নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

ঈদ আনন্দ- নিরানন্দ ( ঈদ মোবারক)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৫


@কাজী ফাতেমা ছবি
১।
থাকুক যত রাগ অনুরাগ-ভাইয়ে ভাইয়ের সাথে
রাগ অভিমান যায় মিশে যায়-ঈদের আলোর প্রাতে।

বুকের সাথে বুক মিলিয়ে-ঠোঁটে সুখের হাসি
ঈদ আনন্দে সুখ কুঁড়াতে-আমরা ভালবাসি।

কেউ থাকি না বেজার মুখে-খুশি প্রাণে প্রাণে
যায় ভেসে যায় মানুষগুলো-ঈদ আনন্দের বানে।

নামায শেষে কোলাকোলি- একে অন্যের সনে
কষ্টগুলো দূরে পালায়-সুখ যে সবার মনে।

দ্বীন দুঃখিরা মাংস কুঁড়ায়- লোকের দ্বারে দ্বারে
বেলাশেষে নুয়ে পড়ে-মাথা মাংসের ভারে।

কষ্ট হোক না তবু খুশি-উচ্ছ্বাস ভরা মনে
ব্যস্ত সবাই দিনটি ধরে-খুশি আহরণে।

কেউ-বা ঘুরে-সেলফি তুলে-কেউ বা ঘরে রাঁধে
কেউ বা থালায় মাংসের ঘ্রাণে-নাকটি ডুবায় স্বাদে।

২।
রাতের আঁধার কেটে গেলে ঈদের আলো হাসে
চারিদিকে সুখ আনন্দ - হাওয়ায় হাওয়ায় ভাসে।

ঈদের খুশি ঈদের হাসি, সকাল বেলার মাঠে
ঈদ নামাযে শরীক হতে দলে দলে হাঁটে।

সেমাই পায়েস মুখে নিয়ে তৃপ্তির ঢেঁকুর তুলে
হিংসা বিদ্বেষ রাগারাগি -যায় যে সবে ভুলে।

আয়োজনের নেই বাকি নেই-কেনাকাটা হাঁটে
ছেলে মেয়ের পড়া বন্ধ- মন বসায় না পাঠে।

যা ইচ্ছে তাই সুখ কুঁড়াতে-ব্যস্ত থাকি সবাই
কোরবানীতে করে মানুষ-মনের পশু জবাই।

৩।
সুখের সীমা নাইকো তবু-মন যে কাঁদে আমার
মায়ানমারে গড়ে উঠলো-যেনো লাশের খামার।

নাই বাড়ি ঘর নাইতো আবাস গুঁজবে কোথায় মাথা
নিজের দেশে পায়ে পায়ে-মৃত্যুর কূপ’টা পাতা।

করুণ তাদের জীবন যাপন-কান্না জীবন সাথী
জীবন তাদের আঁধার কালো-কেউ জ্বালায় না বাতি।

নদীর উপর ভাসছে জীবন-ঈদের খুশি মাটি
নিজের দেশে ঠাঁই হলো’না -নদীর বুকে ঘাঁটি।

নাফ নদীতে ডুবল নৌকা-মরল শিশু নারী
ঈদ আনন্দ জলে ভাসে-জলেই ওদের বাড়ি।

রক্তে ভাসে বার্মা দেশটি-হিংসেয় জ্বলে বৌদ্ধ
মুসলিম নিধন করতে চলছে-দিবানিশি যুদ্ধ।

ছোট শিশু কাঁদছে ক্ষিধায়- মায়ের বুকে পড়ে
তাই-না দেখে মায়ের চোখে-কষ্টের অশ্রু ঝরে।

মুসলিম মরলে কেউ কাঁদে-না-বিশ্ববাসি চুপ যে
রোহিঙ্গারা জ্বালায় মনে-বুকে কষ্টের ধূপ যে!

বুকে গুলি মেরে ওরা-খিলখিলিয়ে হাসে
মাতল ওরা রক্ত খেলায়-নারী পুরুষ নাশে।

অত্যাচারের দৃশ্য দেখে- মন'টা কাঁপে ভয়ে
বিশ্ব হতে মানবতা - যাচ্ছে ধীরে ক্ষয়ে।

০২-০৯-২০১৭

ছবিটি এঁকেছেন আমার টুক্কুস (তা-মীম)
এডিট করেছেন টুক্কুসের মা পিক্স আর্টে।

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৬

ধ্রুবক আলো বলেছেন: ঈদ মোবারক, ঈদের অনেক শুভেচ্ছা রইলো।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ মোবারক ভাইয়া
আনন্দে কাটুক দিনগুলো

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঈদ মোবারক
ঈদের আনন্দ লেগে থাকুক সারাবছর।

কবিতায় মুগ্ধতা রাশিরাশি

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ মোবারক ভাইয়া
অনেক ধন্যবাদ
আনন্দে কাটুক আগত দিনগুলো

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩৪

ওমেরা বলেছেন: ইদ মোবারক আপু।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ মোবারক আপি আপনাকেও

সুন্দর কাটুক দিনগুলো

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫২

ভ্রমরের ডানা বলেছেন:

ছবিটা ও কবিতা চমৎকার লাগল! মুগ্ধতা আপু!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভ্রমর

আমাকে আপনার ডানাটা ধার দেন
পালাইতাম চাই এ শহর থেকে

সুন্দর আর আনন্দের কাটুক আগত দিনগুলো

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ মোবারক
আনন্দে কাটুক দিনগুলেঅ

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪২

সুমন কর বলেছেন: ছবি এবং কবিতাগুলো ভালো লাগল।

ঈদের শুভেচ্ছা রইলো..... !:#P

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা
ঈদ মোবারক
আনন্দে কাটুক দিনগুলো

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: চমৎকার।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ মোবারক ভাইয়া
আনন্দে কাটুক দিনটি

ভাল থাকুন
ধন্যবাদ

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৬

জাহিদ অনিক বলেছেন: আপু তোমার টুক্কুস (তা-মীম) এর ছবিটা দেখতেই এসেছি।
অনেক অনেক সুন্দর। শুভেচ্ছা পৌঁছে দিও তোমার টুক্কুসের প্রতি।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা শুভেচ্ছা পৌছিয়ে দিব।

জাজাকাল্লাহ খাইরান

অনেক ভাল থাকুন ভাইয়া

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:২৪

সামিউল ইসলাম বাবু বলেছেন:
ঈদের শুভেচ্ছা জানবেন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও ঈদ মোবারক
আনন্দে কাটুক দিনগুলো :)

১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩৭

রায়হানুল এফ রাজ বলেছেন: ঈদ মোবারক আপু।
কবিতায় মুগ্ধতা।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ঈদ মোবারক
ভাল থাকুন

১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: ঈদ মোবারক আপা।।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ মোবারক ভাইয়া
সুন্দর আর আনন্দে কাটুক আগত দিনগুলো

১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৬

সাদা মনের মানুষ বলেছেন: ঈদ মোবারক

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ মোবারক ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.