নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

একটাই দাবী এবং সময়ের দাবী...

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৫

সম্মানিত এডমিন প্যানেল- সময়ের দাবী নিয়ে আজ এসেছি। অনেক হয়রান পেরেশান-ত্যক্ত বিরক্ত, মন খারাপ বিতৃষ্ণা ইত্যাদি ইত্যাদি নিয়ে আজ এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সম্মানিত এডমিন, এই ব্লগে পদার্পন করেছি প্রায় সাত বছর। অনেক ব্লগেই ব্লগিং করেছি, অনেক আড্ডা দিয়েছি-আনন্দ করেছি কিন্তু কোন ব্লগেই লেখালেখিটা স্থায়ী হয়নি। অন্য ব্লগগুলো কিছুদিনের মাঝেই সকল জৌলুস হারিয়ে মেঘলা দিনের মত হয়ে যায়। সেখানকার ব্লগে পোস্ট করেও মন্তব্য পাওয়া যায় না কিংবা মন্তব্য করা হয়েও উঠে না। কিন্তু সম্মানিত এডমিন, এখানে সাত বছর যাবত কঠোর মনোবলে- পরিশ্রমের সাথে পোস্ট দিয়ে আসতেছি তো আসতেছিই এবং সবার সাথে সৌহার্দপূর্ণ মনোভাব, ভাই বোন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের হাত ধরে ব্লগিংয়ের পথ চলাটা থামাতে পারছি না। কিন্তু দু:খের বিষয় এই যে, এখানে কিছু পোস্ট করা মাত্রই, সব লেখা মুহুর্তেই চুরি হয়ে যায়। লোকজন এসব লেখা নিয়ে নিজের নামে চালিয়ে প্রশংসা কুঁড়ায়। অনেকেই মনকে এ বলে প্রবোধ দেন যে, লেখা ভাল হইছে তাই নিছে তাতে কি আর হইল। ভালই হইছে কিন্তু সম্মানিত এডমিন আমি কিন্তু মাইনা নিতে পারি না। মনে কষ্ট লাগে এত কষ্ট আর শ্রম সময় অপচয় করে লেখাগুলো মানুষজন কেনোই বা নিজের নামে চালিয়ে দিবে। সমাবেশ আমার সাথে কে কে একমত হাত উঠান।

সম্মানিত এডমিন একটাই দাবী ছিল এখন- ধুরু যা-ল্যাপির চার্জ শেষ ভাষন শেষ করতে পারব বলে মনে হয় না। সে যাই হোক- একটাই দাবী এখানকার লেখাগুেলাতে কপি অপশনটা উঠিয়ে দিলে আমরা যারা অলেখক অকবি তাদের অনেক উপকার হইতো যদি আপনারা সুদৃষ্টি দেন এই আর কি।

এ দাবী কেবল আমার দাবী নয়-এ দাবী সামু ব্লগের প্রত্যেকটা ব্লগারের দাবী। চোর চোর করে করে প্রত্যেকদিন চিল্লাইতে চিল্লাইতে আর ভালা লাগে না -শুনছেন নি- গলা শুকাই গেছে গা-পানি দেন। আসল কথা হলো যত চোর দেখলাম সে চোর গুলো এখান থেকেই বেশীর ভাগ কপি পেস্ট করে নিজের নামে লেখা চালায়।

এ দাবী মেনে নিলে আমরা ব্লগাররা অনেক উপকারিত হইতাম। একটু চেস্টা কি নেয়া যায় না। আজকের মত আসি।

ভাষনটি শেষ হলো।

মন্তব্য ৮২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০১

খায়রুল আহসান বলেছেন: মূল্যবান ভাষণ, কিন্তু অরণ্যে রোদন! :)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

জি ভাইয়া অরণ্যরোধনই বটে :(

দেখা যাক কি হয়

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৩

সিলেটি পোয়া বলেছেন: আমাদের দাবি
আমাদের দাবি
মানতে হবে
মানতে হবে

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: মানতে হবে মানতেই হবে

ধন্যবাদ অনেক অনেক রাজ
ভাল থেকো

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৬

সোহানী বলেছেন: চোর চোর করে করে প্রত্যেকদিন চিল্লাইতে চিল্লাইতে আর ভালা লাগে না -শুনছেন নি- গলা শুকাই গেছে গা-পানি দেন।......

সহমত সহমত সহমত সহমত সহমত সহমত সহমত

এ কারনে আমার লিখা সবই ড্রাফটে নিসি আপু। নিজের লিখা কপি দেখি লাখো লাইক শেয়ারের বন্যা!!! আবার কইলাম বলে আমি ব্লক!! এমন কি পত্রিকার সম্পাদকরে লিখছি তা ও দিখি উত্তর নাই এবং সমানে কপি মারতাছে...........

একটাই দাবী লেখাগুলাের কপি অপশনটা উঠিয়ে দিন.............

০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেকেই কপি অপশনটা উঠিয়ে নেয়ার পক্ষে না। তবে আর করার কিছুই নেই।



তখনই বেশী কষ্ট লাগে যখন দেখি আমার লেখায় সরাসরি তাদের নাম লিখে দিছে

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক দিন ধরেই বলা হচ্ছে!!!
আশা করি এবার কর্তৃপক্ষ অনুগ্রহ পূর্বক নজর দিবেন। ব্লগারদের মানিসক শান্তি ও স্বস্তিতে রাখবেন। :)

০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কপি অপশন যতদিন থাকবে ততদিন চুরি বন্ধ হবে না

ধন্যবাদ আপনাকে সহমত প্রদান করায়
ভাল থাকুন

ব্যস্ততার কারণে ব্লগে কম আসা হয় :(

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১২

মোঃ তানজিল আলম বলেছেন: তাহলে সামু কাজ করুক। PDF আকারে পোস্ট করার ব্যাবস্থা করা যেতে পারে।

০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাসে সহমত জানানোর জন্য ভাল থাকুন

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৫

শায়মা বলেছেন: সম্মানিত এডমিন একটাই দাবী ছিল এখন- ধুরু যা-ল্যাপির চার্জ শেষ ভাষন শেষ করতে পারব বলে মনে হয় না। সে যাই হোক- একটাই দাবী এখানকার লেখাগুেলাতে কপি অপশনটা উঠিয়ে দিলে আমরা যারা অলেখক অকবি তাদের অনেক উপকার হইতো যদি আপনারা সুদৃষ্টি দেন এই আর কি।


এটা ছাড়া কোনোই উপায় নেই! যতদিন কপি অপশন থাকবে ততদিন চুরিও চলবে! :)

০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: কপি অপশন কফি হয়ে যাক
পান করে ফেলি সব

চুরগুলানরে আটকানোই গেল না আপি

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৫

ঋতো আহমেদ বলেছেন: আহসান ভাই এর সাথে আমিও একমত

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিন্তু লাভ হয়নি হবে না

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৩

আলো_ছায়া বলেছেন: আমারো একটি দাবি আছে-
ব্লগে কিছু কিছু ব্লগারের পোষ্টে দুই একজন ব্যক্তিই প্রায় ১০/১২ টা মন্তব্য চালাচালি করে। যেই কারনে গুরুত্বপূর্ণ পোষ্টগুলো আলোচিততে না এসে ভ্যালুলেস পোষ্টগুলো আলোচিততে আসে। যেমন আজ ওমেরা আফার একটি ছবি ব্লগ। একই ছবি বার বার দিয়ে ছবি ব্লগ করেছেন। তাতে ১/২ জনই বারবার মন্তব্য চালাচালি করেছেন। একটু পর দেখা যাবে, ছবি আপুর এই সুন্দর দাবিটার জায়গায় ওমেরা আফার আজাইরা পোষ্টটা আলোচিততে ঝুলছে। একজনকে দেখলাম এই ব্যাপারটা নিয়ে ওমেরা আফার পোষ্টে মন্তব্য করেছেন কিন্ত ওমেরা আফা কোন সমালোচনা পেলেই মন্তব্যে ডিলিট করেন।

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা মানুষের বদভ্যাস মন্তব্য ডিলিট করা

ধন্যবাদ পোস্টে আসার জন্য

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৯

কথাকথিকেথিকথন বলেছেন:




আমিও একমত আপনার ভাষণের সাথে ।

০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ কথা
ভাল থাকুন
শুভেচ্ছা

লেখা দিন এবঙ চোর নিয়ে যাক। আর করার কিছুই নাই

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৭

মলাসইলমুইনা বলেছেন: আমার বয়স মাত্র তিন সপ্তাহ | আমার লেখা নিকট ভবিষ্যতেতো নই-ই , দূর ভবিষ্যতেও কেউ কপি করতে চাইবে সেই ভাবনা ভাবাটাও দুঃসাহসিক আমার জন্য | অনধিকার চর্চা হয়ে যেতে পারে আপনাদের আলোচনায়, তবুও বলছি পিডিএফ -কে ব্লগের ফরমেটে হিসেবে চিন্তা না করাই ভালো |খুবই ফেক ফেক লাগে লেখা ওই ফরমেটে | অনেক ধন্যবাদ |

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম মতামতের জন্য ধন্যবাদ

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩২

মলাসইলমুইনা বলেছেন: @ আলো_ছায়া : কঠিন হয়ে গেলো না নাম ধরে আপনার সমালোচনাটা ! ছয়টা মন্তব্য নিয়ে আর শত্তুরটা মন্তব্য নিয়ে- এই দু'ধরণের মন্তব্যের সংখ্যা নিয়েই লেখাগুলো নির্বাচিত পোস্ট হিসেবে জায়গা পাচ্ছে (নির্বাচিত পোস্টে গেলেই দেখতে পাবেন এখনো)| একটা পোস্টে দুই একজনের কয়েকটা বাড়তি মন্তব্ব্য/ প্রতিমন্তব্য একটা লেখাকে আলোচিত বা নির্বাচিত পোস্ট হিসেবে পরিচিত করবে না নিশ্চিত থাকুন |

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: :(

১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৩

আলো_ছায়া বলেছেন: মলাসইলমুইনা আপনার কাছে সমালোচনা বা দাবিটা খারাপ লেগেছে কারন আপনিও একই কাজ করেছেন ওমেরা আপার পোষ্টে। কই আপনারমন্তব্যগুলোতো উনি ডিলিট করেননি কিন্ত আমি সমালোচনা করাতেই উনি ডিলিট করে দিলেন। ডিলিট করাতো উনার উচিত হয়নি। যাই হোক, এটা ছবি আপার পোষ্ট। এখানে ক্যাচাল হোক আমি চাইনা। শুধু একটা দাবি আমারো ছিল তাই বললাম। যেহেতু, পোষ্টাই মডারেটরের কাছে দাবি নিয়ে।

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: :( ভাল থাকুন

১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৩

বর্ষন হোমস বলেছেন:
এইটা বোধ হয় সম্ভব নয়।কারণ কপি করার সিস্টেম ব্লগ কর্তৃপক্ষ দেয় নাহ।এইটা ব্রাউজার এর উপর ডিপেন্ড করে।কপি করার সিস্টেম টা ব্রাউজারে থাকে।
যেমনঃআগে ফেসবুক এপ্লিকেশন এ কোন লেখা কপি করা যেত না।তখন মানুষ কিছু কপি করতে হলে ব্রাউজারে ঢুকে তারপর সেই লেখা কপি করত।আর ব্লগ তো সবাই ব্রাউজার দিয়েই চালাচ্ছে।সুতরাং কপি অপশন উঠানো সম্ভব নাহ।

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম সেটাই দেখলাম। থাক কি আর করার আছে

১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৮

মো: নিজাম গাজী বলেছেন: সুন্দর ভাষন। আপনার সাথে সহমত পোষণ করছি প্রিয় লেখিকা। আমাদের দাবী মানতে হবে।

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাইয়া

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: ভাবছি ; এখন আমিও চুরির লাইনে যাবো নাকি। :P আপা,চোরের বিরুদ্ধে কথা বলে, কোন লাভ হবে বলে, মনে হয় না ।

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কোন লাভ নাই :( আফসোস

১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৫২

ধ্রুবক আলো বলেছেন: তারা ইচ্ছে করলেই অনেক পদক্ষেপ নিতে পারে। কিন্তু নেয় না। এজন্যই অনেক ব্লগার এখন ব্লগে নাই।

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সত্য
ধন্যবাদ ভাইয়া

১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:২৫

সুমন কর বলেছেন: কপি অপশনটা উঠিয়ে দেয়া উচিত।

সহমত জানিয়ে গেলাম। +।

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধণ্যবাদ দাদা ভাল থাকুন

১৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: চোরে আমার কিছু লেখাও কপি করে ফেবুতে পোষ্ট করেছে।

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা ভাইয়া

১৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৫

বিষাদ সময় বলেছেন: যে সকল ব্লগার ভাল লেখেন অনেকদিন ধরেই এটা তাদের দাবী। তবে কপি অপশন তুলে দিলেই লেখা চুরি যে একবারে বন্ধ হয়ে যাবে তা নয়। এর ফলে অলস চোরদের হাত থেকে রক্ষা পাওয়া যাবে আর বড় গড় পড়তা মানের লেখা গুলি চুরির হাত থেকে রক্ষা পাবে। কিন্তু ভাল কবিতা বা কম শব্দের ভাল পোস্টগুলো চুরি কমবে না বরং আরো বেড়ে যাবে। পোস্ট যদি অত্যন্ত ভাল হয় কিন্তু বড় হয় আর চোর যদি নিজে ভাল টাইপ নাও জানে তবে সে পোষ্টটি ২০-৩০ টাকা খরচ করে দোকান থেকে টাইপ করাতে চোরের খুব আপত্তি থাকবে বলে মনে হয় না। তাছাড়া ভাল লেখাগুলো চুরি করে প্রিন্ট মাধ্যমে প্রকাশ করতেও তেমন কোন অসুবিধা হবে না। তবে মোটের উপর যে চুরির সংখ্যা কমবে এটা ঠিক।

কপি পেষ্ট অপশন বন্ধ করে দিলে একটি সমস্যা হবে, আমরা প্রায়ই লেখা থেকে উদ্ধৃতি দিয়ে কমেন্ট করে থাকি, এরকম কমেন্ট এর সংখ্যা কমে যাবে।

আমার এ মন্তব্য দেখে মনে হতে পারে আমি কপি পেস্ট অপশন তুলে দেয়ার বিপক্ষে, আসলে তা না। কপি পেস্ট তুলে দেয়ার ভাল মন্দ উভয় দিকই আছে । জনপ্রিয় ব্লগারদের দাবীর কথা গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং ভাল মন্দ দিক হিসাব করে মডারেটরদের এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন এবং একটু সরব হওয়ার জন্য আমিও অনুরোধ করছি।

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপনাকে ভাল থাকুন

২০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬

শকুন দৃিষ্ট বলেছেন: "কপি অপশনটা উঠিয়ে দেয়া উচিত" - কপি অপশনটা উঠিয়ে দিলেই কি কপি বন্ধ হবে?

আমারত মনে হয় না।

কে্উ কেউ বলছেন পিডিএফ আকারে দিতে। পিডিএফ থেকে কি কপি করা যায় না?

অবশ্যই যায়। তাহলে, উপায়?

আমার মনে হয় এক্ষেত্রে CGI বা SVG টেকনোলজি ব্যবহার করা বেসট হবে। সেক্ষেত্রে, এডিট মোডে শুধু টেক্সট আকারে থাকবে অন্যথায় ইমেজ হয়ে যাবে। চোরের তখন screen-shot (PrintScr button) ছাড়া আর বিকল্প পথ থাকবে না।

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কোন পদক্ষেপই নেয়া হবে না মনে হয়

ধন্যবাদ আপনাকে

২১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি একমত আপু.... দুই হাত তুলেছি এক সাথে....

২০ নং মন্তব্যের পরামর্শে মডু ভাইদের দৃষ্টি কামনা করছি।

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

২২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৫

শকুন দৃিষ্ট বলেছেন: আমনেরা যারা সামুর চোর ধরবার লাগসেন তারা এইডারে কি কইবেন? এই চোরের কাছে সামুচোরা তো ছিচকে চোর -

লেখা নকল করে যেভাবে ধরা খেলেন ঢাবি শিক্ষক সামিয়া রহমান !



পৃথিবীর বিখ্যাত দার্শনিক ও চিন্তাবিদ মিশেল ফুকোর লেখা “The Subject and Power” শীর্ষক আর্টিকেল যা প্রকাশ করেছে ইউনিভার্সিটি অফ শিকাগো প্রেস (১৯৮২), থেকে লেখা পৃষ্ঠার পর পৃষ্ঠা চুরি করে নিজের নামে ছাপিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও নিউজ২৪ টিভি চ্যানেলের কারেন্ট এফেয়ার্স এর প্রধান সামিয়া রহমান এবং ক্রিমিনোলজি বিভাগের শিক্ষক সৈয়দ মাহফুজুল হক মারজানের বিরুদ্ধে। অভিযোগ করেছে স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি অফ শিকাগো প্রেস।

এক লিখিত অভিযোগপত্রের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই চুরির অভিযোগ এর কথা জানিয়েছে ইউনিভার্সিটি অফ শিকাগো প্রেস। উন্নত দেশগুলোতে একাডেমিক চৌর্যবৃত্তি (Plagiarism) একটি ভয়ঙ্কর অপরাধ এবং এর কারনে দোষী সাব্যস্ত হলে যেকোনো শিক্ষক/গবেষক/ছাত্রের একাডেমিক জীবনের ইতি ঘটতে দেখা যায়। তবে, ঢাকা বিশ্ববিদ্যালয় আপাতত কেবল তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সিন্ডিকেট সদস্যরা। এছাড়া অন্য আরেকটি অভিযোগে আরো একটি কমিটি গঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় মঙ্গলবার রাতে কমিটি দুটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সিন্ডিকেট সদস্যরা।

লিনক:
http://monitorbd.news/2017/09/28/লেখা-নকল-করে-যেভাবে-ধরা-খে/

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই লেখিকা পাঠিকা বুড়ো হয় না দেখি

২৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৬

শকুন দৃিষ্ট বলেছেন: যদি লিন্ক কাজ না করে তবে এইখানে গুতা দেন:

http://monitorbd.news/2017/09/29/সামিয়ার-লেখা-চুরি-ঃ-সামাজ/

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ

২৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২২

শকুন দৃিষ্ট বলেছেন: দু:খিত, লং ইউআরএল, কেটে যাচ্ছে। এইটা ট্রাই করুন:

লেখা নকল করে ধরা খেলেন ঢাবি শিক্ষক সামিয়া রহমান

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কত হইচই হলো কাজের কাজ কিছু হলো না :(

২৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৮

শকুন দৃিষ্ট বলেছেন: সামিয়ার লেখা চুরি সম্পর্কে Pinaki Bhattacharya লেখেন:

ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে সামিয়া আর মারজানের মিশেল ফুকো থিকা কপি করাটা ঢাবির কেউ ধরতে পারে নাই। এইটা ধরছে শিকাগো ইউনিভার্সিটি প্রেস। এইটাই হইতেছে আমাদের একাডেমিক স্ট্যান্ডার্ড। স্যেকুলার শিরোমনি হুমায়ুন আজাদ নিজেও এই কাজ কইর‍্যা বই লিখছিলো। এই বিষয়ে ঢাবির স্যেকুলার শিক্ষককুলের ঐতিহ্য সুবিদিত।

এই খাইসলতের কারণেই এরা ইউরোপ থিকা মডার্নিজম, এনলাইটেনমেন্ট বাংলাদেশে আমদানি করতে চায়।

এই স্যেকুলারিস্টদের একটা বড় এচিভমেন্ট হইতেছে বাংলাদেশের প্রাইমারী এডুকেশন থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত একেবারে ধুলায় মিশায়ে দেয়া। এইটা করতে পারছে জন্যই একটা ফ্যাসিস্ট শাসন বুকের উপরে চাইপ্যা বসতে পারছে।

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

২৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১০

খায়রুল আহসান বলেছেন: কপি পেষ্ট অপশন বন্ধ করে দিলে একটি সমস্যা হবে, আমরা প্রায়ই লেখা থেকে উদ্ধৃতি দিয়ে কমেন্ট করে থাকি, এরকম কমেন্ট এর সংখ্যা কমে যাবে - ১৯ নম্বরে বিষাদ সময় এর এ কথাটার সাথে আমি একমত, কারণ পোস্ট থেকে ভাল লাগা অংশের উদ্ধৃতি দেয়ার এই কাজটা আমি একটু বেশীই করে থাকি, এমনকি মন্তব্য থেকেও, যেমনটি এখন করলাম। ব্যালেন্সড মন্তব্যের জন্য বিষাদ সময় কে ধন্যবাদ।

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া

২৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯

জাহিদ অনিক বলেছেন: খায়রুল আহসান বলেছেন: মূল্যবান ভাষণ, কিন্তু অরণ্যে রোদন! :) - যথাযথই বলেছেন

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ হুম জানি

২৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:


সে যাই হোক- একটাই দাবী এখানকার লেখাগুেলাতে কপি অপশনটা উঠিয়ে দিলে আমরা যারা অলেখক অকবি তাদের অনেক উপকার হইতো যদি আপনারা সুদৃষ্টি দেন এই আর কি। -জোরালো সহমত আপু... ব্লগ এডমিনের নিকট বিনীত নিবেদন রইল...

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ডানা ভাই

২৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

সোহানী বলেছেন: শকুন দৃিষ্ট মন্তব্যে দৃস্টি আকর্ষণ করছি। চমৎকার ও প্রয়োজনীয় কিছু তথ্য উনি সংযোগ করেছেন।

হাঁ, উন্নত বিশ্বে একাডেমিক চৌর্যবৃত্তি (Plagiarism) ধরার জন্য অনেক সফ্টওয়ার ইউজ করে। শুধু একাডেমিক চৌর্যবৃত্তি নয় এমন কি বত্তৃতা ও এর আওতায় পড়ে। আমাদের অনেক পিএইচডি এর কারনে ধরা খেয়েছে। কঠিন আইন আছে বলে বাইরে কেউ এ কাজ করে না.... গত বছর কানাডার শিক্ষা মন্ত্রনালয়ের প্রধান রিজাইন করতে বাধ্য হয়েছে কারন সমাপনী বক্তৃতায় কপি করেছিল বলে। আর আমরা ৫৭ ধারা নিয়ে দৈাড়াই, তেনাগো কিছু বললে জেল আর দিনের পর দিন লিখা, পিএইচডি নকল করে চালাচ্ছি... কোন আইন নাই।

দেশের মেধা বিকাশের কোন সুযোগই কেউ দেয় না কারন চুরির সুযোগ থাকলে কস্ট করে লিখবো কেন?????

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সেটাই আপি। তাইতো দেখতেছি ঠেকানোই যাচ্ছে না

ধন্যবাদ

৩০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৫

অর্ক বলেছেন: আপনার পোস্ট খুব ভালো লাগলো ছবি আপু। খুব সত্য কথা। এখানে দেখেন, আমার অনুবাদ করা হিন্দি সাহিত্যের অন্যতম প্রধান কবি হরিবন্শ রায় বাচ্চন'র কবিতা এই ব্যক্তি নিজের বলে চালাচ্ছে ফেসবুকে। ৫০০+
লাইক, ৩০০+ মন্তব্য!


শুধু এখান থেকে কপিপেস্ট করেছে, আর কিছু না। লেখাটি আমি আর কোথাও প্রকাশ করিনি।
সহমত জানিয়ে, আপনার সাথে কণ্ঠ মিলিয়ে এর প্রতিকার চাইছি।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কেমন লাগে বলুন মন খারাপ হয় না :(

৩১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৪

কুঁড়ের_বাদশা বলেছেন: @সোহানী,

কুড়েঁর_বাদশা এটি একটি বিশুদ্ধ মাল্টি-নিক।তাতে কোন প্রকার সন্দেহ প্রকাশ করবেন না। আর মনে রাখবেন, এই বাদশা সামুর একজন পুরাতন পাপী। এখন কোন মাল্টি-নিক কারো ক্ষতি না করলে, সে মাল্টি-নিক নিয়ে কারো মাথা ব্যথার কারণ হয় কিভাবে?বাংলায় একটা প্রবাদ আছে; চোর পালালে বুদ্ধি বাড়ে। মডুরা এই ব্লগে চোরদের বাঁচিয়ে রেখেছে। যদি আপনাকে এই প্রশ্ন করি,তবে তার উত্তর কি আছে আপনার কাছে? বর্তমান সময়ে ব্লগে আলোচিত একটা নাম লেডি হিটলার ওমেরা খাতুন।সে প্রতিনিয়ত সব ব্লগারের চোখে ধুলা দিয়ে যায় আর চুরি করে লেখা ব্লগে পোষ্ট দেয়। গত দুদিন আগেও ওমেরার চুরি ধরেছিলাম ।পরে ওমেরা সে পোষ্ট ডিলিট করে দিয়েছে। আপনি তার ব্লগে তার বিরুদ্ধে কোন সমলোচনা করে দেখেন, সে মন্তব্য, সে ডিলিট করে দিবে। আর যখন তার ঐ চুরির ঘটনাগুলো ধরা পড়ে।তখন আপনি কই ছিলেন? তার বিরুদ্ধে তো কোন কথা আপনাকে বলতে দেখিনি। গতকালের ওমেরার ব্লগে পোষ্টে প্রথম প্রতিউত্তর একটু খেয়াল করে দেখবেন,

এবার কাজ শুরু করেন । আপনাকে কাজ দিয়ে দিলাম । (আমাকে কিছু একটা বুঝিয়েছে)

এই পোষ্টে তার কোন লেখা চুরি ছিল না,তার সৎ সাহস ছিল বলে।

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: :)

৩২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৩

প্রামানিক বলেছেন: দু:খের বিষয় এই যে, এখানে কিছু পোস্ট করা মাত্রই, সব লেখা মুহুর্তেই চুরি হয়ে যায়। লোকজন এসব লেখা নিয়ে নিজের নামে চালিয়ে প্রশংসা কুঁড়ায়। অনেকেই মনকে এ বলে প্রবোধ দেন যে, লেখা ভাল হইছে তাই নিছে তাতে কি আর হইল। ভালই হইছে কিন্তু সম্মানিত এডমিন আমি কিন্তু মাইনা নিতে পারি না। মনে কষ্ট লাগে এত কষ্ট আর শ্রম সময় অপচয় করে লেখাগুলো মানুষজন কেনোই বা নিজের নামে চালিয়ে দিবে। সমাবেশ আমার সাথে কে কে একমত হাত উঠান।

এইয়া কইতে কইতে দাঁত ব্যাথা হই গেছে।

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহা ধন্যবাদ আপনাকে

৩৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৫

তারেক ফাহিম বলেছেন: চোরেরই মান আফা হায়গো আপ্নে জানেন না,
চুরি না করলে ব্লাগার কবি হতো না!!


Portable document file (PDF)
অথবা,
Joint Photographic expert group (JPEG) করলে
নিজেদের কাজ ব্যগাত আসবে মনে হচ্ছে।
ব্লগে আলাদা মানের নিমিত্তে আপনার সাথে সহমতের হালকা মৃদু বাতাস সময় নিয়ে ঘুরে আসার নিমন্ত্রন রইল।

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: েআচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে

৩৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২১

উম্মে সায়মা বলেছেন: সহমত আপু। কিন্তু অনেকদিন ধরেই এ নিয়ে পোস্ট দেয়া হচ্ছে, কোন সমাধান নেই...

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কোন সমাধান নেই

ধন্যবাদ আপি

৩৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৯

সোহানী বলেছেন: ফাতেমা আপুকে রিকোয়েস্ট করছি আমার করা ৩০ নং মন্তব্যটি মুছে ফেলার জন্য।

আমি ক্যাচাল পছন্দ করি না। এটি ব্লগ আদালত নয়, যার যেমন খুশি চলতে পারে এতে আমার কিছু বলা উচিত নয়। আর তথ্য প্রমান ছাড়া সম্পূর্ন ধারনার উপর ভিত্তি করে মন্তব্য করা বা অন্যকে হেয় করে মন্তব্য করা আমার স্বভাববিরুদ্ধ।

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি মুছেছি

৩৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৬

কামরুল হুদা দুর্জয় বলেছেন: "আমি কখনো কপি পেস্টকে না বলিনা । কারণ এটি আমার অতীত মনে করিয়ে দেয়"
যেদিন থেকে ইশতিয়াক ভাইয়ের এই কথা শুনছি, সেদিন থেকে আমিও মনকে এই বলে সান্তনা দিই ।

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ পোস্টে আসার জন্য ভাল থাকুন ভাইয়া

৩৭| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১১:২৯

মো: নাজমুল ফরাজী বলেছেন: ভা‌লো ব‌লে‌ছেন। এই লেখাগু‌লো নি‌জে‌দের স্টাটাস ব‌লেচো‌লি‌য়ে দেন অনে‌কে। যা দে‌খে স‌ত্যি আমা‌দের লজ্জা হয়। চোর‌দের তো;আবার লজ্জা নাই।

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া
ঠেকানো যাচ্ছে না :(

৩৮| ০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪০

মোস্তফা সোহেল বলেছেন: মডুরা মনে হয় ঘুমে আছে আপু!

০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: না এ ব্যাপারে তাদের করার কিছু নাই :( মনে হচ্ছে

কি আর করার । পোস্ট করে যাই চোরের জন্য :(

৩৯| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :(

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: :( কি আর করার আছে

৪০| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১১

নীলপরি বলেছেন: মিছিলে আছি । তবে খায়রুল আহসান স্যরের ২৬নং মন্তব্যের সাথেও সহমত ।

শুভকামনা ।

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধণ্যবাদ আপি
ভাল থাকুন

৪১| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নোটিফিকেশন সমস্যা দূর করা অতীব জরূরী।

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: দূর হয়নি হবে না। কেনো জানি মনে হচ্ছে :( ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.