নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

কড়িতে নয় নারী মমতায় ধনী.......

১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪২



মনোবলে শত বাঁধা ত্যাগ তিতিক্ষায়
জয়ে বিশ্ব, আত্ম বলে বলিয়ান নারী,
বিশ্বাস অটুটে জয়ী নারী পরীক্ষায়;
নারীরা পৌঁছে পর্বত হিমালয় ছাড়ি।
নেই পিছিয়ে, পুলিশ অথবা সৈনিক
কর্মস্থলে নিজ গুণে সম্মানেতে উচ্চ,
পালন করছে সব দায়িত্ব দৈনিক;
কটুক্তি পরাধীনতা সব করে তুচ্ছ।

অসহায় নয় আজ নারী বিশ্ব মাঝে
সংসার সন্তান কর্ম সকল সামলে,
দেশ, উন্নতিতে, নারী সকাল কি সাঁঝে;
দৃঢ় স্থির মনে,পড়ে সেথায় হামলে।

নারী বটবৃক্ষ, গুণী, মমতার খনি
কড়িতে নয়-কো নারী মমতায় ধনী।

June 20, 2015 at 9:40pm • Dhaka •

মন্তব্য ৫০ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: শিরোনাম ভাল লেগেছে সাথে কবিতাও।।

১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভাল থাকুন সাথেই থাকুন
অনেক শুভেচ্ছা :)

২| ১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: সনেট লিখলেন নাকি আপু? আমি অবশ্য সনেট বুঝিনা।

নারী বটবৃক্ষ, গুণী, মমতার খনি
কড়িতে নয়-কো নারী মমতায় ধনী। খুব সুন্দর বলেছেন আপু।

১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া সনেটই বলা যায় হাহাহা বিশেষজ্ঞরা ভাল বলতে পারবেন। সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
ভাল থাকুন পাশেই থাকুন :)

৩| ১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫০

নতুন নকিব বলেছেন:



সনেটের হাতেখড়ি হল কবে? মিষ্টির কোন আয়োজনও তো লক্ষ্য করলাম না!

যাক, আরেকজন সনেটের কাতারে এসে দাঁড়ালেন।

ভাল থাকুন।

১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা ২০১৫ তে লেখা
২০১৪ থেকেই লিখতাম তখন ততটা হতো না , অনেক লিখেছি-ফেবুর পাতায় পাতায় আছে হয়তো। আজ একটা খুঁজে পেয়েছি তাই এখানে দিলাম হাহাহ

মিষ্টি অবশ্যই খা্ওয়ামো ভাই খালি শাপলায় আইসা বইনেরে ডাক দিয়েন-এক লগে বইয়া খামুনে একদিন

ধন্যবাদ আপনাকে ভাল থাকুন

৪| ১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫১

ভিটামিন সি বলেছেন: গত রবিবার রাত সাড়ে আটটার দিকে ফার্মগেটে হোটেল দ্যা ভিঞ্চির সামনে দেখলাম এক নারী পুলিশ সার্জন এক লক্কর-ঝক্কর ৭ নম্বর বাসকে আটকে দিয়েছে।

কর্মেও নারীরা এগিয়ে যাচ্ছে বীরদর্পে। জয়তু হে...

১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: তারপর কি করছে ? হুম নারীরা আজ অনেক এগিয়ে
তবে নারীরা যদি একটু শালীনতার মধ্যে দিয়ে উন্নতির কাজে লাগতো তবে আফসোস ছিল না :(

ধন্যবাদ পোস্টে আসার জন্য ভাল থাকুন

৫| ১৩ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

সোহানী বলেছেন: সেই আর বলতে.... কিন্তু পুরুষকূল বুঝবে কবে!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সেটাই আপি । এরা বুঝবে না কোনোদিন

ধন্যবাদ আপনাকে পোস্টে আসার জন্য :)

৬| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩০

করুণাধারা বলেছেন: ভাল বলেছেন। কিন্তু কড়িতে ধনী না হলে সংসারে নারীকে কেউ পুঁছবে না।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: এখনকার দিনে সেটাও ঠিক আছে -নিজের পায়ে দাঁড়ানো ছাড়া নারীর আজ কোনো উপায় নাই

ধন্যবাদ করুণা

৭| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৭

ডঃ এম এ আলী বলেছেন:
মনোবলে শত বাঁধা ত্যাগ তিতিক্ষায়
জয়ে বিশ্ব, আত্ম বলে বলিয়ান নারী,


কবিতার নতুন দিগন্ত , জয় নারীদের জয় ।

অভিনন্দন রইল

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জয় পুরুষদেরও জয়

অনেক ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর মন্তব্য
ভাল থাকুন পাশেই থাকুন

৮| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর লিখেছেন, আপা ।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ কবীর ভাইয়া
ভাল থাকুন সুন্দর থাকুন

৯| ১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৬

দীপঙ্কর বেরা বলেছেন: দারুণ বলেছেন। ভাল লাগল।
আমি শুধু পড়ি আর পড়ছি। প্রথম পাতায় লেখা আর এল না। ধন্য মডারেটর, ধন্য সামহোয়ারইনব্লগ, আর না প্রকাশে আমিও ধন্য। ভাল থাকবেন।

১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দাদা । আর কিছুদিন অপেক্ষা করুন ইনশাআল্লাহ এসে যাবে প্রথম পাতায় পোস্ট

১০| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ লিখেছেন আপু সনেটটি। অসাধারণ হয়েছে। সনেটের সকল গুণ সমৃদ্ধ এতে।

ভালো লাগলো নারীর মূল্যায়নে সনেটটি। কৃতজ্ঞতা রাখছি সনেট টিতে।
শুভকামনা জানবেন সবসময়।

১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

সু্ন্দর মন্তব্যের জন্য। ভাল থাকুন
শুভেচ্ছা সতত

১১| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৯

শূন্য-০ বলেছেন: দারুণ হয়েছে সনেটটি +++++
প্রিয় তে থাকুন।

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ শূন্য
ভাল থাকুন

১২| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৪

সামিয়া বলেছেন: ওয়াও! নারী নিয়ে এত সুন্দর বর্ণনামুলক ছন্দে গোছানো কবিতা পড়ে মুগ্ধ হয়েছি। শুভকামনা ।

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইতিকে ধন্যবাদ সুন্দর মন্তেব্যের জন্য
ভাল থাক আপি
ভালবাসা নিয়ো

১৩| ১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২৭

মিঃ মটু বলেছেন: অসাধারণ +++++
সনেটটি প্রিয়তে রাখা দরকার

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কি সর্বনাশ মটুও আসলেন আবার নিচে পাতলু

বুঝতেছি না কি কমু
চোখ বড় বড় করার ইমু হবে

১৪| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৪

মিঃ পাতলু বলেছেন: অনেক অনেক খুশ হুয়া মোজে

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ পাতলু। এই আইডিতে থাকবেন কি? না পরিচিত কেউ আপনি -বুঝতেছি না

১৫| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২০

ড.ঝঁটকা বলেছেন: দারুণ সুন্দর কবিতা। সনেটে মুগ্ধতা রইল আপু, প্রিয়তে থাকেন

১৭ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ডাক্তার ঝাটকাতে ব্লগে স্বাগতম
সুন্দর হোক পথচলা

১৬| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৪

ভ্রমরের ডানা বলেছেন:

অপূর্ব!!!

১৭ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকুস

ভালথাকুন পাশেই থাকুন
সুন্দর হোক আগত দিনগুলো

১৭| ১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২১

সিঙ্গাম স্যার বলেছেন: ভালো লাগল সনেট

১৭ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: স্বাগতম সুইঙগাম স্যার
ভাল থাকুন

হাহাহাহ নাম পড়লেই হাসি আসে

১৮| ১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

শূন্যনীড় বলেছেন: সুন্দর সনেট লিখেছেন আপু, দেখতে দেরি হয়ে গেল।
মুগ্ধতা রইল নারীর গুণকির্তনে।

১৭ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সমস্যা নেই শূন্য । দেখছেন এইতো ঢের

অনেক অনেক ধন্যবাদ ভাল থাকুন অনেক অনেক

১৯| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৬

মিঃ পাতলু বলেছেন: আমার বাড়ি বেরিয়ে যাওয়ায় কৃতজ্ঞ আপু

১৭ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরো লিখুন পাশেই আছি

২০| ১৭ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: নারী বটবৃক্ষ, গুণী, মমতার খনি
কড়িতে নয়-কো নারী মমতায় ধনী।

+++++

১৭ ই জুলাই, ২০১৭ দুপুর ২:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ পোস্টে আসার জন্য
ভাল থাকুন কবি

২১| ১৭ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪২

দিলের্‌ আড্ডা বলেছেন: খুব ভালো++++

১৭ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দিল
ভাল থাকুন পাশেই থাকুন

২২| ১৭ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪৩

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
অসহায় নয় আজ নারী বিশ্ব মাঝে
সংসার সন্তান কর্ম সকল সামলে,
দেশ, উন্নতিতে, নারী সকাল কি সাঁঝে;
দৃঢ় স্থির মনে,পড়ে সেথায় হামলে।


সনেট সুন্দর হয়েছে +++
শুভ কামনা রইলো ।
ভালো থাকুন আপা ।

১৭ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ফেরি ভাইয়া
ভাল থাকুন সাথেই থাকুন
শুভেচ্ছা আর ভালবাসা রইল

২৩| ১৭ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪৫

মাকার মাহিতা বলেছেন: শরতের চমৎকার একটা কবিতা উপহার পাব কবে?

১৭ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: শরত আসুক ইনশাআল্লাহ লিখব । আগেও লিখেছি অনেক।
ধন্যবাদ মাহিদা ভাল থাকুন

২৪| ১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০২

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ কবি।

আমি ভেবেছিলাম, শ্রাবণ মাস শরতের অংশ। পরে হিসেব কষে দেখলুম, বৈশাখ-জৈষ্ঠ্য= গ্রীষ্মকাল ## আষাঢ়-শ্রাবণ=বর্ষাকাল## ভাদ্র-আশ্বিন=শরৎকাল। আতএব আমার উপরের মন্তব্যের জন্য আমি দুঃখিত, কারন আমি অজ্ঞ ছিলাম বাংলামাস সম্পর্কে।

আমার চোখ ওপেন করে দেবার জন্য ধন্যবাদ।

শরতে শরতের কবিতা পাব বলে আশা করি।

১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা এখন বর্ষাকাল চলছে
শরতও আমার প্রিয় ঋতু
কিন্তু এই শ্রাবণেই যেনো শরতের আকাশ একটু আকাশ দেখে নিন

দিনভর রোদ্দুর আর পেজাতুলো মেঘের খেলা আকাশাজুড়ে

ধন্যবাদ আপনাকে

২৫| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৪

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: সুন্দর প্রকাশ, আমি মুগ্ধ হলেম, ধন্যবাদ

২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ছিদ্দিকুর ভাইয়া
ভাল থাকুন
শুভেচ্ছা রইল সতত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.