঠিক না ভাইয়া

অনেক পোস্ট মন্তব্যহীন যায়। শুধু নিজেদের কারণে। এগুলোর মাঝ্ব ভাল লেখাও থাকে। আর একেকজনে তিন চারটা পোস্ট প্রথম পাতায় দেয়াতে মেজাজ খারাপ লাগে। হ্যা লেখা উপভোগের বিষয়। তবে মানুষের কৃতজ্ঞতা বোধও থাকা উচিত। আমি যদি দশ দিন আপিনার পোস্টে যাই তবে আপনি একদিন হলেও আমার পোস্টে আসা উচিত নয় কি? কথার কথা বললাম।

হ্যা চর্চাটাই আসল
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

৭| ২০ শে মে, ২০১৭ বিকাল ৩:১৯

এরশাদ বাদশা বলেছেন: এই ব্লগে শুরুটা এমন ছিলোনা। তখন লেখক কম ছিলো, পাঠক ছিলো বেশি। এমন অনেক ব্লগার ছিলেন, যারা অনেক ব্লগারকে লেখক বানিয়েছেন। উৎসাহ, গঠনমূলক সমালোচনা এবং মন্তব্যে ভরে যেতো লেখাগুলো। এখনকার ব্লগপাতাতেও অনেক ভালো লেখা আসে যেগুলো ০ মন্তব্য নিয়ে পেছনের পাতায় চলে যায় দ্রুত।

২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া। আমিও দেখেছি আগে। অনেক উপভোগ্য ছিল, সবাই সবার পোস্টেও যেত আর এখন পোস্ট দিয়েলেখক বসে থাকে, অন্যদের পোস্টে যায় না।

সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ

৮| ২০ শে মে, ২০১৭ বিকাল ৩:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: মান সম্মত লেখাগুলো
পাবে কেনো অবহেলা?
ভাল্লাগে না স্বজনপ্রীতি
সকল জায়গায় একই খেলা।

যথার্থ বলেছেন কবি ছবি ।

২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: তাইত বর্ত্মান সময়ে চলছে ভাইয়া। খালি এখানে না সব জায়গায়

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া

৯| ২০ শে মে, ২০১৭ বিকাল ৪:০২

হাতুড়ে লেখক বলেছেন: এখনকার ব্লগপাতাতেও অনেক ভালো লেখা আসে যেগুলো ০ মন্তব্য নিয়ে পেছনের পাতায় চলে যায় দ্রুত।

এরশাদ বাদশার সাথে সহমত পোষণ করছি। এভাবে আর কত? :(

২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: এভাবেই চলবে, নিচের মন্তব্যে তাই বুঝা যায়। :(

১০| ২০ শে মে, ২০১৭ বিকাল ৪:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:
এ লেখাটাও তো মানহীন, তারপরে দিলাম লাইক ও প্লাস ;)


যে লিখতে চায় তাকে লিখতে দেওয়া উচিৎ,লেখার মান বিচার পরে, লিখতে লিখতে লেখক,এখানে যার যার মেধা অনুযায়ী তার প্রতিভার বিকাশ ঘটাবে, এইতো।আর এখানে কেউ কাউকে তেল মারে না, বরং দু একজন ভালো লেখক আছেন কিন্তু তারা নিজেদের আত্নঅহংকারে কারনে অন্যদের ব্লগে মন্তব্য করে না।
হে প্রিয় কবি, আপনি এখন নিজগুণে বিচার করে নিন আপনার এ লেখার উত্তরগুলি। :P

২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি একবারও বলিনি আমি মানস্মমত লিখি আর আমার পোস্টে লাইক কমেন্টও চাই না। আপনার লাইক প্লিজ উঠিয়ে নিবেন


এই লেখার উদ্দেশ্যটা অন্য। একজন লেখক দিন দুই তিনটা পোস্ট দেয় অথচ অন্য কারো পোস্টে মন্তব্য দেয় না পড়ে না। আবার দেখা যায় অনেক ভাল লেখা তাদের কারণে নিচে চলে যায়। অনেক লেখায় লাইক কমেন্টও বেশ আসে, সে লেখাগুলো আমার লেখার মতই মানহীন। আর ভাল লেখাগুলো লাপাত্তা হয়ে যায়।

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। :)

১১| ২০ শে মে, ২০১৭ বিকাল ৫:০২

নীলপরি বলেছেন: আমিও লেখার গ্রামার জানিনা । ইচ্ছেতে লিখি ।

আপনার লেখা ভালো লাগলো । :)

২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি আমিও এত গ্রামার মেনে লিখি না। মন ভাল রাখার জন্য লিখি। এখানে কবি লেখক হতে আসিনি।
কিন্তু দেখা যায় অনেকের পোস্টে অনেকে মন্তব্য করে কিন্তু তারা অন্যের পোস্টে ফিরেও তাকায় না। এমন লেখক রা অনেক লেখা একসাথে পোস্ট দিয়ে দেয়। ফলে ভাল লেখা নিচে চলে যায়

১২| ২০ শে মে, ২০১৭ বিকাল ৫:০৪

নীলসায়র বলেছেন: ভাই আমার একখান সাজেশান আছে। অটো মন্তব্য অপশন চালু করলে কেমন হয়? পোস্ট মানহীন জাতহীন যাই হোক অটো কমেন্টের বন্যায় ভেসে যাবে। তাতে আপনাদের দুঃখ কিছু লাঘব হইতো মনে হইতেসে।


শাহরিয়ার কবিরের মত বলতে চাইতেছিলাম এ লেখাটিও তেমন মানের নয় তবুও উৎসাহ নষ্ট হবে ভেবে বললাম না। এটা ব্লগ যে যেমন পারবে লিখবে। মানদন্ড নিয়ে বসে থাকার মত এইখানে কোনো বিচারক যেমনই নেই তেমনই যারা মান মান করে চেঁচায় তাদেরই মান নির্ধারণের বিন্দুমাত্র ক্ষমতা আছে কিনা সেটাও ভেবে দেখবার বিষয়।

মুক্ত চিন্তার প্লাটফর্মে যার যা সাধ্য সে মতই লিখবে। এত রকম বিধি নিষেধ মান জাত নিয়ে লাগলে ব্লগ জনশূন্য হতে বেশিদিন সময় লাগবে না। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। তেমনি আজ যে মানহীন লিখছে কাল সে ভালো লিখবেনা এমন কোনো নিশ্চয়তা নেই বরং কমেন্ট কমেন্ট করে গলা না ফাটিয়ে যে যার চেষ্টায় লিখে যাক।

হাঁটিতে শিখে না কেউ না খেয়ে আছাড়। যেমন আজ আপনার এ লেখাকে মানহীন বললাম। আমার চোখে আসলেও তা মানহীন। কিন্তু এই কথাটি আপনাকে নেক্সট লেখায় ভাবাবে। নিরুৎসাহিতও করতে পারে। এটা যার যার ব্যাপার। তবে যে কোনো মুক্ত আলোচনা বা স্বচ্ছ মতামত যদি কেউ কাজে লাগায় তার উত্তররণ অবশ্য সম্ভাবী।

ভালো থাকুন। ভালো লিখুন।

২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি কখনো বলি নাই আমি মান সম্মত লিখি। হ্যা এটাতেও মানে অভাব। আমি আমার কথা বলি নাই। হ্যা যে যার মত লিখুক লিখবেও কিন্তু একেখজন দু তিনটা লেখা পোস্ট দিলে আপনারা যারা ভাল লিখেন তাদের লেখানিচে চলে যায় কমেন্ট ছাড়া। কেউ কষ্ট শ্রম মেধা দিয়ে একটা লেখা লিখলে সেই লেখায় কমেন্ট না পড়লে তার খারাপ লাগবে না বলেন। মানহীন লেখায় মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

১৩| ২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

চাঁদগাজী বলেছেন:


শিরোনাম হওয়া উচিত, "ব্লগারেরা, এক নতুন জেনারেশন"।

ব্লগিং ক্রমেই ভালোর দিকে যাচ্ছে, চিন্তিত হওয়ার তেমন কারণ নেই; পরিবর্তনে সময় লাগছে!

২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম ব্লগিং ভালর দিকেই যাচ্ছে সে আশাই রাখছি

অনেক ধন্যবাদ পোস্টে আসার জন্য

১৪| ২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

শাহরিয়ার কবীর বলেছেন:
তেলা মাথায় তেল দিয়ে যাও
মানহীন লেখায় মারো প্লাস
আলোকিত ঘরেও যেনো
মারো কথার আজব ফ্লাস!


"কি করি আজ ভেবে না পাই" ভাইয়ের জন্মদিনে আপনার ব্লগে তাকে নিয়ে পোষ্ট দিয়েছেন, (প্রথম লাইনটা একটু ক্লিয়ার করেন?)
কিন্তু আমার জন্মদিন নিয়ে বা অন্য কারো জন্মদিন নিয়ে আপনার ব্লগে এ রকম কোন পোষ্ট চোখে পড়িনি.......যদি আমি এ নি প্রশ্ন তুলি এর উত্তর কি দিবেন? সে পোষ্টেও আমার দৃষ্টিভঙ্গি পজিটিভ, কারণ আপনার তাকে নিয়ে লিখতে ভাল লেগেছে, সেজন্য আপনি লিখছেন, আমি সেখানেও মন্তব্য করেছি.....। সে একজন ছন্নের যাদুকর আমারও অত্যন্ত প্রিয়।, যাইহোক, নিজের ভুল
নিজের চোখে পড়ে না কিন্তু বড় বড় কথা বলা যায় ঠিকি,,,,,
জানার জন্য বা বোঝার জন্য আলুচুনা,,, আবারও ডাবল লাইক ও প্লাস। =p~
বিদায়।

২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার জন্মদিন কবে রে ভাই একটু কন দেহি। আসলে কি করি আজ, লিটন ভাই ভৃগু দা , সায়মা আপি গেমু ভাইয়া আরো অনেকেই আছি আমরা ফেসবুকে অনেক মজার সময় কাটাই। এবং ফানি পোস্টে মন্তব্যে মন্তব্যে ছয়লাব করি । যার যেমন ইচ্ছে বলি লেখি । এজন্যই তাদেরকে নিয়ে লেখা হয়ে যায় । খালি যে কি করিকে নিয়ে লিখেছি তা কিন্তু নয় । আমি লিটন ভাইয়া শায়মা পি এবং আরে াঅনেককে নিয়ে লিখেছি।

আপনি ডাবল কেনো আমার পোস্টে লাইক দেনই নি। মিথ্যে বলেন কেনো।িআমি মোবাইলে থাকাতে আগে বুঝি নি।

লেখা ভাল না লাগলে হুদাহুদি কেনো লাইক দিবেন। থ্যাঙকস এ লট। ভাল থাকুন আর শুভ ব্লগিং

জন্মদিনের তারিখ টা একটু দিয়েন কিন্তু হাহাহাহা

১৫| ২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:০১

নীলসায়র বলেছেন: কাউকে দিয়ে তো জোর করে আপনি কমেন্ট লাইক দেওয়াতে পারবেন না। আপনি যদি ভেবে থাকেন যে শুধু মানসন্মত লেখাতেই কমেন্ট আসবে আর বাকীগুলা ফিরেও কেউ দেখবে না, পড়বেনা তবে ভুলের রাজ্যে এখনও আছেন। তবে শুধু আপনি নন এমন অনেকেই আছেন।

আসল কথা আপনি কেমন বুঝতে যেমনই আপনার বন্ধুদেরকে দিকে তাকালে বুঝা যায় ঠিক তেমনি যার যার পছন্দ মত লেখাই মানুষ পড়ে এ কারনে মানহীন লেখা অধিক পঠিত হওয়া মানে সেই স্থানের পাঠকেরাও মানহীন। মান বাড়াতে হলে পাঠকের মান বাড়াবারও চেষ্টা করা উচিৎ। এখন যদি বলে থাকেন শুধু লেখকেরা মানহীন লিখছে তবুও মান সন্মত পাঠকেরা পড়ছে তাহলে আবারও সেই একই ভুলই হবে।

যেহেতু পাঠকের মান বাড়েনি বলেই লেখকের মানও বাড়ছে না এবং ভালো খারাপ কোনো লেখাই মানুষ তেমন পড়ছে না তাহলে প্রতিযোগীতা বন্ধ হোক। ব্লগের মাথাদের এই আলোচিত পাতা তৈরীর ক্ষেত্রে নিশ্চয় সদিচ্ছা ছিলো। ভালো ভালো লেখা বেশি পঠিত হবে, আলোচিত হবে। সেটা না হয়ে আলোচনার বদলে উঠে আসছে আড্ডাবাজী। এখন আরেক উপায় আছে মডারেটরেরা বসে বসে কোনটা প্রকৃত আলোচনা আর কোনটা আড্ডাবাজীলোচনা তা ক্যাটাগরাইজ করবেন।

নয়তো এমনই হবে। স্টিকি পোস্টের দিকে তাকিয়ে দেখুন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে কে আলোচিত হলো কে হলোনা, কে কেমন, কে কি করছে বিষয়টিও টেনে আনা হয়েছে। এতে মূল আলোচনা বা উদ্যোগ বিষয়টি ব্যাহত হয়েছে। যারা এই পোস্টে কমেন্ট দিয়েছে তাদের কমেন্ট দেখে মনে হয়েছে সমাজের এই জটিল ও কুটিল সমস্যাটি(ধর্ষন) থেকেও তারা ব্লগের এই আলোচিত সমস্যা নিয়ে বেশী চিন্তিত। অথচ তারাই কি এই আড্ডাবাজী আলোচিত ব্লগে কমেন্ট করেন না? কয়জন ধর্ষণ বিষয়টি নিয়ে কমেন্ট করেছেন আর কয়জন আলোচিত এবং মাল্টিবাজীর হালচাল নিয়ে একটু গণনা করে দেখুন।

পিটিশনে কয়জনের সিগনেচার আছে? আসলে এইভাবে হয় না। হবেও না। যুগে যুগে সমাজ পরিবর্তিত হয়। যুগে যুগে সব কিছুই বদলায়। আগে কি সুন্দর দিন কাটাইতাম না বলে এখন কি করা উচিৎ এবং কি করবো সেটাই ভাবনার বিষয়। ভালো ভালো লেখা কমেন্টের অভাবে তলায় চলে যায় আর খারাপ লেখা আলোচিত পাতায় উঠে। নিজেকে প্রশ্ন করে দেখুন আপনিও কি সেই দলেরই অংশ নন?

কোন কোন ভালো লেখায় আপনি একা কমেন্ট করেছেন বা গুটিকয় মানুষও করেছেন অন্তত ৩টি প্রমান দেখান আর কোন কোন আড্ডাবাজী ফালতু পোস্টে আপনিসহ আরও সব মান সন্মত লেখকেরা পাঠকেরা শত শত কমেন্ট করেছেন আমি তার ১০ প্রমান দেখাতে পারবো।

আপনাকে হার্ট করার উদ্দেশ্যে এসব বলিনি। মানহীন মান সন্মত লেখক পাঠক নিয়েও আমার ভাবনা নেই। যেহেতু অনেকেই আজকাল বিষয়টি নিয়ে বেশ লম্ফঝম্ফ করেন তাই কিছু কথা বলে ফেললাম। আপনাকে আন্তরিক ধন্যবাদ সমালোচনার ছলেও আপনার লেখার উদাহরন টানার বিষয়টিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য।

২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সময় নষ্ট করে এত সুন্দর বড় মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হার্ট হইনি তবে আবার হার্টও হয়েছি। মানুষের মনই আসলে এরকম
খুব ছোট কারণে মন খারাপ হয় আবার বড় কারণেও খারাপ হয় না এটাই নিয়ম
আমি আসলে ব্যস্ততার জন্য সবার পোস্ট পড়তে পারি না। বড় পোস্ট পড়ার সময়ই পাই না। আর সব সময় ব্লগে না থাকার কারণে অনেকের পোস্ট মিস হয়ে যায়। যখন আসি সামনে যা আসে তাতে মন্তব্য করি।

আচ্ছা যাক ...। চলতে থাকুক লেখালেখি আর ব্লগিঙ

শুভ ব্লগিঙ

১৬| ২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

নাদিম আহসান তুহিন বলেছেন: যা ইচ্ছে তাই = যাচ্ছেতাই

২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস যা ইচ্ছে তাই যাচ্ছে তাই হাহাহা

ধন্যবাদ পোস্টে আসার জন্য

১৭| ২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

ডঃ এম এ আলী বলেছেন:
মানির মান আল্লায় রাখে , চালিয়ে যান জোর কদমে,
কবি কাজী ফাতেমা কবিই থাকবে জনম ভর । সকলকে জানিয়ে দেন শুকরিয়া
জানাই তোমাদের তরে । শিরোনামটা হবে শিরোনাম কি দিব বুঝতেছিনা :)

অনুপ্রেরণা না পেলে কবি
লিখবে ক্যামনে মান বাড়িয়ে
শব্দে বাক্যে তুফান তুলে
কবির সীমা যাক ছাড়িয়ে।


ভেবো না সে আমার কথা
বলছি নিজের লেখার জন্য
নতুন যারা যাচ্ছে লিখে
তারাই শুধু অগ্রগন্য।

........................

এসো তবে দেই প্রেরণা
প্লাসে কিংবা মন্তব্যেতে
পৌঁছাই গিয়ে মিলেমিশে
উচ্ছ্বলতার গন্তব্যেতে।

লেখা লাইক প্রিয়তে গেল।

অনেক লেখা পাঠের সময় হয়ে উঠেনা
নীজের ব্যস্ততার কারণে তার পরেও
একবছরে ৭৫০০ উপরে মন্তব্য করেছি
যার অধিকাংশ্য আলাদা একটা
পোষ্ট হওয়ার মত আকার ধরে!!!
আমি তো নতুন তাই নতুনের
মর্ম ব্যথা আমি কিছুটা বুজি
তাই সময় পেলেই তাঁদের পিছে ছুটি
কেও মনে রাখে কেও বা রাখেনা
তবে অপেক্ষায় থাকি , কি আর
করা আশাই জীবন , আশা
নিয়েই বাঁচি । সকলেই যেন
একদিন হাত ধরা ধরি করে
একসাথে সমান তালে নাচি :)

নিরন্তন ভাল থাকুন আর
কামনা করি ভুলে যান
বুকভরা ক্ষোভের দ্রোহ
আর অবিরাম লিখে যান
মেঘ রুদ্দোরে কবিতা
অভ্রদের জীবন কথা,
ফুল ও লতাপাতার ছবিতা
ধর্মীয় গজলের কবিতা,
আর ভালবাসার নাচন
ধরানো ছড়াগান সাথে
টম জেরীর আঁকা ঝোকা,
সাথে রম্য হাসির বারতা
সব দিয়ে মাতিয়ে রাখুন
এই আমাদের প্রিয়
সামুর পাতা ।

মনে রাখবেন পাঠকের অর্ঘ্য
সবসময় কবির সাথেই রয়।

আনেক অনেক শুভেচ্ছা রইল

২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার সাথে আমি সহমত। অনেক সুন্দর মন্তব্য
এসব মন্তব্য অনুপ্রেরণার উঁৎস । অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে :)

১৮| ২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

নীলসায়র বলেছেন: আর একটি কথা। কিছু মনে করবেন না কবি। তখন বলতে ভুলে গিয়েছিলাম। ডঃ এম এ আলীর কমেন্টে মনে পড়লো। শিরোনাম কি দিমু বুঝতারতাছি না এখানে বুঝতারতাছিনা কথাটি কোনোভাবেই মান সন্মত লেখার দাবীদারের লেখকের ভাষার সাথে যায় না।

ভালো থাকবেন। শুভ রাত্রী।

২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা রে ভাই মান সম্মত হওয়ার জন্য শিরোনাম মুছে দিচ্ছি । এটা মজার জন্য লিখছিলাম

১৯| ২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

নীলসায়র বলেছেন: হার্ট হবেন না ছবি আপা। আপনাকে হার্ট করার কোনো উদ্দেশ্যই আমার ছিলো না। তবে কোনো বিষয়ে লেখার আগে একটু ভেবে নিলে ভালো হয়। আপনি সরল মানুষ মনে যা এসেছে লিখেছেন। আমি আন্তরিক দুঃখিত। আমাকে মাফ করবেন।

২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়া মাবুদ এসব কি বলছেন। আপনার কথাগুলো সত্য এবং ঠিকই। কিন্তু আমি খুব আবেগী মানুষ তো । অকারণেই কষ্ট পাই । তবে আপনার কথা বা মন্তব্যে না । এমনিতে কষ্ট পাই। শুধু ভাল থাকার জন্য লেখালেখি করি। আমি ব্যস্ত মানুষ যতটুকু সময় পাই অবিরত লিখে যাই। আমার যতটুকু মেধা ততটুকু দিয়ে লিখি। এর চেয়ে মান বাড়ছে না সেই এক যুগ ধরেও । কিন্তু কি করবো । কঠিন কিছু পারি নাতো ।

ধন্যবাদ আবার আসার জন্য । ভাল থাকুন

২০| ২০ শে মে, ২০১৭ রাত ৮:০২

কলাবাগান১ বলেছেন: বাংগালী কোন ইস্যু না থাকলে ও যে কোন তুচ্ছ ব্যাপারকে ইস্যু বানাতে ঝানু। এটা কোন ব্যাপারই না কেন কেউ কোন পোস্টে কমেন্ট করে কেউ ভাল পোস্টে কমেন্ট করে না.......

ক্যাচাল দেখলেই ঝাপিয়ে পড়ে..... যেমন আমি এখন ও ভুলি নাই.... আপনি পর্দা না করা মহিলাদের কে ছিলা কলার সাথে তুলনা করে ছবি দিয়েছিলেন (অন্যের ছবি).....আমাদের মায়েরা হিজাব পড়ত না কিন্তু মাথায় ঘোমটা দিত......

২০ শে মে, ২০১৭ রাত ৮:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা তো আমি বানায় ছিলাম না। সংগৃহীত পোস্ট ছিল। ঘোমটা দিত এবং এখনো দেয়। যারা ঘোমটা দেয় তারা অশালীন নয়। এখানে অশালীন পোষাকে যারা চলাফেরা করে তাদের তুলনা করা হয়েছে হয়তো ।

২১| ২০ শে মে, ২০১৭ রাত ৯:০৮

ভার্চুয়াল বাউন্ডুলে বলেছেন: কবিতায় সত্য কথন।।

২১ শে মে, ২০১৭ সকাল ১০:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ বাউন্ডুলে ভাইয়া

ভাল থাকুন অনেক :)

২২| ২০ শে মে, ২০১৭ রাত ৯:১৭

শাহরিয়ার কবীর বলেছেন:
উপরে জাষ্ট উদাহরণ টেনেছি .....আপনাকে শক্ত কথা বলে,সবাইকে বোঝানোর চেষ্টা করেছি, এবং আমার বক্তৃতা ও ক্লিয়ার করেছি। নীতিকথা কথা বলার সময় সবাই বলি কিন্তু কাজের বেলায় ঠনঠনাঠন ;) টেনশন নিয়েন না, বাহিরে যা গরম, অতিরিক্ত টেনশনে হিট স্টোক হতে পারে!! যদিও আমি এখনো বাহিরে, একটু রাজশাহীর পথে। এসি গাড়ি মধ্য তারপরে মনে হচ্ছে প্রেশারকুকারে।....... কোন কাজ নেই, তাই একটু মুক্ত আলোচনা করলাম!!!! আর আমার জন্মদিবসে ব্লগে পোষ্ট না, শুধু একটু জানিয়ে রেখেন আপনার অফিসে (বড় বিল্ডিং না ছোট টাতে) কত তলায় বসেন! আমি কেক পাঠিয়ে দিব। ;) শুধু দোয়া করলে চলবে....

এবার সুপার লাইক ও প্লাস , দিলাম।
ভালো থাকুন।

২১ শে মে, ২০১৭ সকাল ১১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহাহহাহা কথা একদম সত্য। নীতি কথা বলার মাঝে সবাই ওস্তাদ কাজের বেলা ফক্কা।

আসলেই যে গরম স্ট্রোক করার অবস্থাতেই আছি। কাল রাতে কারেন্ট ছিলো না সারা রাত । দেয় আর নেয় অবস্থা। জেনারেটর দিছে বন্ধ করে হাত পাখায় আর কতক্ষণ :( শেষে তিনটায় গামছা ভিজিয়ে বাচ্চাদের শরীর মুছে দিছি। ঘুমই হয়নি রাতে।
তবে একটা সুখ সঙবাদও ছিলো । জেরীটা প্রথম সাময়িকে ফার্সট হইছে। :)

আচ্ছা একদিন আসবেন । আমি মেইন বিল্ডিঙয়ের লিফট্ এর পাচেএ মানে ছয়তলায় বসি। শাপলায় এসে ছবি আপা করে ডাক দিয়েন এসে যাবো হাহাহাহ আর দোয়া তো অবশ্যই সবার জন্যই দোয়া করি । ভাল থাকুক সব মানুষ

২৩| ২০ শে মে, ২০১৭ রাত ৯:১৭

সুমন কর বলেছেন: হাহাহা.........সত্য লিখে ফেলেছেন। দারুণ হয়েছে।
+।

২১ শে মে, ২০১৭ সকাল ১১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা ভুল না বুঝার জন্য
ভাল থাকুন অনেক অনেক :)

২৪| ২০ শে মে, ২০১৭ রাত ৯:২৩

সত্যের ছায়া বলেছেন: আপনের পোষ্টে আমি কমেন্ট করলাম। এর আগে করেছি কিনা আমার জানা নেই। এখন এই কমেন্ট করার পর আপনার কাছাকাছি চলে এসেছি। এটা এক ধরণের ভার্চুয়াল সম্পর্ক। এভাবে তিন দিন করার প র আপনি ভ দ্রতার খাতিরে আমার পোষ্টে যাবেন এবং ম ন্তব্য রেখে আসবেন। এতে প পপরস্পরার লেখাগুলো পড়া এবং জানা হ য়।

এখন আপনি লিখলেন আর সামুতে পোষ্ট করলেন অতপর তাতে পাঠক নগণ্য দেখে গলা ফাটালেন আমার লেখা মান সম্পন্ন মান সম্পন্ন।

মনে রাখবেন আপনি অন্যের লেখালেখা পাঠ করে মতামত না জানালে আরেক জনের দায় ঠেকেনি আপনার লেখা পড়ে মতামত জানাবে।

আপনি আপনার মান সম্পন্ন লেখা নিয়ে বসে থাকেন।

২১ শে মে, ২০১৭ সকাল ১১:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হু কথা ঠিক
আপনি আমার পোস্টে আসেন নাই মনে হয়। আমিও মনে হয় যাই নাই তবে আপনার ব্লগ এ দু একবার গিয়েছি।

কথাগুলো একদম সত্য

লিখে পোস্ট করে চুপচাপ থাকি-কারো পোস্টে যাই না আবার নিজের লেখায় মন্তব্যের উত্তর দেই না। তাহলে তো লেখা মন্তব্যশূন্যই হবে।

অনেক ধন্যবাদ ভাইয়া পোস্টে আসার জন্য। আবারও আসবেন আশা রাখছি
ভাল থাকুন অনেক অনেক

২৫| ২০ শে মে, ২০১৭ রাত ৯:৩৪

ধ্রুবক আলো বলেছেন: কত শত ভাল লেখা
নির্বাচকের দৃষ্টি এড়ায়
মন্দের ভাল লেখাগুলো
নির্বাচিত পাতায় বেড়ায়!


এর জন্য বিরোধী দল দায়ী :P এছাড়া আর কাকে দায়ী করা যায়?!!

২১ শে মে, ২০১৭ সকাল ১১:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহা কথা সত্য
এজন্য বিরোধী দল দায়ী খুব সুন্দর মন্তব্য
জাজাকাল্লাহ খাইরান
ভাল থাকুন ভাইয়া :)

২৬| ২১ শে মে, ২০১৭ রাত ১২:৪৩

তপোবণ বলেছেন: আপনার লেখা আমার ভালোই লাগে। আমি লেখা পড়তে ভালবাসি, মন্তব্য খুব কম করি। তবে আজ কমেন্টস পড়ে খুব মজা পাচ্ছি।

২১ শে মে, ২০১৭ সকাল ১১:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ তপোবণ....
ভাল থাকুন সুন্দর থাকুন সবাইকে নিয়ে

নিমন্ত্রন রইল আবার আসার জন্য :)

২৭| ২১ শে মে, ২০১৭ রাত ১২:৪৪

সচেতনহ্যাপী বলেছেন: আমি প্রায় নিয়মিতই আসি।। ঘন্টা দুয়েক থাকি।। ভাললাগা দের লেখা পেলে পড়ি।। না হলে সামনে যাদের লেখাই পাই পড়ি।। তবে মন্তব্য করি/লাইক দেই নিজের ইচ্ছেতে।। যেমন এই ছড়াটিকে

২১ শে মে, ২০১৭ দুপুর ১:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার মত আমিও িএমন, সব সময় থাকা হয় না। তাই যে পোস্টগুলো সামনে আসে পড়ি। তাও বড় পোস্ট পড়ার সময় পাই না। অফিসে এসে ফাঁকে ঘুরে যাই আবার পোস্টও করি।

অনেক ধন্যবাদ আপি ভাল থাকুন :)

২৮| ২১ শে মে, ২০১৭ রাত ৩:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মন্তব্য করতে ডর লাগে গো আপা। আমি নাকি মন্তব্য ফেরি করি :((

২১ শে মে, ২০১৭ দুপুর ২:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আজব কথা। মন্তব্য ফেরি করারই তো জিনিস। সে কি বন্দি করার জিনিস নাকি। মানুষ থাকেও এসব মন্দ কথায় মন্দ কাজে

ধন্যবাদ মন্তব্যের জন্য

২৯| ২১ শে মে, ২০১৭ সকাল ৯:০২

মোস্তফা সোহেল বলেছেন: কত শত ভাল লেখা
নির্বাচকের দৃষ্টি এড়ায়
মন্দের ভাল লেখাগুলো
নির্বাচিত পাতায় বেড়ায়! এইটা জব্বর বলছেন আপু।

২১ শে মে, ২০১৭ দুপুর ২:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেকদিন ধরে আছি এই নিয়মটা দেখে আসতেছি। মনটাই খারাপ হয়ে যায় দেখলে। :(

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য :)

৩০| ২১ শে মে, ২০১৭ সকাল ১০:৩৩

নায়না নাসরিন বলেছেন: আপু আপনার কবিতা আর আপনার তোলা ছবি দুটাই পছন্দ :)

২১ শে মে, ২০১৭ দুপুর ২:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপি। অনেক ভাল থাকুন
শুভেচ্ছা সতত :)

৩১| ২১ শে মে, ২০১৭ দুপুর ১২:১৭

শামছুল ইসলাম বলেছেন: খেলাটা বন্ধ হোকঃ

"মান সম্মত লেখাগুলো
পাবে কেনো অবহেলা?
ভাল্লাগে না স্বজনপ্রীতি
সকল জায়গায় একই খেলা।"

২১ শে মে, ২০১৭ দুপুর ২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: বন্ধ হবার নয় এসব। তবুও আশাবাদী আমরা

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য :)

৩২| ২১ শে মে, ২০১৭ দুপুর ১:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্য করে করে হাত ব্যাথা করে ফেলতাম। একসময় খেয়াল করলাম তাদের অনেকেই আমার পোস্টে জিবনেও মন্তব্য করেনি।
এখন আর তাদের পুঁছি না।

২১ শে মে, ২০১৭ দুপুর ২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিন্তু আমার ভাল লাগলে আমি মন্তব্য করি। কি আর করার আছে তবে দুই একজনকে এড়িয়ে যাই। লেখা অবশ্য পড়ে যাই।

অনেক ধন্যবাদ পোস্টে আসার জন্য

৩৩| ২১ শে মে, ২০১৭ দুপুর ২:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: যেন বা আমাদের মনের কথাগুলো আপনি কাব্যের মাধ্যমে প্রকাশ করিলেন। যেনবা অনেকের চক্ষু খুলে দিলেন। ভাল থাকুন।

২১ শে মে, ২০১৭ বিকাল ৩:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুলে যাক চক্ষু সবার । সবাই হই আন্তরিক সবার প্রতি।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে
ভাল থাকুন সর্বদা

৩৪| ২১ শে মে, ২০১৭ দুপুর ২:৪৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: পুরাই বাঁশ ............... তবে ভেবে দেখার মত কথাগুলো......।

২১ শে মে, ২০১৭ বিকাল ৩:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি । সুন্দর মন্তব্য -আশাকরি অনেকেই সজাগ হবে। আবার নিরাশাও আছে যার ঠিক হবার নয় তারা কখনো ঠিক হয় না।
আল্লাহ ভরসা

ভাল থাকুন সাথেই থাকুন

৩৫| ২১ শে মে, ২০১৭ বিকাল ৫:৩৭

হিমিরা বলেছেন: দারুন! দারুন!

২২ শে মে, ২০১৭ সকাল ১১:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ হিমিরা
ভাল থাকুন অনেক অনেক :)

৩৬| ২১ শে মে, ২০১৭ বিকাল ৫:৫৫

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: “সহজ কথা যায়না বলা সহজে”

কিন্তু আপনি কবিতার ছন্দে ছন্দে বেশ সুন্দর করে সব সত্য তুলে ধরেছেন।

মান নিয়ে আমি অত ভাবিনা। মনের ভাব প্রকাশ করা বা শেয়ার করতে পারাটাই আসল।

শুভকামনা রইল।

২২ শে মে, ২০১৭ সকাল ১১:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: মানের কথা ভাবি না আমিও । মনের আনন্দে আমিও লিখি। কিন্তু দেখা যায় যে ভাল লেখায় কেউ আসে না। মানহীন লেখায় মন্তব্য বেশী তখনই মনটা খারাপ হয় এই আরকি।

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

৩৭| ২২ শে মে, ২০১৭ রাত ২:৫৮

উম্মে সায়মা বলেছেন: দুনিয়াটাই এমন আপু। আর এখানে তো আমরা দুনিয়ার সাধারণ মানুষগুলোই। তাই স্বাভাবিক চরিত্রই প্রকাশ করি। এ নিয়ে আসলেই মনে হয় দুঃখ পাওয়া উচিৎ না। এক্ষেত্রে জেন রসি ভাইয়ার সাথে সহমত। কবিতা সুন্দদর হয়েছে আপু।

২২ শে মে, ২০১৭ দুপুর ২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি একদম ঠিক

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
ভাল থাকুন সাথেই থাকুন

৩৮| ২২ শে মে, ২০১৭ সকাল ৭:১১

সাদা মনের মানুষ বলেছেন:
কত শত ভাল লেখা
নির্বাচকের দৃষ্টি এড়ায়
মন্দের ভাল লেখাগুলো
নির্বাচিত পাতায় বেড়ায়!


.........হাটে হাড়ি ভাঙ্গছো গো আপু, ভাঙ্গা হাড়িতে পা না কাটলেই হয় :D

২২ শে মে, ২০১৭ দুপুর ২:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা পা কাটলে আর কি করা যাবে।

অনেক ধন্যবাদ পোস্টে আসার জন্য ভাল থাকুন

৩৯| ২৩ শে মে, ২০১৭ দুপুর ১২:৫৪

নক্ষত্র নীড় বলেছেন: কাজী ভাই, আপনার নামের পিছে 'ছবি' আছে - আগে নাই । আপনার কথা ও কাজে মিল নাই! মিল নাই!মিল নাই!দূর অ ... এমনি বললাম।

২৩ শে মে, ২০১৭ দুপুর ১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ছবি নাই কথা ঠিক
তবে কাজে কথায় কিন্তু মিল আছে

এমন কইলে কাইন্দালাইমু কইলাম :’(

৪০| ২৩ শে মে, ২০১৭ দুপুর ১:১৭

নক্ষত্র নীড় বলেছেন: হায়, হায় ! কন্ কী? দেহি, একখান কথা দেন;তারপর যেই কথা হেই কাম,তাইলে বুঝমু । হি হি...

২৩ শে মে, ২০১৭ বিকাল ৩:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: কি কথা দিমু
বুঝতেছি না :(

৪১| ২৪ শে মে, ২০১৭ রাত ১:২৯

নক্ষত্র নীড় বলেছেন: আমি কোনো মন্তব্য করুম না।'আমি কান পেতে রই ...'

২৫ শে মে, ২০১৭ দুপুর ২:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.