নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
বুবু আমার অভিমানী-মুছে দিলো সুখের ছন্দ
আচম্বিতে মনে লাগল-জানি নাকো কিসের দ্বন্দ্ব।
কত কথা লিখা ছিলো- সামু ব্লগের পাতায় পাতায়
পাতাগুলো শূন্য দেখে-মন’টা কষ্টে বড্ড ছাতায়।
গল্প স্বল্প আড্ডাবাজি-কাব্য ছড়া ইসলাম কথন
ছিলো সবই সারি সারি- রেখেছে বু করে যতন।
লেখা পড়ে আনন্দেতে-দিয়েছি যে উত্তর সেথায়
কাব্য গেলো সব হারিয়ে -বুক’টা তাইতো পুড়ে ব্যথায়।
মুছে দিলো লেখা বুবু-মনে বুঝি অথৈ কষ্ট
জানি নাকো মন’টা বুবুর- করলো কে-যে এমন নষ্ট।
কার ক্ষতি’টা করলো বুবু - এখান’টাতে বলো দেখি
বুবু আমার প্রাণোবন্ত- আড্ডা গল্প নয়কো মেকি!
কাব্যগুলো পড়লে বুবুর-প্রেমের ঊর্মি উঠতো বুকে
শব্দে শব্দে ভালবাসা-আহা পড়লে কাটত সুখে।
সবই যে আজ স্মৃতি হলো-অভিমানে ধূয়ে নিলো
এত কথার কাব্যগুলো-বুবু আমার মুছে দিলো।
বুবুর ব্লগ’টা শূন্য দেখে-বুকের ভিতর মুচড়ে উঠে
লেখালেখির এই জগতে-এসে গেলো মন’টা টুটে।
ও বুবু যাওনাগো বলে-কেনো হলে অভিমানী
ভালবাসি বুবু তোমায়-নইকো আমি কবি জ্ঞানী।
কাল রাতে রাবেয়া বুবু একটা পোস্ট দিয়েছিলো। কবিতার লাইন -অন্য কবিতাতে ঢুকে পড়ার কাহিনী। যাই হোক মৌমুমু আপি সরিও বলেছিলো। কিন্তু আজ সকালে এসে দেখি রাবেয়া বুর ব্লগ শূন্য । মনটাই খারাপ হয়ে গেলো। এখানে সবাই আনন্দ পেতে আসি। আড্ডা দেই । কত জনের সাথেই তো আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছে। সবাই সবার পরিচিতি আপনজন। এখানে লিখে যেমন আনন্দ পাই-গল্প কবিতা আড্ডা দিতেও আনন্দ পাই। যদিও ব্লগে সময় কম দেই তবুও বলতে গেলে অনেকটা সময়ই ব্লগে কাটাই। কেনো কাটাই-ভাল লাগে বলেই তো কাটাই। কিন্তু এখানে তো আর সবার মনমানসিকতা সমান না। তবে একটা কথা না বললেই নয়- সামু ব্লগে লেখা পোস্ট করার সাথেই সাথেই প্রিয় লেখাগুলো চুরি হয়ে যায় । নিজের লেখা অন্যের নামে দেখলে খুব কষ্ট লাগে সত্যিই । যদিও অনেকে বলেন আরে লেখা চুরি যাক কিন্তু মেধা তো আর চুরি যায় না । এটা আমি মানতে পারি না আমার কস্ট লাগে কারণ একটা লেখা লেখতে অনেক সময় আর মেধার অপচয় হয়। এমন ব্যস্ত জীবনে নিজেকে ভাল রাখার জন্য অনেকেই লিখে যাচ্ছেন অথচ এই লেখা অন্যজন নিজের নামে চালিয়ে বাহবা কুড়াচ্ছে দেদারসে। যখন লেখার প্রশংসা করে তখন সেই চোর তাকে ধন্যবাদ দেয় তখন শরীরটা জ্বলে যায়। তবুও তো কিছু করার নেই। তবে লেখা চোরদের কিছু বলা উচিত। দেখা যায় অনেক ক্ষেত্রে অনেকেই ঠিক হয়ে যায় । ভুল স্বীকার করে এবং নিজে লিখতে চেস্টা করে। এটাও কিন্তু কম পাওয়া নয়। আমি এমন অনেককে বদলে দিয়েছি।
রাবেয়া বুর ব্লগ শূন্য দেখতেই খারাপ লাগছে। আসুন সবাই আন্তরিকতার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে ব্লগিং করি। এখানে কারো কেউ প্রতিদ্বন্দ্বী নই আমরা। জীবনটা বড় ব্যস্ত। মানুষ যন্ত্র হয়ে যাচ্ছে। এই ব্লগের কারণে যদি আমরা কিছুটা সময় আড্ডাবাজি করে আনন্দ নেই তাতে ক্ষতিই বা কি। আশাকরি রাবেয়া বু ফিরে আসবে তার লেখা নিয়ে আবারও। ব্লগ ছেড়ে যেয়ো না বুবু।
২৪ শে জুন, ২০১৭ রাত ৮:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: মৌ আপুও চলে গেছে নাকি । জানি নাতো । আশ্চয্র্য কি হলো বুঝলাম না কিছু ধ্যত
ফিরে আসুক সবাই ।
ধন্যবাদ ভাইয়অ
২| ২৪ শে জুন, ২০১৭ দুপুর ২:৫০
ঋতো আহমেদ বলেছেন: পুরো ব্যাপারটা দুঃখজনক। আরও দুঃখজনক হলো কাটপেষ্ট/জোড়াতালির কবিতায় আমাদের নির্বিচারে উচ্ছসিত প্রসংশাসুলভ মন্তব্য। রাবেয়া রাহীম ফিরে আসুন এই কামনা করছি।
২৪ শে জুন, ২০১৭ রাত ৮:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই দু:খ জনক ঘটনা এটা। অবশ্য কাল বাকি মন্তব্যগুলো আমি পড়িনি আর জানিও না বুবু কেনো এমনভাবে চলে গেলেন
আশা করি ফিরে আসবেন আবার আমাদের মাঝে
৩| ২৪ শে জুন, ২০১৭ দুপুর ২:৫৯
রায়হানুল এফ রাজ বলেছেন: ব্যাপারটা দুঃখজনক। আপু ফিরে আসুন আমাদের মাঝে।
২৪ শে জুন, ২০১৭ রাত ৯:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম দু:খ জনক । সবাই চাইছি বুবু ফিরে আসুন আমাদের মাঝে। মাল্টি নিকের কথা কষ্ট পাওয়া বোকামীও হবে ।
ধন্যবাদ ভাইয়া আপনাকে
৪| ২৪ শে জুন, ২০১৭ বিকাল ৫:১৬
অর্ক বলেছেন: ব্যাপারটা দুঃখজনক! আপনার কবিতা ভাল হয়েছে ছবি আপু, আন্তরিকতায় ভরা।
২৪ শে জুন, ২০১৭ রাত ৯:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ অর্ক ভাইয়া ভাল থাকুন।
আমি ভাবছিলাম রাবেয়া বু চলে গেছে
দু:খ জনক হলেও সত্য মুমু আপিও রাগ করে পোস্ট মুছে দিছে।
মনটা আবারও খারাপ হলো
৫| ২৪ শে জুন, ২০১৭ বিকাল ৫:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন: দুই বুবু মান-অভিমান ভুলে ব্লগে আসুক ফিরে!!
২৪ শে জুন, ২০১৭ রাত ৯:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও সেটাই চাই দুই বুবু ফিরে আসুক ব্লগে
েঈদ মোবারক ভাইয়া
৬| ২৪ শে জুন, ২০১৭ বিকাল ৫:৪৫
শাহরিয়ার কবীর বলেছেন: দুজনকে এবার সই (বন্ধু) পাতিয়ে দিব, কি বলেন??
২৪ শে জুন, ২০১৭ রাত ৯:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ আসলেই । বুবুরা ফিরে আসুক ঘটা করে সই পাতিয়ে দিবোক্ষণ
৭| ২৪ শে জুন, ২০১৭ বিকাল ৫:৪৮
ধ্রুবক আলো বলেছেন: @শাহরিয়ার কবীর একমত পোষণ করলাম।
২৪ শে জুন, ২০১৭ রাত ৯:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও একমত পোষণ করলাম ভাইয়া ।
৮| ২৪ শে জুন, ২০১৭ বিকাল ৫:৫০
শাহরিয়ার কবীর বলেছেন: বাবেয়া আপু ও ব্লগার মৌমূমু আপনারা ব্লগে ফিরে আসুন।।
আমরা সকল ব্লগার আপনাদের দুজনে অপেক্ষায় রইলাম।।
২৪ শে জুন, ২০১৭ রাত ১০:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অপেক্ষায় রইলাম দুই বুবু ফিরে আসুন
হুদাই এমন করে চলে যাওয়ার মানে হয় না।
৯| ২৪ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১২
সেলিম আনোয়ার বলেছেন: দুজনেই সমহিমায় ফিরে আসুক ।
২৫ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অভিমান ধূলায় মিশে যাক
আপুরা ফিরে আসুক এই কামনাই করছি
১০| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:০৬
শায়মা বলেছেন: ভাবছিলাম !
এতটুকুতেই এত অভিমান!
আমাকে দেখেও শিখলে না!
এইসব অভিমানের মানেই নেই। রাবেয়া আপু যে ব্যাপারটাতে বেশি কষ্ট পেয়েছে তা এক মালটি নিকের আজে বাজে কথা বা অপবাদ। মালটি নিক যখন কাউকে কোনো বাজে কথা বলে, তখন তার মূল্য একটা নর্দমার কীটের চাইতেও কম হয়। এইসব কীটেদের দিকে ফিরেও চাইবার সময় নেই।
কয়েকদিন যাবৎ ব্লগে কিছু ক্লোন কীট( অরূপ তোমার বাণী, অধীর হাওয়া, আগুনের পরশমনি, অগ্নিবীনা বাজাও তুমি, গোলাপী পরী, হিরো বস, তালহা রুদ্র ইত্যাদি ইত্যাদি এবং ইত্যাদি) দেখা যাাচ্ছে যারা নিজেদের পরিচয় নিজেরাই দিচ্ছে আর তা হলো অন্যকে কপি করে আত্মসুখ পাওয়া। একের পর এক নিকের ব্যান হবার পরেও তারা অক্লান্ত পরিশ্রমে তাদের কর্মকান্ড অব্যাহত রাখছে। কিছুদিন আগে ছিলো হাগু ফ্লাডিং। এমনকি আমার ব্লগে পর্ন পিকচার ফ্লাড পর্যন্ত করেও তারা তাদের অসুস্থ্য মানষিকতার পরিচয় দিয়েছে। ভাবছে নিজেরা খুব চালাক কেউ বুঝি কিছুই বুঝতে পারছে না। অথচ সেসব গুটিকয় নিক তাদের এই ফালতু ছাগলামী পাগলামী দিয়ে কোনো কিছু জয় করা তো দূরে থাক, পরাজয়কেও হার মানাতে পারবেনা।
আপুকে বলবো কাল যে প্রিন্স কি যেন এক নিক আপুকে আজে বাজে বলেছে তার কথায় যদি ব্লগ ছেড়ে চলে যেতে হয় তাহলে শুধু ভুল না বোকামী হবে।
২৫ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু তোমার সাথে আমি একমত। িআসলে কাল এই মন্তব্যগুলো আমি দেখিনি । সকালে উঠে যখন আপুকে খুঁজে পাই নি তখন খুব কষ্ট লাগল
১১| ২৪ শে জুন, ২০১৭ রাত ৯:০০
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি ,
সুন্দর একটি মনেভাব নিয়ে বলেছেন ---- আসুন সবাই আন্তরিকতার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে ব্লগিং করি।
আমাদের সবারই এটুকু মনে থাকলেই ভালো লাগবে ।
২৫ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া । ভাল থাকুন
ঈদ মোবারক
১২| ২৪ শে জুন, ২০১৭ রাত ৯:২৯
মনিরুজ্জামান স্বপন বলেছেন: আন্তরিকতার বিকল্প নেই। আসুন সবাই আন্তরিক হই।
২৫ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম একমত
চলুন আন্তরিক হই ব্লগিং য়ে
ভাল থাকুনসবাই
১৩| ২৪ শে জুন, ২০১৭ রাত ৯:৩০
অর্ক বলেছেন:
একজন, দুজন বা দশজন ব্লগের শেষ কথা নয়, আরও সহস্র সহ ব্লগার আছে, যারা আপনার মতো সমমনা। বিরাট সংখ্যক ব্লগার সত্য ও ন্যায়ের পথেই আছে। ফিরে আসুন, আবার সরব হোন ব্লগে।
ছবি আপু মাল্টি নয়, উনি আসলে আহত হয়েছেন অনেকের সত্যমিথ্যা যাচাই না করে অপর ব্লগারকে ঢালাও সমর্থন দেয়ার প্রবণতা দেখে! উনি আপনাদের কাছ থেকে তেমন সাপোর্ট পাননি। মাল্টির দোষ দেয়া একেবারে ভুল হবে।
আমি নিজেও এই ব্লগ প্রায় ছেড়ে দিয়েছি। শুধু কবিতা লিখছি, লিখবো আর খুব প্রিয় দুয়েকজন ব্লগারের লেখায় মন্তব্য করবো। আর কোনও ব্যাপারে নাই! হা হা।
উনি স্বনামে আর মনে হয় ফিরবেন না।
উভয়ের জন্যই শুভকামনা।
২৫ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: এসব কারণে অনেকেই ব্লগ ছেড়ে দিচ্ছে খুবই দু:খজনক ব্যাপার
ছেড়ে দিয়ে লাভটাই বা কি। মেধাবীরা চলে গেলে তো আলতু ফালতু লোকেরা ব্লগ দখন করে নিবে।
আশাকরি আপুরা ফিরে আসবেন আবার । ব্লগ আনন্দে সরব হবে
ঈদ মোবারক ভাইয়া
১৪| ২৪ শে জুন, ২০১৭ রাত ৯:৩৮
বিজন রয় বলেছেন: সবাই কি আর শায়মা হতে পারে !!!
যাক, যে যায় সে যাক।
২৫ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা বিজন দা একদম ঠিক বলেছেন
সবাই শায়মা পি হতে পারে না । তবে চাই আপুরা ফিরে আসুক
১৫| ২৪ শে জুন, ২০১৭ রাত ১১:২৯
নাদিম আহসান তুহিন বলেছেন: সামুতে এসব কী হচ্ছে???
২৫ শে জুন, ২০১৭ রাত ৯:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: েএটাই তো বুঝতে পারছি না ভাইয়া
কতগুলো আগাছা সামুতে মাল্টি নিক নিয়ে আসতেছে অবিরত
ঈদ মোবারক
১৬| ২৫ শে জুন, ২০১৭ রাত ১২:৫২
ভ্রমরের ডানা বলেছেন:
ব্লগে হচ্ছেটা কি?
২৫ শে জুন, ২০১৭ রাত ৯:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই আপি । কেনো জানি প্রায়ই এমন হচ্ছে এখন ব্লগে
কেউ কাউরে বুঝে না । ভুল বুঝাবুঝি আর মাল্টি নিক কি যে একটা পরিস্থিতি এখানে
েঈদ মোবারক আপি
১৭| ২৫ শে জুন, ২০১৭ রাত ১:৩১
উম্মে সায়মা বলেছেন: কি থেকে কি হয়ে গেল। দুজন আবার ফিরে আসুক।
২৫ শে জুন, ২০১৭ রাত ৯:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সবাই চাইছি ফিরে আসুক আপুরা
ঈদ মোবারক আপি
১৮| ২৫ শে জুন, ২০১৭ রাত ১:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ হয়েছে আপু +++++
২৫ শে জুন, ২০১৭ রাত ৯:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া । ঈদ মোবারক
১৯| ২৫ শে জুন, ২০১৭ রাত ২:৫৩
শূন্য-০ বলেছেন: অসাধারণ, খুব সুন্দর
২৫ শে জুন, ২০১৭ রাত ৯:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবা আপনাকে
ভাল থাকুন
ঈদ মোবারক
২০| ২৫ শে জুন, ২০১৭ রাত ৩:১৫
তোমার জন্য মিনতি বলেছেন: দারুণ লিখেছেন, শুভকামনা রইল।
২৮ শে জুন, ২০১৭ দুপুর ২:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে
ভাল থাকুন
২১| ২৫ শে জুন, ২০১৭ ভোর ৪:০৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সহমতে-সনেট
কাল্পনিক ভালবাসা
কাল্পনিক ভালবাসা কল্পনাতে ধুপ
কাঠি জ্বালে। ধোঁয়া উড়ে,যায় উড়ে ঘ্রাণে
মশকের দল সব, রনে ভঙ্গ দিয়ে
গৃহ ছেড়ে নিরিবিলি, আহা কত সুখ!
মিলাদেতে ব্যবহৃত আকরের বাতি
হিন্দু বাক্যে ধুপ কাঠি, কাজ কিন্তু এক,
গুনগত দিক থেকে; মনে শান্তিে আসে।
কল্পনায় নেই যার বাস্তবতা কোন।
কেন বলি ওহে ভদ্র মহাশয় মডু
দেখে যান ব্লগ পাড়া, পতঙ্গের দলে
ভন ভন করে কত ব্লগারের কানে।
বিরক্তিতে নিরিহরা ব্লগ ছেড়ে দ্রুত
চলে যায় অভিমানে, নাহি ফিরে আর।
বলি তাই সুরাহার পদক্ষেপ চাই।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ নেই
# মাত্রা বর্ণঃ চার চার চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট
বিঃদ্রঃ
এটি আমার চলমান পোষ্ট
০৫ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সনেট ভাল হয়েছে
২২| ২৫ শে জুন, ২০১৭ ভোর ৬:৪৩
সোহানী বলেছেন: খুবই দু:খজনক। অন্যের লিখা চুরি করে কি লেখক হওয়া যায়? খুব আশ্চর্য্য লাগে, ক'দিন এভাবে চুরি করে দিন পার করবে??
আর রাবেয়া রাগ করে চলে যাওয়াটা ও মেনে নেয়া যায় না। আমার লিখা অনেক চুরি হয়েছে, লাখ খানেক লাইক ও দেখলাম পেয়েছে একটা লিখায়। অভিযোগ করার পর ও ঢাকা অনলাইন পোস্টা সরিয়ে নেয়নি। তাই বলে লেখা ছেড়ে দেইনি কখনো... কুকুর কামড়ালে কি আমি কুকুরকে কামড়াবো!!!!!
কেউ যেন না চলে যায় এ অনাত্বীয়ের বন্ধন থেকে.... ভালো থাকুন।
০৫ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সেটাই আপি। কিন্তু চুরি করে লেখক না হলেও সেলিব্রেটি হওয়া যায়।
রাবেয়া বু চলে আসুক সেটাই চাই।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
২৩| ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
অভিমান ভুলে ঈদ আনন্দে মেতে উঠুন আপু।ঈদ আনন্দে ভরে উঠুক আপনার আগামী দিনগুলো। শুভ প্রত্যাশায়
ঈদ মোবারক। ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা রইল প্রিয় কবি আপু।
২৫ শে জুন, ২০১৭ রাত ৯:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ মোবারক ভাইয়া
সব অভিমান ভুলে সবাই মেতে উঠকু ঈদ আনন্দে
২৪| ২৫ শে জুন, ২০১৭ রাত ১০:৩০
ডঃ এম এ আলী বলেছেন: লেখাটিতে ফুটে উঠেছে অনেক কথা ।
মন্তব্যের কথামালে যা জানা গেল তাতে মর্মাহত
কামনা করি এই ঈদে সকলের জীবন হোক আনন্দময়
পরিবারের সকলের জন্য রইল ঈদ শুভেচ্ছা ।
২৫| ২৫ শে জুন, ২০১৭ রাত ১০:৪০
দীপঙ্কর বেরা বলেছেন: দারুণ লেখা
ভাল আছেন
২৭ শে জুন, ২০১৭ রাত ৯:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ ভাল আছি দাদা
ধন্যবাদ আপনি কেমন আছেন
২৬| ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:৫২
অর্ক বলেছেন: পোস্টটা দুঃখজনক ও দুর্ভাগ্যজনকও বটে! সরব দুজন ব্লগার ব্লগ চলে গেছেন। এরকম একটি করুণ লেখায় নিজের লেখা প্রচার না করলেই কি নয়!
অমন একজন পরিণত বয়সের মানুষের কাছে এ ধরণের নাবালকসুলভ আচরণ আশা করি না!
অনেক বিষয় নিজের বুদ্ধিমত্তা দিয়ে বুঝে নিতে হয়!
২৮ শে জুন, ২০১৭ দুপুর ২:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সেটা বড় কথা নয়। নিজের লেখা অন্যের পোস্টে দেখলে স্বাভাবিক সবারি খারাপ লাগবে।
কিন্তু এ নিয়ে পক্ষপাতিত্ব হয়েছে শুনলাম বিষয়টি খুবই দু:খ জনক
তবু ও আশা রাখি উনারা ফিরে আসবেন আমাদের মাঝে
২৭| ২৮ শে জুন, ২০১৭ রাত ৯:০৩
অর্ক বলেছেন: আমি আপনার পোস্টের মন্তব্যে একজনের সনেট প্রচারের কথা বলেছি!
০৫ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সরি ভাইয়া-এখন বুঝেছি
২৮| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৬
রাবেয়া রাহীম বলেছেন: ও ছবি আজকে অনেক খুশির দিন আমার জন্য। আমার ছেলে মককা শরিফ থেকে ঈদের পরদিন বাংলাদেশ গেলো , আমার আম্মা মেয়ে পছন্দ করে রাখছিলো সেই মেয়ের সাথে আজকে আকদ হয়েছে। আমি যেতে পারলাম না ইনশাআল্লাহ জানুয়ারিতে বউ উঠাতে বাংলাদেশ যাবো । তুমি তো বিয়েতে অবশ্যই আসবে। ছয় মাস আগেই দাওয়াত দিলাম।
এমন অন্তর দিয়ে যদি বেঁধে রাখো কেমন ছুটি বলো।
তোমার এই লেখা ৪১০০ বার পঠিত।!!!!!
ও ছবি এতো লোকের ভালোবাসা পাওয়া সৌভাগ্য !
০৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: বুবু এবার দেশে আসো খালি-তোমার সাথে সারাদিন থাকবো একদিন
মন্তব্যের উত্তর পরে এসে দিবো। ইনশাআল্লাহ
এখন খুব ভাল লাগতেছে উফ
২৯| ০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৪
খায়রুল আহসান বলেছেন: একজন সহব্লগারের প্রতি আপনার এই সৌহার্দ্য সহমর্মিতা আমাকে মুগ্ধ করলো। আপনাকে এবং এখানে মন্তব্যে যে সব ব্লগার ভাইবোন চলে যাওয়া দু'জন ব্লগারকে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
সুখের কথা, বিষয়টির শান্তিপূর্ণ সমাধান ইতোমধ্যে হয়ে গেছে এবং ব্লগ ত্যাগের ঘোষণা দেওয়া উভয় ব্লগারই ইতোমধ্যে ফিরেও এসেছেন। তাদেরকে অভিনন্দন, ওয়েলকাম ব্যাক!
০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ১:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
উনারা ফিরে এসেছেন -খুবই ভাল লাগছে। আমরা আমরাইতো -থাকি না হয় কিছু মান অভিমান খুনসুটি আর ঝগড়া নিয়ে।
©somewhere in net ltd.
১| ২৪ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৭
ধ্রুবক আলো বলেছেন: লেখাটার জন্য ধন্যবাদ, আশা করি দুজনেই ফিরে আসুক আবার।