নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

সবুজের শিশির স্নান..........

০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪০


#কাজী_ফাতেমা_ছবি

সবুজে লেপ্টে আছে শিশিরের কণা,যেনো অশ্রু বিন্দু
ভোরের শিশির স্নিগ্ধতা এনে দেয়, মনে এক সিন্ধু।
পত্রপল্লবে বসে থাকে ঠাঁয়, আঁধারে কুয়াশার চাদর
সতেজ প্রকৃতি শীতভোরে চোখে বুলায়, অন্তহীন আদর।
টলমল টলমল জল, থাকে ঝুলে গাছের পাতায় পাতায়
শিশির স্নানে তরু লতা কলাপাতার রঙ এ মন মাতায়।
চারিপাশে কিযে মায়াবী এক মায়াজাল আছে ছড়িয়ে
শিশিরগুলো কচুপাতা আঁকড়ে ধরে থাকে জড়িয়ে।
গাঁদা ফুল ছুঁয়ে শিশির নিশ্চুপ বসে,ভোরের রোদ্দুরে
কুয়াশার আবরণে ঢেকে যায় পথঘাট. দূর বহুদূরে।
বুনোফুলের পাপড়িতে শিশির খেলে প্রেমের খেলা
এখানে রোজ ভোরে ফুলে পাতায় বসে শিশিরের মেলা।
হিমেল হাওয়ায় দোলে পাতা সব শিশিরের গয়না গায়ে
শিরশির শীত শীত, ভেজা মাটিতে হাঁটি খালি পায়ে।
রাতভর শিশির স্নানে মত্ত, সবুজ ধানের চারাগুলো
শিশিরের ছোঁয়ায় মরে গেছে মেঠোপথের ধূলো।
আহা শিশিরের ফোঁটায় খুলে যায় ভাঁজ
সবুজ ঘাসের বিশাল প্রান্তর
মুগ্ধতায় যায় ভরে যায় আবেগী এই অন্তর।
(ক্যানন ডি৬০০)


সময় পাই না ব্লগে আসার, মাঝে মাঝে খারাপই লাগে আসতে না পারায়। তাই বিছনায় শুইয়া ছুটির দিনে মোবাইল দিয়াই পোস্টাইলাম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। বছরটি ভাল যাক সবার।

মন্তব্য ৪০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সবুজ পাতায় শিশিরজল দেখে গায়ে অতিরিক্ত শীত এসে গেছে।।

এখন গাঢ় লিগারের রং চা আশা করছি।
হবে কি.....?

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন:
এই নেন দুধ চা

শুভেচ্ছা রইল

২| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৫

শামচুল হক বলেছেন: ভালো লাগল।

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ শামচুল হক ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাবছিলাম ছবির ছবি পোস্ট !
কবিতা ভাল লেগেছে।
আপনিও নয়া সালের শুভেচ্ছা নিন।

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

ছবিটা্ও আমার উঠানো ।
শুভেচ্ছা আপনাকেও

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪২

কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতা পড়িয়া একখানা লাইক প্রদান করা হইল। :)



আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা প্রদান করা হইল আপা। ;)

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ বাদশা
ভাল থাকুন
আপনাকেও শুভেচ্ছা
সুন্দর কাটুক বছরটি

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৩

ধ্রুবক আলো বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।

কবিতা ভালো লাগলো।

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আলো ভাইয়া ভাল থাকুন অনেক অনেক
শুভেচ্ছা
ভাল কাটুক বছরটি

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ছবি এবং লেখা মনোমুগ্ধকর আপু

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: িআন্তরিক ধন্যবাদ আপি। ভাল থাকুন
বছরটি ভাল কাটুক
শুভ কামনা অনেক অনেক

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৬

মনিরা সুলতানা বলেছেন: বাহ চমৎকার শিশির কাব্য !!!
ছবি আর কবিতায় ভালোলাগা ।

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপি। সাথে ভালবাসা রইল
নতুন বছর অনেক ভাল কাটুক
শুভকামনা সতত

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪০

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: সুন্দর ছবি।সুন্দর কবিতা....

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ কাফি ভাইয়া ভাল থাকুন অনেক অনেক

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১০

রাজীব নুর বলেছেন: আপু সুন্দর হয়েছে।

যতই ব্যস্ত থাকেন না কেন, ব্লগে অবশ্যই আসবেন।

০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাইয়া
ইনশাআল্লাহ আসবো

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো শীত শিশিরজলের কাব্য।


নতুন বছরে সুখসমৃদ্ধি বয়ে আনুক প্রত্যাশা
শুভকামনা আপনার জন্য সবসময়

০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন

চোররা নিয়ে গেছেকবিতা আর ছবি

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৩

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি ,




অন্তমিলের কবিতায় অন্তহীন শিশির পতনের শব্দ ।

নতুন বছরের শিশির টলোমলো শুভেচ্ছা ।

০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা
ভাল থাকুন নতুন বছরে
সুন্দর হোক পথচলা

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫২

খায়রুল আহসান বলেছেন: খুবই চমৎকার একটা ছবি দিয়েছেন, দেই সাথে শীতানুভূতি উদ্রেককারী কিছু শীত শীত শব্দাবলী।
কবিতায় পঞ্চম ভাল লাগা + + রেখে গেলাম।

০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্য অনুপ্রেরণার উৎস
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভাল থাকুন
সুন্দর হোক নতুন বছর

১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনি দারুণ ভাবে ছন্দ মিলিয়েছেন তো! এক্সিলেন্ট! ছবির শিশির বিন্দু দুইটা আপনার ছন্দের মতই সুন্দর!

০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ভাল থাকুন অয়ন ভাইয়া
জাজাকাল্লাহ খাইরান

১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৫

জাহিদ অনিক বলেছেন:


শীতের কুয়াশাকে চোখের অশ্রুজলের সাথে তুলনা করেছেন।
দুইটাই বেশ পবিত্র।
ভাবনাটা বেশ ভালো লাগলো।

চমৎকার শিশির কাব্য, এত অন্তমিল! কিভাবে করেন আপনি !
অনেক ভালো লেগেছে, ছবিটাও ছবি আপু।

০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকো অনেক অনেক

১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৫

নাদিম আহসান তুহিন বলেছেন: মুগ্ধতা ছুঁয়ে গেছে আমার এ হৃদয়।

০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: মুগ্ধতা ছুঁয়ে থাক আপনার জীবনে
জাজাকাল্লাহ
ভাল থাকুন

১৬| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১০

মিঃ সালাউদদীন বলেছেন: যে ছবি কথা বলে ! নারী তুমি পুরুষের গর্ভ !! নারী তুমি পুরুষের অহংকার !!! নারী তুমি পুরুষের !!!!!!!!!!!! । কি ব্যাপার, আজ পুরুষের উপর কোন অভিযোগ নাই, নাই কোন আক্রোশ ?
অনেক অনেক অনেক ভাল এবং শক্ত হাতের লেখা, পড়ে বেশ মজা পেলাম ।যে ছবি কথা বলে ! নারী তুমি পুরুষের গর্ভ !! নারী তুমি পুরুষের অহংকার !!! নারী তুমি পুরুষের !!!!!!!!!!!! । কি ব্যাপার, আজ পুরুষের উপর কোন অভিযোগ নাই, নাই কোন আক্রোশ ?
অনেক অনেক অনেক ভাল এবং শক্ত হাতের লেখা, পড়ে বেশ মজা পেলাম ।

১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহা ভাইরে আমি কি কেবল নারীবাদী লেখা লেখি নি কোনো

সব ধরণের লেখাই লেখি

যখন যা মন চায় তাই লেখি

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য

১৭| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৩

মিঃ সালাউদদীন বলেছেন: দুঃখিত, লেখাটি কেন দুইবার প্রকাশ পেল বুঝলানা ?

১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সমস্যা নাই নেট প্রবলেম
হতে পারে এমন
ধন্যবাদ আপনাকে

১৮| ১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৯

মিঃ সালাউদদীন বলেছেন: সময় খরচ করে জবাব দেয়ার জন্য কবি সাহেবা-কে অনেক অনেক ধন্যবাদ । সুখে থাক, ভাল থাক, যেখানেই থাক সাবধানে থাকবে । শুনলাম দেশে বেশ শীত পড়েছে, অন্য বছরের তুলনায় আমারা-ও এবার বেশ শীতে ভুগছি, সূর্যের দেখা পাই না বললেই চলে ।সময় খরচ করে জবাব দেয়ার জন্য কবি সাহেবা-কে অনেক অনেক ধন্যবাদ । সুখে থাক, ভাল থাক, যেখানেই থাক সাবধানে থাকবে । শুনলাম দেশে বেশ শীত পড়েছে, অন্য বছরের তুলনায় আমারা-ও এবার বেশ শীতে ভুগছি, সূর্যের দেখা পাই না বললেই চলে ।

১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাল থাকুন

কোন দেশে আছেন?

১৯| ১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১২

মিঃ সালাউদদীন বলেছেন: ধন্যবাদ, স্থায়ী বাস ফ্রান্সে, তবে ৬ মাস পর পর ইউরোপের বিভিন্ন দেশে বদলি হয় ।

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ
যেখানেই থাকুন ভাল থাকুন
আল্লাহ ভরসা

২০| ১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪২

নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার লিখেছেন আপু । ছবি বর্তমান প্রকৃতি আর কবিতা মিলে দারুন এক অনুভূতি ।

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপি
সুন্দর মন্তব্যের জন্য আবারো ধন্যবাদ সাথে ভালবাসা
ভাল থাকুন হামেশা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.