নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

পেইন্টে/পেন্সিলে/ড্র-প্লাস আর টাচে আঁকা ছবি..... (ছবি দেখে ছবি আঁকা)-২

০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪১


তুমি হলে হিমু আমার
আমি তোমার রূপা
হাতটি ধরে হাঁটলে দু'জন
জীবন হবে তোফা।

হিমু পাগল শুনো একটু
দিবে হলুদ শাড়ি??
হলুদ সাজে সেজে ইচ্ছে
অজানায় দেই পাড়ি।

ইচ্ছে হলেই পাবে না যে
খুঁজে আমায় কভু
রূপাবীনে হবে দেখো
আঁধার হিমুর বিঁভু!!

তীব্র রোদে পুড়ব আমি
হবে যখন দুপুর
খালি পায়ে বালুচরে
হাঁটব পায়ে নুপূর।

হিমু যেমন দু:খ দিয়ে
সদা ভাল থাকে
তেমনি করে রূপা নীলে
হারাবে কোন্ ফাঁকে।

আবারও নিয়ে এলাম পুরোনো কিছু ছবি-যাহা কিনা পেন্সিল কিংবা এমএস পেইন্টে আঁকা। আগে কাজের ঝামেলা এত ছিল না। মন চাইলেই আঁকতাম বসে বসে। এখন আর সময় নেই আর মানুষ আঁকব না বলে সিন্ধান্ত নিয়েছি। শুধু শুধু গুনাহ কাঁধে না নেয়ার অঙ্গীকার করে ফেলেছি। মাউস দিয়ে আঁকাআঁকি আসলেই কঠিন। যেমন চোখের ক্ষতি তেমনি সময় অপচয়। যাই হোক তবুও শখ বলে কথা। আর কত রঙ আছে পেইন্টে। যেমন ইচ্ছে রঙ ঢেলে দেয়া যায় হাহাহ। সবগুলো ছবিই আগে পোস্ট করা হয়েছে। হয়তো একটা দুইটা করে। সবগুলো একসাথে রেখে দিলাম আমার প্রিয় ব্লগে।

২। জোর যার মুল্লুক তার নীতিতে বিশ্বাসী হয়ো না-জোরে অনেক কিছু ছিনিয়ে নেয়া যায় না। কই পারলে না তো এই রূপান মন ছিনিয়ে নিতে হাহাহাহা।


৩। সামন পিছন কেবল তুমি। চোখ ঘুরিয়ে কেবল তোমাকেই দেখি। এই যে তুমি আমায় দিলে উপহার- লক্ষ কোটি টাকার চেয়ে বড় উপহার-আর কিছু চাইনে বাপু-কেবল আমায় ছুঁয়ে থেকো অনন্তকাল।


৪। এটা বাবা দিবসে আঁকা


৫। বাবা দিবসের ছবি


৬। অস্পৃশ্য ভালবাসার মহা যন্ত্রণা নিয়ে তুমি স্বপ্নে করো হানা-আর িআমি বিষন্নতার হাত ধরে ছুটছি অজানার উদ্দেশ্যে। কবে তুমি বিমূর্ত থেকে হবে মূর্ত বলো-তো। সময় বেশী নেই আর-কেবল ধরা দাও একবার আমায় ;)


৭। সাদা কালোতেই ফিরে যাবো-ফিরবো না আর তোমার রঙিন ধরায়


৮। রোমান্টিক একটা দৃশ্য- এটা দেখবেন না কেউ যেনো হাহাহাহাহাহ


৯। রঙে রঙিন ভুবন আমার-চোখে কেবল রঙ দেখি-এইযে ফড়িঙ মেখে আছে হাজার রঙ-দিবি তোর থেকে কিছু রঙ আমায় আলতো ছুঁয়ে।


১০। একটি ছাতা
দুটি মাথা
চলো হাঁটি
নগ্ন পায়ে
ভেজা মাটি
ছুয়ে আসি
ভালবাসি।


১১। এটা নীল দার কুর্চি ছিল। দেখে দেখে পেইন্টে এঁকেছিলাম


১২। অভিমানি মন কেবল কেঁদেই গেলো-কেউ হলো না তার দুসর। কেউ দিলো না সহসা অভিমান গুঁড়িয়ে। ভালবাসার নীল খামে আসে না চিঠি। কেবল অপেক্ষা-আর দীর্ঘশ্বাসে কেটে যায় দিন কি রাত।


১৩। কবি কবি ভাব নিয়ে -ঔদাসীন্যতার চরম শিখরে পৌছে সে কেবল আমায় দিয়ে যায় অযস্র নীল ব্যথা।


১৪। সুইট বাবুটারে দেখে দেখেই আঁকছিলাম


১৫। স্বাধীনতা আমার স্বাধীন
আমার দেশ আমার গর্ব
আমার অহংকার
এসো লাল সবুজের পতাকার ছায়াতলে


১৬। একটি প্রজাপতি


১৭। একলা তুমি দোদ্যেল দুলো
আমায় ফেলে কোথায়
তোমার জন্য মন যে আমার
কাঁদে হায় রে ব্যথায়।
[img|

মন্তব্য ৬৬ টি রেটিং +২০/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫১

নাগরিক কবি বলেছেন: বাহ বাহ বাহ, ৮ নাম্বার বেশি সুন্দর :)

০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাহ হ্যহ হ্যহ দেখেশুনে সেই আট নাম্বারটাই ভালা লাগল । তা তো হওয়ার কথাই হাহাহাহা -সময় এখন তোমাদের বাপু হাহাহা

২| ০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

সুমন কর বলেছেন: মাউস দিয়ে আঁকাআঁকি আসলেই কঠিন।- সুন্দর হয়েছে।

+।

১০ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি দাদা েআর েএখন আঁকারই সময় পাই না

অনেক ধন্যবাদ ভাল থাকুন সবাইকে নিয়ে :)

৩| ০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব একটি ছড়া কবিতা উপহার দিলেন আপু।
আর্ট করা ছবি গুলোও চমৎকার।

(ছবিগুলো নিজের আর্ট করা তো আপু!!)

শুভকামনা আপনার জন্য

১০ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ।

আরে বলো কি -সন্দেহ পোষন করার কোনো কারণই নাই- ছবির গায়ে আমার নাম লেখা আছে যেহেতু সেগুলো আমার আঁকাই
আমি অন্য কোনো ছবি আমার নাম দিবো না বিশ্বাস রাখো হাহাহা ...। দেখে দেখে আঁকছি আগেই বলেছি তো ।

৪| ০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

শূন্যনীড় বলেছেন: অনেক সুন্দর হয়েছে পোষ্ট, মুগ্ধকরা কবিতা, মুগ্ধকরা নিজের আর্ট করা ছবি।
অসাধারণ আপু

১০ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ নীড় আপনাকে

ভাল থাকুন সাথেই থাকুন। সুন্দর মন্তব্য সৃজনশীল কাজের অনুপ্রেরণ। শুভেচ্ছা আপনাকেও

৫| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৪

ক্লে ডল বলেছেন: ভাল লাগল ডিজিটাল আঁকাআকি। :)

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ পুতুল
ভাল থাকুন সুন্দরথাকুন শুভেচ্ছা সতত

৬| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৪

নাদিম আহসান তুহিন বলেছেন: আমার দ্বারা এসব হবে না গো আপু

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: চেষ্টা করলে হবে গো ভাইটি

ধন্যবাদ ভাইয়া :)

৭| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৯

শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!
অনেক অনেক সুন্দর!!!!!!

আমি মুগ্ধ! :) :) :)

কেনো মুগ্ধ জানিয়ে দিলাম! :P

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহ আপি ভালবাসা নিয়ো

কেনো মুগ্ধ হাহাহাহ মনে পড়ে গেলো -আপুমনিতা

:)

৮| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৩

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর হয়েছে। +++

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আলো ভাইয়া
ভাল থাকুন সর্বদা

৯| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৩

আমি চির-দুরন্ত বলেছেন: আমিও আঁকতে পারি । তয় আমার আঁকা ছবি দেখে সবাই ডরায় :P :P :P

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভুত পেত্নি নাকি হাহাহাহা । একদিন পোস্ট দিয়েন ডরাইতাম চাই ভাই হাহাহাহ

ধন্যবাদ আপনাকে

১০| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ছবি কবির ছবি ভাল না লেগে উপায় নেই।

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ফরিদ ভাইয়া
ভাল থাকুন

১১| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১১:০১

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: সবগুলো ছবি সুন্দর হয়েছে +

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
ভাল থাকুন সুন্দর থাকুন সবাইকে নিয়ে

১২| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৩

অর্ক বলেছেন: চমৎকার ছবি আপু! অনেক প্রতিভাবান মানুষ আপনি। শুভেচ্ছা একরাশ।

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অর্ক ভাইয়া। এসব কাজের প্রতিভা না। ব্যক্তি জীবনে এসব কাজে আসে না :(

সুন্দর মন্তব্য কাজের অনুপ্রেরণা হয়ে থাকে। অনেক ধন্যবাদ ভাল থাকুন

১৩| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর ছবি গুলো। অনেক অনেক শুভেচ্ছা জানবেন।

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুজন ভাইয়া অনেকদিন পর আসলেন। কেমন আছেন

অনেক ধন্যবাদ ভাল থাকুন সুন্দর থাকুন সবাইকে নিয়ে

১৪| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫১

রাবেয়া রাহীম বলেছেন: বাব্বাহ !! দারুণ ক্রিয়েটিভ কাজ হয়েছে ছবি।

বেশী ভাল লেগেছে এই লাইন গুলি
তুমি হলে হিমু আমার
আমি তোমার রূপা
হাতটি ধরে হাঁটলে দু'জন
জীবন হবে তোফা।

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: বুবু অনেক ভালবাসা রইল

ছেলের বউ যেনো আমার বুবুর মনের মতন হয় সে দোয়াই করছি

১৫| ১০ ই জুলাই, ২০১৭ রাত ১:৩৮

আলভী রহমান শোভন বলেছেন: সবগুলা ছবি সুন্দর, তবে ৮, ১০, ১৭ বেশী ভালো লেগেছে। শুভ কামনা। :)

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আলভী ভাইয়া
ভাল থাকুন সবাইকে নিয়ে
শুভেচ্ছা সতত

১৬| ১০ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৩৯

উম্মে সায়মা বলেছেন: ওয়াও আপু! কত গুণ আপনার.....সবগুলো ছবি অনেক সুন্দর হয়েছে।

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: গুণে গুণে বেগুন আপি পুড়া বেগুন :( সাংসারিক গুণ নাই তাই বকা খাই যে হাহাহাহ

অনেক ধন্যবাদ সায়মাপি
ভালবাসা রইল

১৭| ১০ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৬

সোহানী বলেছেন: ওয়াও দারুনতো সব ছবিসহ কবিতা............+++++++++

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাকাকিল্লাহ খাইরান আপি

সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলেম

ভালবাসা নিরন্তর
সুন্দর থাকুন সর্বদা

১৮| ১০ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৬

নীলপরি বলেছেন: ছবিগুলো এবং কবিতা খুব ভালো লাগলো । ++++

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নীল আপি
সুন্দর থাকুন
শুভেচ্ছা সাথে রইল অনেক ভালবাসা

১৯| ১০ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: হিমুকে নিয়ে কবিতাটি অসাধারন। আমি একজন হিমু ভক্ত।
এতটাই ভক্ত ছিলাম যে হিমুকে নিয়ে আমি হিমুরাইজ নামে একটি উপন্যাস লিখে ফেলেছিলাম।
ছবি সুন্দর হয়েছে। তবে আপনি আর মানুষের ছবি আকবেনা জেনে ভাল লাগল। ঠিকই বলেছেন শুধু শুধু গোনাহ কাধে নিয়ে কি লাভ। তার চেয়ে প্রকৃতি নিয়ে আকতে পারেন। বা যে ছবি আকলে গোনাহ হবে না।

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই এক সময় পাগল হয়ে পড়তাম হিমুর বই। এখন বই পড়ার সময়ই নাই :( । আপনার উপন্যাসকি পোস্ট হয়েছিল?

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
ভাল থাকুন

২০| ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ২:০১

মোহাম্মদ বাসার বলেছেন: দুষ্টু দুষ্টু কবিতাতে ছবিগুলোয় কেবলি মুগ্ধতা। ভীষণ ভাল লাগলো। অনেক শুভ কামনা রইল।

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ বাসার ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক
সুন্দর মন্তব্য কাজের অনুপ্রেরণা হয়ে থাকে

২১| ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ২:১০

ভ্রমরের ডানা বলেছেন:

চমৎকার আঁকিয়ে আপনি আপু! শুভেচ্ছা!

১১ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি অনেক ভাল থাকুন আর পাশেই থাকুন

২২| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১৩

সেলিম আনোয়ার বলেছেন: অনবদ্য । :)

১১ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসঙখ্য ধন্যবাদ সেলিম ভাইয়া :)

২৩| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৫

ডঃ এম এ আলী বলেছেন: দারুন সব ছবি কবিতা আর বিবরণ ।
আঁকা ছবি দেখে মুগ্ধ ।
কামনা করি ছবি আঁকার হাত হোক পোক্ত ।
কবি কাজী ফাতেমা ছবির সাথে একে বারে সুন্দর
করে মিলে গিয়েছে পোষ্টে দেয়া তাঁর আকা ছবি :)
অনেক অনেক শুভেচ্ছা রইল ।

১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম বস

জাজাকাল্লাহ খাইরান
ভাল থাকুন সাথেই থাকুন

২৪| ১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

মধ্য রাতের আগন্তক বলেছেন: আমিই হিমু। তবে এখন শাড়ী-টাড়ি কিছু কিনে দিতে পারবো না। পকেট একদম ফাঁকা :) :)

১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: নো নো হিমুর যদি রূপা হয়
সে রূপা শাড়ি চাইতে পারে। পকেট গরম হোক তখন দিয়েন হাহাহা

ধন্যবাদ পোস্টে আসার জন্য

২৫| ১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: অসাধারণ সুন্দর।। :) শুধুই মুগ্ধ আমি। আমাকে আঁকা শিখাবেন?? ;)

১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দীপ দা । অবশ্যই শিখাবো। অফিসে দাওয়াত রইল

ভাল থাকুন

২৬| ১০ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: আপা, সবগুলো ছবি ভালো লেগছে ++++


ধন্যবাদ, ভালো থাকুন ।

১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ কবির ভাইয়া
তুমিও ভাল থেকো
শুভেচ্ছা আর ভালবাসা রইল

২৭| ১১ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪২

আখেনাটেন বলেছেন: ছবিগুলোতে রং এর আধিক্য মনে হচ্ছে। তবুও ভালো লেগেছে। সুন্দর উপস্থাপনা। ++++++

১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ ভাইয়া রঙ তো মাগনা। মাউজ টিপে ঢেলে দিছি তাই বেশীই দিছি

অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য
ভাল থাকুন পাশেই থাকুন

২৮| ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২৪

ভ্রমরের ডানা বলেছেন:

আবারো হুল হল আপি!

১১ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: েইয়া মাবুদ ইতা কিতা করতাছি আমি হাহাহাহাহ কিন্তু ভ্রমরের ডানা মানেই যেনো মেয়ে মেয়ে লাগে। সরি ভাইয়া এই যে কান ধরলাম আর ভুল হপে না। ভাইয়া ভাইয়া ভাইয়া ভাল থাকুন পাশেই থাকুন হাহাহাহা ;)

২৯| ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৩৪

প্রথমকথা বলেছেন: তীব্র রোদে পুড়ব আমি
হবে যখন দুপুর
খালি পায়ে বালুচরে
হাঁটব পায়ে নুপূর।

ছবি গুলোও খুব সুন্দর। ভাল লাগল।

১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ প্রথম
ভাল থাকুন সাথেই থাকুন
শুভেচ্ছা সতত

৩০| ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:

=p~ পাখির ডানা, ফড়িং ডানা, হাসের ডানা, গাঙচিল ডানা, ইগলের ডানা, ডাহুকের ডানা, পেঙ্গুইন ডানা, প্রজাপতি ডানা, তেমনি ভ্রমরের ডানা...... =p~



সমুস্যা আর সমুস্যা.... B:-) বুঝিয়াছি নিকের আকিকা করিতে হইবেক।

১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা আচ্ছা ভ্রমরের ডানা নামের আকিকা আগে দেন
আর ভুল হপে না কখনো কয়ে দিলাম এই হাহাহা

৩১| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০০

মোস্তফা সোহেল বলেছেন: হ্যা আপু উপন্যাসটি সামুতে ধারাবাহিক ভাবে পোষ্ট করেছিলাম।
জানি আপনার সময় নেই তাই পড়ার আমান্ত্রন জানালাম না।

১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সত্য । মন্তব্যের উত্তরই দিতে পারি না সময়ের অভাবে। তবে কোন একদিন আপনার আইডিতে গিয়ে পড়ে আসব ইনশাআল্লাহ

৩২| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪৯

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: শিল্পী মন ছাড়া এসব কঠিন আঁকা জোকার কাজ সম্ভব না,
আমার মাথায় কখনোই এমন আঁকা-আঁকির প্লান কাজ করেনি.আপনাদের দেখলে নিজেকে ভিনগ্রহের মনে হয়(অকাজের অর্থে)
অনেক শুভ কামনা রইল আপু।

১২ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য । আন্তরিক ধন্যবাদ জয় ভাইয়া

ভাল থাকুন অনেক অনেক

৩৩| ১৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৫

এম.এস ফরিদ বলেছেন: দারুন হয়েছে

১৭ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ফরিদ ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.