নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

আমাদের সহব্লগার উনি, অথচ :(

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৩

উনি আমাদের সহ ব্লগার শাহানাজ সুলতানা। আমি আগে জানতাম না উনি ব্লগার এবং উনার বই্ও বের হইছে। অথচ সেদিন আমার লেখা উনার লেখার মাঝখানে ঢুকিয়ে পোস্ট দিলেন। ফ্রেন্ড একজন সেখানে বলেও আসলেন লেখাটি চুরি করলেন। কিন্তু শাহনাজ আপি লেখাটি চেঞ্জ করেননি কিংবা ডিলেটও করেননি। আমি আসলে উনাকে লজ্জা দিতে চাচ্ছিলাম না। মানুষ ভুল স্বীকার করলে ছোট হয়ে যায় না। এমন অনেক হয়েছে যে সরি বলে লেখাটি ডিলেট করে দিয়েছে অথবা আমার নাম দিয়ে দিয়েছে। তাছাড়া উনি সহব্লগার-কিছুতেই চাইছিলাম না ব্লগে উনার নামটা প্রকাশ করি। কিন্তু এতদিন হয়ে গেলো তিনি লেখাটি গোপনও করেননি। চেঞ্জ ডিলেট করেননি। এখন আমার কি করা উচিত-উনার দম্ভ ভেঙ্গে দেয়া উচিত নয় কি? আমি ব্লগে উনার নামটা প্রকাশ করবো? ঠিক হবে কি-না-উনার মনে কষ্ট দিতে চাইছিলাম না।

এটা স্ট্যাটাসে লিখেছিলাম ফেবুতে....তারপর উনাকে ম্যাসেজ দিয়েছিলাম ফেবুতেই-কিন্তু তিনি আজও ম্যাসেজের সারা দেন নি কিংবা পোস্ট টি এখনো ডিলেট কিংবা চেঞ্জ করেন নি। অন্যের লেখার মাঝখানে আমার লেখাগুলো অন্যের নামে থেকে যাবে সেটা আমি চাই না। যেহেতু তিনি এখানে ব্লগিং করেন। তার উচিত ছিল লেখাটি চেঞ্জ বা ডিলেট করে দেয়া।







আমার ম্যাসেজ উনি সিন করেছেন তা দেখা যাচ্ছে....। তারপরেও চেঞ্জ না করার কারণ খুঁজে পাচ্ছি না :(



আমার লেখা ফটো ক্যাপশন কবিতা
=============================
আচ্ছা তুমি কি সবুজ ভালবাসো? প্রকৃতি? পাহাড়-নদী?
যেথায় উছলায় সুন্দর-ছলাৎ ছলাৎ জল বয়ে যায় নিরবধি!
তুমি কি প্রজাপতি ভালবাসো-ফড়িং কিংবা উড়ন্ত পাখি
আহা রংধনু রং ছড়িয়ে ডানায়-ইচ্ছে সেথায় দিবানিশি দৃষ্টি রাখি।
আচ্ছা তুমি কি ফুল ভালবাসো? অর্কিড শিউলী বেলী কিংবা বকুল
ঝরে যেথায় মাতাল ঘ্রাণ, ছড়ানো আহা ভালবাসার মুকুল।
ঝরা পাতার কাব্য চিনো-বাজে যেথায় রুনুঝুনু নুপূর
আচ্ছা তুমি কি কখনো দেখেছিলে রোদ্দুর ভরা কোনো এক উদাস দুপুর?
তালপুকুরের জলের আয়নায় দেখেছিলে আকাশ ছবি?
আচ্ছা তুমি কখনো মুগ্ধতা ছুয়েঁ, ছন্দ সুরে হয়েছো কি কবি?
হেঁটেছিলে মেঠোপথে সবুজ ধারে আলে আলে
হেমন্তের শিশিরমাখা পথ হেঁটে
আঙ্গুলের ডগায় শিশির বিন্দু-মেখেছিলে গালে?
ফুল দেখেছো? রং দেখেছো-পেঁজাতুলো মেঘ দেখেছো
কখনো কি মনের মাঝে মুগ্ধতার স্বপ্ন একেঁছো?
বুকের বামে কখনো কি সুর উঠেছে-পাখির সুরে ফুলের সুরে ভ্রমর সুরে
কখনো কি স্রষ্টার সুন্দর গায়ে মেঘে-থেকেছিলো সুখের ঘোরে?
এসব কিছু তোমার ধাতে নেই কি? তুমি কি-গো পাথর মানুষ
কেবল তুমি উড়াও বুঝি, মন আকাশে কড়ির ফানুস।
একদিন এসো দিবো তোমায় মুগ্ধতা সব-বুক পকেটে-নিয়ে যেয়ো
ইচ্ছে হলে সেদিন তুমি এই আবেগীর মনটা চেয়ো।

মন্তব্য ৯৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম দিনকাদিন এবিষয়টি বড় ভাবনার বিষয় হয়ে দঁড়াচ্ছে ।

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি মামা কথ্য সইত্য :( আফসোস

২| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন:

আপা,আপনাকে এই চোরের সন্ধান দিল কেডা। =p~ :)

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সামু ব্লগের কবি নামের একজন ফেবু আইডিধারী

৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: চোর ধরার ডিজিটাল যন্ত্র আবিষ্কার করা এখন সময়ের দাবী।

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ডিজিটাল যন্ত্র লাগে না িএমনিতে ধরা যায় এদের । কিন্তু কিছু করা যায় না :(

৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

লেখকের চেয়ে লেখাচোরের সংখ্যা অনেক, অনেক বেশি!
ফিলিং ভীষণ অসহায় :(

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা ভাইয়া তাই দেখতেছি এখন

৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৬

অর্ক বলেছেন: দারুণ বিস্মিত হলাম! কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না! তাকে আমি শ্রদ্ধা করতাম। এরপর আর কোনও কথা থাকতে পারে না।

"ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে।" (রবি ঠাকুর)
তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ রাখলাম কর্তৃপক্ষের কাছে।

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাবত্ওে কষ্ট লাগে। আমি কোনভাবেই চাইছিলাম না -তার উপর কোন অসম্মানজনক কথা আসুক । কিন্তু নিজেই তা করতে দিলেন না ।

৬| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৭

মোস্তফা সোহেল বলেছেন: চোরেদের জ্বালায় দেখি অস্থির :(

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ ভাইজান অস্থির ই । অতিষ্ট হয়ে গেছি এবার

৭| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৮

শাহরিয়ার কবীর বলেছেন:


আশা করি,এখন সামু কৃতপক্ষ এই লেখা চোরে বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিবে।

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: দেখা যাক কি হয় । ধন্যবাদ ভাইয়া সাথে থাকার জন্য :)

৮| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১০

নীলপরি বলেছেন: আমিও এই নিকে কোনোদিন যাইনি । তবে জানিয়ে ভালো করেছেন । সবাই সচেতন হতে পারবে । এখন ঐ লেখার প্রথমাংশটাও যে ওনারই লেখা তাও কি তেমন জোড়ের সাথে বলা যায় ?

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: তা জানি না আপি। তিনি যদি লেখিকা হন তাহলে এমনটা করতেন না। আল্লাহ তাকে সৎ বুদ্ধি দিন

ধন্যবাদ আপি সাথে থাকার জন্য

৯| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১২

খায়রুল আহসান বলেছেন: অকবিসুলভ!
শুধু এই কথাটি বলেই এহেন অপপ্রয়াসের নিন্দা জানিয়ে গেলাম।
কুম্ভীলকদের নিকট কবিকূল বড্ডো অসহায়!

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া অকবিসুলভ আচরণই পেলাম তার কাছে

ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য :(

১০| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এখন দেখি চোরের ভয়ে অনেকে লেখাই দিবে না ব্লগে। :(

২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা অনেকেই চলে গেছেন এমন করে

ধন্যবাদ আপনাকে :)

১১| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২১

সাদা মনের মানুষ বলেছেন: লেখা চুরি কইরা লোকগুলো কেন যে লেখক হতে চায় আমার বুঝে আসে না।

২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সেটাই ভাইয়া আর ভাল্লাগে না

সব লেখা চুরি হয়ে যায়
বললেও আবার উল্টা পাল্টা শুনতে হয় :(

১২| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৩

সুমন কর বলেছেন: মানুষ এতটা খারাপ হয় কি করে !!

উনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অপেক্ষা করুন।

২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: দেখা যাক কি হয়।

ধন্যবাদ দাদা ভাল থাকুন

১৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কাজ করেছেন আপু, আমার কাছে ভালো লাগলো আপনার প্রতিবাদ।
উনি সহব্লগার তাই চোর বলে লজ্জা দিতে চাই না, তবে আপনার প্রতিবাদে আমি মুগ্ধ।
ঠিক বেঠিকের কি আছে, তাকে জানানো হয়েছিল, সে নিজেই নিজের মর্যাদানাশ করেছেন।

২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সহমতের জন্য আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন

১৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কতটা নির্লজ্জ হলে
কতটা বেহায়া হলে
কতটা বিবেকহীন হলে - তুমি লেখা চোর হও?
হে চোরেরা মিথ্যা মোহ ছেড়ে নিজে নিজে যাই পার তাই লেখ!
নয়তো একদিন তোমার মিথ্যা ফানুস প্রাসাদ এমনি ধ্বসে পড়বে!

ধিক্কার লেখাচোরদের!


২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য উপস্থাপনের জন্য
ভাল থাকুন

১৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৪

মনিরা সুলতানা বলেছেন: আসলেই ধিক্কার চোরদের ।

২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধিক্কার জানাই আমিও

ধন্যবাদ আপি

১৬| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৯

বর্ষন হোমস বলেছেন:
ইদানীং চোরদের নিয়ে আপনি একটু বেশি চিন্তিত।চোরদের নিয়ে এত চিন্তিত হলে লেখা মনোযোগ দিবেন কিভাবে!নতুন লেখাতো আসবে না!

২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: িআচ্ছা চোর আর ধরব না হাহাহাহা খুশি তো

১৭| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৬

অর্ক বলেছেন: আপা আপনি যা করেছেন, ঠিক করেছেন। আপনাকে পূর্ণ সমর্থন করি, করে আসছিও। আমি যদি আমার মাস তিন চার আগের পোস্টে আমার লেখা চুরি করে ফেসবুকে কপি করা আরেক ব্লগারের তথ্য, ছবি, চেহারা ইত্যাদি প্রকাশ করতাম, তাহলে তা দেখে নির্ঘাত অনেকেই সচেতন হতো। হতে পারতো, শাহনাজ আপাকেও আজ এভাবে লাঞ্ছিত হতে হতো না!

আপনি তাকে ব্যক্তিগত পর্যায়ে অনুরোধ করেও সাড়া পাননি।আপনার অসহায়ত্ব বুঝতে পারছি।

কিন্তু তারপরও আমার আপনার সকলের সচেতন থাকতে হবে, শালীন প্রতিবাদ ও সুস্থ সমালোচনার বাইরে কোনও মন্তব্য প্রতিমন্তব্য কিছুতেই গ্রহণযোগ্য নয়।

১২ নং মন্তব্যে সুমন কর খুব আপত্তিজনক মন্তব্য করেছেন, যা আমার মনে হয় না, আমাদের কারও সমর্থন করা সমীচীন হবে। আপনাকেও অনুরোধ করবো এব্যাপারে পোস্টে সামান্য হলেও আলোকপাত করার।

ওনার আরেক জায়গায় পঠিত প্রোফাইল থেকে জানি, ব্যক্তিগত জীবনে উনি একজন সম্মানিত নারী উদ্যোক্তা; দারুণ ব্যস্ত একজন মানুষ। আপনার এই লেখাটি উনি আরেক সাইট থেকে ইতোমধ্যেই সরিয়ে ফেলেছেন।

ধন্যবাদ আপা।

২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানাই ভাইয়া। আমরা সহব্লগার আমরা একে অপরের বন্ধুও বটে। ফেবুতে চুরি হয় সেটা এক কথা কিন্তু ব্লগার হয়ে ব্লগারদের লেখা কপি পেস্ট আসলেই নিন্দনিয়। যাই হোক উনার বুঝে আসুক ব্যাপারটা। ভবিষ্যতের জন্য সতর্ক হোন যেনো উনি।

১৮| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩১

কথাকথিকেথিকথন বলেছেন:


উনারা সুস্থ চোখ থাকতে জন্মাদ্ধ, উনাদের সুস্থ মস্তিষ্ক থাকতে বিকারগ্রস্থ । আর কিছু বলতে চাই না ।

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া উনার মন্তব্য টা দেখুন । উনি অন্য পোস্টে মন্তব্য করেছেন। হাস্যকর ব্যাপার হয়ে গেলো হাহাহাাহাহা নতি স্বীকার না করে উল্টা পাল্টা কথা বললেন

১৯| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪৩

কানিজ রিনা বলেছেন: চোরের গালাগাল ছারপোকা মশা ইদু্ঁর সাঁপ
কত্তা বিলাই। এইসব চোর গৃহপালিত তেলা
পোকা। তেলাপোকারা কোমডে পায়খানা খায়
আবার ডেঁকচীর ভিতরে ঢুকে গোস্তও খায়।
তাইত এরা গৃহপালিত ওষুধ দিলেও কাজ
হয়না। আর কি কমু কন এইসব চোরেরা
পড়ের বউ স্বামী চুরি করে নিজের বানায়।
যতসব অসভ্য চোর। এতকথা শুনেও লজ্জা
নাই। যতসব নির্লজ্জ বেহায়া। ব্লগে এসে
চুরি করে লেখা নিয়ে ফুটানি দেখায়।
ধন্যবাদ।

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি দেখেন আবার বড় বড় কথা কয়। এই কবিতাটা উনি এডিট করে পোস্ট দিয়েছেন। কেমন লাগে বলেন। এতটুকু হুশ জ্ঞান নেই উনার ।

২০| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৩০

জাহিদ অনিক বলেছেন:


বাহ বাহ বাহ !

না ব্যাপারটা আসলে ঠিকই আছে। কবিদের সব ব্যাপারেই পটু থাকা আবশ্যক। তা ইনি না হয় চুরি বিদ্যায় একটু পটিয়সী হলেন তাতে দোষ কি !

সত্যি বলতে, উনি আপনার ফ্যান। সেটা উনি স্বীকার করুক বা নাই করুক। B-)

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ ফ্যান
ভাইয়া দেখো আবার মিথ্যা বলছে । সে আবার কবিতাটা পোস্ট্ও করেছে
আজব মানুষ দেখি

২১| ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:০৭

ভ্রমরের ডানা বলেছেন:


এদের সুলাইমানি ব্যান চাই! জীবনের তরে সামুতে ব্যান করা উচিত এই ছাগিটিকে!

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: উনার বিরুদ্ধে আমি খুব নমনীয় ছিলাম। ফেবুতে দেখেছি উনি মান্যগণ্য ব্যক্তি অথচ ভুল স্বীকার করলেন না আজব লাগল :(

২২| ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৫

হাফিজ রাহমান বলেছেন: মানুষের বিবেক এতটা নিচে নামতে পারে ? কল্পনা করতেও কষ্ট হয়। যারা এমন অনাচার করেন তাদেরকে কি লেখক বলা যায় ? তবে লেখকের মর্যাদা থাকলো কোথায় ? পৃথিবীতে বহু রকমের তস্করবৃত্তি রয়েছে। আমার মনে হয় লেখার ক্ষেত্রে এ ধরনের তস্করবৃত্তি সবচাইতে ঘৃণিত তস্করবৃত্তি।

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সেটাই ভাইয়া। উনি নতি স্বীকার করেন নি। ঔদ্ধত্য নারী
উল্টা উনি আমার অন্য পোস্টে কিছু মন্তব্য ছেড়ে গেছেন যা সত্যিই হাস্যকর

ফেবুতে তো এডিট হিস্টোরি থেকেই যায়। কিছু চেঞ্জ করলেই বা কি স্ক্রীণ শট তো আছেই ।

২৩| ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভালো তো; ভালো না!

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম ভাল ভাল -উনারা চালিয়ে যাউক্কা আমরা দেখুম খালি

২৪| ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: শাহনাজ আপার বক্তব্য কতটুকু বিশ্বাসযোগ্য আপনারাই বলে । তিনি এখানে কথাগুলো বলতে পারতেন । যে পোস্ট থেকে কথাগুলো নিয়েছেন সেই পোষ্টেই তিনি কথাগুলো মন্তব্যে দিয়েছেন। আমি কপি পেস্ট করে দিলাম.....।

শাহানাজ সুলতানা বলেছেন:
মাননিকা-১১
-হ্যালো
-হ্যালো মানবিকা।
-বহুদিন পর তোমার ফোন
নিঝুম, আজ সকালটা সম্পূর্ণ অন্যরকম তাই না?
-হুম।
-হুম কি?
-হুম মানে হুম।
-ধ্যাৎ ভাললাগেনা হুম, হ্যাঁ ছাড়া আর কিছু বলার নেই!
-কালো মেঘ কেটে গেলে... এমন সুন্দর হয় আকাশ।
-কোথায় তুমি?
- তোমার ঘরের দ্বার গোড়ায়,
-সত্যি?
-দরজা খুলেই দেখো।
-বিশ্বাস হচ্ছে না।
-আচ্ছা, তুমি কি সবুজ ভালবাসো না নীল? প্রকৃতি? পাহাড়-নদী?
যেথায় পাহাড়ের বুক উছলায়
সুন্দর-ছলাৎ ছলাৎ জল বয়ে যায় নিরবধি!
-হ্যাঁ বাসিত।
-প্রজাপতি ভালবাসো-ফড়িং, উড়ন্ত পাখি কিংবা মাছেদের ট্রাপিজি?
-আহা রামধনু রং ছড়িয়ে ডানায়
ইচ্ছে সেথায় তোমার চোখে দিবানিশি দৃষ্টি রাখি।
আচ্ছা তুমি কি ফুল ভালবাসো?
-খুব ভালোবাসি
- কি ফুল তুমি ভালোবাস, শিউলী বেলী বকুল অর্কিড?
ঝরে যেথায় মাতাল ঘ্রাণ, ছড়ান ভালবাসার মুকুল।
ঝরা পাতার কাব্য চিনো-বাজে যেথায় রুমঝুম বেদনার নুপূর?
-চিনিতো। আর তাই তো ছুটে আসি তোমার সব ব্যথা মুছে দিতে।
-আচ্ছা তুমি কি কখনো সোনালী ভোর দেখেছ
কিংবা রোদ্দুর ভরা কোনো এক উদাস দুপুর?
-দেখেছি, দেখেছি পদ্ম দীঘির স্বচ্ছ জলের আয়নায় আকাশ ছবি আর...
-আর...!
-আর একটা মুখের অবয়ব,
মানবিকা, তুমি কখনো মুগ্ধতা ছুয়েঁ, ছন্দের নূপুর হয়েছো কি?
হেঁটেছিলে মেঠোপথে সবুজ ধারে আলে আলে
হেমন্তের শিশির সিক্ত পথে?
- হ্যাঁ, হেঁটেছি,
জানো নিঝুম, একটি হাতে হাত রেখে রোজ
আঙ্গুলের ডগায় তুলতুলে শিশির মাখি আর একটি চোখে রাখি চোখ।
-তাই বুঝি, তো সেই আঙ্গুকের মালিক কে জানতে পারি কি?
-তোমাকে বলবো কেন?
-আমি ছাড়া আর কে আছে তোমার?
- আছে ওই সুনীল আকাশ, মুক্ত বাতাস, সবুজ উদ্যান,
-আমার থেকে ওদের বুঝি বেশি ভালোবাসে?
-ধ্যাৎ কি যে বলো না,
-কি হলো লজ্জায় যে নীল হলো মুখ?
-নিঝুম, তুমি ফুল দেখেছো, রং দেখেছো-জামকালো মেঘ দেখেছো
কিন্তু কখনো কি কারো মনের ঝড় দেখেছো?
বুকের বামে কখনো কি সুর উঠেছে বেজে তোমার মানবিকার?
পাখির সুরে ফুলের সুরে ভ্রমর সুরে
কখনো স্রষ্টার সুন্দর গায়ে মেঘে- ছবি এঁকেছ সুখের ঘোরে?
-এসব কিছু আমার ধাতে নেই কি।
-তুমি কি-গো পাথর মানুষ?
-কেবল উড়াই মন আকাশে কড়ির ইচ্ছের ফানুস,
আজ বিদায় দাও। ফের একদিন এসে দেখাব তোমায় মুগ্ধতা
আর বুক পকেটে-নিয়ে যাব তোমার হৃদয় নিংড়ানো সব ভালোবাসা
যদি ইচ্ছে হয় সেদিন আমার আবেগীর মনটা বেঁধে রেখো মানবিকা।

বিঃদ্রোঃ মানবিকা শিরোনামে কবিতা আমি দীর্ঘ দিন ধরে লিখছি। নিঝুম আমার বন্ধুর নাম, ওকে ঘিরেই আমার "মানবিকা" কবিতা সব। দীর্ঘদিন মান অভিমানের পর মাত্র কয়েক দিন আগে ভোরে আমার ফোন বেজে ওঠে। নাম্বারটা ছিলো নিঝুমের। ও আমার দরজায় এসে আমাকে ফোন দিয়েছিলো। ওর আশা এবং চলে চাওয়াকে ঘিরে আমার মানবিকা-১১ শিরোনামে কবিতা। এই কবিতাটি কবি কাজী ফাতেমা ছবির কবিতার কোন কবিতার সাথে সাদৃশ্য মিথ থেকে থালে তবে আমি আন্ত্রিক ভাবে দুঃখীত। আমি কবি কাজী ফাতেমা ছবিকে চিনিনা। উনার কবিয়াও আমার চোখে পড়েনি কখনও। আজ কোন চামচার কমেন্টসের জের ধরে এখানে আমার পদার্পণ। ) ধন্যবাদ সবাই কে

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভুল স্বীকার করে নিলেই হতো আপি। এখনো উচু গলায় কথা বলছেন ছি

২৫| ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৩

ধ্রুবক আলো বলেছেন: লেখা চোরদের পুলিশে দিতে পারলে বেশি ভালো হতো।

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া উনি লেখাটা কিছুটা চেঞ্জ করে আমার অন্য পোস্টে মন্তব্য করেছেন। একটু মিলিয়ে দেখুন হাহাহাহ তারপরও নতি স্বীকার করবেন না উনি কত বড় বোকা মানুষ। ফেবুতে ইডিট হিস্টোরীতে এখনো রয়ে গেছে সেটা কি জানেন না উনি হাহাহা। আমার লেখার লাইনগুলো প্রতিটিই আছে স্ক্রীণ শটে এখন বদলিয়ে কি লাভ বলেন হাহাহাহাহ

২৬| ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৬

ভ্রমরের ডানা বলেছেন:

উনি ব্লগেও লেখাটি দিয়েছেন =p~

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কত বড় মিথ্যাবাদী চিন্তা করেন । স্বীকার তো করলেন ই না উল্টা পাল্টা কথা এবং জেসন কে চামচা বলেছে সে দেখেন নিচে



২৭| ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৯

ভ্রমরের ডানা বলেছেন:

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: মিথ্যাবাদীদের আল্লাহ পছন্দ করেন না । :(

২৮| ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৬

ভ্রমরের ডানা বলেছেন:
তাকে রিপোর্ট করুন। ফেবুতে আপনার দলবল সহ। আর কবি পরিষদ তার কাজ করবে। ব্লগেও ওই পোষ্টে রিপোর্ট করে মডুদের জানিয়ে দিন।

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই ব্যবস্থা নিতে হবে দেখছি। স্বীকার তো করলই না আবার বড় কথা শুনায়

২৯| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৭

কুঁড়ের_বাদশা বলেছেন:

সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি তা না না না।।
:P :)


চোরের বিচার সামুর মামুরা না দিলে, ভাংচুর শুরু করে দিমু। =p~

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া ভাংচুরের দরকার নাই। মিথ্যা বলে যদি উনি সন্তুষ্ট থাকেন । তাহলে তাকে তাই থাকতে দিলাম।

তবে আল্লাহ মিথ্যাবাদীদের পছন্দ করেন না

৩০| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৩

ভ্রমরের ডানা বলেছেন:

মডুদের উচিত এই চোরদের ব্লগ থেকে ঝাটা মেরে বের করে দেওয়া। সে লেখাটি বারটা একত্রিশ মিনিটে চেঞ্জ করেছে।

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হয়তো এখানের পোস্ট উনার চোখে পড়েছিল

৩১| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৩

বিলিয়ার রহমান বলেছেন: কি বলবো আপি বুঝতে পারছি না!!

আপনার ব্যাথায় সমব্যাথি!!

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্যথা পেয়ে আর কি। নৈমিত্তিক ব্যাপার যাক গে মিথ্যা বলে যদি উনি শান্তি পান তাহলে তাই যেন পান
আল্লাহ সহায় হোন

৩২| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫১

ফয়সাল রকি বলেছেন: যেহেতু শাহানাজ সুলতানা আপা বলেছেন, মানবিকা শিরোনামে কবিতা আমি দীর্ঘ দিন ধরে লিখছি। নিঝুম আমার বন্ধুর নাম, ওকে ঘিরেই আমার "মানবিকা" কবিতা সব। দীর্ঘদিন মান অভিমানের পর মাত্র কয়েক দিন আগে ভোরে আমার ফোন বেজে ওঠে। নাম্বারটা ছিলো নিঝুমের। ও আমার দরজায় এসে আমাকে ফোন দিয়েছিলো। ওর আশা এবং চলে চাওয়াকে ঘিরে আমার মানবিকা-১১ শিরোনামে কবিতা। এই কবিতাটি কবি কাজী ফাতেমা ছবির কবিতার কোন কবিতার সাথে সাদৃশ্য মিথ থেকে থালে তবে আমি আন্ত্রিক ভাবে দুঃখীত। আমি কবি কাজী ফাতেমা ছবিকে চিনিনা। উনার কবিয়াও আমার চোখে পড়েনি কখনও। আজ কোন চামচার কমেন্টসের জের ধরে এখানে আমার পদার্পণ। ) ধন্যবাদ সবাই কে
এবং
মাননিকা-১১
লিখেছেন শাহানাজ সুলতানা, ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৯


» একেকটি ছবিই আমার কবিতার শিরোনাম......(ছবি ব্লগ+কবিতা)
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৫

কাজেই, কাজী ফাতেমা ছবি আপা, আপনাকে বলতে চাই, আপনার টাইম মেশিনটা কি একবারের জন্য ধার দেয়া যাবে?

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ ভাই ধার দিমু তয় ফেরতের আশায় দিমু কইলাম। তবে শুনুন এই লেখাটি এখানে প্রকাশের বাক্কা আগে ফেবুতে অনেকগুলো গ্রুপে একসাথে আপ করেছি এই ছবি ও লেখাটা। আফসোস উনি স্বীকার করলেন না । মিথ্যেবাদীদের আল্লাহ তাআলা পছন্দ করেন না।

ধন্যবাদ আপনাকে ফয়সাল ভাই ভাল থাকুন

৩৩| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার ফেবু সার্কেলে রিপোর্ট করে তার আইডি ফেবু থেকে নামিয়ে দিন। এর থেকে ভাল প্রতিশোধ হতেই পারে না। বেশি না ২০-৩০ টা রিপোর্ট খেলেই আগাগোড়া নড়ে যাবে!

৩৪| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০২

ভ্রমরের ডানা বলেছেন:


আর আপু ধ্রুপদী প্রকাশনীতে ফোন করে ও তাদের ওয়েব অথবা ফেবু কন্টাক্ট করে এই প্রমাণ গুলো দিতে ভুলবেন না। তার লেখাচুরির একটা দফারফা হয়ে যাবে।


আমি বুঝি না মানুষ এত নির্লজ্জভাবে কিভাবে লেখালেখি করে। এদের মত হীনমন্য প্রাণী আর দ্বিতীয়টি নেই!

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আশ্চর্য্য লাগতেছে আমার এত মিথ্যাবাদী কিভাবে হয় সে । এতক্ষণ তার সম্মানার্থে কোনো কিছু বলিনি। মনে কষ্ট পাবে বলে।

৩৫| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৯

ভ্রমরের ডানা বলেছেন:


এটার লজ্জা নাই। অ্যাকশনে যান আপু। ধ্রুপদীতে তার চুরির প্রমাণ দিয়ে দিন। লেখক হবার সাধ মিটে যাবে।

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিভাবে যোগাযোগ করবো? আমি তো এসব বুঝিও না

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরে ধ্রুপধী প্রকাশনা গ্রুপে উনিই দেখি এডমিন। সর্বনাশ উনার প্রকাশনা্ও আছে নাকি

৩৬| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১২

যারীন তাসনীম আরিশা বলেছেন: এটা কোন ভাবেই ঠিকনা। চোরদের এখান থেকে বের করে দেওয়া হউক।

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: িএখান থেকে বের করে দিলেও এরা চোরই থাকবে। দেখেন আপি আবার উচু গলায় কথা বলছে
বলছে সে নাকি বই বের করবে বইমেলায় অথচ কথাগুলো আমার ছিল :(

৩৭| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৬

ভ্রমরের ডানা বলেছেন:


ধ্রুপদী প্রকাশনীর ফেবু ওয়ালে পাওয়া প্রকাশকের মোবাইল নাম্বার - ০১৯২০২৯২৪৩১.

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে । আমি যোগাযোগ করবো

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরে এটা তো উনার ফোনই উনি ধরেছেন

৩৮| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:
একটা পেজ থেকে নাম্বারটা পেলাম। এদের নিবন্ধন যারা দিয়েছে তাদের খুঁজে ফোন দিতে হবে আপু। আমি দেখছি।

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে কষ্ট করছেন অনেক :)

৩৯| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৮

ভ্রমরের ডানা বলেছেন:


মানে উনি লেখক ও প্রকাশক। এই লেখা চোরেরা প্রকাশক। হায়রে...


আচ্ছা আপু সে কি এটার জন্যে দুঃখ প্রকাশ করেছে?

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: না- তারপরও উনি বলতেছে আমি আপনাকে চিনি না
আপনার লেখা হতে আমি কপি করি নি
বলতেছে যে লেখা এক রকম যাতে না হয় সেজন্য বার বার এডিট করতেছে
েআমি অফিসে বসে তাকে আর কি কইতাম ।

কেউ যদি ইচ্ছে করে ভুল চাপাবাজি করে তাকে বুঝানো ক্ষমতা একমাত্র আল্লাহর । মানুষের কাম না
আমার ভাগ্যটাই এমন কেবল ভুল মানুষদের হাতে পরি। এমনিতেই তর্ক বিতর্ক পারি না গুছিয়ে কথা কইতে পারি না। পাথর মানুষ আর গুয়াতুর্মি মার্কা মানুষই আমার জীবনের উটকো ঝামেলা :(

৪০| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২১

ভ্রমরের ডানা বলেছেন:

আশা করছি সন্মানিত মডুগন তার ব্যবস্থা নিবেন!

৪১| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩১

ক্লে ডল বলেছেন: সে নিজের ভুল স্বীকার না করলে উপযুক্ত ব্যবস্থা নিন। ভ্রমরের ডানাকেও ধন্যবাদ।

৪২| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪২

শাহানাজ সুলতানা বলেছেন: বাহ বন্ধুরা বাহ অনেকে অনেক কথা বললেন। কোন লেখাটি কবে প্রকাশ পেয়েছে সবাই একটি ভালো করে দেখুন। হুযুগে মাতা বাঙালি গোনের বাতাসে বইতে সবাই ভালোবাসি। কথায় কথা বাড়ে আর ভোজনে বাড়ে পেট। আমি আর কথা বাড়াতে চাইনা।

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: শাহনাজ এসব উল্টা পাল্টা কথা বলে কাউকে বিভ্রান্ত করতে পারবেন না।

ফেবুতে ডেট চেঞ্জ করা যায়
সেটা আন্ডা বাচ্চারা্ও জানে

আর কত নিচে নামবেন আপনি।

৪৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫১

শাহানাজ সুলতানা বলেছেন: দেখুন কোন লেখাটি আগে প্রকাশিত । এর পরেও যখন ইনি বলেছেন উনার কবিতার সাথে আমার কবিতার মিল আমি আমার কবিতা ভেঙ্গেছি গড়েছি। এমনকি এমি এটাও বলেছি
বিঃদ্রোঃ মানবিকা শিরোনামে কবিতা আমি দীর্ঘ দিন ধরে লিখছি। নিঝুম আমার বন্ধুর নাম, ওকে ঘিরেই আমার "মানবিকা" কবিতা সব। দীর্ঘদিন মান অভিমানের পর মাত্র কয়েক দিন আগে ভোরে আমার ফোন বেজে ওঠে। নাম্বারটা ছিলো নিঝুমের। ও আমার দরজায় এসে আমাকে ফোন দিয়েছিলো। ওর আশা এবং চলে চাওয়াকে ঘিরে আমার মানবিকা-১১ শিরোনামে কবিতা। এই কবিতাটি কবি কাজী ফাতেমা ছবির কবিতার কোন কবিতার সাথে সাদৃশ্য মিল থেকে থালে তবে আমি আন্ত্রিক ভাবে দুঃখীত। আমি কবি কাজী ফাতেমা ছবিকে চিনিনা। উনার কবিয়াও আমার চোখে পড়েনি কখনও। এর পরেও কি ভাবে ক্ষমা চাইতে হয় আমার জানা নেই আমি শিখতে চাই ব্লগের বন্ধুদের কাছে ।

৪৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪২

শাহানাজ সুলতানা বলেছেন: বোন কবি কাজী ফাতেমা ছবি মানবিকা-১৩ আপনাকে উৎসর্গ করে গেলাম। বাঁধ ভাঙার আওয়াজে এক বুক ভাঙা কান্নার আওয়াজ আপনার কানে পৌছাবেনা। আপনার কবিতা আমি কপিরাইট করিনি তবু আপনি অনেক লাঞ্চিত করেছেন আমাকে। এতো অপমান সহ্য করেও আমি আপনার কাছে ক্ষমা চাইছি। দয়া করে চুপ করুন। আর আমার মানবিকা-১৩ কবিতাটি মনোযোগ দিয়ে পড়ুন। কবিতাটি আপনাকেই উৎসর্গ করে গেলাম ।


মানবিকা-১৩
:

নিঝুম, সব কিছুতে কি স্বাক্ষী প্রমান চলে না মেলে তুমি বলো।
উপযুক্ত স্বাক্ষী-প্রমানের কাছে
সত্য মিথ্যা হয়ে আঁধারে ঢেকে যায়,
আর মিথ্যা দিনের আলোর মত যেকে বসে
নিগুঢ় ভালোবাসা তাসের ঘর হয়ে যায়
তুমি কেমন জহুরী নিঝুম নিকষ পথরে
জাচাই করেও সোনা চিনলে না।
আমি তোমাকে প্রশ্ন করেছিলাম
কি ফুল তুমি ভালোবাস, শিউলী বকুল জুঁই চামেলী
মালতি মাধবী কিংবা অর্কিড?
তুমি মুখে কিছু না বললেও ঠিকই বুঝিয়ে দিলে
ফুলদানিতে জীবন সাজাতে অর্কিড বেছে নিয়েছ।
আমি ঝরা বকুল তাই আজ মূল্যহীন বলে হয় আমাকে তোমার।

নিঝুম, একদিন তুমি আমাকে বলেছিলে
-মানবিকা, পৃথিবী অনেক বিচিত্র, এখানে ফোটে হাজারো রঙিন ফুল
ভ্রমরকে আকর্ষণ করে ওই সব ফুল
বকুলের ঘ্রাণ তখন বেঁধে রাখতে পারেনা কালো ভ্রমরকে।
তুমি আরো বলেছিলে,
-মানবিকা জীবন চলতে অনেক বাধা অতিক্রম করতে হয়
উত্থান আসে, পতন আসে, ভেঙ্গে খানখান হয়ে যায় সব
তাই বলে ভেঙ্গে পড়তে নেই, তাতে মনোবল হারায়।
জীবন সংগ্রামে ন্যায়ের পথে থেকে এগিয়ে চলবে
আমি যেখানেই থাকি দেখবে আমি তোমার পাশেই আছি।

-নিঝুম, তোমার কথাগুলো যে মিথ্যা হয়েগেলো
তুমি আজ আমার পাশে নেই
ওই বাহারি অর্কিডের বুকে তুমি সুখ খুঁজে ফিরছ
আজ তোমার জন্যই জীবন আমার শূন্য বিরান মরুভূমি
তবু আমি ভেঙ্গে পড়িনি নিঝুম।
আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি যেখানেই থাকো
মেঘ ছায়া হয়ে আছ আমার মাথার উপর
তাই তো নাইক্যডিয়া, যখন বলেছিল সত্যের মোকাবেলা না করে
নীরবতা পালন করে আপনি চুন্নির পরিচয় দিলেন
আমি সব অপবাদ মাথা পেতে নিয়েছি
কি হবে আর সত্যের মোকাবেলা করে
যে জীবনে তুমি নেই, সে জীবন যে আমার অর্থহীন।

তুমি বলেছিলে না-
মানবিকা , তুমি কি সবুজ ভালবাসো না নীলাকাশ ভালোবাস?
নিঝুম আমি আজ নীলাকাশ বড় বেশি ভালোবাসি,
তোমার উত্তরের অপেক্ষাতেই
প্রহর গুনছি, তুমি যদি নীরব থাকো তো মাত্র তিন মাস পর
আমি পাড়ি জমাব ওই দূর নীলাকাশে
সকল সত্য-মিথ্যার হবে অবশান।
নিঝুম, তোমার বুকে আকাশ আমার,
তোমার বুকেই মাটি,
তোমার জন্য হৃদয় আমার কোমল পরিপাটি।
।..............................।সকল ব্লগার বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা

৪৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৫

জাহিদ হাসান বলেছেন:

৪৬| ২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সামুর এক বিক্ষাত ব্লগার আমার লিখা কপি করে নিজের নামে নিউজ পোর্টালে ছাপিয়ে দিয়েছে।
ভদ্র মহিলাকে আমার লজ্জা দিতে ইচ্ছে হয়নি, আসলে সাহস হয়নি।
ছবির এই পোস্ট দেখে এখন সাহস পাচ্ছি----- =p~

৪৭| ২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৪

অর্ক বলেছেন: প্রিয় ছবি আপা আবার এলাম। আপনার এই পোস্ট যেদিন আসে, তার আগের দিন চুরি করা কবিতাটি সে দিয়েছিল বাংলার কবিত.কমে। সেখানে আমি নিজেও একটি শুভেচ্ছা মন্তব্য রাখি। তারপর আপনার লেখা পড়ে আবার সেই সাইটে যেয়ে দেখি লেখাটি সে সরিয়ে ফেলেছে। সুতরাং আমি নিজেই একজন জ্বলজ্বলে সাক্ষী এই দুষ্কর্মের। তার ওই সাইট থেকে লেখা সরিয়ে নেয়া দেখে ভেবেছিলাম যে সে অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করবে। তাই দ্বিতীয় মন্তব্যে আমি লিখি, যে বেশি কঠোর ভাষা যেন না ব্যবহার করা হয়। কিন্তু পরবর্তীতে ঘটনাপ্রবাহ দেখে আমি বিমূঢ় হয়ে গেলাম। আমার মনে হচ্ছে সে বর্তমানে মানসিক অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছে। যাই হোক সেটা আমাদের কারও দেখার বিষয় নয়। আপা আপনি লিখে রাখতে পারেন, এই চুরি যদি না ধরা হতো, তাহলে সে এই লেখা দিয়ে তার আগামী বই বের করতো। নির্ঘাত ইতোমধ্যেই চুরি কবিতা নিজের নামে চালিয়ে বই প্রকাশ করেও থাকবে। এখানে অভিযোগ করে ফলাফল কিছুই হলো না। কর্তৃপক্ষ দায়িত্বহীনতার পরিচয় দিয়েই চলেছে, যা প্রকারান্তরে লেখা চোরদের উৎসাহিত করছে। আপা লেখা চুরির ভয়াবহতা বোঝার জন্য এই ঘটনাইই যথেষ্ট। আপা সব তথ্যপ্রমাণ যত্ন করে রাখবেন। প্রয়োজনে এইসব ঘৃণিত কুম্ভিলকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
ধন্যবাদ আপা।

০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আর এখানে আসব বলে সিদ্ধান্ত নিয়েছি

৪৮| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চুরি করে বড় গলায় চিল্লায়। কানের নিচে একটা দিলে চিল্লানি থামায়। এদের তালাবি কেমনে করতে হয় আমি জানি।

০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি থাকব না আর ব্লগে ভাইয়া

ব্লগ কর্তৃপক্ষ কথা দিয়ে রাখে নি :(

৪৯| ০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি যখন লিখেছিলেন, ওরা আপনাকে কথা দিয়েছে আমি তখন সত্যি অত্যাশ্চর্য হয়েছিলাম।

আমি সেই কবে এসব অভিজ্ঞতা করেছি। ব্লগ জঙ্গলের মত। নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করতে হয়।

রাগ করার দরকার নেই। ব্লগে ব্লগিং করুন। নতুন লেখা ফাইলে রাখুন। এতে সব বহাল থাকবে।

আপনার মন ভালো হোক এই কামনা করি।

৫০| ০৫ ই মার্চ, ২০২০ সকাল ১০:১১

নীল আকাশ বলেছেন: এই কবিতা চোর কী ব্লগে ছেড়ে পালিয়েছে?
এক এখন আর দেখিনা কেন?

০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৪:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অন্য নামে আছেন উনি। কিন্তু দুই বছর হলো পোস্ট করেন না। এই নামের আইডি সামু কর্তৃপক্ষ ব্লক করে দিয়েছেন।

৫১| ০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৪২

মিরোরডডল বলেছেন: This is shame! How people do this!
I’m shocked!
Apu you did the right thing. Must protest.

০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৩:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা সেই দিনগুলো, চোর চোর খেলায় আমরা হাহাহাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.