নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

ভাল থাকুক সব বাবা’রা...........

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:৪৭



©কাজী ফাতেমা ছবি
#বাবা_দিবস

মাথার উপর শান্তির ছায়া
বাবা যে দাঁড়িয়ে
বুকে নিতে সুখের তরে
আছেন হাত বাড়িয়ে।

বাবার কথা মনে হলে
মন চলে যায় গায়ে
ইচ্ছে লাগে সারাটি ক্ষণ
থাকি বাবার ছায়ে।

মেয়ে আমি হলাম বলে
বাবা থেকে দূরে
দেখি নাকো মুখটি বাবার
আলো ফোটা ভোরে।

বিনা তারের টেলিফোনে
বাবার কণ্ঠ শুনি
করবো দেখা কতদিন পর
সময় কেবল গুনি।

বাবার আমার বয়স হইছে
পারেন না আর আসতে
পারেন না আর মেয়ের সাথে
একটু সুখে ভাসতে।

বাবা আমার ভাল থাকুক
দোয়া করি নিত্য
সবার সুখের ছোঁয়ায় বাবার
ভাল থাকুক চিত্ত।



২।
শিক্ষার শুরু আব্বা আমার
শিখছি জীবন ধরে
বাবার কথা স্মরণে হলে
সুখের অশ্রু ঝরে।

বন্ধু ছিলেন আব্বা মোদের
সবার সাথে সখ্য
বাড়বে মোদের জ্ঞানের সীমা
সেই ছিল তার লক্ষ্য।

মুক্তিযোদ্ধা আব্বা আমার
গর্বে ফুলে বুকটা
শান্তি লাগে দেখলে একটু
আমার আব্বার মুখটা।

ভালবাসি আব্বা আপনায়
ভাল রাখুন আল্লা’য়
পাপের খাতা শূন্য করে
নেকি ভরুন পাল্লায়।

ওগো মাবুদ প্রার্থনাতে
মনে মনে বলি
ভাল মানুষ হতে যেনো
তার আদর্শে চলি।

৩।
ভাল থাকুক সবার বাবা
সুস্থ নিরাপদে
হাল ধরো বয়সী বাবার
থেকো সব বিপদে।

বাবা হলেন একটি ঘরের
একটি বটবৃক্ষ
ভেবে দেখো মনে মনে
ব্যাপারটি খুব সুক্ষ!

বাবা ছাড়া ভাবা যায় কি
পরিবারের কথা
না থাকলে বাবা কারো তার
মনে অথৈ ব্যথা!

বাবা থাকতে করো সেবা
না থাকলে পাও কষ্ট
বাবা যখন পাশে তোমার
পথ ধরো ক্যান ভ্রষ্ট।

বাবার হাতে ধরে তুমি
শিখেছিলে হাঁটা
বুড়ো বাবার কাছে বসে
টিপে দাও না পা’টা।

একটু সেবায় খুশি বাবা
মুখের দিকে তাকাও
বেশী কথা বললে কেনো
চোখটা তবে পাকা?

তুমিও তো হবে বাবা
বুঝলে তরুণ বালক
বাবা যদি না থাকেন তো
তুমি ছেঁড়া পালক।

উপহারের বাক্স এনে
বাবার হাতে দিয়ো
বাবার খুশি তোমার খুশি
ভাগটা করে নিয়ো।

ছোটবেলা বাবা ছিলো
তোমার ধরার লাঠি
বাবা ছিলো ব্যাংক তোমার
আর যে সুখের ঘাঁটি।

বাবার লাঠি হয়ো পুরুষ
বৃদ্ধ যখন বাবা
না থাকলে যে বাবা তোমার
হতে বোকা হাবা।

বাবা তোমার জ্ঞানের মাস্টার
শিখলে জীবন ধরে
তবে কেনো বাবা পাঠাও
বৃদ্ধাশ্রমের ঘরে?



মন্তব্য ৫২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৭

ওমেরা বলেছেন: আপু আগে ফাষ্ট হই

১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা আপি ফার্স্ট হইছেন । কি দেয়া যায় আপনাকে চিন্তা করতে হবে



অনেক ভালবাসা আপি



২| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৯

ধ্রুবক আলো বলেছেন: আপনার বাবা একজন মুক্তিযোদ্ধা, জাতির গর্ব, আপনার বাবার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।

১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক :)

৩| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:০১

আমি চির-দুরন্ত বলেছেন: আপনার আমার সকলের বাবা সুখী থাকুক চিরদিন।

বাবা আমার ভাল থাকুক
দোয়া করি নিত্য
সবার সুখের ছোঁয়ায় বাবার
ভাল থাকুক চিত্ত।

১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক

শুভেচ্ছাসতত

৪| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ উপহার দিলেন বাবা দিবসে। কৃতজ্ঞতা আপু, কবিতা পড়ে মুগ্ধতা নিয়ে ফিরছি।
প্রিয়তে থাকুন অনন্তকাল।

১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া
অনেক ভাল থেকো

শুভেচ্ছা আর ভালবাসা রইল অনেক অনেক

৫| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:০৩

নাগরিক কবি বলেছেন: বাবা, ভালবাসার একটি নাম!!!! ভালবাসি ভালবাসবো।

১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আর মেয়েরা বাবাদের কাছে খুব ভালবাসার জিনিস

বাবারা মেয়েদেরকে বেশী ভালবাসে তাই না হাহাহাহ

৬| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:০৪

ওমেরা বলেছেন: অনেক ভাল লাগল কবিতা । আমার ছোট বেলায় বেশীর ভাগ সময় বাবার সাথে কাটত কিন্ত খুব বেশীদিন বাবার সাথে থাকতে পারি নাই বিদেশ চলে আসার কারনে । এখনও সেই সময়গুলো খুব মনে পড়ে ।

অনেক ধন্যবাদ আপু ।

১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আর আমাদের ছোটবেলায় আব্বা বিদেশ বিদেশই কাটালেন -ছোটবেলা খুব কম কাছে পেয়েছি

যতটুকু পেয়েছি বন্ধুর মত পেয়েছি আমার বাবাকে।
আপনাকেও ধন্যবাদ আপি

৭| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:০৬

মোস্তফা সোহেল বলেছেন: বাবাকে নিয়ে কবিতা খুব সুন্দর হয়েছে আপু। সব বাবারা ভাল থাকুক।

১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

আমিন
ভাল থাকুক সব বাবারা

৮| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:১২

এডওয়ার্ড মায়া বলেছেন: ভাল থাকুক সব বাবারা :)

১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম ভাল থাকুক সব বাবারা

সাথে ভবিষ্যত বাবারাও হাহাহা

৯| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:২০

তানুন ইসলাম বলেছেন: বাবা হওয়াটা খুব সহজ,কিন্তু সন্তানের কাছে আদর্শবান বাবা হওয়াটা খুব কঠিন,

১৮ ই জুন, ২০১৭ রাত ৯:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হতে পারে ক্ষেত্র বিশেষে । পরিবেশ পরিস্থিতি মানুষকে কোণঠাসা করে রাখে অনেক সময়। তবুও সন্তানের কাছে বাবা আদর্শই হয় সব সময়।

ধন্যবাদ তানুন ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক

১০| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:২৭

আমি চির-দুরন্ত বলেছেন: তানুন ইসলাম বলেছেন: বাবা হওয়াটা খুব সহজ,কিন্তু সন্তানের কাছে আদর্শবান বাবা হওয়াটা খুব কঠিন,

তবে মনে হয় কোনো বাবাই নেই যে তার সন্তানদের কাছে আদর্শ নয়।

১৮ ই জুন, ২০১৭ রাত ৯:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিছু ক্ষেত্রে অন্যরকমও হতে পারে । তবে খুব কম এর সংখ্যা

ধন্যবাদ ভাইয়া আপনাকে আবার আসার জন্য
ভাল থাকুন সবাইকে নিয়ে

১১| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৬

এডওয়ার্ড মায়া বলেছেন:

১৮ ই জুন, ২০১৭ রাত ৯:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হেইয়া আবার কি
কুত্তা না মুরগী বুঝবার পারি না হাহাহা

১২| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: পিতৃ দিবসের শুভেচ্ছা রইলো ।

১৮ ই জুন, ২০১৭ রাত ৯:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আর সশ্রদ্ধ সালাম
সব বাবা ভাল থাকুন

ধন্যবাদ ভাইয়া :)

১৩| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:২০

গেম চেঞ্জার বলেছেন: পৃথিবীর সব বাবার জন্য ভালবাসা!

১৮ ই জুন, ২০১৭ রাত ৯:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম বাবাদের জন্য ভালবাসা
বাবারা সুস্থ আর নিরাপদে থাকুক

ধন্যবাদ ভাইয়া :)

১৪| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:২১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভালো থাকুক সব বাবা সন্তানের ভালবাসায়! কবিতায় ভাললাগা!

১৮ ই জুন, ২০১৭ রাত ৯:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল থাকুক বাবার সন্তানদের ভালবাসা নিয়ে

জাজাকাল্লাহ খাইরান আপি
ভাল থাকুন অনেক অনেক

১৫| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:১০

উম্মে সায়মা বলেছেন: পৃথিবীর সব বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা।

১৮ ই জুন, ২০১৭ রাত ৯:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাবা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর ভালবাসা বাবাদের জন্য

ধন্যবাদ আপি
ভাল থাকুন অনেক অনেক

১৬| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:২০

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: বাবাকে নিয়ে খুব সুন্দর কবিতা।

ভাল থাকুক সবার বাবা
সুস্থ নিরাপদে


সকল বাবার জন্য শুভকামনা।

১৮ ই জুন, ২০১৭ রাত ৯:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মনির ভাইয়া। ভাল থাকুন

সব বাবারা ভাল থাকুক সুন্দর থাকুক এই কামনা আর দোয়া

১৭| ১৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দীর্ঘ কিন্তু বাবাকে নিয়ে অনেক সুন্দর কবিতা।

১৮ ই জুন, ২০১৭ রাত ৯:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সত্যের ছায়া ভাইয়া

বাবা দিবসের শুভেচ্ছা আর ভালবাসা বাবাদের জন্য

১৮| ১৮ ই জুন, ২০১৭ রাত ৮:৪২

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি ,




ভাল থাকুক সব বাবা’রা........... তাঁদের মুখের হাসি যেন ফুরিয়ে না যায় কোনদিন ।

১৮ ই জুন, ২০১৭ রাত ৯:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন- কেউ যেনো বৃদ্ধাশ্রমের বাসিন্দা না হয় সেদিকও বিবেচনা করা উচিত আমাদের

ধন্যবাদ জি এস ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক :)

১৯| ১৮ ই জুন, ২০১৭ রাত ৮:৫২

সুমন কর বলেছেন: প্রতিটি সুন্দর হয়েছে। +।

১৮ ই জুন, ২০১৭ রাত ৯:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সুমন দা
ভাল থাকুন
ভাল বাবা হউন

আপনার মেয়েকেও অনেক ভালবাসা

২০| ১৮ ই জুন, ২০১৭ রাত ৯:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাবা দিবসের চমৎকার আয়োজন।
পৃথিবীর সব বাবারা সুখে থাকুন।

১৯ শে জুন, ২০১৭ সকাল ৯:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ ভাইয়া

আমিন

ভাল থাকুন আপনি বাবাও

২১| ১৮ ই জুন, ২০১৭ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: আমার বাবা খুব দুষ্ট। টাকা চাইলে দেয় না।

১৯ শে জুন, ২০১৭ সকাল ১০:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা বাবারা দুষ্ট হয় না কখনো

টাকা আপথে খরচ করবেন তাই দেয় না হাহাহ

ধন্যবাদ রাজীব ভাইয়া ভাল থাকুন

২২| ১৯ শে জুন, ২০১৭ রাত ১২:৩৯

ডঃ এম এ আলী বলেছেন:
সুন্দর হয়েছে বাবাকে নিয়ে কবিতা

মেয়ে আমি হলাম বলে
বাবা থেকে দূরে
দেখি নাকো মুখটি বাবার
আলো ফোটা ভোরে।


যার বাবা নেই এই দুনিয়াতে
তার কথাটি কেও কি দেখেছে ভেবে
বাবাকে সেও বুকে রাখছে ধরে চেপে ।

কবি ও বাবার প্রতি অনেক শুভেচ্ছা রইল ।

১৯ শে জুন, ২০১৭ সকাল ১০:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা যাদের বাবা নেই তাদের কষ্টটাও বুঝি ভাইয়া
আল্লাহ তাদের বাবাকে বেহেশত নসীব করুন।

অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন

২৩| ১৯ শে জুন, ২০১৭ রাত ১:০২

দ্যা ফয়েজ ভাই বলেছেন: বাবা দিবসের কবিতা ভালো লাগলো।ভালো থাকুক,সকল বাবারা এপারের অথবা ওপারের। :)

১৯ শে জুন, ২০১৭ সকাল ১০:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ ফয়েজ ভাইয়া

ভাল থাকুক সবার বাবা সুস্থ আর নিরাপদে

শুভেচ্ছা আর ভালবাসা রইল পিচ্চিভাইয়া :)

২৪| ১৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩০

তৌফিক বলেছেন: কবিতার ছন্দে বাবার স্মৃতিতে ভাসলাম বেশ কিছু সময় ধরে। অনেক ভাল লাগলো। বাবা ও আপনার জন্য দোয়া ও শুভকামনা রইলো।

১৯ শে জুন, ২০১৭ দুপুর ২:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

আপনার বাবাও ভাল থাকুন
সবার বাবা ভাল থাকুন

ভাল থাকুন আপনিও

২৫| ১৯ শে জুন, ২০১৭ দুপুর ১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: বাবা দিবসের বাবার জন্য শুভকামনা ।

১৯ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

ভাল থাকুন, আপনি বাবাটাও

২৬| ১৯ শে জুন, ২০১৭ দুপুর ১:৪৪

জাহিদ অনিক বলেছেন: বাহ । বেশ ভাল লাগা কবিতায় , শুভেচ্ছা বাবা দিবসের

১৯ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অনিক ভাইয়া
অনেক ভাল থাকুন সবাইকে নিয়ে
শুভেচ্ছা সতত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.