নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

এই! তুমি কি বেলকনি হবে! আমার সেই পশ্চিমের?

১০ ই জুন, ২০১৭ রাত ৯:৪৫



তুমি তো জানতে আমি এক চিলতে রোদ্দুর। তোমার নিমীলন আঁখিতে ছুঁয়ে যাই নিমেষেই। জ্বালিয়ে দেই আঁখি থেকে অন্তর। তুমি মুগ্ধতায় আমায় ধারণ করতে চাও তোমার সর্বাঙ্গে। আমি রোদ্দুর -বল, আমায় কি আনা যায় হাতের মুঠোয়!! আমি তোমার চারপাশে ওড়ে বেড়াই, অলীক ধাঁধায় ফেলে দেই আর তুমি মন বাড়িয়ে অপেক্ষায় রোদ্দুর ছুঁতে। তার চেয়ে তুমি আমার পশ্চিমের বেলকনি হয়ে যাও, অবলীলায় আঁচড়ে পড়ি তোমার প্রশস্ত কোমল বুকে। বিশ্বাস যাও! আমি তোমায় জ্বালিয়ে দিব না। যেই বুকে পড়ব আঁচড়ে আমি রোদ্দুর থেকে বরফ হব। ভালবাসার শীতলতায় তোমায় পৌঁছাব অনন্ত প্রেমের স্বর্গোদ্বারে।

এই! তুমি কি বেলকনি হবে! আমার সেই পশ্চিমের
June 10, 2016

মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৭ রাত ১০:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: হা,হা,হা, আজকাল দেখি, কবিদের মনে খালি অলীক ধাঁধায় ঘুরপাক খাচ্ছে, মাঝে মাঝে ইচ্ছা করে কবি হয়ে যাই । =p~



দারুণ লিখেছেন ছবি আপা ।

১১ ই জুন, ২০১৭ সকাল ৯:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাহাহা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেলোরে

কবি হতে ইচ্ছে-ধুরু মিয়া আন্নে তো সেই বিট্রিশ আমল থেকেই কবি। আমাদের কবি শাহরিয়ার কবীর -স্যালুট কবিকে

থ্যাঙকু থ্যাঙকু

২| ১০ ই জুন, ২০১৭ রাত ১০:৪৪

এডওয়ার্ড মায়া বলেছেন: ছবিতে এইটা বেলকনি না জেলখানা বোঝতাছি না =p~ :) :-P

১১ ই জুন, ২০১৭ সকাল ৯:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালবাসার জেলখানা হাহাহাহাহা বন্দি হতে চাইলে যাও সেখানে

৩| ১১ ই জুন, ২০১৭ রাত ১:২৯

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর ছবি আপু। সে বেলকনি হতে পারলে ধন্য হবে রোদ্দুরের ছোঁয়ায়।++

১১ ই জুন, ২০১৭ সকাল ৯:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি। ভাল থাকুন সবাইকে নিয়ে

শুভেচ্ছা সতত :)

৪| ১১ ই জুন, ২০১৭ রাত ৩:০০

সচেতনহ্যাপী বলেছেন: কেমন যেন ছন্দেভরা কবিতা কবিতা গন্ধ!!!

১১ ই জুন, ২০১৭ সকাল ৯:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া ইহা একখান গদ্য কবিতা লিখছিলাম হাহাহাহা

ধন্যবাদ আপনাকে ভাল থাকুন

৫| ১১ ই জুন, ২০১৭ সকাল ৮:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: কবিতার মতই তো লাগতাছে। কবি যা বলে মনে হয় কবিতা হয়ে যায়।

১১ ই জুন, ২০১৭ সকাল ৯:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা গদ্য কবিতা। অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক

৬| ১১ ই জুন, ২০১৭ সকাল ৯:৪৭

বিজন রয় বলেছেন: হা হা হা ........... শিরোণামটি এমন যেন, কেউ এইমাত্র কাউকে বলছে।

কাব্যিক-ছান্দিক লেখা।

এই! তুমি কি বেলকনি হবে! আমার সেই পশ্চিমের
June 10, 2016

আসলেই কি এটা ২০১৬ সালের ১০ জুন লেখা??

১১ ই জুন, ২০১৭ সকাল ৯:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন:

অনেক ধন্যবাদ দাদা । িএটা ২০১৬ সালেই লেখা স্ক্রীণশট দিলাম।েএসব ফেবুতে পোস্ট করে রাখি।

৭| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৭

সিনবাদ জাহাজি বলেছেন: :)
ভালো লাগলো অনেক।
+++

১১ ই জুন, ২০১৭ রাত ৮:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ জাহাজী ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক

৮| ১১ ই জুন, ২০১৭ রাত ৯:০১

শাহরিয়ার কবীর বলেছেন: কবি হতে ইচ্ছে-ধুরু মিয়া আন্নে তো সেই বিট্রিশ আমল থেকেই কবি। আমাদের কবি শাহরিয়ার কবীর -স্যালুট কবিকে


ছবি আপার কথায় চন্দন ফুল ফুটুক । ;)

১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
বেলী ফুল পড়ুক

৯| ১৩ ই জুন, ২০১৭ রাত ৩:০০

ডঃ এম এ আলী বলেছেন: বাহ ভাল লিখেছেন ,
নেন পশ্চিমের বারান্দায় ঝুলে ঝুলে
মঝা করা রোদ্দোরকে ডাকেন :)


১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহারে এমন একখান বেলকনি থাকলে জীবনে আর কি চাই।

এটা কি আপনার বাসা?
তাহলে একদিন দাওয়াত দিয়েন কিন্তু
এখানে বসে কাব্য রচনা করব

জাজাকাল্লাহ ভাইয়া :)

১০| ১৩ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ ভালোবাসা, অনেক গভীর আপনার প্রেম।

ভালো লাগা জানিয়ে গেলাম আপু। ++++++

১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
এত খেয়াল করে আমার পোস্টগুলো আসার জন্য কৃতজ্ঞ আমি

ভাল থাকো সব সময়

১১| ১৫ ই জুন, ২০১৭ সকাল ১০:০৭

সিলেটি পোয়া বলেছেন: ভাইয়া বেলকুনি না হইয়া উপায় নাই।।

খুব ভাল হইছে

১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ আচ্ছা ভাইয়া বেলকনি হইয়ো। সামুতে তোমাকে স্বাগতম

১২| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:০৫

সামিয়া বলেছেন: ভালোলাগলো আপু

১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপি ভাল থাকো সব সময় :)

১৩| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:০৬

প্রামানিক বলেছেন: চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দাদা
ভাল থাকুন

১৪| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর।

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ ভাইয়া
ভাল থাকুন সব সময়

১৫| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫১

অপ্‌সরা বলেছেন: তোমার বেলকনি দেখেই মুগ্ধ ছিলাম এখন এম আলী ভাইয়ার বেলকনি দেখে তো মুগ্ধের উপর মুগ্ধ হয়ে গেলাম!!!!!!

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই আপি। আলী ভাইয়ার এমন ব্যালকনি পেলে তো কত কবিতা রচনা হয়ে যায় একদিনেই। এত সুন্দর মাশাআল্লাহ।

এই শহরে বসার মত ব্যালকনি নাই আপি। আমাদের বাসায় পাঁচটা বারান্দা অথচ কোনো কাজে রনা। এত চিকন গাছও লাগাতে পারি না। কি লাভ এসব বারান্দা দিয়ে কে জানে

১৬| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:০১

অপ্‌সরা বলেছেন: আমার বারান্দায় দোলনা আছে আপুনি! বারান্দা আমার সবচেয়ে প্রিয় !!!!!!

যত কষ্ট হোক দোলনায় বসে ভোরের সকাল না দেখলে আমার দিনই শুরু হয় না......

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: লোভ তো লাগায় দিলা। এখন দাওয়াত দাও । সত্যি সত্যি একদিন চলে আসব সেই দোলনায় চড়ার জন্য হাহাহা। অহতো তুমি তো আবার রহস্যময়ী :( দাওয়াত দিবা না :( :’(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.