নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

রঙ লেগেছে মনে.........

১২ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৬



©কাজী_ফাতেমা_ছবি

রঙ বাসন্তি ফুলের ভিতর-মৌমাছিদের গুনগুন
মনের ভিতর সুর অনুরণ-গাইছে পাখি টুনটুন!
রোদের ছোঁয়ায় শিশির শুকায়-পাপড়ি মেলে ডানা
রঙ মেখে আজ উড়তে নীলে-নেইকো কোনো মানা।
হলদে রোদে সোনার শাড়ি-আঁচল উড়ুক হাওয়ায়
রোদ্দুর এসে দিক্ না হানা-আমার পশ্চিম দাওয়ায়।
গাঁদাফুলের রঙ ছড়ানো-সকাল দুপুর সাঁঝে
বুকের বামে কে দেয় উঁকি-যাই মরে গো লাজে!
ভালবাসার রঙ লেগেছে-ফাগুন নামে চোখে
এই দেখো না চোখে আমার-একটুখানি ঝুঁকে।
চোখের আয়নায় প্রেমের ছবি-তুমি কি-গো সেথা?
পিছন ফেলে যাও চলে যাও-মনে লাগে ব্যথা!
রঙের ছটা মারবো ছুঁড়ে- আসবে ধীরে ফাগুন
মনে তোমার লাগবে শুনো-আমার প্রেমের আগুন!
পাথর মানুষ অহম তোমার-ইচ্ছে দেই ভাঙ্গিয়ে
গাঁদা ফুলের রঙে আমায়-দাও না আজ রাঙিয়ে!
(ছবিটি ছোট ছেলে তা-মীম তুলেছে, ক্যানন ৬০০)

(লেখা চুরি করে যারা
বেজন্মা হারামী শুয়োর তারা)

তারপরও চুরি হবে :
এবং চুরি শেষ পর্যন্ত করেই ফেলল তার মানে এরা যা বলছিলাম তা-ই




মন্তব্য ৪৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৪

আটলান্টিক বলেছেন: গাঁদা ফুলটার ছবি অনেক সুন্দর হয়েছে।কবিতাটা চমৎকার।অভিনন্দন !:#P

১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ

২| ১২ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৫

জাহিদ অনিক বলেছেন:


রঙের ছটা মারবো ছুঁড়ে- আসবে ধীরে ফাগুন
মনে তোমার লাগবে শুনো-আমার প্রেমের আগুন!
পাথর মানুষ অহম তোমার-ইচ্ছে দেই ভাঙ্গিয়ে
গাঁদা ফুলের রঙে আমায়-দাও না আজ রাঙিয়ে!
-- ওহ দুর্দান্ত! অহম ভাঙিয়ে দেয়ার চূড়ান্ত সংকল্প।

টুক্কুসের ছবিটা ভাল হয়েছে খুব। হলুদিয়া ফুল।

১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাক অনেক অনেক

৩| ১২ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৮

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার গাঁদা ফুলের বাসন্তী রং এ রাঙাহবার ইচ্ছের প্রকাশ !!
ছবি ও দূর্দান্ত !!

১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি সাথে রইল ভালবাসা
ভাল থাকুন অনেক অনেক

৪| ১২ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুন্দর লিখেছেন। পাঠে মুগ্ধতা।

১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সত্য ভাইয়া ভাল থাকুন

৫| ১২ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩১

নূর-ই-হাফসা বলেছেন: আপু বসন্ত তো এখনো বহু দেরী ।
কবিতা সুন্দর হয়েছে । ভালো লাগলো আপু ।

১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: িআরে আপু মনের বসন্ত তো বারোমানই । মনে বসন্ত যখন তখন আসে হহাহাহাহা

ধন্যবাদ আপি ভালথাকুন

৬| ১২ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৮

ওমর ফারুক১৫১ বলেছেন: চমৎকার হইছে আপনার লিখনি।বাংলা কবিতা ভাল লাগল।

১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে পড়ার জন্য

৭| ১২ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৮

মলাসইলমুইনা বলেছেন: দুদিন বন্ধ ছিল আর কিছুক্ষন পর থেকে আবার স্নো ফল শুরু হবে আর অল্পক্ষনের মধ্যেই |সারাদিন চলবে |টেম্পারেচার থাকবে জিরো ডিগ্রির কাছাকাছি |এই তীব্রশীতে আপনার বসন্ত দিনের কবিতা পরে সত্যিই মনে উষ্ণতার ছোয়া লাগলো যেন |সুন্দর হয়েছে | আপনার ছোট ছেলেটা কত বড় ? সে কি আপনার মতো লেখে ? তার হাতেতো কবিতার ছোয়া আছে | গাদা ফুলের ফটোটাতো তুলেছে কবিতার মতো সুন্দর করে | কবিতা আর ফুলের ছবি দুটোতেই ভালো লাগা |

১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: দেশেও েএত ঠান্ডা। আর সহ্য হয় না । ঠান্ডা আমার এমনিতে ভাল্লাগে না

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। ভাল থাকুন
আমার শরীর টা একটু খারাপ দোয়া কইরেন :(

৮| ১২ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৭

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা ।

১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

৯| ১২ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৩

এডওয়ার্ড মায়া বলেছেন: লেখা চোর এইটাও কবিতার অংশ কিনা :) :-P

১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: যেটা মন চায় সেটা ধরে নিলেই হয়
ধন্যবাদ পোস্টে আসার জন্য

প্যাচানো মানুষের মত কথা বার্তা

১০| ১২ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১

ডঃ এম এ আলী বলেছেন:



কবি মন ফুলের মতো আরো একটু উদার কি হতে পারেনা!!!
ফুল থেকে মৌমাছিরা তো সব সময় রেনু নিয়ে যাচ্ছে
ফুল ফেরিওয়ালারা আস্ত ফুল বোটা ও ডাল সহ ,
অনেক ক্ষেত্রে ফুল গাছ উপরিয়ে নিয়ে যাচ্ছে,
দোকানে সেই ফুলগাছ বিক্রয়ও করছে,
মানুষ মনের সুখে সেগুলি কিনে নিয়ে
মনে সুন্দর সুন্দর রঙ লাগাচ্ছে !!!!!
ফুলেরা কিন্তু তার পরেও সবসময়
উদার থাকছে !!!

যাহোক, কবিতা ভাল হয়েছে ।

শুভেচ্ছা রইল

১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম হতে পারে ই তো কে বলেছে পারে না

হ্যা ফুলেরা উদার ই হয়। মানুষ হয় না

অনেক ধন্যবাদ ভাল থাকুন

১১| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৬

প্রামানিক বলেছেন: গাঁদাফুলের রঙ ছড়ানো-সকাল দুপুর সাঁঝে
বুকের বামে কে দেয় উঁকি-যাই মরে গো লাজে!


দারুণ লাগল। ধন্যবাদ

১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবদা প্রামানিক ভাই
ভাল থাকুন অনেক অনেক

১২| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লাগলো+++

১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকো
দোয়া করো আমার জন্য
একটু অসুস্থ আছি

১৩| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাইয়া । ভাল থাকুন

১৪| ১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা অনেক ভালো লেগেছে।

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৪:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: ছবি আপুর কবিতা ও ছবিতায় ভালোলাগা :)

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

১৬| ১৩ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৪:৪৯

সাদা মনের মানুষ বলেছেন:

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: এখন এটারই দরকার বেশী খুব ঠান্ডা
থ্যাঙকু ভাইয়া

১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৭

নতুন নকিব বলেছেন:



মনের রঙ ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন।

শুভকামনা।

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নকিব ভাইয়া ভাল থাকুন

১৮| ১৩ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গাঁদাফুলের রঙ ছড়ানো-সকাল দুপুর সাঁঝে
বুকের বামে কে দেয় উঁকি-যাই মরে গো লাজে!
এইটা আমি নই, 'কি করি' হইতে পারে, হের নজর খারাপ!!! :P

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহা নজর খারাপ না আপনি বেশী কইয়ালাইছেন
বেচারা ভদ্দর লোক হাহাহা

থ্যাঙকু

১৯| ১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৫

মিঃ সালাউদদীন বলেছেন: চোখে চোখ রেখে সখি কথা বলি সখে
গালমন্দ না কর যদি দারুন মজা লাগে ।
যে ছবি কথা বলে :
দারুন মজার কবিতা, পড়ে বেশ আনন্দ পেলাম ।

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
কিন্তু এই আপা কেডায় ভাইয়া
হাফপেন্ট পরছে কা হাহাহাহ

২০| ১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১১

ভ্রমরের ডানা বলেছেন:
ছন্দের জাদুগর, ছবি আপু!

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া । অনেক দিন পর দেখা পেলাম
কেমন আছেন?

২১| ১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মোস্তফা ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক

২২| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১২

জুন বলেছেন: কাজী ফাতেমা ছবি
আপনি কি এই কবিতাটির আগে একটা কবিতা দিয়েছিলেন নত হও শিরোনামে ?
খুব ভালোলেগেছিল কবিতাটির মুল ভাব।
এবারের কবিতাটিও ভারী সুন্দর ।
+

১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি দিয়েছিলাম

অনেক ধন্যবাদ ভাল থাকুন অনেক অনেক
শুভেচ্ছা আর ভালবাসা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.