নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

দিতে চাই-নি তবু দিতে হলো- কারণ এদের চিনে রাখা ভাল

০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০০

চোর চোর বলে চিল্লাইতে আর মন চায় না -তবু এদের স্মৃতি করে রাখা দরকার । এক সময় আসল লেখক গায়েব হয়ে যাবে। তাই স্ক্রীণ শট করে রাখি। বেশীর ভাগ পোস্ট ফেবুতেই রাখি। এবঙ চোরের লিংক টা জুড়ে দেই। আমার ফ্রেন্ড'রা সবাই মিলে কিছু কথার ধুলাই দিলে শেষে পোস্ট ডিলেট করে আবার কখনো ডিলেট করে না । তবু যাদের কিছুটা লজ্জা আছে তারা -এসে ক্ষমা চায় এবঙ বলে পোস্ট ভাল লেগেছিল তাই । আবার কেউ ঔদ্ধত্য-সীমা ছাড়া বদমাইশ উল্টা আরো আমাকে হিজরা ফেইক চোর বলে উল্টা পাল্টা কথা শুনায় দেয়। সেদিন উম্মে সকিনা নামের একজনের ওয়ালে প্রথমে ভাবছিলাম আমার ওয়ালে ঘুরতেছি। সবগুলোতেই উনার নাম। ফেক আসল জানি না। তবে কথার ধুলাই খাওয়ার পর নামটা ডিলেট করছে । পোস্ট আছে এখনো । এই যে এই চোর জেসন প্রান্ত নামের একজন।

ইঞ্জিনিয়ার জেসন

আমার লেখা উনার ওয়ালে

এই পোস্ট এজন্য দিছি । আমি আমার লেখার নিচে ফান করে কিছু কথা লিখে দিয়েছিলাম । তিনি সেগুলোও কপি করেছেন হাহাহাহা কেবল আমার নামটা ছাড়া। ।

এদের চিনে রাখুন











মন্তব্য ৪২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সামুতে এখন চোর ধরার ফাঁদ পাতা চলছে। চোরেরা সব মানুষ হউক - এই কামনা থাকল।

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: এরা মানুষ হবে না বেহায়া
বিশ্ব বেহায়া
খাটাসগুলো একেকটা

ধন্যবাদ ভাইয়া

২| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২১

মলাসইলমুইনা বলেছেন: চলুক তবে এই চোর ধরা বিপ্লব কঠিন থেকে কঠিনতর !!!

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ চলবে। ১০০ এর মধ্যে ১০ হলেও ভাল হয়ে যাবে

ধন্যবাদ আপনাকে

৩| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৩

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ

শান্তিতে বেটারা চুরিও করতে পারবে না? ;)

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: বেটারা তো শান্তিতেই চুরি করে কেবল কপি পেস্ট
পরবর্তীতে ধরা খেয়ে যায় হাহাহাহ

ধন্যবাদ গেমু ভাই

৪| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:
ব্লগে কবিতা চোরের বিরুদ্ধে, তাদের এই মৃত বিবেকর জন্য এক গায়েবী জানাজার ব্যবস্থা করা হোক! :) এছাড়া আর কোন উপায় দেখি না। =p~

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: চোরের কবিতা দেখে আসছি
ভাল্লাগছে

ধন্যবাদ ভাইয়া

৫| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৪

ভ্রমরের ডানা বলেছেন:
বেটার ছবি লাগায় দেন আপু... এগুলারে এদের স্টাইলেই শায়েস্তা করতে হবে..

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা লাগায় দিব নে

ধন্যবাদ আপনাকে

৬| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৮

মলাসইলমুইনা বলেছেন: @শাহরিয়ার কবীর

ভাবিনিতো এতটুকু,
হ্যা বলতে সবটুকু !!

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: :) জানাজা গায়েবী হোক তবে

৭| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো কাজ করছেন আপু, চোরদের এভাবেই ধুলাই করা হবে এখন থেকে

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঠিক তাই। এবং কথার ধুলাইয়ের লিংক ধরায় দিতে হবে হাহাহাহা
তা্ও যদি ঠিক হতো

ধন্যবাদ ভাইয়া

৮| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৪

ভ্রমরের ডানা বলেছেন:



ফেবু লিংকে আমার লেখা প্যারোডি এন্টিবায়োটিকের কাজ করবে!

০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ দেখে আসলাম প্যারোডি ভাল লাগল অনেক

৯| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২২

কানিজ রিনা বলেছেন: হায় হায় কবে যেন মন্তব্য চুরি হয়া যায়।
কারন আমি খালি মন্তব্য করি।
বেশ ভাল উদ্যোগ। ধন্যবাদ।

১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হইতে্ও পারে আপি

অনেক ধন্যবাদ সহমতের জন্য
ভালথাকুন

১০| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:










ইমানদার চোরটারে বললাম, 'ভাই, কবিতাটি এতিম করে দিলেন! লেখকের নামটা লেখতে পারতেন ভদ্রতাসূচক!' চোরে বলল 'জ্বি ভাই, কমেন্ট করার জন্য ধন্যবাদ'
এই ইমানদার চোরকে কি বলমু, হেতে নাকি ব্লগার ও লেখক, আবার বিবিএ পড়ছে

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: চেহারাতেই বুঝা যায় তার জুচ্চুরি
হারামী কোথাকার

ধন্যবাদ ভাইয়া

১১| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৩

সুমন কর বলেছেন: সব দেহি, চুরি করবার লাগছে..........এতো হাহুশ থাকলে নিজে লেখতে পারে না.........চুর কহানকার...... X(( X(

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ দাদা
এরা সবার লেখা চোর। এদের কথার ধুলাই দেয়া হবে এখন থেকে

১২| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৪

মনিরা সুলতানা বলেছেন: মজা পাচ্ছি বেশ !

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাসো হাসো -যা্ও হেসে যা্ও আপি মণি
সোনার দেশের এই মাটিতে গাড়া আছে চোরের খনি


ধন্যবাদ আপি

১৩| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:১৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এ কী অবস্থা রে বাবা! এতো দেখি চোরের হাটবাজার!

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ ভাই চোরের কারখান

ধন্যবাদ এখানে আসার জন্য

১৪| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ হলো চোরের দেশ।

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ ভাই চোরের দেশ
হক্কলতে চুরি করে

তবে ভাল মানুষ বেশী তো তাই চোররা ধরা পড়ে

ধন্যবাদ আপনাকে

১৫| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫০

মোহাম্মদ সহিদুল ইসলাম বলেছেন: এদের নিয়ে কিছু বলতেও আর মন চায় না,
সেদিন দেখলাম,
আমার একটি কবিতা
"ঈদ মোবারক"
১৭০ জনে চুরি করে প্রকাশ করেছে।

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: েআল্লাহ েএদেরকে হেদায়েত করুন

১৬| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৫

মোহাম্মদ সহিদুল ইসলাম বলেছেন: এদের নিয়ে কিছু বলতেও আর মন চায় না,
সেদিন দেখলাম,
আমার একটি কবিতা
"ঈদ মোবারক"
১৭০ জনে চুরি করে প্রকাশ করেছে।

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সর্বনাশ ১৭০ জনে
কি যে করি িএদের নিয়ে
আজব লাগে খাচ্ছরের জাত

আমারও কিছু বলতে মন চায় না
ধন্যবাদ ভাইয়া

১৭| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: এই পোস্টের লিংকটা বদ্দাদের ধরিয়ে দিন আপি!

তাহলে হয়তো আমাদের এই মন্তব্য পড়ে আরো কিছু লজ্জা বোনাস হিসেবে পাবে!

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন্তব্য পোস্ট করা যায় না। ফ্রেন্ডস এনড ফ্রেন্ডস মনে হয়। তা না হলে দিয়ে আসতাম

১৮| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: টাকা পয়সা চুরি নাহয় মানলাম কিন্তু লেখা চুরি কইরা কি লাভ ওদের! হালারা.।.।.। X((

০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কেডা জানে- :( মেজাজ বড় গরম হয় ভাই
ধন্যবাদ ভাই এখানে আসার জন্য ভাল থাকুন

১৯| ১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৭

ডঃ এম এ আলী বলেছেন: আপুমনি একটি কথা জানাতে চাই
ছোট সময় আমাদের গ্রামের বাড়ীতে মাঝে মাঝে সিদেল চোর সিদ কেটে চুরী করে যেত ,
দাদী বলত চোরের বাড়িতে দালান উঠেনা , কথাটা সত্য বলেই মনে হত
কারন ধরা পড়া চিহ্নিত চোরেদের বাড়ীতে তখনকার দিনে শুধু ভাঙ্গাচুরা
বাড়ীঘরই দেখতাম । এখনকার দিনে সিদেল চোর বলে কেও নাই
সবগুলিই ডাকাতে পরিনত হয়েছে । চোর না ধরে এখন ডাকাত ধরলে
এদের উৎপাদ কিছুটা কমতে পারে ।
শুভেচ্ছা রইল

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কেমনে ধরুম আমি তো পুলিশ না

আপনি ব্যবস্থা করে দিন

অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক

২০| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :(





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: :( আপনিও ভাল থাকুন দেশ

২১| ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৪

মিরোরডডল বলেছেন: shame!

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: এদের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি আমরা সবাই

ধন্যবাদ ডল ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.